অঘটনঘটন পটিয়সী (নতুন আপডেট ৩৬) - অধ্যায় ১৮৫

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-52771-post-5681059.html#pid5681059

🕰️ Posted on August 2, 2024 by ✍️ কাদের (Profile)

🏷️ Tags:
📖 349 words / 2 min read

Parent
আপনার এই কমেন্ট দেখে কিছু না লিখে পারলাম না। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে আমি জানি না তবে একটু গুগল করুন। ফেসবুকে বাংলাদেশী একাউন্ট গুলো ঘুরে দেখুন, টুইটারে একটু বাংলাদেশ লিখে সার্চ দিন অনেক কিছু পাবেন। খালি সরকারি হিসাবে ২৫০ এর উপর মানুষ মারা গেছে। এর বাইরে প্রকৃত সংখ্যা কতটুকু কেউ জানে না। আহত সরকারি হিসাবে ৯০০০ এর উপর, এইবার আহতের প্রকৃত সংখ্যাট হিসাব করুন। প্রতিদিন গ্রেফতার হচ্ছে মানুষ। এই নিহত, আহত আর গ্রেফতার হওয়া মানুষ গুলোর বেশির ভাগ কলেজ, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। মারা গেছে একদম ছোট শিশুরাও। যুদ্ধাবস্থার গল্প সবাই শুনেছে কিন্তু যুদ্ধাবস্থা আসলে কি সেইটা সম্ভবত ১৮ থেকে ২৩ তারিখ ঢাকায় মানুষ দেখেছে। ঢাকা শহরে পড়াশুনা করেছে বা বড় হয়েছে এমন কেউ নেই যায় পরিচিত কেউ না কেউ নিহত, আহত বা গ্রেফতার হয় নি। এই আগুনের আচ তাই সবার মনে। কেউ বাচতে পারে নি। এরপর কি আসলে বলা যায় বাংলাদেশ ভাল আছে? সুদীপ্ত-রে এর মন্তব্যের কোথাও আমি আসলে তাই ইন্ডিয়ার প্রতি ঘৃণা দেখি নি। আর মজার ব্যাপার হল সম্ভবত সুদীপ্ত-রে সম্ভবত নিজেই ইন্ডিয়ান, অনেক দিন ধরে উনার মন্তব্য ফলো করে তাই মনে হয়েছে। উনি আসলে আর ভাল বলতে পারবেন। তবে উনি যে দেশের হন না কেন বাংলাদেশ ভাল নেই এইটা বলার মাঝে অন্য কোন দেশ বা জাতির প্রতি ঘৃণা থাকার কথা না, আমি অন্তত পাই নি। আপনি কোন প্রেক্ষিত থেকে বললেন সেটা আপনি ভাল বলতে পারবেন।  আর ভাই সোনালী কথা, আমি লেখাটা ছেড়ে দেই নি। আমার চারপাশে এত মৃত্যু আমাকে স্তব্ধ করে দিয়েছে গত দুই সাপ্তাহ ধরে। আমি অফিস যাই, বাসাই আসি কিন্তু আর কিছু করি না। এত ছোট ছোট ছেলে মেয়ে গুলো মরে গেল অকাতরে এইটা ভাবলে আর কিছু করতে পারি না। বাংলাদেশে বসবাস করেন এমন কয়েকজন লেখক লিখছেন, তাদের সাধুবাদ জানাই। তারা আমার থেকে মানসিক ভাবে আর শক্ত।  গত সাতদিন ধরে ওয়ার্ড ফাইল খুলে বসে থাকি। সেই ওয়ার্ড ফাইলে এক পাতা  নতুন যোগ করতে পেরেছি মাত্র। হয়ত আমিও একদিন সব সামলে উঠব। তাই কোন কবে গল্প আসবে সেই সময় আমার পক্ষে বলা সম্ভব নয় কারণ আমি নিজেই এর উত্তর জানি না। আর আমার মন্তব্য এপাড়-ঐপাড় দুই বাংলার যারাই পড়ছেন না কেন মনে রাখবেন, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। 
Parent