ভাগ্যের খেলা【নতুন সূচনা- খন্ড ৭】 - অধ্যায় ২
জীবনসঙ্গী: খন্ড ২
ডাক শুনে ঝট করে মাথা ঘুরিয়ে পেছনে তাকালাম। দেখি আমার পেছনে সুন্দরী এক ললনা দাঁড়িয়ে আছে। বেশ স্মার্ট। চোখে রঙিন চশমা,গায়ে নীল রঙের হাতের কাজ করা সিল্কের শাড়ি সাথে ফুল হাতা ব্লাউজ।
আহান― তৃষ্ণা!!
তৃষ্ণা― ওয়াও"ইউ রিমেম্বার মাই নেইম!
আহান― ইজ হার্ড টু ফরগেট
মেয়েটি তার চোখের সানগ্লাস টা খুলতে খুলতে আহানের দিকে এগিয়ে এলো।এবং তীক্ষ্ণ দৃষ্টিতে আহাকে মাথা থেকে পা পর্যন্ত দেখতে লাগলো। আহান কালো রঙের স্যান্ডো-গেঞ্জি, ট্রাউজার ও সাদা স্নিকার পড়ে খালি গায়ে ব্যায়াম করছিল। তৃষ্ণা কাছে এসে আহানের একদম গা ঘেঁষে দাড়ালো। তৃষ্ণা আহানের থেকে খাটো উচ্চতা পাঁচ ফুটের কাছাকাছি।আহানের পাশে দাড়িয়ে তৃষ্ণা আহানের হাতের ম়াংস পেশীতে তার আঙুল বোলাতে বোলাতে বললো-
তৃষ্ণা―আই এম রেইলি ইমপ্রেস.ইউ আর জাস্ট লাইক ইওর ব্রাদার্স,চার্মিং এন্ড হ্যান্ডসাম
আহান একটু দূরে সরে গিয়ে বললো
আহান― তৃষ্ণা আপু প্লিজ...
তৃষ্ণা আহানের কথার মাঝে ওকে আটকে দিয়ে বলতে লাগলো
তৃষ্ণা― আহান!শুধু তৃষ্ণা এর আগে পেছনে আর কিছু নয় বুঝেছো
আহান- বাট..
তৃষ্ণা― উঁহু্ আহান! বাট বা কিন্তু নয়, এসো আমার সাথে এসো।
এই বলে তৃষ্ণা আহানের হাত ধরে টেনে ছাদ থেকে নামতে লাগলো। সিড়ি দিয়ে নামার সময় আহান দেখলো অবন্তী উঠেছে সিড়ি দিয়ে।হয়তো ব্রেকফাস্ট করার জন্যে ডাকতে এসেছিলো তাকে। আহান ও তৃষ্ণাকে নামতে দেখে অবন্তী দাড়িয়ে পড়লো। তারা অবন্তীর কাছে আসতেই,তৃষ্ণা বললো
তৃষ্ণা― আমি আহানকে নিয়ে একটু বেরুচ্ছি,বেশি সময় লাগবে না। আংকেল ও আন্টিকে বলে দিও ওকে।
এটুকু বলেই তৃষ্ণা, আহানকে কিছু বলার সুযোগ না দিয়ে আহানকে টেনে সিড়ি দিয়ে নেমে গেলো।যাওয়ার সময় আহান একবার পেছনে ফিরে দেখলো অবন্তী ওদের দিকে তাকিয়ে আছে।আহানের চোখ অবন্তীর চোখে পরতেই অবন্তী মুখ ঘুরিয়ে নিলো।
****
গেইট থেকে বেরিয়েই আহান দেখলো, গেইটের সামনে কালো রঙের চমৎকার এক প্রাইভেট কার। আর তাতে হেলান দিয়ে দাড়িয়ে জিন্স ও সাদা শার্ট পরা একটা লোক সিগারেট টানছে। তাদের দেখেই লোকটা হাতের সিগারেট ফেলে দিয়ে সোজা হয়ে দাড়িয়ে বললো-
― ম্যাম,এতো জলদি...
তৃষ্ণা― কোন কথা নয় গাড়ি স্টার্ট করো।আহান গাড়িতে ওঠো।
আহান― কোথায় যাচ্ছি আমরা!?
তৃষ্ণা― গেলেই দেখতে পারবে,এখন গাড়িতে ওঠো তো দেখি।
আহান― আরে! এতো তারাহুরো করছো কেন?আমি একটু ফ্রেস হয়ে পোশাক টা চেইঞ্জ করে আসি।
তৃষ্ণা― চেইঞ্জ করতে হবে না বেশ লাগছে দেখতে..
