প্রজনিকা - অধ্যায় ৬

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-53498-post-5150289.html#pid5150289

🕰️ Posted on February 27, 2023 by ✍️ নীল পৃষ্ঠা (Profile)

🏷️ Tags: None
📖 555 words / 3 min read

Parent
অভিষেক খেয়ে দেয়ে কলেজে বেরিয়ে পড়ে। প্রজনিকা ও কাজ করতে লেগে পড়ে। কলেজে গিয়ে অভিষেক দেখে Xerox এর দোকানে কি ভিড় , প্রিয়া ও আছে মাইক্রো Xerox করছে, বাকিরা ও সব চোতা করছে । অভিষেক ও কয়েক টা চোতা নিয়েছে । কিন্তু ও ১০ ইয়ারস এর কোয়েশ্চন পেপার থেকে টিউশন এর স্যার এর তৈরি নোট গুলি পড়ে এসেছে , যদি পুরো কমন না আসে তাহলে তো চোতা র সাহায্য নিতে হবে একটু আদ্দু। সত্যি বলতে কি আমাদের দেশের ইঞ্জিনিয়ার কলেজে এর এক্সাম গুলিতে টুকলি ই হলো মূল মন্ত্র। তবে এখনও দেশের টপ কিছু কিছু govt কলেজ গুলি এখনো তাদের বৈশিষ্ট্য বজায় রেখেছে , কড়া গার্ড এ নেওয়া হয় এক্সাম । সেখানেও টুকলি চলে , কিন্তু ধরা পড়লে সাবলি, ওই যে বলে না "চুরি বিদ্যা মহা বিদ্যা যদি না পরো ধরা" ঠিক সেই রকম দেখতে দেখতে এক্সাম শুরু র সময় হয়ে এলো। সবাই যে যার সিট এ যথারীতি বসে মাইন্ড সেট করছে । আজ external বোর্ড এর স্টাফ রা আসছে , তারাই লাস্ট দিন ইন্সপেকশন করবে । খুব কড়া গার্ড এ পরীক্ষা নিচ্ছে বোর্ড মেম্বার রা, অভিষেক যা পড়ে এসেছিল তার মধ্যে ৮০% কমন চলে এসেছে । তাই সে প্রথমে মন দিয়ে কমন আসা কোয়েশ্চন গুলি attempt করছে, সে তার বেস্ট দিচ্ছে , এরই মধ্যে বোর্ড মেম্বার রা দুজন কে হাতে নাতে টুকলি ধরেছে । একে বারে catch caught caught । তার মধ্যে একজন ছেলে ও একটি মেয়ে । অভিষেক একবার তাকিয়ে দেখে দেখলো , তার ভালো বাসার মানুষ টা আজ টুকলি করতে গিয়ে ধরা পড়েছে । আর অন্যটি তাদের ই ক্লাসমেট সৈকত চৌধুরী। তার একটু খারাপ লাগলো , কিন্তু কিছু করার নেই , সে আবার এক্সাম এ মনোনিবেশ করলো। পরীক্ষা শেষ হলো সবার শান্তি তেই , খাতা জমা দিয়ে সবাই এক এক করে বার হচ্ছে । বাইরে বেরিয়ে দেখে অভিষেক করো মুখে হাসি করো মুখ গোমড়া । জানতে পারে আজ অনেকে টুকলি ধরা পড়েছে । অভিষেক এর এক্সাম খুবই ভালো হয়েছে। সব লিখে এসেছে , আর দুটো কোয়েশ্চন লাস্ট এর দিকে পাশের জন এর দেখে কোনো রকম লিখে এসেছে , ৯৫% এটেম্পট করেছে। তবে টুকলি বার করার সাহস হয় নি। অভিষেক বাড়ি আসার পথে কিছু মার্কেটিং করলো । বাড়ি গিয়ে দেখে মা তখনও কাজ করছে নিজেও ঘেমে একাকার , ভ্যাপসা গরম । - মা তোমার এখন ও কাজ শেষ হয় নি ৪ টে বাজে । - না সোনা এই তো হয়ে এসেছে । তোর পরীক্ষা কেমন হলো , - খুব ভালো মা । - বাহ্ , শুনে খুব শান্তি পেলাম । তোর হাতে ওগুলো ব্যাগে কি সোনা ?. - তুমি খুলেই দেখো?. খুলে দেখে Budweiser Magnum Strong বিয়ার, স্কোচ , অনেক গোলাপ ফুল এর তোরা। রজনগন্ধা ফুল , আমূল বাটার আরো অনেক কিছু। প্রজনিকা দেখে হাসে , আর বলে - বা বা , এতো কিছু । পরীক্ষা শেষ তাই তারজন্য সেলিব্রেশন?. - না মা । এটা কতো দিন পর তোমার কাছে আসার আনন্দ । তোমার কাজ এখনো শেষ হয় নি , চলো আমরা হাতে হাতে করে শেষ করে দি। - না সোনা , তুই ঘরে গিয়ে বস , রেস্ট নে। আমার হয়ে এসেছে। অভিষেক কোনো কথা শোনে না মায়ের সঙ্গে লেগে পড়ে হাত ভাটাতে। এক এক করে দুজনে কাজ শেষ করে ফেলে। প্রজনিকা বলে - যা বারান্দা থেকে কাপড় গুলো নিয়ে আয় শুকিয়ে গেছে । আর নোংরা গুলি ডাস্টবিন এ ফেলে আয়, ততো ক্ষণে আমি স্নান টা সেরে নি। - মা আমিও তোমার সঙ্গে স্নান করবো , ঘেমে একাকার। দাড়াও আমি এখনি এগুলো ফেলে আসছি।
Parent