মায়ের নতুন রূপ - অধ্যায় ১৫

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-54812-post-5256983.html#pid5256983

🕰️ Posted on June 4, 2023 by ✍️ Momscuck (Profile)

🏷️ Tags: None
📖 1988 words / 9 min read

Parent
পর্ব ১৫ এবার যে ঘটনা বলব তা তৃণার খুনের পাঁচ বছর পরের ঘটনা। ইতিমধ্যে বলার মত তিনটে ঘটনা ঘটেছে। আমি প্রথমবারের চেষ্টায় না পারলেও, দ্বিতীয়বারের চেষ্টায় আইপিএস অফিসার হয়েছি। বছর দেড়েক হলো জাভেদের বাবা মারা গেছে। আমাদের সম্পত্তি মা সব জাভেদকে দিয়ে বিক্রি করিয়ে দিয়েছে। যদিও এখানে কি ঘটেছিল বা ঘটছিল তার কোনো খবর আমি পাই নি। বলা ভালো পাওয়ার চেষ্টাও করি নি। আগের অনুভব বদলে গেছে। অফিসার হওয়ার পড়ে আমার প্রথম লক্ষ্য ছিল প্রতিশোধ ও অপরাধীদের শাস্তি দেওয়া। কিন্তু আমাদের জীবন কোনো হিন্দি সিনেমার গল্প নয় যে জীবন আমাদের মনের মত চলবে। চাকরি পেয়ে ট্রেনিং হলো প্রায় দু বছর, তারপর প্রথম পোস্টিং হলো আলিপুরদুয়ার। নতুন জেলা। নিজের মতো কাজ করার ও ওখানের মানুষের জীবন অনেক উন্নত করে তোলার অনেক সুযোগ। আমি সেই দিকেই মন দিলাম। আমার পরিবার হয়ে উঠলো আমার কোয়ার্টারের বিভিন্ন কাজের জন্য নিযুক্ত লোকেরা। আমার গুরুদেব আর গুরুমাকে আনতে চেয়েছিলাম। কিন্তু আসে নি উনারা। আমি নিজে কাজ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করতাম। ছুটি বলতে ওই একরকম কেটে যেত। শরীর চর্চা আগের মত চলতো শুধু। মায়ের কথা, ফারহার কথা মনে পড়ত খুব কিন্তু যে অতীত আমাকে এত কষ্ট দিয়েছিল আমি যেন একটু ভয়ই করতাম সেই অতীতকে।  জগদীশ্বর কিন্তু ভেবে রেখেছিল অন্য কিছু। আমার বাংলোর সামনে ছিল বিশাল মাঠ, এই মাঠেই প্রতিদিন সকালে দৌরতাম। কি গরমকাল কি শীতকাল প্রতিদিন সূর্য ওঠার আগে আমি মাঠে চলে আসতাম। এমনি একদিন দেখলাম একটা মেয়ে বেশ মোটা মাঠে দৌড়াচ্ছে। সাধারণ ঢিলে ঢালা চুড়িদার। তখন শীতকাল। তাই একটা সোয়েটার পড়েছে।  সাথে ওড়না। অথচ এত ঠান্ডায় এত সকালে খুব কম ছেলে মেয়ের দেখায় পাওয়া যায় মাঠে। যারা আসে তারাও পুলিশ বা আর্মির মাঠের প্র্যাক্টিস করতে। এই মেয়েটির শরীর দেখেই বোঝা যাচ্ছে সেই কাজের জন্য এ আসে নি। আমি আর কিছু বলার আগেই আমার হাত কুড়ি দূরেই মেয়েটা বসে পড়ল বা পড়ে গেল। আমি কাছে গিয়ে তুলতে যেতেই সে নিজেই উঠে গেল। লজ্জা পেয়ে চলে যেতে চাইছিল হয়ত আমি বললাম, চুড়িদার ওড়না এসব পড়ে দৌড়াবেন না। দৌড়ানোর পোশাক পরে দৌড়াবেন। এতক্ষণ আমি মেয়েটির দিকে তাকাই নি। এবার তাকালাম। মায়ায় ভরা একটা মুখ। চোখ ছলছল করছে। তারপরে কি বলব আমি বুঝে ওঠার আগেই লাগা পায়েই কষ্ট করে দৌড়ে চলে গেল। আমি চাইলে পিছু করে ধরে ফেলতেই পারতাম। কিন্তু সেটা যে শোভনীয় দেখায় না। তাই বিরত থাকলাম। ভেবেছিলাম পরের দিন সরি বলে দেব। কিন্তু তারপর থেকে তাকে আর কোনোদিন দেখি নি। দিন পনের পর আবার মেয়েটির সাথে দেখা হলো। সেদিন অন্য ভূমিকায়। একটা গোলাপী রঙের শাড়ি পড়েছে। কপালে লাল সিঁদুরে টিপের দাগ।  