AnuTrisha (অনু-তৃষা) - অধ্যায় ২

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-36126-post-3143569.html#pid3143569

🕰️ Posted on April 5, 2021 by ✍️ sreerupa35f (Profile)

🏷️ Tags:
📖 566 words / 3 min read

Parent
দ্বিতীয় পরিচ্ছেদ   অনন্যা জায়গা টা তে পৌঁছে দেখে মোটর সাইকেল রাখা, অর্থাৎ মিথুন এসে গেছে। ও মন্দিরের পিছন দিকে যেতেই দেখে ওকে। মিথুন- আসুন, অনন্যা- কি জন্য ডেকেছেন? মিথুন ওকে মন্দিরের দরজার সামনে এগিয়ে গিয়ে বলে, ভেতরে আসুন বলছি। অনন্যা দাওয়ায় ভেতরে ঢোকে, মিথুন বলে-আমি তো লিখে দিয়েছি চিঠিতে, পড়েন নি? অ- হাঁ, কিন্তু এর মানে কি? মি- বাংলায় লেখা আছে, আপনাকে আমার ভাল লেগেছে, আপনার সাথে সম্পর্ক করতে চাই। আপনি বসুন, দাঁড়িয়ে কথা হয়না। ওরা বসে, লাল মেঝে তে। অঃ - এসব সম্ভব না। আমি নোংরা মহিলা না। মি- আমি তো নোংরা হতে বলিনি। আপনি রেগে যাচ্ছেন কেন? অঃ- এ তো রাগবার মত ই কথা। আপনি একজন ঘরের বউ কে এভাবে ডেকেছেন, এতে না রেগে যাওয়াটাই অস্বাভাবিক। মিথুন “খ্যাকখ্যাক” করে হেসে ওঠে- তাহলে ঘরের বউটা না এলেই পারত, আমি বাধ্য করিনি। অনন্যা উঠে যাবে কি না বুঝে উঠতে পারে না, ওর কান গরম্ হয়ে যায়। মিথুন ওর পাসে সরে আসে, দেখুন বৌদি, আপনার ছেলে কে আমি ক্রিকেট খেলা শেখাই। সেই সূত্রে আপনাকে আমার ভাল লেগেছে। এতে দোষের কি আছে? আপনি বলুন। অনন্যা এর কি উত্তর দেবে, চুপ করে থাকে। মিথুন বলে- কোন ছেলের কোন মহিলা কে ভাল লাগা কি অন্যায়? অঃ - নাহ, তা না। মিঃ - তাহলে? অঃ- কিন্তু, আমার একটা সংসার আছে, মেয়ে আছে বড়, ছেলে আছে। মিঃ - তাতে কি?   অনন্যা নিজের কথা খুঁজে পায় না। মিথুন যথেষ্ট চতুর ওর তুলনায়। বলে- বসুন না… রাগ করছেন কেন! এবার অনন্যা তাকায় মিথুন এর দিকে। ঢোঁক গেলে। মিথুন অনন্যা’র বুকের ভার, খাঁজ আর খোলা ফরসা বাহু দুটোতে চোখ বুলিয়ে নিয়ে বলে- দেখুন অনন্যা, আপনাকে আমার ভীষণ ভাল লাগে। মানে… আমি আমার প্রেমে পড়েছি, আমি আপনার সাথে প্রেম করতে চাই এ অসম্ভব। ঘেমে ওঠে অনন্যা। “কোন অসম্ভব না। আমি জানি আপনার স্বামি দু-মাসে একবার আসে, আপনি একা থাকেন, বাড়ি তে ছেলে ছাড়া আর কেউ থাকে না। মেয়েও স্কুলে। সে স্কুলে চলে গেলে আপনি একা। সেই সময় টা আমরা অনায়াসে প্রেম করতে পারি, কেউ জানবেও না। আপনার বাড়ি তে সম্ভব না হলে আমরা এখানে দেখা করতে পারি, এখানে কেউ আসে না। কেউ আসবেও না”। কথা বলতে বলতে মিথুন অনন্যার শরীর জরিপ করতে থাকে। বাইরে ওর বন্ধু পাহারায় আছে, কেউ আসলে সাবধান করে দেবে। দেখুন আমাকে একটু ভাবতে দিন।অনন্যা সময় কিনতে উত্তর দেয় ঠিক আছে, আজ বিকালে ছেলের হাতে উত্তর টা পাঠিয়ে দেবেন, তার বেশি না। মিথুন ওকে জরিপ করতে করতে বলে। ঠিক আছে। উথে পরে অনন্যা।   যাবার আগে ওদের আবার চোখাচুখি হয়। অনন্যা চলে আসে, আসার সময় যেন ও দৌড় দিতে থাকে। মাথা কাজ করে না। টোটো করে ফিরে আসে। বিকাল বেলায় মাঠে আসবার আগেই বাপ্পার হাতে ওর উত্তর লিখে একটা খামে ভরে উত্তর টা লিখে বলে মিথুন কে দিতে। নিজে মাঠে এসে এক প্রান্তে বসে থাকে। মিথুন ও সুজিত ট্রেনিং দিতে থাকে বিশেষ ভাবে বাপ্পা কে। তারপর মাঠের অন্য প্রান্তে নিয়ে যায় ওরা বাপ্পা কে- বাপ্পা- কাকু, এই নাও…মা দিয়েছে- মিথুন যেন লাফিয়ে ওঠে, খাম টা নিয়ে আড়ালে যায় সুজিত কে নিয়ে, ওকে বলে যায় স্যাডো করতে। খাম টা ছিঁড়ে পড়তে থাকে সুজিত- “ মিথুন। আমি ভীষণ ভয়ে আছি, কেউ জানলে বাজে ব্যাপার হবে, তোমাকে না করতে পারলাম না, সুধু দেখ ক্ষতি না হয়, ইতি অনন্যা”। সুজিত- ওহ গুরু, নাও মাল হাতে, এবার লেগে পর, আমার কিন্তু মেয়ে টা চাই- মিথুন- কিচ্ছু ভাবিস না, তুই আমার জামাই হচ্ছিস। মিথুন খাম টা নিয়ে পকেটে রেখে কাগজ বের করে, তাতে লিখে কাগজ টা খামে ভরে বাপ্পা কে বলে দেয় মা কে দিতে। বাপ্পা চলে যায়, মাঠের বাইরে মার হাতে ওটা দেয়, তারপর স্বপ্ন দেখতে দেখতে বাড়ি যায়।    
Parent