'''নিষিদ্ধ দ্বীপ''' - অধ্যায় ৬

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-18806-post-1121674.html#pid1121674

🕰️ Posted on November 23, 2019 by ✍️ nil akash (Profile)

🏷️ Tags:
📖 941 words / 4 min read

Parent
এই দ্বীপে আসার পর থেকে সে বেশ কয়েকবারই বাকেরকে ইঙ্গিত করেছে যে ওর সেক্স প্রয়োজন, বেশ কয়েকবারই বাকেরের ভিতরে সে যৌন ক্ষুধা জাগানোর চেষ্টা করছে কিন্তু বাকের ওর কথা বা আচরনকে মোটেই আমল দেয় নি। এটা ওর ভিতরে আরও বেশি হতাসার সৃষ্টি করেছে। আসলে এই দ্বীপে আসার পর এই ২ মাসের ও বেশি সময় ধরেই শুধু নয়, নিজেদের দেশ থেকে রওনা দেয়ার পর থেকে জাহাজে যে একটি মাস কাটিয়েছে ওরা, সেখানে ও ওদের কাছাকাছি আসা বা সেক্স করা সম্ভব হয় নি, কারন জাহাজে এক রুমের কামড়াটি তে ওদের তিনজনকেই এক সাথে ঘুমাতে হয়েছে। আর ছেলের সামনে স্ত্রীর শরীরের উপর চেপে বসাতে ঘোর আপত্তি আছে বাকেরের। কিন্তু সাবিহা ওর নিজের ভিতরের এই আকাঙ্খাকে কিভাবে তৃপ্ত করে, ওর শরীরে যেই আগুন জ্বলছে সেটাকে কিভাবে নিভায়? কিন্তু নিজের মাথা থেকে যৌনতার এই ভুতকে সাবিহা তাড়ায় এই বলে যে, ওর এখন নিজের চেয়ে ওদের ছেলের দিকে বেশি খেয়াল করা উচিত। ছেলের সামনে কিছু করে ফেললে ছেলে হয়ত বুঝবে না, তাই ছেলের কথা চিন্তা করতে হবে ওদেরকে, ছেলের সামনে সাবধানে চলাফেরা, কথা বলা উচিত। তবে এগুলি যে শুধুই নিজেকে মিছে সান্ত্বনা দেয়ার চেষ্টা, সেটা ও সে জানে। যেহেতু আহসান একজন সুস্থ কিশোর, তাই সাবিহা জানে যে ইদানীং এই দ্বীপে আসার পর থেকে ওকে বেশ তীক্ষ্ণ নজরে পর্যবেক্ষণের চোখে দেখতে শুরু করেছে ওর ছেলে, কারন ওর শরীরে এখন পরিবর্তনের জোয়ার বইছে, ওর উত্তেজনা, আবেগ, ক্রোধ, রাগ, উচ্ছ্বাস সব কিছুকেই ওর শরীরর হরমোন নিয়ন্ত্রন করছে এখন। ওর যে কোন প্রতিক্রিয়া এখন খুব তিব্র ধরনের হবে। মেয়ে মানুষ যে ভিন্ন একটা জিনিষ সেটা বুঝতে শুরু করেছে সে, মেয়েদের শরীরের গঠন আকার আকৃতি ও যে ভিন্ন সেটা ও বুঝে যাচ্ছে। এই জন্যেই এই দ্বিপের একমাত্র নারী শরীরকে সে খুঁটিয়ে দেখার চেষ্টা করে, যদিও সব কিছুই খুব সাবধানে, সন্তর্পণে করে আহসান কিন্তু সাবিহা টের পেয়ে যায়, কখন আহসান ওর দিকে ওই রকম দৃষ্টিতে তাকায়। হাজার হলে ও মা তো সে, তাই যতটুকু সম্ভব নিজের শরীর ঢেকে রাখতেই চেষ্টা করে সাবিহা। সব সময় সতর্ক থাকে যেন ছেলে কিছু বুঝে না ফেলে, যদি ও ওর মনের ভিতরে যৌন আকাঙ্খা দিনে দিনে প্রচণ্ড রুপ ধারন করছে। কিন্তু দুর্ভাগ্য বশত সাবিহা কাজ করার সময় বেশ কয়েকবার পিছলে পড়ে গিয়েছিল, তখন ও ওর শরীরের অনেক কিছুই আহসান দেখে ফেলেছে। আর প্রতিবারই আহসানকে উত্তেজিত হয়ে যেতে দেখেছে সাবিহা, এমন কি আহসানের চোখ মুখের দিকে তাকালে ও সাবিহা বুঝতে পারে যে ছেলে কখন উত্তেজিত। কিন্তু একটা কথা নিজের মনে একটু ও স্বীকার করে না সাবিহা যে, ছেলের এই উত্তেজিত হওয়া বা চোরা চোখে ওর দিকে তাকানো যে সাবিহার নিজের শরীরের ভিতরে কি রকম ঝড় তুলে দেয়, কেমন এক যৌনতার উত্তেজনা এনে দেয়। কিন্তু এটাকে অস্বীকার করার মানে এই না যে, এমন কিছু বাস্তবে ঘটে না, এটা ও সাবিহা জানে। এই দ্বীপ থেকে উদ্ধার পাওয়ার আশা ধীরে ধীরে কমতে লাগলো বাকের আর সাবিহার মনে, দিন থেকে সপ্তাহ, এর পড়ে মাস, অন্য আরেকটি মাস চলে যাচ্ছে। প্রায় ৫০ দিন হয়ে গেছে ওরা এই দ্বীপে আশ্রয় নিয়েছে। সাবিহা প্রতিটি দিন গুনে রাখছে। ওদের ভিতরের হতাশা ওরা নিজেদের ভিতরে লুকিয়ে রাখলো যেন আহসান বুঝতে না পারে। আহসানের সামনে ওরা সব সময় বলতো যে, ওরা জানে, ওদের কে খুঁজতে অনেক লোক বের হয়ে গেছে, কিন্তু যেহেতু ওরা অনেক দূরে চলে এসেছে, তাই খুঁজে পেতে ওদের দেরি হচ্ছে, খুব শীঘ্রই ওরা এই দ্বীপের খোঁজ বের করে ফেলবে।