আমার দুনিয়া ✍️Relax--Session with শাশুড়ি✍️ - অধ্যায় ৩৭

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-70990-post-6094463.html#pid6094463

🕰️ Posted on December 9, 2025 by ✍️ Ra-bby (Profile)

🏷️ Tags:
📖 875 words / 4 min read

Parent
(৩৭) মিটিং শুরু করলাম। যদিও কাজে মন বসছেনা। বসবে কেমনে—মন যে এখন ফাউজির ঠোটে। ভেতরে এক অদ্ভোত ভালো লাগা কাজ করছে কেন জানি। বেশ কয়েকদিন থেকেই এই ভালো লাগাটা শুরু হয়েছে। আজ যেন তা দিগুণ বেরে গেছে। মনের ভেতর একটা অস্থির কাজ করলেও ভালো লাগাটা বেপক। এমন ভালো লাগা আমার শাশুড়ির চোখেও দেখছি কদিন থেকে। আর এই ব্যাপারটা মিমকে নতুন করে জাগিয়ে তুলেছে। মিম বেশ কয়েকবার আমাকে বলেছে----সোনা একটা ব্যাপার কি নোটিশ করেছো? আম্মাকে এক বছর পর আবার এতটা আনন্দে দেখছি। উনাকে আমাদের সময় দেওয়াই এর কারণ বলে মিম এবং আমি দুজনেই সহমত। যাহোক, মনের ভেতর প্রোজেক্ট ছাড়াও এটা সেটা চিন্তা করেও মিটিং শেষ করেই ক্যামেরার ডিভাইস অন করলাম। আমার রুমেই ৩জনের আড্ডা চলছে। সৈকত, ফাউজিয়া আর মিম। শাশুড়িকে দেখলাম না। লে বাড়া, উনি কই গেলেন? উপরে আসছেন নাকি? “ভাইয়া আপনাদের মাঝে সবচেয়ে বেশি মজার মানুষ কে ছিলো?” “সবচেয়ে মজার মানুষ ছিলো নাহিদ। নাহিদ আমাদের ৪জনের আড্ডাকে সব সময় মাতিয়ে রাখতো।” “আর রাব্বীল?” আমার বিষয়ে জানতে চাইলে উত্তরটা দিলো ফাউজিয়া। “রাব্বীল অনেক ট্যালেন্ট আমাদের গ্রুপে। এছারাও তার অবদান অনেক আমাদের গ্রুপটাকে এক বন্ধনে ধরে রাখতে।” “যেমন যেমন? গল্প শুনাও না?” মিমের ঠোটের কোণে হাসি। স্বামি সম্পর্কে স্বামির বন্ধুদের থেকে জানতে চাচ্ছে। আগ্রহ আকাশে। এরই মধ্যে শাশুড়ি রুমে আসলো। ট্রেতে চা নিয়ে। “কার গল্প হচ্ছে শুনি?” শাশুড়ির ঠোটের কোণেও হাসি। “আম্মু আপনার জামাই এর গল্প আপনার মেয়েকে শুনাচ্ছি। আসেন বসেন। আপনিও শুনেন।” “আগে চা নাও। চা খেতে খেতে গল্প করো।” শাশুড়ি সব্বাইকে চা দিলো। সৈকত চেয়ারে। বাকি ৩জন বেডে বসে। সবাই আমাকে নিয়ে গল্প শুনতে আগ্রহি। আমার বুকটা যেন ফুলে উঠলো। মনের ভেতর এতো ভালো লাগা কাজ করছে কেন আজ???? “একবার কি হয়েছে শুনো–---সৈকত আর নাহিদ সেই রাগারাগি। কেউ কারো সাথে কথা বলেনা। রাব্বীল আমাকে ফোন করে বাইরে ডেকে দুজনেই প্লান করি, কিভাবে দুজনকে এক করা যাই আবার। রাব্বীল আমাকে দিয়ে সৈকতকে সামলাতে বলে। আর সে নাহিদকে। আমরা দুজন ওরা দুজনকে ডেকে বাইরে আনি। এনে আমরাই ওদের আবার এক করাই। রাব্বীল তখন সবাইকে কাচ্চি ডাইনে নিয়ে গিয়ে খাওয়াই। রাব্বীলের এই অবদান টা অনেক।” “রাব্বীল বেটার কাচ্চি অনেক ফেবারিট। সে প্রায় কিনে আনে বাসাই।” “জি আম্মা। আগে থেকেই। আর আপনার জামাই তো অনেক আগে থেকেই প্রোগ্রামিং করে। ওর হাতে সব সময় টাকা থাকতো। হোস্টেলের খাবার ভালো না লাগলেই কাচ্চিতে। আমরাই মাঝে মাঝে ওকে মজা করে বলতাম, দোস্ত তোমার হোস্টেলের খাবার কখন কখন খারাপ লাগবে আমাদের জানিও। সেদিন আমরাও রেডি থাকবো। হি হি হি।” এবার সৈকত শুরু করলো। “আন্টি আপনার জামাই অনেক ভালো মনের মানুষ। আমি ওকে নিজের ভাই এর মত দেখি। আমি আমার ক্যাম্পাস জীবনের সবচেয়ে বড় অর্জন রাব্বীলকে বন্ধু হিসেবে পেয়ে।” ওরা তো তিলকে তাল বানিয়ে ফেলছে। নিছক