সুখের দিন গুলি-পর্ব-১ - অধ্যায় ৬৯

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-64330-post-5814914.html#pid5814914

🕰️ Posted on November 26, 2024 by ✍️ gopal192 (Profile)

🏷️ Tags:
📖 1507 words / 7 min read

Parent
সুখের দিন গুলি-পর্ব-৬৭ পিউ এসে আমাকে বলল - দাদা ক্যাটারিংয়ের লোক এসেছে তোমাকে ডাকছে। পাশের এপার্টমেন্টের নিচে বেশ বড়সড় জায়গা আছে সেখানেই চারিদিক ঘিরে বেশ বড় একটা খাবার জায়গা আর  লোকেদের বসার জায়গা হয়ে যাবে।  আমি বেরিয়ে এলাম সন্টু আমাকে দেখে বলল - ভাই আমাকে কিন্তু আজকেই তোমার কাজ শেষ করতে হবে আর একটু বাদেই আমার লোকেরা এসে এই ঘেরার কাজ চেয়ার টেবিল আর বৌয়ের বসার জায়গা রেডি করে দেবে।  আমি সন্টুকে নিয়ে গেলাম সব দেখিয়ে দিলাম।  একটা মিনি ট্রাকে করে কিছু জিনিস চলে এলো।  ওদের কাজ দেখিয়ে দিয়ে বললাম তোমরা কাজ করো আমাকে এখুনি বেরোতে হবে কাজ আছে। সিএমডি আজকে রাতে আসছেন তাকে আনার জন্যও আমাকেই যেতে হবে। বাড়িফিরে মাকে বললাম - মা কালকে ইতিকে সাজাতে লোক আসবে আর গাড়িটা অবশ্য কালকে সাজাতে বলেছি।  এর মধ্যে টেপি এসে বলল - বৌদি ববি আর দাদা চলে এসেছেন।  ববি তো খুব হৈহৈ করতে করতে ঘরে ঢুকেই মায়ের মাথা জড়িয়ে নিজের বুকে চেপে ধরে বলল -আমি এসে গেছি এখন বলো কি কি কাজ করতে হবে।  দাদা এসে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে মা জিজ্ঞেস করল - হ্যাগো বৌমা কোথায় ?টেপি বৌদিকে জড়িয়ে ধরে ঘরে নিয়ে এলো আর মায়ের পাশে বসিয়ে বলল - তুমি এখানেই বসে থাকো কোথাও নড়বে না যখন যা লাগবে আমাদের বলবে। বৌদি আমাকে বলল - শোনোনা ইতিকে একটু পাঠিয়ে দাওনা ভাই।  আমি ঘর থেকে বেরিয়ে এসে দেখি ও রান্না ঘরে।  আমি সোজা ওর কান ধরে টেনে বাইরে এনে বললাম - তোর সাহস তো খুব বেশি কে বলেছে তোকে রান্না ঘরে ঢুকতে।  ইতি আমার হাত ছাড়িয়ে বলল - দাদাই একটু করিনা আমার যে ভালো লাগে তোর জন্য কিছু করতে।  মৌ শুনেই বলল - জানো দাদা আমি কতবার দিদিকে মানা করলাম আমার কথার কোনো গুরুত্বই দিলোনা। বললাম - তোরা যা পারিস  কর কিন্তু তোদের দিদিকে রান্না ঘরে একদম ঢুকতে দিবিনা।  ইতির দিকে তাকিয়ে বললাম - এর পরেও যদি তুই আমার কথা না শুনিস তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো।  ইতি আমাকে জড়িয়ে ধরে বলল - রাগ করিসনা রে দাদাই আমি যে তোকে বড্ড ভালোবাসি তুই কোথাও চলে গেলে আমি বিয়ের পিঁড়িতে বসবো না। ইতিকে টেনে মায়ের কাছে এনে বললাম - দেখো মা তোমার এই মেয়ে কিন্তু আমার কোনো কথাই শুনছেনা এরপর কিন্তু আমার কাছে মার্ খাবেই। মা হেসে বলল - তোদের ভাইবোনের ব্যাপারে আমাকে কেন জড়াচ্ছিস  বলতো।  