জেলার ডি এম অফিসে দৌড়াদৌড়ি করে কিছু কাজ করার চেষ্টা করছে। আমার সেদিন একটা মিটিং ছিল সেখানে। সেখানে পৌঁছেই আমার ওর সাথে দেখা হলো। আমাদের মিটিংয়ের ঘরে সব প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিচ্ছে। ওর সাথে আরো কেউ কেউ কাজ করছে কিন্তু ওর কাজ করাটা বেশ ভালোই দেখা যাচ্ছে। ডি এম এলে আমাদের মিটিং শুরু হলো। চলল প্রায় ঘন্টা খানেক। তারপর আমরা বেরিয়ে গেলে দেখলাম বাইরে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি। সাথে আরো কিছু লোক। আমি নিজের থেকেই উনাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম আপনারা কারা? একটা ছেলে বলল, স্যার আমরা দামিনী এন জি ও।  ডি এম স্যারের সাথে আমাদের একটা আলোচনা ও প্রদর্শনী আছে। আমাদের বলা হয়েছিল আগে আপনার সাথে মিটিং করবে। তাই আমরা অপেক্ষা করছিলাম।  আমি মেয়েটির দিকে তাকিয়ে বললাম, আপনার নাম কি? মেয়েটি প্রথমে একটা ভালো রকম অবাক হলো। তারপর যেন একটু অপ্রস্তুত হয়েই বলল, অমৃতা দস্তিদার। ইতিমধ্যে ডি এম স্যার সামনে দিয়ে আসছিলেন রিফ্রেশ হয়ে। আমাকে দেখে বললেন, কি মি. মুখার্জি আপনি এখনো এখানে? আমি বললাম, এই গ্রুপটার সাথে একটু কথা বলছিলাম স্যার। উনি আমাকে বলল, আরে তোমার তো এখনই কাজ নেই। এসো এই প্রদর্শনী টা দেখি। ওরা খুব ভালো কাজ করছে। মেইনলি ওরা ওমেন ট্রাফিকিং এর শিকার মেয়েদের সাথে কাজ করে, সেই মেয়েদেরই তৈরি হাতের কাজের জিনিষ। এসো এসো দেখবে। আমি রাজি হলাম তার অন্যতম কারণ অবশ্যই অমৃতা নামের মেয়েটা।  প্রদর্শনীতে আমি অবাক হয়ে দেখছিলাম আগের দিনের জবুথবু মেয়েটা আজ কত সাবলীল। একটা একটা হাতের কাজের জিনিসের সাথে জড়িয়ে আছে একটা একটা মেয়ের গল্প। অজানা অচেনা মেয়েগুলোর সাথে অমৃতা আমাদের পরিচয় করাচ্ছিল তার বাগমিতা, নিপুণ ভাষার প্রযোগ আর গলার আওয়াজ দিয়ে। আমি সেই প্রদর্শনী থেকে কিছু জিনিস কিনলাম আর অনলাইন টাকা মেটানোর অছিলায় অমৃতার ফোন নম্বর পেলাম। ডি এম স্যার ও কিনলো। এতে ওরা যারপরনাই কৃতজ্ঞ হলো।  দিন দুয়েক পর, সকাল তখন ১০টা। আমি ফোন করলাম অমৃতাকে। আমার মধ্যে ওর প্রতি একটা ভালোলাগা কাজ করছিলো। তবে সেটা কি আদৌ প্রনয় সম্পর্কিত তা নিতান্তই বেশি ভাবা। ভালোলাগাটা তাকে আরো জানতে চাওয়ার জন্য।  ফোন ধরে একটা বেশি বয়সি পুরুষ কণ্ঠ শুনলাম।  আমি বললাম, আমি এস ডি পি ও, আলিপুরদুয়ার মিস্টার মুখার্জি বলছি।  সেদিকের গলায় ভীতি স্পষ্ট বলল, হুঁ স্যার বলুন কিছু হয়ছে।  আমি বললাম, অমৃতা দস্তিদারের সাথে একটু দরকার ছিল।  