তৃষ্ণা আহান জবরদস্তি গাড়িতে ঢুকিয়ে,ড্রাইভার কে বললো গাড়ি ছাড়তে।গাড়ি চলতে ছিল কিন্তু রাস্তা খুব জ্যাম। আহান বাইরের দিকে তাকিয়ে ছিল,মুখে ঘুরিয়ে তৃষ্ণার দিকে তাকিয়ে দেখ মেয়েটা ফোনে কাকে যেনে ধমকাছে। তৃষ্ণা মেয়েটা তার ভাইয়ের বান্ধবী।আহানের থেকে প্রায় পাঁচ বছরের বড়,তবে বেশ দেখতে তৃষ্ণা ।আর বিয়ের পর মেয়েটার রূপ যেন আরো বেড়ে গিয়েছে।কথা বলা শেষ করে ফোন নামিয়ে রাখলো তৃষ্ণা, কিছুক্ষণ চোখবুজে গাড়ির সিটে হেলান দিয়ে।নাক দিয়ে লম্বা লম্বা নিশ্বাস নিতে ও বের করতে লাগলো।
আহান― কোন সমস্যা হয়েছে?
আহানের প্রশ্ন শুনে তৃষ্ণা সোজা হয়ে বসতে বসতে তার ডান কাঁধে পড়ে থাকা কোমড় পর্যন্ত লম্বা খোলা চুলগুলো,এক হাতে সরিয়ে নিয়ে গেলো বাঁ পাশে।তারপর আহানের দিকে তাকিয়ে মুচকি হেসে বললো।
তৃষ্ণা― আমাদের প্রায় পাঁচ বছর পরে দেখা হলো।আর তুমি আমার সমস্যা নিয়ে কথা বলতে চাইছো!
আহান― তুমি বলতে না চাইলে সমস্যা নেই,বলতে হবে না।
তৃষ্ণা― তোমায় বলতে আমার কোন সমস্যা নেই আহান,তবে আমি তোমার সমস্যা নিয়ে কথা বলতে চাই।
আহান― (একটু অবাক হয়ে তাকালো তৃষ্ণার দিকে)
তৃষ্ণা― বিয়েটা কেন করলে আহান? তুমি ভালো করেই জানতে অবন্তী তোমায় মেনে নেবে না তাও নিজের জীবন টা নষ্ট করছো কেনো?
আহান কিছুক্ষণ চুপ থেকে বললো
আহান― বাড়ির সবাইকে শান্ত করতেই বিয়েটা করেছি।তাছাড়া বিয়েতো একদিন করতেই হবে...
তৃষ্ণা― ইউ আর সো স্টুপিড. ডু ইউ নো দ্যাট?
আহান চুপ করে বসে রইলো।সে জানে তৃষ্ণা কে কিছু বলে লাভ হবে না,তাই সে নিজের তৈরি করলো তৃষ্ণার লম্বা লেকচার শোনার জন্যে।
****
দুর থেকেই দোতলা বাসাটার কিছু অংশ দেখা যাচ্ছিলো । বাড়ির ভেতরে অনেক গাছ পালা রয়েছে সেটা বাইরে থেকেই বুঝা যাচ্ছে । বাড়িটার বিশাল বড় আর মজবুত গেট রয়েছে । গেটের ঠিক পাশের একটা ছোট জানালা । গাড়িটা গেইটের সামনে দাড়াতেই ছোট্ট জালনাটা দিয়ে খুলে গেলো আর তার কিছুক্ষণের মধ্যে বড় গেইটা খুলে দিলো দুই জন্য দাড়োয়ানের পোশাক পড়া লোক। গাড়িটা গেট পার করে ভেতরে ঢুকে পাথর দিয়ে সাজানো পথ ধরে বাগানের মাঝে সাদা রঙের দোতলা বাড়িটার দিকে যেতে লাগলো।
গাড়ি থেকে নেমে দরজা দিয়ে ঢুকে কিছুটা দূরেই লিভিং রুমের শুরুতে রাখা পিতলের ঘোড়াটা দুই পা উঁচু করে দাঁড়িয়ে ছিল। মনে হলো ঘোড়া যেন এখনই ঝাঁপিয়ে পড়বে। লিভিং রুমে মাথার ওপরের একটা বড় ঝাড়বাতি।দেখতে বেশ সুন্দর দেখাচ্ছে। মনে মনে আহান ভাবলো তৃষ্ণার স্টেটমেন্ট পিস বাছাইয়ের রুচিকে বাহবা দিতেই হয়।
আহান― ওয়াও, সুন্দর সাজিয়েছো বাড়িটা।
তৃষ্ণা― হুম, তুমি বসো আমি এখুনি আসছি।
তৃষ্ণা আহানকে সোফায় বসতে বলে সোফাথেকে কিছুটা দূরে পেঁচানো সিড়িটা দিয়ে দোতলায় উঠে গেলো। আহান সোফায় বসে সামনে তাকাতেই সিড়িটা কাছে দেয়ালে টানানো একটা ছবিতে চোখ আটকে গেলো তার।
*****
(((???)))
