অবৈধ - অধ্যায় ৪

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-30175-post-2351825.html#pid2351825

🕰️ Posted on August 28, 2020 by ✍️ Max87 (Profile)

🏷️ Tags:
📖 746 words / 3 min read

Parent
আপডেট ৪: সকালে ঘুম ভাঙলো মালতির ডাকে। বেলা বেশ হয়েছে। ঘড়িতে ৮ টা বাজে। নাগেশ্বর উঠে ফ্রেস হয়ে নিজের লাইব্রেরি রুমে চলে গেলো। মালতির কাছে শুনলো দেবরাজ ভোর বেলাতেই কলকাতায় চলে গেছে। ব্যবসার কি একটা জরুরি কাজ পড়েছে তাই। নাগেশ্বর বুঝলো ছেলে স্রেফ পালিয়ে গেলো। আত্মীয়স্বজন যে কজন ছিল তাদের প্রায় সবাই বিদেয় হয়েছে। থাকার মতো এখন তেমন কেও নেই। বৌমার খোঁজ নিয়ে জানলো, নিজের ঘরেই আছে। নাগেশ্বর সিদ্ধান্ত নিলো, বাড়ির আত্মীয় যা আছে তারা আগে যাক, তারপরে সে বৌমার সাথে বসবে। তার আগে আরো একবার নিজের মনে পুরো জিনিসটা ভেবে রাখতে চাইলো।  সবাই বিদেয় হলে সন্ধ্যের সময় অনুপমাকে লাইব্রেরী তে ডেকে পাঠালো নাগেশ্বর। অনুপমা ঘরে ঢুকলে বললো - বস বৌমা।  অনুপমা বসলো। কালকের ঘটনা অনেকটা কাটিয়ে উঠেছে নাগেশ্বর। অনুপমার দিকে ভালো করে দেখলো। বুঝলো, মেয়েটাও বেশ কাটিয়ে উঠেছে ধাক্কা টা। মনে মনে খুশির সাথে অবাকও হলো। বেশ শক্ত ধাতের মেয়ে। বিউটি উইথ ব্রেন।  নাগেশ্বর ভূমিকা করে বললো - কালকের ঘটনাটা আমি পুরো ভাবলাম বৌমা। আমার ছেলে যে অন্যায়টা করেছে তার ক্ষতিপূরণ আমি করতে পারবো না। কিন্তু তোমার জীবনটাও এভাবে নষ্ট হোক আমি চাই না। তুমি যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকো আমাকে বলতে পারো। তাতে আমার কি ক্ষতি হবে সেটা ভেবো না। তুমি কি সেরকম কিছু ভেবেছো? অনুপমা ঘাড় নাড়লো। কিছুক্ষন চুপ করে থেকে বললো - বাবা আপনি কি কিছু ভেবেছেন? নাগেশ্বর কিছুক্ষন অনুপমা কে দেখলো তারপর বললো - আমি তোমাকে কিছু উপদেশ বা প্রস্তাব দিতে পারি বৌমা। তোমার যেটা পছন্দ সেটা বলতে পারো বা সব গুলো শুনে তুমি নাহয় তোমার মতামত দিও।  অনুপমা মুখে কিছু বললো না। একটু থেমে নাগেশ্বর বললো - তুমি চাইলে, আমার ছেলেকে ডিভোর্স দিয়ে অন্য কোনো বিয়ে করতে পারো বৌমা। সেক্ষেত্রে আমি তোমার সমস্ত দেয় দায়িত্ব নব। তুমি চাইলে এখানে নির্দ্বিধায় থাকতে পারো বা তোমার বাপের বাড়িতে গিয়েও থাকতে পারো। আর চাইলে তুমি এই বাড়িতে তোমার অধিকারেও থাকতে পারো, কিন্তু আমি চাইনা তুমি নিজের জীবনটা এভাবে নষ্ট করো। তবে একটা কথা তোমায় বলছি বৌমা, তুমি এখানে থাকো বা না থাকো, আমার সম্পত্তির একটা অংশ আমি তোমার নামে করে দোবো।  অনুপমা মাথা তুলে তাকালো, তারপরে বললো - সেই টাকা দিয়ে আমার ক্ষতিপূরণ করতে চাইছেন বাবা।  - না বৌমা, সেটা না। তুমি ভুল বুঝছো।  - বাবা, একটু ভেবে দেখুন, আমার বাবা-মা হয়তো মেনে নেবে আপনার প্রস্তাব কিন্তু সারাটা জীবন আমাকে যে কথা শুনতে হবে লোকের, সাথে আমার বাবা মাকেও। অন্য কাওকে বিয়ে করার কথা বলছেন, ভালো কথা বাবা। কিন্তু সেই ছেলে কি বুঝবে বা সে বুঝলেও তার বাড়ির লোক কি বুঝবে? আপনার কথামতো আমি আবার নতুন জীবন শুরু করতে পারি কিন্তু লোকে তো প্রশ্ন তুলবেই। অন্তত খোঁটা দিতে তারা ছাড়বে না।  আমার আত্মীস্বজন তারাও কথা শোনাবে। তাদের মুখ কি ভাবে বন্ধ করবো বলুন? নাগেশ্বর অনুপমার কথাই চুপ করে রইলো। বেশ কিছুক্ষন পরে বললো - দেখ বৌমা লোকে কি বলবে না বলবে সেটা ভেবে নিজের জীবন নষ্ট করার তো কোন মানে হয় না। আর তুমি যাই করো কিছু লোক এই পৃথিবীতে থাকবেই যারা অন্যের নিন্দে না করে খাবার হজম করতে পারে না। আমার কথা শোনো বৌমা, আমি তোমার ক্ষতি চাই না।  মৃদু হেসে অনুপমা বললো - আমি জানি বাবা। আমার খুব ভালো লাগছে বাবা আপনি আমার জন্য এতো কিছু ভেবেছেন দেখে। কিন্তু বাবা আমি শুধু নিজের আত্মসম্মান নিয়ে বাঁচতে চাই।  - কিন্তু এইভাবে কতদিন বৌমা?  - তা জানি না বাবা। যতদিন পারি। শুধু একটা অনুরোধ করব, রাখবেন বাবা ? - অনুরোধ কেন বলছো বৌমা, তুমি যা বলবে আমি তাই করব।  - আমাকে খারাপ ভাববেন না বাবা। আমি চাইনা আপনার ছেলের মুখোমুখি আর হতে। এইটুকু শুধু অনুরোধ বাবা।  - কথা দিচ্ছি বৌমা, এই বাড়ির চৌকাঠ দেবুকে আমি পেরোতে দোবো না। কিন্তু লোকে কি বলবে ভেবে নিজের বুকে পাথর চাপা দিতে চাইছি, অথচ এই জিনিস বেশিদিন চাপা থাকবে না। তখন তো আরো বেশি কথা শুনতে হবে বৌমা ? - কোন জিনিস বাবা? - এই যে তুমি এখানে থাকবে, দেবু কলকাতায়। একদিন না একদিন তো লোকের মনে সন্দেহ জাগবেই। তখন কিভাবে সামলাবে।  অনুপমা নাগেশ্বরের কথায় চুপ করে থাকল। কিছু যেন ভাবছে সে। নাগেশ্বর ধ্যৈর্য ধরে অপেক্ষা করছিল। মনে মনে ভাবল - মনে হচ্ছে মেয়েটা পাগলামীটা ছাড়ছে।  - বাবা আমি কিছুদিন সময় দেবেন?  নাগেশ্বর কথাটা লুফে নিল। - নিশ্চই বৌমা। তাড়াহুড়ো করো না। কোন সময়সীমা নেই বৌমা। আমি জানি তোমার মনের অবস্থা এখন। তুমি আগে নিজেকে গুছিয়ে নাও। তারপর ধীরে সুস্থে ভাব। কোন সাহায্য দরকার হলে নির্দ্বিধায় জানিও বৌমা। আমাকে বলতে না পারলে মালতিকে বলো।  - আর একটা অনুরোধ করব বাবা? - বলো।  - এই বাড়িতে তো অনেকগুলো ঘর, আমি একটা ঘরে নাচের কলেজ খুলতে পারি। আসলে আমার নাচের খুব শখ, হয়ত নাচের কলেজ নিয়ে ব্যস্ত থাকলে মনটাও ভালো থাকবে আর....... অনুপমা থামলে নাগেশ্বর অনুপমার মনের ভাব বুঝতে পেরে বলল - অতি উত্তম প্রস্তাব। আমি আজই ব্যবস্থা করছি।
Parent