প্রত্যাবর্তন - অধ্যায় ৩৬

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-2501-post-382909.html#pid382909

🕰️ Posted on April 24, 2019 by ✍️ Waiting4doom (Profile)

🏷️ Tags:
📖 446 words / 2 min read

Parent
মা হাসতে হাসতে খাটে এসে উঠল তারপর আমার পাশে এসে আমার গলা জড়িয়ে ধরে আমার ঠোঁট এর সাথে নিজের ঠোঁট মিশিয়ে দিয়ে একটা গভীর চুম্বন করল‚ তারপর আমার চোখে চোখ রেখে‚ এক অদ্ভুত মাদকতা ময় কিন্তু স্নেহশীল কন্ঠে বলে উঠল‚ "আমার সাগর রাজা...আমার বুকের ধন" । আমার বুকের মধ্যে প্রেম‚ স্নেহ‚ শ্রদ্ধা.... সব কিছুর একটা মিশ্র ঝড় দাপিয়ে বেড়াতে লাগল‚ আমি কোনও কথা না বলে মাকে শক্ত করে জাপটে ধরলাম। মাও আমাকে জড়িয়ে ধরল। আমরা ওই অবস্থাতেই শুয়ে পরলাম...ঘুম যে কখন এল...টেরই পেলাম না। ঘুম ভাংগল একটা জোর কড়া নাড়ার শব্দে‚  ধরমড়িয়ে উঠে বসলাম। মার ঘুম ও ভেংগে গেছিল‚ মাও চোখ ডলতে ডলতে উঠে বসল। তখনই আবার সজোরে কড়া নাড়ার শব্দটা হল আর তার সাথে একটা মোটা অথচ নারীসুলভ কন্ঠে আওয়াজ এল‚ "বেটা...সাগর... সাগর বেটা..." । আমি তরাক করে লাফ দিয়ে খাট থেকে নামলাম আর দরজার দিকে দৌড়ালাম....কারণ দরজায় আমার আম্মা এসে দাঁড়িয়ে আছে.... আমার রামাই আম্মা । ঝটপট  দরজা খুলে দেখলাম সামনে এক রাশ উৎকন্ঠায় ভরা মুখ নিয়ে দাঁড়িয়ে আছে আমার প্রান রক্ষাকারীনী..এক বার নয়...একাধিকবার... আমার আম্মা।  আম্মা কে দেখা মাত্র আমি নিজেকে নিয়ন্ত্রন করতে পারলাম না‚ ঝাঁপিয়ে তার বুকের উপর পরে তাকে জাপটে ধরলাম। আম্মা আমার এই  কান্ডে প্রথমে মনে হয় একটু হকচকিয়ে গেছিল‚  কিন্তু ওটা আমার ভালোবাসার আতিশয্য বুঝতে পেরে নিজেও আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। মাও আমার পেছন পেছন এসে দাঁড়িয়ে ছিল দরজার সামনে ‚ আম্মা আমাকে ছেড়ে মার দিকে এগিয়ে গেল‚ আর মাকেও দুই হাতে জড়িয়ে ধরল।  তারপর মার মুখের দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকাল‚ আমার দিকেও ঘাড় ঘুরিয়ে দেখল‚ কিন্তু কিছু না বলে‚ মাকে জড়িয়ে ধরেই ঘরের দিকে এগল। আমি আম্মার ব্যাগটা হাতে নিয়ে দরজা বন্ধ করে ওদের পিছনে রওনা দিলাম। মা আম্মাকে আমার ঘরের খাটে বসিয়ে চা করতে দৌড়াল‚ আমি সেই সুযোগে যা যা ঘটেছে সব সংক্ষেপে আম্মাকে জানালাম। এমনকি আমার নবলব্ধ আত্মুপরিচয় ও জানিয়ে দিলাম। আম্মা সব শুনে বলল‚ " ভাগ্যিস আমি ফোন করেছিলাম! নাহলে ওই জানোয়ারটা তো...."‚ আম্মার কথা আটকে গেল কি হতে পারত সেটা ভেবে। আমি আম্মার পায়ে হাত দিয়ে বললাম‚ " তুমি থাকতে আমার ক্ষতি কেউ করতে পারবে না আম্মা... তুমি তো দেবী মা"। আম্মা মুখ ঝামটা দিয়ে উঠল‚ " চুপ ব্যাটা..এসব বলতে নেই"। আমি কিছু বলার আগেই মা ঢুকল চা নিয়ে ‚ আর তারপর শুরু হল আমার চরম দুর্দশা!! বাংলা আর তেলেগু তে অনুবাদক হয়ে দুজনের কথা ব্যাখ্যা করতে গিয়ে মুখে ফেনা ওঠার জোগাড় হল‚ আর তার মধ্যে আবার আমার নিজের নিন্দাও অনুবাদ করতে হচ্ছিল। চা শেষ হল‚ কিন্তু কথা আর শেষ হয় না ! আর থাকতে না পেরে চেঁচিয়ে উঠলাম দুজনকেই থামাতে। বললাম‚ "সন্ধ্যা হয়েছে‚ আমি থানায় যাচ্ছি...যা যা করার করে ফিরব‚ আর রাতের জন্য খাবার কিনে আনব" ।  মা আমাকে বারন করল খাবার কিনে আনতে‚ আর আম্মা প্রস্তাব দিল সাথে যাবার । আমি আম্মার প্রস্তাব না করে  একাই তৈরি হয়ে বেরিয়ে গেলাম।
Parent