ইতির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল মা -  তুই কি আবার রান্না ঘরে ঢুকেছিলো ? ইতি মাথা নিচু করে বলল - হ্যা দাদাইয়ের জন্য জলখাবার করতে ওর যে আমার হাতের রান্না খেতে বড্ড ভালোবাসে।  মা আর কি বলবে আমাকে বলল - ওকে এখানে রেখে যা আমরা দুজনে ওকে দেখে রাখবো।  সাথে সাথে ববি বলল - আমিও তোমাকে কোথাও যেতে দেবোনা বিশেষ করে রান্না  ঘরে। বৌদি ইতিকে ডেকে ব্যাগ থেকে একটা ভীষণ সুন্দর গলার হার পরিয়ে দিয়ে জিজ্ঞেস করল - দেখো তো তোমার পছন্দ হচ্ছে কিনা ?ইতি হারটা  দেখে বলল - খুব সুন্দর হয়েছে বৌদি বলে বৌদিকে চুমু দিলো।  বৌদি বলল - জানিনা তোমার দাদা কি দেবে এটা আমার টাকা দিয়েই কিনেছি।  তোমার দাদা কি কিনবে কখন কিনবে সেই ভরসায় আমি না থেকে নিজেই আমাদের সোনার দোকানে ফোন করে এনিয়ে নিয়েছি।  দাদা আমাকে ডাকতে ডাকতে  ঘরে ঢুকে আমাকে দেখেই বলল - ভাই চলোনা একটা খুব দরকারি কাজ সারতে হবে আমিতো ভুলেই গেছিলাম হঠাৎ মনে পড়ল।  ইতি বেশ ধমকের শুরে বলল - আগে তোমরা দুজনে জলখাবার খাবে তারপর যা করার করবে।  দাদা হেসে বলল - তথাস্তু দেবী আপনি যা হুকুম করবেন  আমরা দুই ভাই মেনে নিয়েছি।  ইতি ববিকে বলল - যা তো রান্না ঘর থেকে তোর বাবার আর কাকুর খাবার নিয়ে আয় এখুনি না খাইয়ে দিলে  এই দুটোর যে কিছুই খাওয়া হবেনা রে।  ববি ঘর থেকে বেরোতে যেতেই টেপি এসে বলল - তোমাকে যেতে হবেনা আমি খাবার নিয়ে এসেছি।  দুটো প্লেট নিয়ে একটা আমাকে আর একটা দাদাকে দিলো গরম গরম লুচি আর সাদা তরকারি। সত্যি খুব খিদে পেয়ে ছিল। দাদা ভাই খেয়ে নিলাম।  বাকিদের জন্য খাবার এলো মা আর বৌদিকে দিয়ে টেপি বলল - একটুও যেন প্লেটে পরে না থাকে। মা হেসে বলল - আমার শাশুড়ি মা এলেন রে তা কে রান্না করছে রে ? বলল - আমার মা শুধু ময়দা মেখে দিয়েছে আর তরকারি কেটে দিয়েছে বাকি সব কিছুই  মৌ আর পিউ দিদি করছে। আমি শুনেই বললাম - টেপি তোর মায়েরও অনেক স্পর্ধা দেখছি ওকে এখানে নিয়ে আয় আর যেন এখানেই মা আর বৌদির সাথে থাকে।  টেপি ওর মাকে টেনে ঘরে নিয়ে এলো একবার আমার দিকে তাকিয়ে মাথা নিচু করে মাকে বলল - দেখেছো মা আমাকে  কিছু করতে দিচ্ছে না।  মা হেসে বলল - সে আমি জানিনা দেখেছো আমাদের দুজনকে এখানে বসিয়ে রেখেছে আমার ছেলে তোমাকেও এখানেই থাকতে হবে। আমি আর দাদা চা খেয়ে বেরিয়ে পড়লাম পাশের এপার্টমেন্টের সামনে যেতেই দেখি কাকু দাঁড়িয়ে ওদের কাজ দেখছে।  