আমার স্বপ্ন তুমি - অধ্যায় ১৭

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-32410-post-2672009.html#pid2672009

🕰️ Posted on November 26, 2020 by ✍️ Mr Fantastic (Profile)

🏷️ Tags:
📖 518 words / 2 min read

Parent
সকালবেলার কাঁচা রোদ জানলা দিয়ে মুখে পড়তেই ঘুমটা আলগা হয়ে গেল, পাশ ফিরে দেখলাম দেবিকা নেই, উঠে পড়েছে আগে তাহলে। কিচেন থেকে টুং টাং আওয়াজ আসছে। পায়ের শব্দে বুঝলাম দেবিকা এদিকেই আসছে। আমি মটকা মেরে ঘুমের ভান করে শুয়ে রইলাম। উঠতে ইচ্ছা করছিল না।  দেবিকা পাশে দাঁড়িয়ে দুবার উজান স্যার, উজান স্যার বলে ডাক দিল। উঠলাম না দেখে কাঁধে আলতো করে ঠেলা দিয়ে নরম গলায় বললো, স্যার উঠে পড়ুন সকাল হয়ে গেছে।  চোখ কচলে বললাম ক'টা বাজে ?  - সাড়ে সাতটা।  - সাড়ে সাতটা ! শিগগিরই স্নানে যেতে হবে, দশটা থেকে কলেজ !, ধড়ফড় করে উঠে বসলাম।  দেবিকা মুখে হাত চাপা দিয়ে খিলখিল করে হেসে বললো, কাল কি বীর্যের সাথে আপনার ব্রেনটাও একটু বেরিয়ে গেছে ? আজ তো রবিবার।  এখন মনে পড়ল, হ্যাঁ তাই তো, আজ রোববার। দেখেছো কেমন ভুলে গেছি।  দেবিকা ওর হাতে ধরা চায়ের প্লেটটা এগিয়ে দিয়ে বললো, এই নিন বেড টি। আমি অবাক হয়ে বললাম, বাব্বা তুমি আবার চা বানালে কেন ?  - কেন আপনি চা খান না ? সকালেও কি বিয়ার দিয়ে কুলকুচি করেন ? ওর বলার ধরণ দেখে হাসি পেয়ে গেল।  - আমি হাসির কথা বলছি না কিন্তু, ফ্রিজে দেখলাম বোতলে ভর্তি পুরো। এতো খাবেন না। - আচ্ছা বাবা খাবো না, এবার তুমি বসো তো পাশে, এই বলে ওর হাত ধরে টেনে পাশে বসালাম।  চা খেতে খেতে দেবিকার দিকে ভালো করে তাকালাম। সকালেই স্নান সেরে নিয়েছে। ঈষৎ ভিজে চুল কাঁধের একপাশে লেপ্টে আছে। আমার একটা টিশার্ট আর বারমুডা পরেছে। টিশার্টটা ওর গায়ে একটু বড়োই হয়েছে তবে ঢোলা টিশার্টে মেয়েদের বেশ রমণীয় লাগে। ফর্সা নিটোল মোমের মতো মসৃণ জংঘা দুটো অনাবৃত। প্রসাধনবিহীন মুখখানি ভোরের সদ্য প্ৰাফুটিত গোলাপ ফুলের মতো স্নিগ্ধ সুন্দর, চোখদুটো মায়াভরা। সোনালী রোদ মুখের একপাশে পড়ায় বেশ লাবণ্যময়ী লাগছে। ওকে জরিপ করছি দেখে লজ্জায় দেবিকার টোপা টোপা গালদুটো একটু যেন রাঙা হয়ে উঠলো।  চায়ে চুমুক দিয়ে আমতা আমতা করে বললো, ইয়ে মানে কালকে আলো ছিল না বলে ভালো করে খেয়াল করিনি, আজ শাড়িটা পরতে গিয়ে দেখলাম কাঁদা লেগে আছে। তাই জলে ভিজিয়ে রেখেছি। কি পড়ি পড়ি, অগত্যা আপনার জামা-বারমুডাই পরে নিলাম।  - বেশ করেছো পরেছো। ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে গাঢ় গলায় বললাম, কিছু না পরে থাকলেও মন্দ হতো না !  দেবিকা লজ্জায় কুঁকড়ে গিয়ে বললো, ধ্যাত সবসময় আপনার খালি ইয়ে না ?  আমি হা হা করে হেসে উঠলাম। দেবিকাকে এভাবে লজ্জা পেতে দেখে ভালো লাগল। - চা কেমন হয়েছে বললেন না ?  - ফার্স্ট ক্লাস হয়েছে, তবে আমি চিনি ছাড়া চা খাই। দেবিকা কপাল চাপড়ে বলল, ওহো সরি, আমি তো জানতাম না। কিছুক্ষন ওর দিকে তাকিয়ে থেকে বললাম, দেবিকা তুমি এই লাইন ছেড়ে দাও। তোমাকে এভাবে মানায় না। মন দিয়ে পড়াশোনা করো, নিজের পায়ে দাঁড়াও। এই অন্ধকার থেকে বেরিয়ে আসো। দেবিকা ম্লান হেসে বললো, কিছু করার নেই, একটা ভুল থেকেই মানুষ পর পর ভুলে জড়িয়ে পড়ে না চাইতেও। আর এই ক'দিন আমি কোনো ক্লায়েন্ট নিই নি কারণ আমার মন সায় দেয়নি, সেকথা, আগেই বলেছি  আপনাকে...ঠিক আছে আমি আপনার কথা মেনে চলবো। তবে আপনাকেও আমার একটা কথা রাখতে হবে, অন্য কোনো এসকর্ট ডাকবেন না, দরকার হলে আমাকে বলবেন।  ওর গালে হাত বুলিয়ে স্মিত হেসে বললাম, বেশ তাই হবে। দেবিকা গলা জড়িয়ে আমার গালে ওর পেলব ঠোঁট জোড়া চেপে চুমু খেল। কিছুক্ষন গল্প গুজবের পর বললাম, তুমি বসো, ব্রেকফাস্টটা আমি বানিয়ে আনছি। 
Parent