পাহাড়ী বাতাসে উম্মাদের মতো উড়ে চলেছে আইরিনের লম্বা চুল। আইরিন গাড়িতে দাড়িয়ে আছে দুহাত মেলে। অসংখ্য পাহাড়, গাছ-পালা, আঁকাবাঁকা রাস্তা আর এই মনোমুগ্ধকর বাতাসে রীতিমতো পাগল হয়ে যাচ্ছে সে। মনে হচ্ছে, সব কিছুকে আটকে রেখে যদি প্রতিটি জিনিসকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পেতো। সবই যে দেখার আগেই দৌড়ে পালাচ্ছে। কোনটা রেখে কোনটা দেখবে ভেবে পাচ্ছে না যেন। মাঝে মধ্যেই চিৎকার করছে""আই লাভ ইউ আহান"" বলে। আহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে আইরিনের দিকে,মাঝে মাঝে হাসছে।
আহান― গাড়িটা কিন্তু আমার নয় আইরিন।
আইরিন― আই নো আহান, আই নো!
আহান― তোমার মনে হয় না রাজুকে একটা ধন্যবাদ দেয়া উচিত!?
আইরিন রাজুর দিকে কিছুক্ষণ তাকিয়ে দেখলো।রাজু গাড়ি চালাছিল।
আইরিন― আমার তা মনে হয় না।
রাজু― কোন সমস্যা নেই,ভুলটা আমার ছিল।
গাড়ি চলছে আঁকাবাঁকা রাস্তা দিয়ে। আইরিনের শখ হলো জঙ্গল,পাহাড়,সমুদ্র এসব ঘুরে বেড়ানো,যেখানে প্রকৃতির রেখা হবে স্বচ্ছ, সুনিপুণ। চারদিকে থাকবে বন্য সবুজ। তাই রাজু ও আমি ভাবলাম কোথায় ঘুরে আসি,আইরিনের মন ভালো হবে।কয়েকদিন ধরে আইরিনের মন খারাপ,আসলে ভুলটা আমার। আইরিন শখ করে আইরিশ ফুলের বাগান করে ছিলো,কয়েকদিন আগে তাতে ফুল ফুটেছে। তা দেখেই আইরিন ভয়ংকর রকম খুশি হয়ে,আশে পাশের বাড়ির সবাইকে কে পরদিন সকালে আমাদের বাড়িতে আমন্ত্রণ করে।কিন্তু সেদিন রাতেই আমার একটু ভুলে বাগানে সব ফুলগাছ শেষ।আমি পচন্ড রকম ভয় পেয়ে যাই,তাই পরদিন সকালে আইরিনের সামনেই যাইনি।তারপর হঠাৎ শুনি আইরিন রাজুর ওপড়ে তার রাগ ঝাড়ছে,দেখেই বুঝলাম বিষয় কি ।খুব খারাপ লাগছিলো কিন্তু আইরিন প্রচন্ড রেগে আছে দেগে কিছুই বলতে পারিনি।
আইরিন দু’চোখ বুজে লম্বা নিশ্বাস নিচ্ছে। একসময় আইরিন চোখ মেলে আবারও সারি সারি পাহাড়ের উপর চোখ রাখলো। আইরিনের হাসি মুখটা দেখে বেশ ভালো লাগছিল।তাকে দেখছি আর ভাবছি এই সামান্য পাহাড়গুলো দেখেই মেয়েটা এতোটা পাগল হচ্ছে তাহলে পাহাড়ের গহীনে গেলে কি হবে তার?