আমাকে দেখে বলল - দেখ খোকা আমি বসার জায়গাটা এই ভাবে করতে বলেছি তুই একবার দেখে বল কেমন লাগছে।  আমি দেখলাম  বেশ ভালোই লাগছে আর জায়গাও অনেক বেশি পাওয়া গেছে।  বললাম - একদম ঠিকঠাক হয়েছে তার আগে গিয়ে খেয়ে এসো না হলে কিন্তু তোমার কপালে অনেক দুক্ষ আছে।  কাকু হেসে বলল - এই তো যাচ্ছি রে তোদের শাসনের ঠেলায় আর আমি পারছিনা তাই তো পালিয়ে বেড়াচ্ছি।  আমি আর দাদা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সেখান থেকে দাদা গাড়ির মুখ ডাইনে বাঁয়ে না বেঁকে সোজা সার্কুলার রোডের দিকে নিয়ে  নিলো।  জিজ্ঞেস করলাম - দাদা এদিকে কোথায় যাচ্ছি আমরা। দাদা হেসে বলল - আগে চলো গেলেই বুঝতে পারবে।  গাড়ি সোজা একটা গাড়ির শোরুমের  কাছে থামলো।  গাড়ি  থেকে বেরিয়ে ভিতরে ঢুকলাম।  দাদাকে দেখে ম্যানেজার এসে বলল - আসুন স্যার গাড়ি একদম রেডি  একবার দেখে নিন।  দাদা আমার হাত ধরে একটা গাড়ির কাছে এনে বলল - দেখো তো কেমন হয়েছে ইতির পছন্দ হবে তো ? আমি বললাম - সেতো হবেই কিন্তু দাদা তুমি এখন এতো খরচ করতে গেলে কেন ? দাদা একটু গম্ভীর হয়ে বলল - বেশ করেছি আমার বোনকে গাড়ি দিতে ইচ্ছে হলো তাই নিলাম  গাড়িটা।  আমি একবার দাদার মুখের দিকে তাকিয়ে থেকে আর কিছু বললাম না।  কিন্তু আমি একটু চিন্তায় পড়লাম  এখন গাড়ির ডেলিভারি নিলে কোথায় রাখা হবে।  সেটা দাদাকে বলতে দাদা বলল কোনো সমস্যা নেই গো এই গাড়ি এখন সোজা আমার বোনের বাড়িতে যাবে।  চলো তুমি এই গাড়িটা চালাও আমি নতুন গাড়ি নিয়ে তোমার পিছনে যাচ্ছি।  শোরুমের লোকেরা গাড়িটাকে সাজিয়ে  আমাদের দাঁড় করিয়ে একটা ফটো তুলে বলল - এখন আপনারা গাড়িটা নিয়ে যেতে পারেন , আমাদের হাতে একটা কভার দিয়ে বলল - এখানে  সব কাগজ রাখা আছে শুধু নম্বর প্লেট কয়েদিন দেরি হবে এলেই জানিয়ে দেব। দাদা নতুন গাড়িতে ওঠার আগে আমাকে বলল - ভাই এই গাড়ির  কথা কিন্তু এখন কাউকেই জানাবে না ইতি ওর শশুর বাড়ি গিয়ে দেখবে।  আমি আগে আগে চলতে লাগলাম দাদা আমাকে ফলো করে দিলীপের  বাড়ির সামনে এসে গাড়ি থেকে নেমে দিলীপকে ডাক দিলাম।  দিশা আর নিশা বেরিয়ে এলো আমাকে দেখে বলল - দাদা তুমি এসেছো ভিতরে চলো।  ওদের জিজ্ঞেস করলাম হ্যারে দিলীপ কোথায় তাকে ডেকে দে।  দিশা বলল - দাদা একটু বেরিয়েছে তোমরা ভিতরে চলো দাদা এখুনি চলে আসবে।  দিশাকে জিজ্ঞেস করলাম তোদের গ্যারেজটা খুলতে হবে যা চাবি নিয়ে আয়।  