এবার ভয় মেশানো কণ্ঠে বলল, আমার মেয়ে স্যার। কিছু করে ফেলেছে নাকি স্যার। আমাকে বলতে পারেন। আসলে ও একটু ...  আমি কথাটা শেষ করতে না দিয়ে বললাম, দেখুন দিন তিনেক আগে আমি উনার কাছে কিছু হাতের কাজের জিনিস কিনেছিলাম। শুনলাম সেগুলো পাচার হয়ে উদ্ধার হওয়া মেয়েদের তৈরি। সে ব্যাপারেই কিছু কথা ছিল। আপনার মেয়েকে আজ বিকালে একটু আমার অফিসে আসতে বলবেন। আমি নিজে যখন ফোন করছি জানবেন বিশেষ ভাবে দরকার। অফিসে পৌঁছে আমার এই নম্বরেই ফোন করতে বলবেন। বিকাল যখন সাড়ে তিনটে ফোনটা এলো তখনই। আমি বেরিয়ে এসে দেখলাম মেয়েটি এসেছে। সাথে উনার বাবাও। অমৃতা আমাকে দেখে হালকা হাসলো। তারপর উনার বাবাকে আমি বললাম, কাকু আপনাকে একটু অপেক্ষা করতে হবে যে। উনি মাথা নেড়ে হাত জোর করে রাজি সে কথা জানালেন। আমি উনাকে বললাম, বেশ তবে আপনি কিন্তু অফিস থেকে একটু দূরে থাকুন। এখানে কেউ যেন জানতে না পারে ভেতরে কোনো মিটিং চলছে। আর আপনি এব্যাপারে কাউকে কিছু বলবেন না।  কাকু চলে গেলে আমি অমৃতা বললাম আসুন। শুরু হলো নতুন এক কর্ম যোগ্য। মেয়েটি যে সরকারি নিয়ম মেনে সব কাজ করে সেটা দেখে ভালো লাগলো। এদের এন জি ও এখন অবধি তেইশ জন মেয়েকে পেয়েছে। যারা পাচার হতে হতে উদ্ধার হয়ছে পুলিশ বা কোনো অন্য উপায়ে। যাদের পরিবার তাদের আর ফিরিয়ে নেয় নি। সেদিনের মতো মিটিং শেষ হলো। কাকুকে ডেকে তার মেয়ের একটু প্রশংসা করলাম। কি করেছে সেসব বলি নি। তবে সাধারণ। কাকুর বুক থেকে যে এতক্ষণের ভয়ের পাথরটা নেমে গেল সেটা দেখেই বুঝলাম। উনারা বাড়ি ফিরে গেল। আমি রাতে অমৃতাকে ফোন করে বললাম কাল থেকে আমার সাথে একটু কাজ করতে পারবেন? ও রাজি হলো।  পরের দিন সকালে আমি ওর বাড়ির সামনে দাঁড়ালাম। কিছুক্ষণ পর সাদা চুড়িদার সোয়েটার ওড়না একটা খুব সাধারণ ব্যাগ আর মাথাই একটা টুপি নিয়ে বেরিয়ে এল। আমি আমার বুলেট চালিয়ে ওকে নিয়ে গেলাম। ও এতই সাধারণ যে ওর এই জিনিসটাই আমাকে মুগ্ধ করছিল। যেতে যেতে টুকটাক কথা হলো। প্রথমে প্রথমে আমি প্রশ্ন করলে উত্তর দিচ্ছিল তারপর টুকটাক কথা নিজের থেকেই বলল। এই ভাবে সাতদিন আমরা ঘুরলাম। সেই সব মেয়েদের সাথে কথা বললাম। হাড় হিম করা ভয়ানক দৃশ্য গুলো ওদের মুখে শুনে আমি অবাক হচ্ছিলাম। আবার মনেও হচ্ছিল একদিন আমার সাথেও এমন হয়েছিল। হয়তো পুরোপুরি এক নয়, কিন্তু অনেক খানি একই। নিজের ইচ্ছার বিরুদ্ধে জোর খাটিয়ে কিছু করানো।  এই সাতদিনে আমি আর অমৃতা একে অপরকে অনেকখানি জেনেছিলাম। জেনেছিলাম ও মোটা হওয়ায় অনেক ছেলে দেখার পরও ওর বিয়ে হচ্ছে না। আমার উপর একটু অভিমান করেই বলল, ওইদিন আপনি ঐভাবে হাসলেন তাই আর যাই না। আমি বললাম, আমি তো হাসি নি, শুধু বলেছিলাম চুড়িদার সোয়েটার ওড়না পরে দৌড়ানো হয় না। অমৃতা বলল, আপনাকে তো বলেছি, আমরা অত বড়লোক নয়। হটাৎ করে কিছু কেনা যাবে না। বাবার কাজ তো জানেনই। ইলেকট্রিক মিস্ত্রি। সব সময় কাজ থাকে না।  