মেয়েটা অল্পেই খুব খুশি হয়। যা আহানকে বরাবরই মুগ্ধ করে। মেয়েটা অল্পেই খুশি,আবার অল্পে তেই রেগে যায় ও বিস্মিত হয় তেমনি অল্পেই অবাক হয়ে আবার অল্পেই কষ্ট পায়। মূলত, মেয়েটার মাঝে অল্পের ছড়াছড়ি। নিজের ভাবনায় নিজেই হাসলো আহান।আরো দু’ঘন্টা পথ অতিক্রম করার পরে একটা ছোট্ট কাঠের বাড়ির সামনে থেমলো তারা।আর একটা মোড় ঘুরলেই পাহাড়ের ওপরে ওঠার রাস্তা। মোড়টাতে একটি নষ্ট ট্রলি এসে দাঁড়িয়ে আছে বলেই এই জ্যাম। মোড়টা এতোটাই সরু যে দুটো গাড়ি একসাথে যাওয়া একেবারেই অসম্ভব। যাত্রার পথে এমন একটা গোলযোগে খানিক বিরক্ত হলো রাজু। বাড়িটার পাশে অনেকেই দাড়িয়ে আছে কিন্তু কেউ কিছুই বলছে না দেখে রাজু গাড়ি থেকে নেমে এগিয়ে গেল কি হয়েছে দেখতে। ্আইরিন পাহাড় দেখতে দেখতে একসময় আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পরেছিল।এখন ঘুম ভেঙে উঠে বসলো।তার পর আড়মোড়া ভেঙে বললো
আইরিন― আমরা কি পৌঁছে গেছি?
আহান― না, সামনে সমস্যা হয়েছে তাই রাস্তা বন্ধ।
আইরিন সামনে তাকিয়ে দেখেততে লাগলো। আর আমি নিজের মনকে তৈরি করে শেষমেশ বলেই ফেললাম-
আহান― আইরিন তোমার ফুলের বাগান আমার কারণে নষ্ট হয়েছে,আমি খুবি দুঃখিত আইরিন।
আইরিন আমার দিকে ফিরে আমাকে অবাক করে দিয়ে বললো
আইরিন― আমি জানি আহান
আইরিনের কথাটা শুনে আমি অবাক হয়ে আঈরিনের মুখের দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ।তারপর বললাম-
আহান― তুমি জানতে! তো রাজুকে ধমকাছিলে কেন?
আইরিন― প্রথম কারণ গাধাটা মিথ্যে বলেছে, দ্বিতীয় কারণ প্রচন্ড রেগে ছিলাম।
আহান― কিন্তু পরে কিছু বলনি কেন?
আইরিন― যেটা আসল কথা নয় আহান,আগে বল তুমি আমাকে বলনি কেন?
আহান মাথা নিচু করে বললো বললো
আহান― খানিক ঘাবড়ে গিয়েছিলাম
আইরিন-(দুহাতে আহানের মাথাটা ধরে) আহান তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি
আহান― কিন্তু তুমি মন খারাপ করে ছিলে বাগান নষ্ট হয়ায়..
আইরিন―শশস্.. ,ওটা শুধু একটা সামান ফুলের বাগান ছিল আহান ,এক জীবনে এমন ফুল আবারও ফোটানো যাবে, কিন্ত আমার এই এক জীবনে তুমি যে শুধু একটাই।তুমি যখন আমার থেকে কিছু লুকায় তখন আমার নিজের ওপড় খুব রাগ হয়।
এটুকু বলেই আইরিনের দুহাতে আহানের মাথাটা তার দিকে টেনে আহানের ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু দিতে শুরু করে।
*******
তৃষ্ণা― দুই মাস আগে ঐদিন তোমার ভাইয়ের সাথে আমার শেষ দেখা।তার পরদিন তোমাদের বাড়ি থেকে ফোন আসে আর
আর কিছু বলতে পারে না তৃষ্ণা অশ্রু গড়িয়ে পড়ছে তার দুচোখ দিয়ে ।আহান তৃষ্ণার পাশেই বসে ছিলো, তৃষ্ণা কে কাঁদতে দেখে তার পিঠে হাত রেখে বলে
আহান― তৃষ্ণা প্লিজ শান্ত হয় ,ভাইয়ে মৃত্যুটা আমার নিজেও মেনে নিতে কষ্ট হয়েছে তবে জানো তো সময় কারো জন্যে থেমে থাকে না।
তৃষ্ণা টেবিলে রাখা টিস্যুর বক্সটা থেকে টিস্যু নিয়ে চোখ মুছে আহানের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে।তারপর বলে
তৃষ্ণা― দেখেছো তোমাকে বাড়িতে ডেকে এনে নিজের কথাই বলে যাচ্ছি তখন থেকে।
আহান― কোন সমস্যা নেই,আমি নিজেকে নিয়ে বেশি কথা বলতে পারিনা,অন্যের কথা শুনতেই বেশি পছন্দ করি।
তৃষ্ণা― উঁহু্, তা বললে তো হবে না আহান! তুমি চার বছরে একবারও দেশে আসো নি। এর পেছনের রহস্য টা আমি জানতে চাই আহান।
আহান― তুমি এই জন্যে আমাকে উঠিয়ে এনেছো?
