প্রত্যাবর্তন - অধ্যায় ১১

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-2501-post-311843.html#pid311843

🕰️ Posted on April 2, 2019 by ✍️ Waiting4doom (Profile)

🏷️ Tags:
📖 415 words / 2 min read

Parent
"মা কি আমাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছে? আমাকে জানতেই হবে"..... এই কথা ভেবে মার পিছু পিছু চলে এলাম রান্না ঘরে। মা জোরকদমে রান্না শুরু করে দিয়েছে। পাম্প স্টোভের শোঁ শোঁ আওয়াজে ভরে গেছে রান্না ঘর। মা আমাকে ঢুকতে দেখে বললো, " কি রে? ঘুমাবিনা? একটু শুয়ে নিলে তো পারতিস....", আমি ঘাড় নারলাম। বললাম, " এখন শোবার অভ্যাস নেই, ঘুম আসবেনা......তার থেকে তোমার সাথে কথা বলি"। মা আর কিছু বললোনা, নিজের কাজ করতে থাকলো। কিছুকক্খন চুপচাপ কেটে গেল, তারপর মা ই কথা শুরু করলো, " ওই ফোনটা কে করেছিলো?" আমি বললাম, " রামাই স্যার"....মা একটু অবাক দৃষ্টিতে আমার দিকে তাকালো, "স্যার???!!! তখন যে বললি তোর আরেকটা মা!!!"। আমি হেসে ফেললাম, তারপর হাসি সামলে বললাম, " রামাই স্যারের দেহটা পুরুষের, মনটা নারীর.....সাধু ভাষায় যাকে বলে নপুংসক"। "ওওওওও তাহলে লোকটা একটা হিজড়ে..."। আমি মার চোখের দিকে তাকালাম....তারপর বললামা, "আগে আামার পুরো গল্পটা শোনো....তারপর ভেবো ওই নোংরা শব্দটা রামাই স্যার সম্পর্কে বলবে কিনা....." ধীরে ধীরে বলতে শুরু করলাম গত ১০বছরের কাহিনী। সেই রাতে ঘর ছাড়ার পর থেকে যা যা ঘটেছে.....এক এক করে বলে যেতে লাগলাম। মনের মধ্যে জমে ছিল কথাগুলো.....এভাবে কাউকে তো কোনোদিন বলার সুযোগ হয়নি। রামাই স্যার কোনোদিন শুনতে চাননি.....বলতেন, "তোর ইচ্ছা হলে বলিস, নাহলে বলিস না"। সব কথা শুনতে শুনতে মা কখনও শিউরে উঠল.....কখনও হেসে ফেললো। ভাইজাগ পোর্টে চাকরি পাওয়ার কথা বলে থামলাম.....তারপর থেকে এখনকার কাহিনীতে বলার মতো কিছু ছিলোনা। মা আমার দিকে ফিরে তাকিয়ে ছিল....চোখদুটো ছলছল করছিল....আমি থামতেই বললো, " তুই একটা বোকা...ওনাকে রামাই স্যার বলে আর ডাকবিনা...এখন থেকে রামাই মা বলবি....মনে থাকবে?", আমি ঘাড় নেড়ে হ্যাঁ বললাম। মা আবার বললো, " হ্যাঁরে উনি বাংলা বোঝেন? আমি কথা বলতে পারবো ওনার সাথে?"। আমি হেসে ফেললাম, বললাম, " মা, রামাই স্যা.......সরি.....রামাই মা বাংলা বোঝে, হিন্দি বোঝে, ইংলিশ বোঝে.....কিন্তু বলতে পারে শুধু তেলেগু....তোমায় বরং আমি তেলেগু শিখিয়ে দেব....তুমি তাহলে রামাই মা আর কিপটে বুড়ো....দুজনের সাথেই কথা বলতে পারবে"। মাও আমার কথা শুনে হেসে ফেললো...বললো, " তুই একটা অসভ্য.....ওনাকে এই নামে ডাকিস কেনো? তুই যা বললি, তাতে তো মনে হয় উনি তোকেও খুব ভালোবাসেন"। আমি চুপ করে মুচকি মুচকি হাসছিলাম......মা আমার দিকে একবার আড়চোখে দেখে আবার রান্নার কাজে হাত লাগালো। আমি পেছনে দাঁড়িয়ে মাকে দেখতে লাগলাম। মা কাজ করতে করতে হঠাৎ বলে উঠলো, "ওখানে তো মা বাবা সবই জুটেছিল.....তা একটা বউ জুটলোনা কেন?" বলেই মা আড়চোখে আমার দিকে তাকালো। আমি কোনো উত্তর দিলাম না......কি উত্তর দেবো? আমি যাকে বউ হিসাবে চাই, সে কোনোদিন আমার বউ তো হবেনা। মা আবার প্রশ্ন টা করলো। আমি এবার একটু বিরক্ত হয়ে বললাম, " আমি বিয়ে করবোনা। হয়েছে? তোমার রান্না হোলো? আমার খিদে পেয়েছে"। মা তারাতারি বললো, " এই তো সোনা হয়ে গেছে...আর ৫মিনিট"।
Parent