ও আমাকে অনেক কিছু বলছিল। ওর পরিবার নিয়ে। ওর বন্ধুবান্ধব। ভালোলাগা খারাপ লাগা নিয়ে। আমাকে ও জিগ্গেস করেছিল অনেক কিছু। কিন্তু আমি বড়ো অফিসার ও সেভাবে কিছু বলার সাহস পাই নি। উত্তরও পাই নি সেভাবে। আর কিই বা বলবো। কি করে বলব আমার মা একটা বেশ্যা ম্যাগী।  সেই সাতদিনের পর আমাদের পুলিশের কাজ শুরু হলো। মাত্র মাস খানেকের মধ্যেই পর পর বেশ কয়েকটা রেড হলো। ধরা পড়ল অনেকে। ধরা পড়ল নেতা ও বড়ো বড়ো মাপের সমাজের গণ্যমান্য কিছু লোকও। রাজ্য সরকার, পুলিশের সব মহলে শোরগোল পড়ে গেল। এর মধ্যে দুয়েক বার অমৃতার সাথে কথা হল। সব শেষ হলে আমি একদিন অমৃতাকে দেখা করতে বললাম। আমি ওকে আমার বাংলোর জিমে ব্যায়াম করতে অনুমতি দিলাম। আসলে এই দেখা না হওয়াটা আমার ভালো লাগছিল না। প্রথমে ও একটু অপস্তুত হচ্ছিল। তারপর রাজী হলো। আমার বাংলোর জিমে লোক আমিই যা জিম করতাম। এবার থেকে অমৃতা আসতে শুরু করল। ও প্রতিদিন আসতো না। মাঝে একদিন দুদিন বাদ দিত। একদিন খুব বকা দিলাম। তারপর আবার সরি বলেছিলাম। ধীরে ধীরে সম্পর্ক তৈরি হতে লাগল। মাঝে গল্প হতো, কাজের কথা হতো, অতীতের কথা হতো। আমার সবটা জানতে না পারলেও মা যে বেচেঁ আছে আর তার সাথে সম্পর্ক নেই এটা অমৃতা জেনেছিল। একদিন সকালে ও জিম করতে এসেছে আমিও সেই সময় জিম করছিলাম। আমার গোটা শরীরে ঘাম দেখলাম অমৃতা আড় চোখে আমার বডি দেখছে। অল্প লজ্জা লজ্জা লাগছিল ঠিকই। কিন্তু এটা যে গ্রিন সিগনাল হিসাবেই আমি দেখছিলাম সেটা সকল পুরুষ পাঠকগণ ভালো করেই জানেন। তারপর আর দেরি না করে পরের দিনেই অমৃতাকে আমি প্রেমের প্রস্তাব দিলাম। শুধু এইটুকু বলেই থেমে যাব না। কি করে কি হলো সবটা বলব। তবেই সবাই বুঝবেন আমাদের মাঝে কি রকম ভালোবাসা ছিল।  সেদিন অমৃতা জিমে এসেই আমাকে বলল, স্যার তোমার জন্য একটা খাবার নিয়ে এসেছি।  এতদিন যে মেয়েটা আপনি আপনি বলতো, অনেকবার বলার পরও তুমি বলে নি আজ সে হটাৎ তুমি বলাই আমি একটু অবাক হলাম। আমি বললাম, কি খাবার এনেছ।  অমৃতা: এটা হলো ভাঁপা সন্দেশ। আমি নিজে বানিয়েছি।  আমি: আমার জন্য বানিয়েছ? অমৃতা: আসলে কাল আজ মামার ছেলের বিয়ে। সকালেই মা গেল। তাই কি নিয়ে যাবে ভেবে ওই ভাঁপা পিঠে বানানো। আমি আপনার জন্য কয়েকটা বেশি তৈরি করেছিলাম।  আমি: তুমি তো বড়ো অদ্ভুত মেয়ে। একবার তুমি বলছ একবার আপনি?  অমৃতা: তুমি আবার কখন বললাম। নিন স্যার খান একটু।  আমি একটা ভাঁপা সন্দেশ নিয়ে খেলাম। অমৃতার বানানো বলে মনে হয় আমার একটু বেশি স্বাদ লাগছিল।  তারপর অমৃতা নিজের মতো জিম করতে লাগল। মাঝে মাঝে কথা হচ্ছিল। একটু পরে অমৃতা আমার কাছে এসে বলল, স্যার আজ হয়ে গেছে।  আমি বললাম বেশ এসো তবে।  