পল্লী সমাজ - অধ্যায় ১

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-26381-post-1946754.html#pid1946754

🕰️ Posted on May 12, 2020 by ✍️ Jaybengsl (Profile)

🏷️ Tags:
📖 274 words / 1 min read

Parent
দীর্ঘ টালবাহানা,বিতর্ক,মান অভিমানের পর অপূর্বর বিবাহের কথা পাকা হইল।বাস্তবিক দেখিলে এই বিবাহ সম্ভব ছিলো না।সামাজিক মর্যাদার কথা ধরিলে দুই পরিবারের মধ্যে বিস্তর ব্যবধান ছিলো। বলিতে পারি,প্রায় দেবদাস ও পার্বতীর দুই পরিবারের মতো ।  অপূর্বর পিতা রুদ্র প্রতাপ চৌধুরী কৃষ্ণগঞ্জের সম্পন্ন জমিদার ছিলেন।নিজের জমিদারির বাহিরেও কাদাপাড়া,দেউলটি ও হোসেনপুর মৌজায় বেশ কিছু বিষয় সম্পত্তি করিয়াছিলেন।ইহা ব্যতীত রুদ্র নারায়ণের দুই বিবাহ। দ্বিতীয় স্ত্রী নয়ন পিতার একমাত্র সন্তান ।তাই অদূর ভবিষ্যতে শ্বশুর মহাশয়ের অবর্তমানে তিনিই সেই সম্পত্তির অধিকারী হইবেন।  বিপরীতে তারক সেন অর্থাৎ ভারতীর পিতা ছিলেন বাজিতপুর বিদ্যালয়ের ইংরাজির শিক্ষক। শিক্ষক হিসাবে সমাজে একটা মর্যাদা রহিলেও সেকালে শিক্ষকদের মাহিনা নেহাত সামান্যই ছিলো ।এতদ্ব্যতীত তারকের ছোট পরিবার।আত্মীয় বলিতে একমাত্র ভগিনী মধ্যমগ্রামে আর শ্যালকের পরিবার থাকে দেউলটিতে।বাকি সকল আত্মীয় স্বজনই প্রবাসী।ওড়িষ্যা রাজ্যের বালেশ্বরে।অর্থাৎ আপদে বিপদে পাশে দাঁড়াইবারও কেহ ছিলো না। বলিতে কি তারক মাস্টারও বালেশ্বরের মানুষ।যৌবনে এক সাহেব তারকের ইংরাজিতে ব্যুত্পত্তি দেখিয়া বাজিতপুরে আনিয়া এই চাকুরিটি দিয়াছিল।সাহেবের এই প্রায় আদেশ অমান্য করিবার সাহস ছিলো না তারকের।সূচনা পর্বে মনোকষ্ট থাকিলেও পরবর্তীকালে মাস্টারের চাকুরিটি ভালো লাগিয়া যাওয়ায় আর ফিরিয়া যায় নাই ।এখানেই বিবাহ করিয়া সংসার পাতিয়াছে ।পিতার মৃত্যুর পর মাতাকেও বাজিতপুরে লইয়া আসিয়াছে। মাতা আশুবালা স্ত্রী আরতি, কন্যা ভারতী আর পুত্র বিনায়ককে লইয়া তারকের সংসার।ভারতীর বয়ক্রম সপ্তদশ সাল অতিক্রম করিয়াছে।এই বয়সে অধিকাংশ মেয়ের বিবাহ হইয়া যায় ।।তারক মাস্টরও মেয়ের বিবাহের নিমিত্ত যতপরনস্তি পাত্রের সন্ধান করিতে ব্যস্ত ছিলেন ।ভারতী ম্যাট্রিক  পাশ করিয়া সংসারের  কাজেই মাতাকে সাহায্য করে।বিনায়ক ছয় বৎসরের মাত্র। পাঠশালায় যাওয়া শুরু করিয়াছে। এই সামান্য নিম্ন মধ্যবিত্ত   পরিবারের সঙ্গে রুদ্র নারায়ণের পরিবারের কখনই বৈবাহিক সম্পর্ক স্থাপন হাওয়া সম্ভব ছিলো না।তবু সম্ভব হইল।একমাত্র পুত্র অপূর্বর কাছে অর্থ গর্বিত রুদ্র নারায়নকে মাথা নত করিতে হইল।ত্যজ্যপুত্র করিবার ভয় দেখানো সত্বেও কোনো কাজ হইলো না। কি করিয়া এমন অসম্ভব সম্ভব হইল এক্ষণে সেই প্রসঙ্গে আসিব ।
Parent