আহানের কথায় তৃষ্ণা হাসতে লাগলো আর সেই সাথে তার শাড়ির আঁচলটা একটু নেমে যেতেই আহান বুঝলো ব্লাউজ টা লো নেকের।ব্লাউজের ও শাড়ি ফাঁকে তৃষ্ণানার সুডৌল বুকের সৌন্দর্য উকি দিচ্ছে ।চোখ সরিয়ে নিলো আহান।তৃষ্ণাও ব্যাপার টা বুঝতে পেরে শাড়ির আচলটা ঠিক করে নিয়ে আহানকে কিছু একটা বলে যাচ্ছিল।কিন্তু ঠিক তখনি তার ফোনটা বেজে উঠলো, তৃষ্ণা ফোনটা হাতে নিয়ে কথা বললো
তৃষ্ণা― আহান জরুরি ফোন ধরতে হবে তুমি বোস আমি একটু কথা বলে আসছি।
তৃষ্ণা ফোন রিসিভ করে কথা বলতে বলতে একটু দূরে চলে গেল। আর আহান সোফা থেকে উঠে কিছুক্ষণ আগে দেখা পাহাড়ের ছবিটার দিকে ধীরে ধীরে এগিয়ে গেলো।ছবিটার কাছে এসে ছবিটায় হাত রাখলো আহান আর তখনি পেছন থেকে কেউ আহানের কাঁধে হাত রাখলো আহান পেছনে ঘুরে দেখলো তৃষ্ণা দাড়িয়ে আছে।
তৃষ্ণা― আহান আমি খুবি দুঃখিত আমাকে একটু বেরুতে হবে,তুমি এখানে থাকতে চাইলে থাকো।যখন যেতে ইচ্ছে হবে দাড়োয়ানকে বললেই গাড়ির ব্যবস্থা করে দেবে।
আহান― তার দরকার হবে না আমি এখনই বেরুব
তৃষ্ণা― আবারও বলছি আহান আই এম রেইলি...
********
বাড়িতে ঢুকেই আহান সোজা তার রুমের দিকে চলে গেলো।শাওয়ার নিতে হবে সকালে তৃষ্ণা এসে তাকে ফ্রেশ হওয়ার সময় দেয়নি।সিড়িটা দিয়ে দোতলায় উঠে তার রুমের দরজা খুলে সোজা ভেতরে ঢুকে দরজাটা এক ধাক্কায় লাগিয়ে পেছন ঘুরতে না ঘুরতেই অবন্তীর গগনবিদারী চিৎকার
অবন্তী― আআআঃ...
আহান হকচকিয়ে দাড়িয়ে গেলো তার ঠিক সামনে অবন্তী সম্পূর্ণ নগ্ন দেহে দাড়িয়ে আছে তার হাতে আহানের সেই কালো ছোট বক্সটা আর একটা তোয়ালে পরে আছে অবন্তীর পায়ের কাছে। ব্যপারটা বুঝতে আহানের একটু সময় লাগে। এদিকে অবন্তী দুহাতে তার নগ্ন দেহের সৌন্দর্য ঢাকা দেয়ার ব্যর্থ চেষ্টা করতে করতে কাঁপা কাঁপা কন্ঠে বলে
অবন্তী― আ-আহান প্লিজ..বা-বাইরে যাও.
এতখনে যেন হুশ ফেরে আহানের, সে দ্রুত রুম থেকে বেরিয়ে যেতে গিয়ে বন্ধ দরজায় মাথা ঠুকে গিয়ে একটু আঘাত পায় সে।
আহান― আউ...উউফফ্.. শিট!
তার পর দরজা খুলে দ্রুত রুম থেকে বেরিয়ে যায় সে।আর ভাবতে থাকে এটা কি হলো।এখন অবন্তী কি মনে করবে তাকে! সোজা ছাদে উঠে আসে আহান।ছাদে উঠে একপাশে দেয়ালে হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করতেই অবন্তীর নগ্ন দেহটা চোখের সামনে ভেসে ওঠে। চোখ খুলে নিজের মাথায় নিজেই একটা চড় মারে সে তারপর মনে মনে বলে "শিট" শিট" শিট" স্টুপিড" ।
Continue....
একটা ছোট চিঠি)
এটি কোন কপিরাইট গল্প নয় এবং আমার কোন টেলিগ্রাম আইডি নেই।তাই যদি মেসেজ করে উত্তর পাওয়ার আশা করেন তো প্রাইভেট মেসেজ বন্ধ করবেন না "ধন্যবাদ"