প্রত্যাবর্তন - অধ্যায় ৩৭

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-2501-post-382911.html#pid382911

🕰️ Posted on April 24, 2019 by ✍️ Waiting4doom (Profile)

🏷️ Tags:
📖 738 words / 3 min read

Parent
থানায় গিয়ে দারুন খবর পেলাম‚ পুলিশের গুঁতোয় জন আর ওর শাগরেদরা এক বিরাট organ smuggling gang এর খোঁজ দিয়েছে । তাদের সব এক এক করে ধরা হচ্ছে‚ এবং জনের এবার আর রক্ষা নেই। আমি থানার অফিসার কে অনুরোধ করলাম যাতে তিনি আমাদের কে এই কেস থেকে দূরে রাখেন। অফিসার খুব একটা আপত্তি করলেন না‚ কারণ জনকে ফাঁসানোর মত ভালো প্রমাণ ওনাদের হাতে এসে গেছিল। মন থেকে একটা ভার নেমে গেল এই ভেবে যে‚ আর পুলিশের ঝক্কিতে থাকতে হবে না । অফিসার কে অজস্র ধন্যবাদ জানিয়ে থানা থেকে বেরিয়ে এলাম। ফেরার সময় এক প্যাকেট শোনপাপড়ি আর এক প্যাকেট লাড্ডু কিনে খুশিতে ডগমগ করতে করতে বাড়ি ফিরলাম। দরজায় কড়া নাড়ার পর আম্মা এসে দরজা খুলল। আমি এক গাল হেসে আম্মার দিকে লাড্ডুর প্যাকেট টা বাড়িয়ে দিলাম‚ কারণ আম্মা র ওটাই সব চেয়ে প্রিয় মিষ্টি । আম্মা একটু ভুরু কুঁচকে বলল‚ "কিছু খুব ভালো খবর আছে মনে হচ্ছে?" আমি আম্মা র কথার উত্তর না দিয়ে ভেতরে ঢুকে এসে‚ দরজা আটকে বললাম‚ "আগে ভিতরে চল‚ তারপর সব বলছি।" রান্না ঘরে মা রান্না করছিল‚ আমাদের শব্দ পেয়ে হাত মুছতে মুছতে বেরিয়ে এল। আমি মার হাতে শোনপাপড়ির প্যাকেট টা দিলাম। তারপর থানার খবর টা দিলাম।  জনের হাত থেকে শেষ পর্যন্ত মুক্তি পাওয়া গেল শুনে  এবং পুলিশি ঝামেলায় ও পরতে হবেনা শুনে‚ দুজনের মুখেই হাসি ফুটল। আমি হাত মুখ ধুতে চলে গেলাম। ফিরে এসে দেখি মা আর আম্মা জমিয়ে আড্ডা দিচ্ছে ভাংগা ভাংগা হিন্দিতে । আমিও সেই আড্ডায় যোগ দিলাম। মূলত আমার বিষয়েই আড্ডা হচ্ছিল‚ মানে ওরা দুজন পাইকারি হারে আমার দোষ ত্রুটি খুঁজে যাচ্ছিল আর আমি আত্মরক্ষা করে যাচ্ছিলাম। এসব গল্পের মধ্যেই মার রান্না শেষ হয়ে গেল‚ আর আম্মা তাড়া দিতে লাগল খেতে বসার জন্য ‚ কাল সকালে নাকি অনেক কাজ আছে। ভাইজাগে আম্মা আর আমি খেতে বেশি দেরী করতাম না‚ তাই আমি আর আপত্তি করলাম না। মা একবার একটু আপত্তি করার চেষ্টা করল‚ তাতে আম্মা দেখলাম মাকে একটু কড়া গলায় বলল‚ " বলেছি না...এখন থেকে আমার কথা শুনেই চলতে হবে"। মা আর কথা না বাড়িয়ে তারাতারি ভাত বাড়তে লাগল। ব্যাপারটায় আমার একটু খটকা লাগল‚ কোথাও একটা কিছু এই দুজনের মধ্যে ঘটেছে ‚ যেটা আমি জানি না। ব্যাপারটা একটু রহস্যময় ঠেকল‚ কিন্তু আমি কিছু জিজ্ঞাসা করলাম না‚ চুপচাপ খেতে বসে গেলাম। খাওয়া শেষ হলে পর মুখ ধুয়ে আবার আমার ঘরে এসে বসলাম‚ আম্মা ও এল‚ মাও এল। আমি জিজ্ঞেস করলাম "কে কোথায় শোবে?" আম্মা উত্তর দিল‚ " আমি আর বহু শাদী না হওয়া অবধি এক সাথে শোব‚ আর তুই আলাদা শুবি"। "বহু!!!!" ‚ "শাদী!!!" ...