স্বপ্নের ভালোবাসা - অধ্যায় ৩

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-62057-post-5580063.html#pid5580063

🕰️ Posted on April 28, 2024 by ✍️ Godhuli Alo (Profile)

🏷️ Tags:
📖 315 words / 1 min read

Parent
রাতের ঘুম না হবার সাথে সাথে খাওয়া দাওয়াতেও আর রুচি র‌ইলো না। যার প্রভাব আমার চেহারা আর স্বাস্থ্যেও পড়তে শুরু করলো। পরিবারের সবাই উদ্বিগ্ন হয়ে উঠলো। এমনকি আমার স্বামীর কাছেও খবর পৌঁছে গেলো। আমি শুধু হেসে উড়িয়ে দিয়ে বললাম, ওসব কিছু না। বয়স হচ্ছে তো তাই। কিন্তু ভেতরে ভেতরে বুঝলাম যে খুব তাড়াতাড়ি কিছু করতেই হবে। এভাবে বাঁচা যায় না। একদিন সকাল থেকেই দৃঢ় প্রতিজ্ঞা করলাম যে আজ ও ভার্সিটি থেকে ফিরলেই সুযোগ বুঝে এই ব্যাপারে কিছু বলতেই হবে। অন্তত ছাদে ডেকে নিয়ে টুকটাক মনের কথা বাইরে প্রকাশ করতেই হবে। ন‌ইলে বুকের ভেতর সব চেপে রেখে বুক ফেটে মরে যাবার সম্ভাবনা প্রবল। ওর ভার্সিটি থেকে ফিরবার সময় হতে না হতেই প্রস্তুত হয়ে বসে রইলাম। কলিং বেল বাজতে না বাজতেই দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম। কিন্তু সে মুখোমুখি হতেই লজ্জায় তার দিকে তাকাতে পারলাম না। আর সেও কথা না বাড়িয়ে পাশ কাটিয়ে ভেতরে চলে গেল। হতাশায় মরে যেতে ইচ্ছে হচ্ছিল। নিজের ঘরে গিয়ে দরজা লক করে ঝরঝরিয়ে কান্না শুরু করলাম বিছানায় শুয়ে। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গেলাম নিজেও টের পাই নি। যখন জাগলাম তখন ছুটে গেলাম ড্র‌ইংরুমে। তিনি তখন গোসল এবং খাওয়া সেরে গভীর ঘুমে মগ্ন। খালি গায়ে, লুঙ্গি পরা শরীরটা দেখে বুকটা চিনচিনিয়ে উঠছিল। ইচ্ছে হচ্ছিল তখন‌ই ওর কাছে ছুটে গিয়ে বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে নিজের ব্লাউজের বোতামগুলো খুলে দেই। কিন্তু এ শুধু ভাবাই যায়। বাড়িতে তখন বৌমা আর মেয়ে যার যার ঘরে ঘুমাচ্ছে। তাছাড়া কেউ না থাকলেও এভাবে নিজের ব্যক্তিত্ব হালকা করতে আমি পারতাম না। নিজেকে সামলে নিয়ে আবার আমার ঘরে চলে গেলাম। ওর ঘুম ভাঙ্গার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছু ক্ষণ পর আবার ড্র‌ইংরুমে গিয়ে দেখলাম সে ঘুম থেকে উঠে পত্রিকা পড়ছে। নিজের মনকে শক্ত করে তার সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, অয়ন শোনো। সে চমকে পত্রিকা থেকে মুখ তুলে আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বললো, কি? আমি আর বলার কোনো ভাষা খুঁজে পেলাম না। আমতা আমতা করে বললাম, না কিছু না। পরে কথা বলবো। এই বলে ছুটে কোনো রকমে সেখান থেকে পালিয়ে গেলাম।
Parent