দিশা ভিতর থেকে চাবি নিয়ে এসে বলল - তোমাকেই খুলতে হবে আমি পারবোনা। গ্যারেজ খুলে দিতে দাদা গাড়িটা গ্যারেজে রেখে আমাকে বলল - ভাই সুনীল এই সাটার যে ভালো করে খোলা যাচ্ছেনা এটাকে একটু গৃসিং করতে হবে।  আমি বললাম - দাদা তুমি ভিতরে গিয়ে বসো আমি এখুনি আসছি। আসবার সময় দেখে ছিলাম একটু দূরেই  একটা সাটার সার্ভিসিংয়ের দোকান আছে।  দাদা ভিতরে যেতে আমি হেঁটেই সেই দোকানে গেলাম।  একটা ছলে বেরিয়ে আসতে ওকে বললাম সাটার সার্ভিসিংয়ের কথা।  ছেলেটা বলল - করে দেবো দাদা কতদূর যেতে হবে ? বললাম - কাছেই ওকে সাথে করে নিয়ে এসে দেখিয়ে দিলাম।  ছেলেটা কাজে লাগার আগে একবার দেখেই বলল - দাদা এতো  অনেক বছর পরে আছে জং।  ধরে গেছে শুধু সার্ভিসিং করলেই হবেনা পেইন্ট করাতে হবে  বললাম- যা করার এখুনি শুরু করে দাও। শুনে ছেলেটা বলল - আমাকে একবার আমাদের দোকানে যেতে হবে পেইন্টারকে নিয়ে আসতে হবে / তাছাড়া কি রং করবেন কালারও তো বলতে হবে আপনাকে।  বললাম - তুমি গিয়ে তোমাদের লোককে নিয়ে এসো সাথে  ল্যাটালগ নিয়ে এলেই আমি রঙ বলে দেবো।  ছেলেটা চলে গেলো।  আমি ভিতরে ঢুকে দাদাকে কথাটা বলতে - বলল তুমি দেখছি সব দিকেই খেয়াল রেখেছ। দিশা এসে আমাকে এক প্লেট মিষ্টি দিলো বলল - এখন তোমাকে এগুলো খেতেই হবে বিয়ে বাড়িতে এসেছো তোমরা।  বললাম  - এই  মিষ্টি আমার ভালো লাগবে না যদি তোমার চমচম খাওয়াও তো খেতে পারি।  দিশা হেঁসে বলল - সে তো খাবেই না খাইয়ে আমি ছাড়বোইনা।  বসো আমি জল আর চা নিয়ে আসছি। দিলীপের বাবা ঘরে ঢুকে বললেন - কি ব্যাপার বাবা তুমি এখন এলে ? বললাম - কেন কাকাবাবু নিজের বাড়িতে আসার জন্য কি দিন তারিখ সময়  দেখেই আসতে হয়।  কাকাবাবু চুপ করে গেলেন।দিশা জল নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে আমার কথা শুনতে পেয়ে বলল - দাদা ঠিক বলেছে এটাতো দাদারও বাড়ি।  আমার দিকে তাকিয়ে বলল - না গো তোমার যখন খুশি আসবে দিনে রাতে যখন খুশি।  কাকাবাবু বললেন - আমার আর কিছুই বলার নেই বাবা তবে নিজের বাড়ি মনে করে যখন এসেছো তখন আর আমি কি বলব।  আরো বললেন - তোমরা গল্প করো।  যেতে গিয়েও আমার দিকে জিজ্ঞেস করলেন - একে তো চিনলাম না ? বললাম - আমার বড়দা কাকাবাবু উনি দিল্লিতে থাকেন গত কাল এসেছেন তাই সাথে করে নিয়ে এলাম।  দিশা বলল - জানো বাবা দাদা একটা গাড়ি উপহার দিয়েছেন  তোমার ছেলে আর বৌমাকে।  কাকাবাবু শুনে আমাকে বললেন - এসবের কি দরকার ছিল বাবা। বললাম - কাকাবাবু আমাদের ইচ্ছে হয়েছে তাই দিলাম এই দাদাই ওর বোনকে গাড়ি  উপহার দিয়েছেন। 
Parent