অমৃতের সন্ধানে - অধ্যায় ৫৩

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-33626-post-2959468.html#pid2959468

🕰️ Posted on February 17, 2021 by ✍️ Rajdip123 (Profile)

🏷️ Tags:
📖 458 words / 2 min read

Parent
দুজনে রিক্সাতে বসে গল্প করতে করতে এগিয়ে যায় বাড়ির দিকে। রিক্সাতে বসার জায়গা কম থাকায়, দুজনের শরীরে শরীরে স্পর্শ হতে থাকে। “বাবা ছেলেটা রিতিমতন ঘাবড়ে গেছিলো, তুমি ওইভাবে চেপে ধরায়। তুমি কি গুন্ডা ছিলে নাকি গত জন্মে”? বলে হাসতে হাসতে ইন্দ্র একটা লম্বা টান মারে সিগারেটে”।  “গুন্ডা ছিলাম না, তবে দরকার পড়লে, গুন্ডা হতেও পারি, সেটা যেন মনে থাকে। তুমি আমার স্বামী, আমার সম্পত্তি, আমি তোমাকে যা খুশি বলতে পারি। কিন্তু অন্য কেও তোমাকে কিছু বলবে, সেটা আমি কোনদিন ও বরদাস্ত করতে পারবো না। দরকারে নিজেকে শেষ ও করতে পারি, আবার অন্যকে শেষ ও করে দিতে পারি”। বলে নিজেই হেসেই ওঠে সুমিত্রা। দুজনেই হেঁসে ওঠে। পায়ে একটু ব্যাথা করলেও ভালো লাগে মুহূর্ত টা ইন্দ্রজিতের। ঘরে ফিরে আসে দুজনেই। সুনন্দা দেবি দুইজনকে ওই অবস্থায় ঘরে ঢুকতে দেখেই হাই হাই করে ওঠেন। হাতের কাজ ফেলে ছুটে আসেন তিনি। কি হল বাবু? কোথায় লেগেছে? কেমন করে হল এই সব? সারির কাপরের খুট টা মুখে চেপে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকেন। পায়ের  পাতার জায়গাটা মুচকে গেছে ইন্দ্রর। বেশ ভালোই ব্যাথা করছে। সুমিত্রার কাঁধে একহাত রেখে খুড়িয়ে খুড়িয়ে আসতে আসতে হেঁটে বাড়ির ড্রয়িং রুমে এসে বসে ইন্দ্র। চোখে মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। রিক্সা করে যখন আসছিল, তখন এত ব্যাথা করছিল না, ইন্দ্র সোফাতে বসতেই, সুমিত্রা ছুটে যায় রেফ্রিজেরেটার থেকে বরফের টুকরো নিয়ে আসতে, সুনন্দা দেবী ইন্দ্রর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কিছুক্ষনের মধ্যেই বরফের ট্রে হাতে নিয়ে সুমিত্রা হাজির হয় আরেকদিকে আবার আবার সুনন্দা দেবী কিছু বুঝতে না পেড়ে চুন হলুদ গরম করে ইন্দ্রর কাছে নিয়ে আসে। রান্নাঘর থেকেই সুনন্দা দেবী বলেন, তুই অমন করেই বসে থাক ইন্দ্র, আমি চুন হলুদ গরম করে নিয়ে আসছি তোর পায়ে লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ বেঁধে দিলে, তোর ব্যাথা টা টেনে নেবে, আরাম পাবি তুই। সুনন্দা দেবী জানেন না যে সুমিত্রা বরফের টুকরো আনতে গেছে বলে। পায়ের পাতায় বরফ ঘসতে থাকে সুমিত্রা, ঠিক সেই সময় সাঁড়াশি দিয়ে বাটিটা ধরে ঘরে প্রবেশ করে সুনন্দা দেবী। সুমিত্রা কে বরফ ঘসতে দেখে কিছু বুঝতে না পেরে চুপ করে দাঁড়িয়ে থাকেন তিনি। অন্যদিকে সুমিত্রা ইন্দ্রর পায়ে বরফ ঘসতে ঘসতে তাকিয়ে দেখে সুনন্দা দেবী গরম বাটি সাঁড়াশি দিয়ে ধরে পাশে দাঁড়িয়ে আছেন। দেখেই তেলে বেগুনে জ্বলে ওঠে সুমিত্রা, “এই সব কি নিয়ে দাঁড়িয়ে আছেন আপনি? জানে না কিছু না, চলে এল ভালবাসা দেখাতে। যত সব আদিখ্যেতা, অসহ্য লাগে দেখলে এই সব”। সুনন্দা দেবী কিছু বলতে গিয়ে মাঝপথেই থেমে যান। সুমিত্রা এক ভাবে বলে চলেছে, “নিয়ে যান, না হলে ছুড়ে ফেলে দেব ওইসব”। অবস্থা বেগতিক দেখে ইন্দ্র কিছু বলতে গিয়েও থেমে যায়। ইন্দ্র জানে কিছু বলতে গেলেই কথা বাড়বে। এককথা থেকে দুই কথা হবে। এর থেকে চুপ করে থাকাই ভালো। সুনন্দা দেবীও কিছু না বলে চুন হলুদের বাটি নিয়ে রান্নাঘরে চলে যান। সুমিত্রা অনেকক্ষণ ধরে ইন্দ্রের পায়ে বরফ ঘসে দেয়। ইন্দ্র একটু অবাক হয়ে সুমিত্রার মুখের দিকে তাকিয়ে থাকে। ব্যাথা টা একটু কমে এসেছে। সুমিত্রার হাত ধরে উঠে দাঁড়িয়ে নিজের রুমের দিকে অগ্রসর হয় ইন্দ্র।
Parent