আমার প্রেম বিবাহ - অধ্যায় ৪

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-19354-post-1177283.html#pid1177283

🕰️ Posted on December 6, 2019 by ✍️ nadupagla (Profile)

🏷️ Tags:
📖 642 words / 3 min read

Parent
রাত্রে খেতে বসে পিসি জিজ্ঞাসা করলো "টুকুন তোর মায়ের সঙ্গে কথা বলে নিস, তোর মা বলছিলো ছেলের এখনো অনেক অভিমান জমে আছে।" আমি হ্যাঁ হুঁ করে খেয়ে নিলাম। আমার তখন মায়ের সঙ্গে কথা বলার কোনো ইচ্ছাই ছিল না। আগে কাকীর সঙ্গে কথা বলতে হবে, সেও নিশ্চই তরপাচ্ছে আমার মতোই। গত দুদিন আগে পর্যন্ত আমি মেজো কাকীর সঙ্গে কথা বলতে লজ্জা পেতাম কিন্তু এখন উৎসুক হয়ে পড়ছি, হাসি পেলো। চার খাওয়া হতেই ঘরে গিয়ে খিল দিয়ে ভৌত বিজ্ঞান নিয়ে বসলাম, এক ঘন্টা পড়ার পর মোবাইল অন করে দেখলাম তিনটে টাওয়ার বেঁচে আছে। কাকীকে ওয়াটস এপ এ ভিডিও কল করলাম। কাকী তুললো না দুবার রিং হবার পরেও। মনটা খুঁত খুঁত করছিল, পড়ায় মন দেবার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই মন বসাতে পারছিলাম না। একটু একটু ক্ষোভ বা অভিমান ও জমা হচ্ছিল মনে। প্রায় দেড় ঘন্টা পরে মোবাইলে একটা মেসেজ ঢুকলো, ওয়াটস এপ খুলে দেখি মেজো কাকীর মেসেজ, কল করতে পারি? আমি কোনো জবাব দিলাম না কিন্তু কাকী বুঝতে পারবে আমি মেসেজ পড়েছি। ৫-১০ মিনিট অপেক্ষার পর কাকীর বোধহয় ধর্য্যের বাঁধ ভাঙলো। ভিডিও কল এলো, তুললাম, কাকী একটা গোলগলা টপ আর স্কার্ট পড়েছিল, দেখে মনে হচ্ছিল স্কুলে পড়া মেয়ে। "কি করছিলে?" জিজ্ঞাসা করলো আমি একটু রাগী গলায় বললাম "পড়ছিলাম।" কাকী বুঝতে পেরে বললো "আমি মা বাবার ঘরে ছিলাম, বুঝতে পারিনি তুমি কল করেছিলে।" "হ্যাঁ তা বুঝবে কি করে? সব ভালোবাসার দায় দায়িত্ব তো আমার।" কাকী এবার মিষ্টি হেসে বললো "ওলে বাবারে আমার কচি বাবুটার রাগ হয়েছে বুঝি? রাগ করে না সোনা" বলেই থেমে গেল কাকী, বুঝতে পারলো, লজ্জার আগল ভেঙে অনেকটা এগিয়ে গেছে ও। "না আমি রাগ করিনি, কিন্তু তুমি ফোন না তুললে যে আমার ভালো লাগে না।" আমি বললাম। "সরি বাবা, কান ধরছি আর কোনোদিন করবো না।" আমি কাকীর কান্ড দেখে হেসে ফেললাম, "আমার সোনাটা কি করেছে সারাদিন।" আমি আদুরে গলায় বললাম। "বাড়ির কাজ করেছি, রান্না করেছি, খেয়েছি, মা বাবার সেবা করেছি।" হেসে বললো কাকী। তারপর একটু থেমে বললো "তুমি কি করেছ বাবু?" "আমি?" "হুঁ" "আমি আমার সোনাকে শুধু মিস করেছি সারাদিন।" "যাঃ শুধু মিথ্যা কথা।" "না ঝুমু সোনা আমি তোমাকে সারাদিন মিস করেছি।" "উমম।" "তোমাকে টপ আর স্কার্টে দেখতে পরীর মতো লাগছে।" "যাঃ আমার রং কি বড়দির মতো ফর্সা নাকি? আমি তো কালো, পরী কোনোদিন কালো হয় নাকি।" "কে বলেছে তুমি কালো? তুমি আমার চোখে সবচেয়ে সুন্দরী। আমার সোনা, আমার ঝুমু।" আমি গলায় অনেক সোহাগ এনে বললাম। কাকী অনেক্ষন চুপ করে শুধু আমাকে দেখলো, দেখতেই থাকলো, আমিও তন্ময় হয়ে দেখছিলাম। ওই চোখ ওই ঠোঁট ওই বুক, ওই মসৃন ত্বক। কিছুক্ষন পরে কাকী বললো "আমায় আজ বড়দি ফোন করেছিল, তুমি কথা বলো না বলে খুব দুঃখে আছে।" "আমি তোমার কে হই?" "ধ্যাৎ জানি না যাও।" "বলো না ঝুমু।" "আমি বলতে পারবো না, লজ্জা লাগে।" বলে লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। "না বললে আমি রাখছি।" আমার জেদ চেপে গেল। "তুমি না খুব দুস্টু হয়ে যাচ্ছ, তুমি আমার কচি বর, হয়েছে!" কাকী ফিক করে হেসে ফেললো। "তাহলে আমার মা তোমার বড়দি কি ভাবে হয়?" আমি চোখ নাচিয়ে জিজ্ঞাসা করলাম। "এই যা, যখন আমাদের বিয়ে হবে তারপর আমি মা বলবো, তার আগে আমার বড়দিই থাকবে।" বলে লাজুক হাসলো ঝুমা। "সোনা, আমার মোবাইলের শেষ, কাল বঙ্কু চার্জার আনবে, কাল কথা হবে।" "বেশ, তুমি পড়ছো তো ঠিক করে সোনাই?" আমার ঝুমা এই প্রথম আমাকে আদরের নামে ডাকলো। "হ্যাঁ আমি পড়ছি, শুধু আমার জন্য নয় আমার ঝুমুর জন্যেও।" আদর মিশ্রিত সোহাগে বললাম। "উম গুড নাইট।" "আমাকে একটা হামি দাও ঝুমু।" "ধ্যাৎ দুস্টুমি কোরো না সোনাই।" "দাও না প্লীজ।" "না আমার লজ্জা লাগে।" "বেশ রাখছি।" "উফফ এই ছেলেটাকে নিয়ে পারা যায় না। প্লীজ বোঝো আমার সময় লাগবে, ওই সময়টুকু দাও।" ঝুমা পুরো মিনতির সুরে বললো। "ওকে বাবা, তোমার যখন ইচ্ছে দিয়ো, আই লাভ ইউ।" ঝুমা চুপ করে ফোনটা কাছে টেনে নিয়ে আস্তে করে বললো, "লাভ ইউ সোনাই।" তারপরেই ফোনটা কেটে দিলো। আমার বুকে তখন বিসমিল্লা খানের সানাই বাজছে, মনে হচ্ছে বুকটা ফাঁকা ফাঁকা, মা আর ঝুমার বাবা আমাদের মধ্যে যে সম্পর্কটা চেয়েছে সেটা পূর্ণতা পাচ্ছে ধীরে ধীরে। এ ভালোবাসায় কামনা হয়তো আছে কিন্তু সেটা অনেক পরে, সবার আগে আছে মিষ্টি সরল পবিত্র ভালোবাসা।
Parent