গল্পই নাকি তাদের অন্তরে সত্তিই আমি এমন!!! কিজানি। নিজেকে এই লেবেলের ফেরেস্তা কোনো দিনই মনে হয়নি। সৈকতের মুখে প্রশংসা শুনে ওর সামনের ৩নারী যে আপ্লূত,  তা তাদের ফেস দেখেই বুঝতে পাচ্ছি। সৈকত আমাদের বন্ধুত্বের শুরুর স্টোরি বলা শুরু করলো। সবাই অধীর আগ্রহে শুনছে। সৈকত গল্প বলতে লাগলে সামনের কেউ আর কথা বলার সুযোগ পাবেনা। তার গল্প বলার ধরণ অসাধারণ। তার এই ব্যাপারটা আমার খুউউব ভালো লাগে। সে কখনোই এক ইস্যুতেই গল্প রাখবেনা। হঠাৎ হঠাৎ তার গল্প এক ইস্যু থেকে অন্য ইস্যুতে ডাইভার্ট হয়। যার কারণে সামনের জন শ্রোতা হিসেবে একঘেয়েমিতে চলে যাইনা। তাকে আমরা হুমায়ুন আহমেদ এর সাথে তুলনা করি। তফাৎ একটাই। হুমায়ুন আহমেদ লিখেন। আর সে বলে। অনেক জটিল জটিল কথা অল্পতেই সে বুঝিয়ে দিতে পারে। চলছে তাদের গল্প। এখন গল্প করছে সে আর ফাউজিয়ার প্রেমের কাহিনি নিয়ে। ফাউজিয়া আর মিম স্থির মনোযোগ নিয়ে গল্প শুনলেও শাশুড়িকে কেন জানি অস্থির অস্থির লাগছে। তিনি বলে উঠলেন। “বেটা তোমরা গল্প করো। আমি রাব্বীলের জন্য চা দিয়ে আসি। যাবার সময় বলে গেছিলো চা খাবে।” কিছু কিছু পার্পাস পুরণ করতে আমাদের মাঝে মাঝে মিত্থার আশ্রয় নিতে হয়। এর কারণ হয়তো, আমরা কেউ কারো অন্তর সম্পর্কে জানিনা তাই। সবাই সবার অন্তর জানতে পারলে মিত্থা বলা লাগতোনা। “আন্টি আপনি কস্ট করে কেন যাবেন? আমাকেই দেন আমিই দিয়ে আসি। গল্প করে আসি।” “থাক বেটা। তোমরা পড়াশোনা করো। তোমাদের সময় নস্ট করার কোনো দরকার নাই।” “আর তুমি রাব্বীলের কাছে যাবা বলছো গল্প করতে? রাব্বীলের এখন দুইটা প্রোজেক্টের কাজ। তার সমস্ত গল্প এখন কোডিং এর সাথে। খেতে খেতে কি বললো শুনলানা----এখন থেকে তার বউ সংসার সবকিছুই প্রোজেক্ট। হি হি হি।” ফাউজিয়ার ওকালতি টা ভালোই লাগলো। ফাউজিয়া ভুল বলেনি। আজ একদিন চলে গেলো। আর মাত্র ৯দিন।  ৯দিনেই এই প্রোজেকটা জমা দিতে হবে। প্রোজেক্টের কাজ হয়ে গেলে অনেকটা নিস্তার। এরপর নিয়ন্ত্রণ করা তেমন আহামরি কাজ না। “আচ্ছা বেটা তোমরা গল্প শেষ করে পড়তে বসো। আমি জামাইকে চা দিয়ে আসি।” আম্মার মুখে এই প্রথম “জামাই” কথাটা বলতে শুনলাম। তিনি সরাসরি আমাকে কখনো জামাই ডাকেন নি। হয় নাম ধরেছেন, নয়তো বেটা। ল্যাপটপের ফর্দাটা ফেলে দিলাম। ছাদের রেলিং এর কাছে চললাম। রাত ৮:৩০ বাজে। আকাশে চকচকে চাদের আলো। বিল্ডিং গুলির জানালার আলো আর ভালো লাগছেনা। বাইরের আলোর কাছে তারা নিছক মিটিমিটি হয়ে গেছে। শীতের হালকা প্রকট শুরু হয়েছে। কিন্তু গায়ে শীত লাগছেনা। ভেতর থেকে এক উষ্ম গরম ফিল করছি। ভেতর থেকে এতটাই ভালো লাগছে যে, সাহিত্যিক রুপ যেন ভর করেছে নিজের ভেতর। বলতে ইচ্ছা করছে-----আকাশের দিকে চোখ তুলে আছি।   বিশাল নীলের বুকে ঝুলছে একফালি চাঁদ—এত ছোট, তবু যেন সারা জগৎকে আলিঙ্গন করে রেখেছে।   চাঁদের গা থেকে ঝরে পড়া রুপালি আলোয় ধরিত্রী যেন শান্ত এক স্বপ্নে ডুবে আছে।   এই মুহূর্তে, এই চাঁদের নিচে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ যদি কেউ থেকে থাকে—   তাহলে সে আমি।   আর এই “আমার” জন্যই আমার ছোট্ট দুনিয়ার মানুষগুলো আজ এতটা আলোয় ভরা, এতটা সুখী।   তাদের হাসি দেখলে মনে হয়, চাঁদটাও যেন একটু বেশি করে হেসে ওঠে। “বেটা আছো?”
Parent