অমৃতা বলল, স্যার ভাঁপা সন্দেশটা কেমন হয়ছে?  আমি বললাম, দারুন। ব্যাপক। অসাধারণ। অনবদ্য।  অমৃতা হেহে করে হেসে ফেললো। আমি আরো বললাম, এমনি মিষ্টি প্রতিদিন খাওয়াবে?  অমৃতা বলল, বেশ। আপনি যতদিন এখানে থাকছেন ততদিন প্রতিদিন কিছু বানিয়ে এনে দেব।  আমি বললাম, আর তারপর? অভ্যাস করে দিয়ে বন্ধ করে দেবে?  সরল মনে অমৃতা বলল, কতদূরে চলে যাবেন আপনি তখন কি করে বানিয়ে দেব?  আমি এবার একটু সাহস করে বললাম, আচ্ছা অমৃতা এমন কিছু করা যায় না, যাতে আমি যেখানে যাবো তুমিও আমার সঙ্গেই গেলে? অমৃতা সোজাসুজি আমার চোখের দিকে তাকাল। তাতে অনেক প্রশ্ন ছিল। আমার চোখের ভাষায় ছিল তার উত্তর। ওভাবেই আমাদের মনের কথা বলা হয়ে গেল। তারপর আমিই আবার বললাম, আচ্ছা অমৃতা তুমি বুঝেছ আমি কি বলছি।  অমৃতা বলল, বুঝেছি। কিন্তু ভয় লাগছে। তুমি এত বড় অফিসার। এত বড়লোক। আমি সামান্য এক ইলেকট্রিক মিস্ত্রির মেয়ে। তাও দেখতেও খারাপ। এত মোটা।  আমি বললাম, তুমি দেখতে মোটেও খারাপ না। বরং খুবই সুন্দরী। হ্যা সামান্য মোটা। আমার একটু মত মেয়েই পছন্দ।  অমৃতা লজ্জা পাচ্ছিলো। আমি অমৃতার সামনে হাঁটু গেড়ে বসে ফিল্মি স্টাইল মেরে প্রপোজ করলাম। অমৃতা আমাকে ফিরিয়ে দেয় নি।  এরপর চলতে লাগলো আমাদের প্রেম। নিষ্পাপ, নির্ভেজাল। আমাদের বাংলোর সব কাজের লোকরা জানত অমৃতা আমার গার্লফ্রেন্ড। সবাই ওকে খুব ভালোবাসত। বেশ কয়েকমাস পেরিয়ে যাওয়ার পর আমি আমার জীবনের সব রহস্য ওর সামনে খুলে দিলাম।। মা আর জাভেদ আমার সাথে কি কি করেছে সবটুকু বললাম ওকে। ও একদিকে অবাক হলো। একদিকে আমার পাশে থাকল। তারপর একদিন সময় করে অমৃতার বাবা মার সামনে আমি আর অমৃতা একসাথে আমাদের প্রেমের কথা বললাম। উনারা রাজি হলেন। আমি আমার গুরুদেব ও গুরামাকে জানলাম। ওরাও আশীর্বাদ জানলো। তারপর আমাদের বিয়ের দিন ঠিক হলো। আমাদের মেলামেশা আগের মতই হতো। এর মধ্যে অমৃতার সাথে দুয়েকবার হাগ হলো। একদিন অনেক তেল মেরে মেরে কিস ও করলাম। তারপরের থেকে চুমু খাওয়াটা আমাদের ব্যাপক ভাবে চলতে থাকল।  তখন বিয়ের আর একমাস বাকি একদিন সকালে আমি ঘুম থেকে উঠেই দেখলম খুব জ্বর আমার। আমি শুয়েই ছিলাম অমৃতা এল। আমাকে ওভাবে দেখে সুপ খাওয়ালো। বারবার জ্বর মাপছিল। জ্বর বেশ ভালই ছিল। একটা সময় বলল ডাক্তারের কাছে নিয়ে যাবে। কি আদর আর ভালোবাসায় আমাকে ডক্টরের কাছে নিয়ে গেল। আর ডাক্তারের কাছে গিয়েই হলো বিপদ। এই ডক্টর আর কেউ না। স্বয়ং ফারহা। আমাকে দেখে সে বিস্মিত, আমিও তাই। নিজের নাম সে বদলে ফেলেছে। নতুন নাম জেসমিন। আমাকে দেখে ফারহা একটু অপ্রস্তুত হয়ে বলল, বসো। অমৃতা বলল, আমার কি হয়ছে। ফারহা অমৃতাকে জিজ্ঞেস করলো, তুমি কে হও ওর? অমৃতা ফারহাকে চিনত না। শুধু গল্প শুনেছিল। অমৃতা বলল, ওর ওয়াইফ আমি।
Parent