অমৃতের সন্ধানে - অধ্যায় ৬৫

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-33626-post-2994806.html#pid2994806

🕰️ Posted on February 27, 2021 by ✍️ Rajdip123 (Profile)

🏷️ Tags:
📖 564 words / 3 min read

Parent
খাওয়া দাওয়ার পাট শেষ হতেই, দুজনে ব্যাগের থেকে বের করা জিনিষগুলো গুছিয়ে আবার ব্যাগে ঢোকাতে থাকে, রিমি কে তাড়া দেয় ইন্দ্র তাড়াতাড়ি তৈরি হওয়ার জন্য। নিজেও ড্রেস করে নেয়। দুজনেই আর অন্য ড্রেস বের না করে, যা পড়ে এসেছিল হাওড়া তে, সেই ড্রেসই পড়ে নেয়। রিমির একটু সময় লাগে বরাবরই। মাথার চুলে একটা ক্লিপ আটকে নেয় সে, জিন্স আর ওপরে একটা কুর্তি পড়ে নেয় রিমি। তিনটে নাগাদ দুজনেই রেডি হয়ে রুম লক করে নীচে রিসেপ্সানে নেমে আসে। টাকা পয়সা মিটিয়ে সোজা প্লাটফর্মে চলে আসে দুজনে। ট্রেন এখান থেকেই ছাড়বে, তাই কোনও চিন্তা নেই। প্ল্যাটফর্মে ঢুকে রিজার্ভেশানের তালিকায় নিজেদের নাম দুটো খুঁজে পেতে বেশী বেগ পেতে হয়না ইন্দ্রকে। বসার জায়গা পেয়ে দুজনে হাতের ব্যাগ সামনে রেখে বসে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে। একটা চাপা উত্তেজনার আবরন দুজনকেই জড়িয়ে রেখেছে। মালদার হোটেলের রুমে না ঢোকা অব্দি শান্তি নেই। বার বার হাতঘড়িতে সময় দেখতে থাকে ইন্দ্র। ইন্দ্রের উৎকণ্ঠা দেখে রিমি বলে ওঠে, “এবারে একটু শান্ত হয়ে বস ইন্দ্র। তখন থেকে ছটপট করে চলেছ”। -হ্যাঁ, বসছি…… তবে ট্রেন আসার আর বেশিক্ষন সময় নেই। বলতেই বলতেই দূরে ট্রেনের ইঞ্জিন টা দেখতে পেয়ে আবার উঠে দাঁড়ায় ইন্দ্র। রিমিকেও ইশারা করে উঠতে বলে। রিমি ইন্দ্রের ইশারা পেয়েই উঠে দাঁড়ায়। কেমন একটা শিহরণ শরীর মনে দুজনেরই। ইন্দ্রর দিকে তাকিয়ে আলতো করে হেসে ফেলে রিমি। শক্ত করে ইন্দ্রের বলশালী হাত টা ধরে থাকে। বুঝতে পারে ইন্দ্র, রিমির মনের উৎকণ্ঠা। মনে মনে বলে ওঠে, সত্যি সাহস থাকা চাই এমন ভাবে বাড়ি থেকে লুকিয়ে বেড়িয়ে আসার। ট্রেন এসে প্ল্যাটফর্মে থামতেই হুলুস্থুলু পড়ে যায়। কয়েকজন মানুষ টিকেট চেকার ভদ্রলোক কে ঘিরে দাঁড়িয়ে এটা সেটা জিজ্ঞেস করছে কেও টিকেট হাতে তার জন্য নির্দিষ্ট আসন খুঁজে বেড়াচ্ছে, তারই মধ্যে হকার রা চিৎকার করে তাদের পণ্য বিক্রি করছে। ইন্দ্র রিমির হাত ধরে টিকেটের সাথে মিলিয়ে মিলিয়ে নিজেদের কম্পারটমেনটের দিকে এগিয়ে যায়। ট্রেন চলতে শুরু করেছে। রিমি একবার ঠাকুরের উদ্দেশ্যে প্রনাম করে নেয়। ব্যাগ ট্যাগ গুছিয়ে বসতে একটু সময় লাগে। জানালার ধারে রিমি বসেছে। পাশে ইন্দ্র। ট্রেন সবে স্পীড ধরতে শুরু করেছে। ইন্দ্র রিমির কানের কাছে মুখ নিয়ে বলে, -     একটু চা খাবে? -     হলে মন্দ হয়না। -     এই শোনো ইন্দ্র তোমাকে একটা কথা বলবো ভেবে ভেবে বলা হয়নি -     কি গো? বলনি কেন? -     আনওয়ান্টেড বলে একটা একটা কন্ত্রাসেপটিভ পিল পাওয়া যায় ওষুধের দোকানে, কিনে নিও। -     হমমম…… ঠিক বলেছ, ব্যাপারটা মাথায় আসেনি আমার। ভুল হয়ে গেছে। ভাগ্যিস বললে তুমি। -     বুঝতে পেরেছি, তোমাকে কনডম ব্যাবহার করতে বললে তো আবার রেগে যাবে, তাই বলিনি। -     হাহাহা…… কনডম আমি পছন্দ করিনা একদম। -     বুঝতে পেরেছি, তাই তো বললাম। তুমি সেদিন এসেছিলে, রাত্রে ওইসব হওয়ার পর আমি কিনে খেয়েছিলাম। -     তাই? আমারই কিনে নিয়ে আসা উচিত ছিল। চা টা খেয়ে নাও, ঠাণ্ডা হয়ে যাবে। মালদা পৌছতে রাত হবে। খিদে পেলে বল আমায়, কিছু কিনে নেব টুকটাক, বলে রিমিকে একহাত দিয়ে জড়িয়ে ধরে নিজের দিকে একটু টেনে নেয় ইন্দ্র। ট্রেনের জানালা দিয়ে বাইরের আকাশ টা দেখা যাচ্ছে। মুখ ভার করে রেখেছে। যে কোনও সময় বৃষ্টি নামতে পারে। একের পর এক স্টেশান পার হয়ে যাচ্ছে। কোনও কোনও স্টেশানে ট্রেন থামছে। কয়েকজন যাত্রী উঠে আসছে, কিছু মানুষ নেমে যাচ্ছে। রিমির বেশ লাগে এইব্যাপার গুলো। আজ কত বছর পরে সে ট্রেনে কোথাও যাচ্ছে। বিমান কে বলে বলে হাঁপিয়ে উঠেছিল রিমি। কিন্তু বিমান তাকে নিয়ে কোথাও যায়নি। মনে মনে চিন্তা করে মনটা একটা তিক্ততায় ভরে যায়। ঠাকুর কেন এত অবিচার করেছে তার প্রতি? কান্না পেয়ে যায় রিমির, চিৎকার করে প্রশ্ন করতে ইচ্ছে করে, যে আমাকে আদর ভালবাসায় ভরিয়ে দিচ্ছে, সে আমার সাথে সব সময় থাকবে না কেন? যাকে আমি পছন্দ করিনা সে কেন আমার সাথে আছে?
Parent