ঘরের ভেতরে বাজ পড়লেও বুঝি আমি অতটা অবাক হতাম না যতটা অবাক আমি আম্মার কথায় হলাম।  বিমূড় ভাবে একবার আম্মার মুখের দিকে আর একবার মার মুখের দিকে তাকাতে লাগলাম....দেখলাম মা মুখ নিচু করে খাটের এক ধারে বসে আছে‚ মুখ লজ্জায় লাল ....আর আম্মা আমার দিকে তাকিয়ে  মুচকি মুচকি হাসছে। আমার অবস্থা দেখে আম্মা হোহো করে হেসে উঠল‚ বলল‚ " ক্যা রে গাদ্ধা...আম্মা কো বুদ্ধু বানায়েগা??? আম্মা কো  বহত পহলে সে সব পাতা হ্যা ....কে উস্ কা বেটা ক্যা চাহতা হ্যা"। আমি আরও অবাক হয়ে গেলাম‚ "আম্মা সব জানে!!!! কিন্তু কি করে???" আম্মা একটু ঝুঁকে আমার মাথার চুল গুলো ঘেঁটে দিয়ে বলল‚ " রাতে তুই শুয়ে শুয়ে কি বিড়্ বিড়্ করতি ঘুমের মধ্যে ‚ তা আমি শুনতাম...আর আজ তোদের দেখা মাত্র আমি সমঝে গেলাম কে তোদের মধ্যে কিছু হয়েছে....ব্যাস!! আর কি? দো অর দো চার করে নিলাম"। মা এবার কথা বলে উঠল‚ "তুই যখন থানায় গেলি‚ উনি আমাকে বলল‚ তুই নাকি আমায় বিয়ে করতে চাস...আমি খুব অবাক হয়ে গেছিলাম ওনার কথা শুনে... তারপর উনি বললেন তুই নাকি রাতে ঘুমের ঘোরে আমার কথা বলিস...আমায় আদর করার কথা বলিস...আর উনি সে সব শুনেছেন। তারপর উনি যখন জিজ্ঞেস করলেন আমাদের মধ্যে কিছু হয়েছে কিনা‚ আমি অস্বীকার করতে পারলাম না" । আমি এসব শুনে একেবারে হতভম্ব হয়ে গেলাম। মা আবার বলে উঠল‚ " তারপর উনি বললেন ‚ যে উনি চান আমার শাশুড়ি হতে...আর...আর..আমাদের বিয়ে দিতে"। এবার আম্মা বলে উঠল‚ "সুন বেটা‚ এখানকার সব বেচে দিয়ে আমরা ভাইযাগ চলে যাবো‚ তোরা ওখানে শাদী করবি...সংসার করবিমুখেরআম্মারস্তে আস্তে একটু ধাতস্থ হয়ে আম্মার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম ‚ আম্মা ‚ তুমি এই সম্পর্ক মেনে নিচ্ছ? সমাজ কিন্তু মানে না."। আম্মার উত্তর টা আমার জীবনের ধ্রুবতারা হয়ে গেল‚ "বেটা‚ এই সমাজে ভন্ডামি কে সম্মান করে‚ আর মনের ভালোবাসা কে অপমান করে‚ আমি তা করিনা। আমি biologically পুরুষ ‚ মনে নারী ‚ সমাজের কাছে অস্বীকৃত‚ কিন্তু যে আমাকে ভালবাসে‚ তার কাছে স্বীকৃত । তোদের biological relation যাই হোক‚ আমার কাছে তোদের মনের সম্পর্ক টাই আসল" । আমি খাট থেকে নেমে এলাম‚ মার দিকে হাত বাড়িয়ে দিলাম ‚ মাও খাট থেকে নেমে এল‚ তারপর দুজনে একসাথে আম্মার পা স্পর্শ করলাম ।
Parent