প্রত্যাবর্তন - অধ্যায় ১

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-2501-post-89813.html#pid89813

🕰️ Posted on January 13, 2019 by ✍️ Waiting4doom (Profile)

🏷️ Tags:
📖 318 words / 1 min read

Parent
বহুদিন আগে অনুবাদ গল্প নামে একটা thread চালু করেছিলাম । সেই গল্পটা এখানে শেষ করার ইচ্ছে  রাখি। প্রত্যাবর্তন আমি আজ বাড়ি ফিরছি। প্রায় ১০ বছর পর। এখন আমার বয়স ২৭। যখন ঘর ছাড়ি তখন শপথ নিয়েছিলাম আর কখন ফিরবোনা, কিন্তু তাও আজ ফিরছি। শুধূ একটা বিজ্ঞাপন দেখে। "বাড়ি আয় সাগর, আমি দানবটাকে তাড়িয়ে দিয়েছি - মা". মাত্র এই কটা কথা লেখা ছিল ওই বিজ্ঞাপনটায়। চোখে পরার কথা নয়,তাও যে কিভাবে দেখে ফেললাম! বিশ্বাস হচ্ছিলোনা, তাও___ ওই দানবটাকে কি সত্যি তাড়ানো যায়.? ওই তো আমায় তাড়িয়ে নিয়ে বেরিয়েছে গত ১০টা বছর। প্রথম গেছিলাম কটক, সেখান থেকে পূরী, তারপর প্রায় ভাসতে ভাসতে এক সময় গিয়ে পৌছালাম ভাইজাগ। দিনে ডকে কাজ, রাতে হোটেলে। ভাগ্যিস রামাই স্যার জুটেছিলেন, তাই পড়াশোনাটা হয়েছিলো। নাইটে পড়ে সেফটি ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমাটাও করতে পেরেছি, নাহোলে আজও ডকের কূলী হয়েই থাকতে হত। মনের বোঝা আর মাথার বোঝা মিলে পিষে দিত।  রাত ভোর হতে চললো। সকাল বেলা ঢুকবো কলকাতায়। হাওড়া থেকে পার্ক সার্কাস যেতে কতক্ষণ আর লাগবে? তারপর সেই বাড়ি টা। ১০ বছর আগে ওই বাড়িটায় ওই দানবটা আমায় মারতে গেছিলো। প্রান নিয়ে পালিয়ে বেচেছি। মা পারেনি, আমিও পারিনি মাকে বাঁচাতে। অথচ মাই সবচেয়ে বেশি চেয়েছিল ওই জেল থেকে বেরোতে‚ আর তাইতো যূদ্ধ বেধেছিল। তখন দূর্বল ছিলাম, মার খেতে খেতে জীবনের সাথে সম্পর্ক কাটতে বসেছিল। ওই দানবটা সেদিন মাকে ''. করছিল। যদিও মা ছোটবেলায় বুঝিয়েছিল যে ওটা বড়দের আদর, তবে সেদিন কিংবা তার আগে আরো বহূদিন যেটা ঘটতো আমাদের ঘরে, সেটা কোনোভাবেই আদর ছিলোনা। একটা অসহায় মানুষের ওপর ওইরকম অকথ্য অত্যাচার হতে দেখে গা গুলিয়ে উঠত। সেদিন মার সম্ভবত শরীর খারাপ ছিল, ওই দানবটার ''. ছিন্নভিন্ন করে দিয়েছিল মাকে। রক্তে ভেসে যাচ্ছিল মার প্রায় নগ্ন নিম্নাংগ। ঘরে ঢুকে এই দৃশ্য টা দেখে বমি এসে গেছিল আমার, ওই জন্তুটা কিন্তু নির্বিকার ভাবে ভোগ করে যাচ্ছিলো ওই যন্ত্রনা দীর্ন শরীরটা। আর থাকতে পারিনি, ছুটে গিয়ে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিলাম মার শরীরের ওপর থেকে পশুটাকে। নিচু হয়ে মাকে তুলতে চেষ্টা করছি, হঠাত চোয়ালের কাছে যেন বোমা ফাটল একটা, সব অন্ধকার হয়ে গেল।
Parent