আমার পছন্দের ছোট গল্প গুলো ( অনেক আছে) - অধ্যায় ১

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-67446-post-5880482.html#pid5880482

🕰️ Posted on February 14, 2025 by ✍️ Bangla Golpo (Profile)

🏷️ Tags:
📖 517 words / 2 min read

Parent
গল্প নম্বর -০১ (গল্প :ধোঁকা) মাঝরাতে ইভার মোবাইলে মেসেজ আসলো- 'জানু, তোমার জামাই ঘরে আছে, না আমি আসব?' আতিক মোবাইলটা খুব স্বাভাবিক ভ*ঙ্গি*তেই হাতে নিয়ে বসে আছে।  যথেষ্ট ঠান্ডা গলায় ইভাকে ডাকলো।  ইভা ঘুমের ঘোরে কী হয়েছে? : তোমার রোমিও মেসেজ পাঠিয়েছে। ও আসতে চায়.. - কই আসতে চায়? : কই আবার? তোমার কাছে! আরেকটু সুন্দর করে বললে বলতে হয় তোমার বি*ছানায়। ইভার ঘুম কে>টে গেল ম্যাজিকের মতো। সোজা হয়ে বসে টেবিল লাইটটা জ্বালিয়ে তীক্ষ্ণ চোখে আতিকের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। আতিক কিছু না বলে মোবাইলটা ইভার হাতে দিয়ে বের হয়ে গেলো ঘর থেকে। এমন ঘটনা আজ প্রথম না। প্রায় রাতেই ইভার মোবাইলে কল আসে। আতিক হ্যালো বলা মাত্রই লাইন কে*টে যায়। গত সপ্তাহে একবার ঝামেলা হয়েছিল এটা নিয়ে। রাত তখন তিনটা। ইভা বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিল ফোনে। আতিক পাশে গিয়ে দাঁড়াতেই ইভা লাইন কে*টে দেয়। চার বছরের সংসারে একটা মানুষকে যথেষ্ট ভালোভাবে চেনা যায়। আতিক স্পষ্ট দেখলো ইভার চোখে মুখে আতঙ্কের ছাপ। আতিক শুধু একবার জিজ্ঞেস করেছিল, কার সাথে কথা বলছিলে? : তুমি কি আমাকে স'ন্দেহ করো? - আমি জিজ্ঞেস করছি কার সাথে কথা বলছিলে? : একটা নাম্বার থেকে প্রায়ই অদ্ভুত সব মেসেজ আসে। আমি কথা বলে জানতে চাচ্ছিলাম ইনি কে? - ইভা, তুমি কি না*টক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছ? : কী বলতে চাও তুমি? - বলতে চাই তোমার কী মনে হয় আমি ফি'ডার খাই? : আতিক, তুমি যা ভাবছো তেমন কিছু নয়। - আমি যা ভাবছি তেমন নয়। যা দেখছি তেমনও নয়? : কী দেখছ? - আজ রাতে আমি অফিস থেকে ফেরার সময় কার গাড়ি বেরিয়ে গিয়েছিল গেটের সামনে থেকে? কে এসেছিল? : অদ্ভুত প্রশ্ন! এই বাড়িতে কী আমরা একাই থাকি না কি! কে কার কাছে কখন এসেছে, কার গাড়ি কখন বের হয়ে গেছে সেটা আমি কী জানি! - আমার আসার সময়ই কেন গাড়িটাকে দেখি বারবার? একদিন নয়, বরং বলতে গেলে প্রত্যেক দিন। এ পর্যায়ে ইভা প্রচণ্ড রে'গে গিয়ে রুমে এসে জিনসপত্র ভা*ঙচুর শুরু করে। চোর ধরা খাওয়ার পর বৃথা যে চেষ্টা চালায় নিজেকে ছাড়ানোর জন্য, ইভার অক্ষম রাগের আস্ফালনও ঠিক তেমনটাই দেখাচ্ছিল।  বিয়েটা ওদের প্রেমেরই ছিল। কিন্তু মাত্র চারটা বছরে একটা মানুষ কতটা বদলে যায়! আতিক না হয় অফিস নিয়ে ব্যস্তই থাকে একটু। হ্যাঁ, মাঝেমাঝেই অফিসের কাজে কয়েকদিনের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়। আর এই সুযোগে! ছিঃ! শেষ পর্যন্ত আর টেকা গেলো না। আজ ওদের চার বছরের সংসারের সমাপ্তি। ছাড়াছাড়ি হয়ে গেছে। ইভা নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা ছেড়ে যাচ্ছে। অনেকদিন সহ্য করেছে আতিক। কিন্তু সেদিন অফিস থেকে ফিরে বেড*রুমে সিগা*রেটের ফিল্টার পাওয়ার পর ঘটনা আর কথা কা>টাকা>টির মধ্যে সীমাবদ্ধ থাকেনি। আতিক সি*গারেট খায় না। বেড*রুমে কে এসেছিল জিজ্ঞেস করতেই ইভা স্বভাবতই অস্বীকার করে। রা*গারাগির এক পর্যায়ে গা*য়ে হাতও উঠে যায় এবং তখনি ডিভোর্সের সিদ্ধান্ত। এত তাড়াতাড়ি সবকিছু হয়ে গেল যা বলার মতো না! ইভা সবকিছু নিয়ে গাড়িতে উঠে যাবার পরে আতিক ধীর পায়ে সোফাতে এসে বসলো। অফিসের সুন্দরী পিএ চৈতিকে ফোন দিয়ে বলল, সব ঠিকঠাক। এবার তুমি চলে আসতে পারো পার্মানেন্ট ভাবে। : হা হা হা, প্ল্যানটা কিন্তু আমারই ছিল। ক্রেডিট দিবে না? - আরে, হ্যাঁ! মাঝ*রাতে যদি তুমি ওইসব মেসেজ না পাঠাতে, ওভাবে ফোন না করতে আর সি*গারেট ফিল্টারের ইস্যু তুলে ওর গায়ে হাত না তোলাতে তাহলে বাপু কিছুতেই এত সহজে ছাড়তো না আমায়। বুদ্ধি আছে তোমার মাথায়। হা হা হা! (সমাপ্তি)
Parent