পাহাড়ের গহীনে - অধ্যায় ৫

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-25402-post-1867894.html#pid1867894

🕰️ Posted on April 22, 2020 by ✍️ Shimul dey (Profile)

🏷️ Tags:
📖 429 words / 2 min read

Parent
(৬) বাকি রাতটুকু বিছানায় শুয়ে নির্ঘুম কাটল। কত আকাশ পাতাল ভাবলাম।  কিন্তু মনের জ্বালা সে আর দূর হল না। সকালে নিঃশব্দে কলেজে চলে গেলাম।  যাওয়ার সময় দেখি ফুপুর ঘরের দরজা বন্ধ!  ভাবলাম এ পৃথিবীতে একমাত্র  যাকে ভালোবাসলাম তার মনের দরজাও কী আমার জন্য চিরতরে বন্ধ হয়ে গেল!  কলেজে মন বসল না।   ক্লাস শেষে  সাধারণত বেলা দুটায় ছাত্র পড়াতে যাই, তারপর বাসা।  আজ আর গেলাম না। ডিসি বাংলোর  রাস্তায়  হাটছিলাম,   তারপর  পাশের পার্কে একটা  বেঞ্চে  বসে পড়লাম।  বিকেল  গড়িয়ে সন্ধ্যা,  লেকের দিকে  তাকিয়ে  ছিলাম নিরব দৃষ্টিতে। কত  কষ্টের অতীত  পার করে ভেবেছিলাম একটু সুুুুখের মুখ দেখব,  তা আর বোধহয় হল না! রাত নটায় পুলিশ   উঠিয়ে দিল। আমার তো আর যাওয়ার মতো  জায়গা নেই  তাই নিরুপায় হয়ে বাসায়  ফিরে চললাম। চাবি দিয়ে দরজা খুলেছি। দেখি ফুপু উত্কণ্ঠিত দৃষ্টিতে ডাইনিং টেবিলের একটা চেয়ারে বসে আছেন। টেবিলে খাবার ঢাকা দেয়া। উনার মুুুখের  দিকে চেয়ে মনে হলো উনি সারাদিন  বোধহয়  কিছুই  খাননি! আমার বুুুুকটা  মোচড় দিয়ে উঠল।  আমি কিছু না বলে আমার রুমে চলে গেলাম। জামা কাপড় ছেড়ে হাত-মুখ ধুয়ে ঘরে যাব এমন সময় ফুপু বললেন -"খেতে আয়"। সারাদিন আমিও খাই নি। তবুও খেতে ইচ্ছে করছিল না। ভাবলাম আমি না খেলে ফুপু আর কিছুই খাবেন না। তাই অনিচ্ছা সত্বেও খেতে বসলাম। খাওয়া শেষ করে উঠে যাব তখন ফুপু বলল-" আমার রুমে আয়,  কথা আছে"। আমি ভাবলাম সব তো শেষ হয়ে গেছে!  আবার কিসের কথা! তবুও মাতৃসমা ফুপুর মনে  দুঃখ দিতে চাই না। গেলাম ; দরজা খোলাই ছিল, ফুপু খাটে বসে ছিলেন।  কিছুক্ষণ চুুুুুপচাপ,  তারপর ফুুুুপুই বলল- " তোর জন্য মেয়ে ঠিক করেছি,   আমার ননদের বড় মেয়ে ঝিনুক।  খুব মিষ্টি চেহারা! তোর সাথে  বেশ মানাবে। আমি কী বলব বুঝতে পারছিলাম না।  ফুপু বললেন-" কিছু বলছিস না কেন!"  আমি বললাম- তোমার চেয়ে মিষ্টি চেহারা! এটা অসম্ভব। ফুপু শরীর কাপিয়ে হেসে উঠলেন।    ফুপু বললেন- "আমি তোর কাছে এত সুন্দর! আমি তো একটা বুড়া ধুমসী মাগী!  ফুপুর মুখে কখনো খারাপ কথা শুনিনি।  আমি বললাম - তুমি আমার দেখা সবচেয়ে সুন্দরী নারী!  ফুপু বললেন-" সুন্দরী না ছাই! একটা বুড়ার কাছে বাপ ভাইরা বিয়ে দিল! সারাজীবন কিছুই পাইলাম না। এই সুন্দরের মূল্য নাই।  এখন তুই বল কী করব? ঝিনুকের মা কে  বলে দেখব?  আমি বললাম- আমি কখনো বিয়ে করব না। ফুপু হাসলেন, বললেন "কাউকে ভালোবাসিস? সে কষ্ট দিয়েছে নাকি? " ফুপুর মত অভিজ্ঞ নারী পুরুষের দৃষ্টি পড়ে ফেলেন নিমেষেই।  তাই গত রাতের ঘটনার পর আমি কি উত্তর দিব তা তিনি জানেন। আমি বললাম - আমি শুধু আপনাকেই ভালোবাসি।  ফুপু বললেন - "আমি তো তোর ফুপু হই,  সে তো ভালবাসবিই, কিন্তু তোকে বিয়ে   করতে হবে না! তার কথা বলছি! আমি লজ্জা শরমের মাথা খেয়ে বললাম - আমি আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারব না। একথা   বলে ঘর থেকে চলে আসলাম
Parent