স্বপ্নের ভালোবাসা - অধ্যায় ১২

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-62057-post-5583997.html#pid5583997

🕰️ Posted on May 2, 2024 by ✍️ Godhuli Alo (Profile)

🏷️ Tags:
📖 455 words / 2 min read

Parent
সিঁড়ির ঘরটা যেন আমার কাছে স্বর্গরাজ্য হয়ে উঠলো। পরদিন ভোরে আবার যখন সেখানে মুখোমুখি হলাম তখন সে বলল, আজ আর কোনো শারীরিক সুখ দেয়া - নেয়া নয়। আজ তোমাকে একটা জিনিস উপহার দিতে চাই। আমি অবাক হয়ে বললাম, কি? সে ট্রাউজারের পকেট থেকে একটা ছোট কৌটা বের করলো। এরপর সেটা খুলে একটা আংটি বের করে আমার বা হাতের অনামিকা আঙ্গুলে পরিয়ে দিয়ে বলল, আমার ভালোবাসার নিদর্শন এটা। সব সময় সাথে রাখবে। আমি - কিন্তু এটা তো সোনার মনে হচ্ছে! এতো দামি উপহারের কি দরকার ছিল? আর এতো টাকাই বা কোথায় পেলে? জব করলে একটা কথা ছিল। স্টুডেন্ট মানুষ, নিজের‌ই তো চলতে কষ্ট হয়। কি দরকার ছিল এর? অয়ন - তোমার ভালোবাসার চেয়ে এর মূল্য বেশি নয়। তুমি আমার এতো যত্ন করছ, এতো ভালোবাসা দিচ্ছ তার বিনিময়ে কিছু তো তোমাকে দেয়া উচিত। জমানো কিছু টাকা ছিল তাই দিয়ে কিনেছি এটা। প্রচন্ড ভালো লাগায় চোখ থেকে দরদর করে পানি ঝরে পড়লো। আমার স্বামী কোনোদিন এতো ভালোবেসে কিছু উপহার দেয় নি। হয়ত এর চেয়ে অনেক দামি জিনিস পেয়েছি তার কাছ থেকে কিন্তু তার ভেতর এমন আন্তরিকতা ছিল না। কান্নাভেজা কন্ঠে বললাম, তোমার ভালোবাসা ছাড়া আর কিছুই চাই না আমি। তবু তোমার এই উপহার আমৃত্যু নিজের সাথে রাখবো। অয়ন আবেগে আমাকে বুকে টেনে নিলো আর আমিও আদুরে বেড়ালের মতো তার বাহুবন্ধনে ঢুকে বুকে হাত রাখলাম। সেদিন অয়ন ভার্সিটিতে যাবার পর ভাবতে লাগলাম যে, ভালবাসার নিদর্শন আমার‌ও কিছু দেয়া উচিত। তাই ভেবে দুপুরের আগে হুট করেই বাইরে বেরিয়ে গেলাম টুকটাক কসমেটিকস কেনার নাম করে। তারপর একটা ঘড়ির দোকানে গিয়ে একটা ভালো ব্রান্ডের ঘড়ি কিনে বাসায় ফিরলাম। তারপর সুযোগ বুঝে সেটা অয়নের পার্সোনাল ড্রয়ারের ভেতর রেখে দিলাম। ও ভার্সিটি থেকে ফিরে খাওয়া দাওয়া সেরে যখন বিশ্রাম নিতে গেলো তখন ওকে একটা টেক্সট করে বললাম, তোমার ড্রয়ারটা খুলে দেখো। তার কিছুক্ষণ পর সে রিপ্লে দিলো, সুন্দর। কিন্তু কি দরকার ছিল? এরপর আমি রিপ্লে দিলাম, এটাও আমার ভালোবাসার নিদর্শন। সব সময় সাথে রেখো। এরপর তার রিপ্লে দেখে আমার চক্ষু চড়কগাছ! সে লিখেছে, ঠিক আছে, বৌ। আমিও দুষ্টুমি করে লিখলাম, ওকে আমার বাবুটা। এভাবেই দুষ্টু মিষ্টি ভালোবাসায় দিন কেটে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন স্বর্গবাস করছি। যদিও চূড়ান্ত মিলনের সুযোগ ঘটছিল না। তবু দুজন দুজনার কাছাকাছি থেকে লাভিং, কেয়ারিং প্রকাশ করতে পারাটাই অনেক কিছু মনে হচ্ছিল। অবশেষে একদিন চূড়ান্ত মিলনের সুযোগ আসলো। চয়ন ছিল অফিসে। আর বৌমা ইলা মেয়ে অনুকে নিয়ে তার বান্ধবীর বাড়িতে গেলো বিকেল বেলা। অবশ্য তখন অয়ন বাসায় ছিল না। ননদ-ভাবি মিলে বের হবার আগেই ও বাইরে বেরিয়ে গিয়েছিল। যাই হোক, বৌমা আর মেয়ে বের হবার পরেই আমি অয়নকে ফোন দিয়ে বললাম, কোথায় তুমি? কাছে নাকি দূরে? ও বলল, কাছেই আছি। কেন? আমি জোরালো কন্ঠে বললাম, শিগগির বাসায় এসো। ও ভয় পেয়ে গিয়ে বলল, কেন? কোনো সমস্যা হয়েছে বাসায়? আমি - আরে না না। তেমন কিছু না। তাড়াতাড়ি এসেই দেখো না কেন ডাকছি। অয়ন - ওকে, রিক্সা নিয়ে পাঁচ মিনিটের ভেতর আসছি।
Parent