, এই সব আশা ব্যাঞ্জক কথা। সাবিহা আর বাকের জানে না যে আহসান ওদের এই সব কথা বিশ্বাস করে কি না, কারন আহসান খুব বুদ্ধিমান ছেলে আর এই দ্বীপে ওরা যেই অবস্থায় এসে পৌঁছেছে সেই অবস্থা আর পরিস্থিত সম্পর্কে বুঝতে শিখে গেছে এখনই সে। যতই সময় গড়াতে লাগলো সাবিহার পক্ষে ওর এই আশাব্যাঞ্জক কথা চালিয়ে যাওয়া এবং ওরা আবার কোনদিন লোকালয়ে ফেরত যেতে পারবে এমন একটা ব্যবহার দেখানো কঠিন হয়ে যাচ্ছে, ওর মন মেজাজ সব সময় তিরিক্ষি হয়ে যাচ্ছে। বাকেরের সামনে মাঝে মাঝেই ওর এই বিরক্তি প্রকাশ পেয়ে যাচ্ছিলো, যেটাকে বাকের ও একটু ভয় পেতো। সাবিহার সবচেয়ে বেশি চিন্তার কারন ছিলো আহসান, ওর ছেলে। ছেলের মুখের দিকে তাকালেই একটা অব্যক্ত ব্যথা আর উপচে পড়া দুঃখের অনুভুতি যেন ওর গলা চেপে ধরতো। এই বয়সের একটা ছেলে যেভাবে নিজের জীবন কাটায় সেটা থেকে ওকে বঞ্চিত করে এই রুক্ষ আদিম জীবনে ওরা ওকে কিভাবে ফিরিয়ে নিয়ে যাচ্ছে! ও কলেজ যেতে পারবে না, বন্ধুদের সাথে মিশে সময় কাটাতে, গল্প করতে, সিনেমা দেখতে, মজার মজার খাবার খেতে, কিছুই করতে পারবে না, এমন কি একটা মেয়েকে ও পাবে না যাকে সে বিয়ে করতে পারে, নিজের মনের ভালোবাসা উজার করে দিতে পারে, সেই মেয়ের ভালোবাসা নিজের মনে অনুভব করতে পারে। সভ্য সমাজে আচার আচরন, কায়দা কানুন, কথা বলা, ভদ্রতা দেখানো, কারো উপকার করা, খারাপ মানুষ চিনা, কোন কিছুই ওর পক্ষে সম্ভব হবে না। তাছাড়া ডাক্তার, ঔষূধ, হাসপাতাল ছাড়া এই আদিম পরিবেশে ওর জীবন দৈর্ঘ ও ছোট হয়ে যাবে, এসব কথা চিন্তা করলেই মন ভারী হয়ে উঠে, চোখের পানি আপনাতেই বেড়িয়ে যায়। আশার কথা শুনানোর পাশাপাশি সাবিহা খেয়াল রাখছিলো যেন আহসান লেখা পড়া ভুলে না যায় আর নতুন নতুন কিছু শিখতে পারে। সাবিহা নিজে যেহেতু শিক্ষিত, লেখা পড়া সে কলেজ পর্যন্ত পড়েছে, তাই সে নিজের হাতেই উঠিয়ে নিলো ছেলের লেখাপড়ার দায়িত্ব। কিছু বইয়ের জ্ঞানের সাথে সাথে সামাজিক আচার, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক, এসব ও শিখার প্রয়োজন ওর। বাকের ওর স্ত্রীর এই সব কাজে মোটেই উৎসাহ দেয় না, ও মনে করে সাবিহা শুধু শুধু ওর সময় নষ্ট করছে, ওদের ছেলের এখন উচিত, কিভাবে এই বন্য পরিবেশে একাকি দ্বীপে জীবন টিকিয়ে রাখা যায়, সেই শিক্ষা, হাতে কলমে। কিভাবে মাছ ধরা যায়, কিভাবে ঘর বানানো যায়, কিভাবে শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করা যায়, এসব শিখা ওর জন্যে জরুরি। কারন এই প্রাকৃতিক বন্য বিপদ সঙ্কুল পরিবেশে ছোট একটা ভুলই মানুষের জীবন কেড়ে নিতে পারে, তাই জীবন বাঁচিয়ে চলার শিক্ষাই ওর জন্যে বেশি দরকার। বাকের চায় না যে ওর ছেলে বোকা, মেয়েলী দুর্বল ধরনের হয়ে বেড়ে উঠুক, কিন্তু দুখের বিষয় এই যে এই দ্বীপে আসার পর থেকে ছেলেকে সে সব সময় ওর মায়ের আঁচল ধরে পিছনে পিছনে চলতেই দেখেছে সে।
Parent