ভাগ্যের খেলা【নতুন সূচনা- খন্ড ৭】 - অধ্যায় ৩
জীবনসঙ্গী: খন্ড ৩
দেয়ালে হেলান দিয়ে কতক্ষণ ধরে দাড়িয়ে আছে খেয়াল করেনি আহান। সে তাকিয়ে ছিল সামনের বাড়িটার দিকে,সামনের বাড়িটার ছাদের রেলিং দিয়ে একটা সাদা বিড়াল হাটছে।এমন সমনয় অবন্তীর গলার আওয়াজ কানে এলো তার।
অবন্তী― আহান তোমার ফোন এসেছে।
আহান মুখ ঘুরিয়ে দেখলো, অবন্তী দরজার ফ্রেমে এক হাত দিয়ে ধরে দাড়িয়ে আছে।আহান একটু এগিয়ে যেতেই অবন্তী যেন একটু কেঁপে উঠে কিছুটা পিছিয়ে গেল।আহান বুঝতে পেরে বললো
আহান― ভাবী কিছুক্ষণ আগের ঘটনার জন্যে আমি দুঃখিত, আসলে আমি ভাবতে পারিনি এমন হবে তাছাড়া সকালে দেখলাম আপনার চুল ভেজা..
আহানের কথার মাঝেই অবন্তী ফোনটা একহাতে এগিয়ে দিয়ে বললো
অবন্তী― ফোনটা ধর আহান, আর প্লিজ ভাবী বলে ডাকা বন্ধর করে। বাবা মা শুনলে মনে কষ্ট পাবে।
অবন্তী ফোনটা আহানের হাতে দিয়ে পেছন ঘুরে চলে যেতে লাগলো।আর আহান চুপচাপ দাড়িয়ে অবন্তীর চলে যাওয়া দেখলো আর ভাবতে লাগলো।সম্পর্ক কত অল্প সময়ের মধ্যেই বদলে যায়।যে মেয়েটা আহানের সাথে কতটা ফ্রি ও হাসি খুশি হয়ে কথা বলতো। আজ সে মেয়েটি তার চোখের দিকেও তাকাছে না।যে ছিল বন্ধু মতো, আজ যেন সে সম্পূর্ণ অচেনা কেউ।তাদের দুজনের মাঝে যেন একটা অদৃশ্য দেয়াল দাড় করিয়ে দিয়েছে কেউ।যে দেয়াল অতিক্রম করা আহানের পক্ষে কি কখনো সম্ভব হবে?এর থেকে বড় প্রশ্ন হল! সে নিজে কি চায় দেয়াল অতিক্রম করতে?আহানের ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখলো রাজু কল করেছে, রিভিউ করলো সে।
*****
কিছুক্ষণ পরে)))
রাজু― ভাই আমি তোকে সমস্যা থেকে বেরিয়ে আসতে বলেছিলাম। তুই তো দেখি আর বড় সমস্যা নিজেকে জরিয়ে নিয়েছিস,এর কোন মানে হয়..
আহান― রাজু প্লিজ এক কথা শুনতে শুনতে আমার বিরক্ত লাগছে।
রাজু― আমি আর কিছুই বলবো না আহান,আসলে কী জানিস! তোর সাথে আমার এই মুহুর্তে কথা বলতেই ইচ্ছে হচ্ছে না।তোর যা মন চায় কর আর শোন আমি যেটা বলতে ফোন করে ছিলাম, তোর ভাইয়ের একসিডেন্টের খবরটা পড়লাম অনলাইনে। কিন্তু ঠিক মেলাতে পারছি না।
আহান― কেন কি হয়েছে।
রাজু ― এখানে লিখেছে তোর ভাই মদ্যপান করে গাড়ি চালাছিল
আহান― মানে!!
রাজু― মানেটা আমিও বুঝলাম না,আমি ভালো ভাবেই জানি তোর ভাই মদ্যপান করে না তাই বিষয়টা কেমন যেন লাগছিল।এ কারণেই তোকে ফোন করা,এখন তোর সাথে কথা বলে আমার মেজাজটাই খারাপ হয়ে গেল।আমি ফোন রাখছি আহান।
*****
আহানের কাছে সবকিছু একটু অচেনা লাগছিল। অনেক খুঁজেও তাদের দোকানটা খুজে পাচ্ছে না সে।দিশেহারা হয়ে কিছু দূর হাঁটার পর একসময় একসময় পেছন থেকে কেউ ডাকলো।
― আহান!!
আহান পেছনে ঘুরে দাড়িয়ে দেখলো একজন লুঙ্গি পাঞ্জাবী পরা লোক পেছন দাড়িয়ে তার মুখ ভরতি দাড়ি। ঠিক চিনতে পারলো না সে,লোকটা ভালো ভাবে তাকে দেখেনিয়ে মুখে হাসি ফুটিয়ে বললো
― চিনতে পারছো না?
আহান মাথা নেরে জানালো সে চিনতে পারছে না।
― চিনবে কিভাবে চর বছর পরে দেখা। আমি তোমার বাবার বন্ধু জাহিদুল এখন চিনতে পারছো!
আহান লোকটাকে ভালোভাবে দেখলো ইনি জাহিদুল কাকু! চেনাই যাচ্ছে না চারবছর আগে শেষ বারের মতো যখন দেখেছিল তখনও এত মোটাসোটা ছিল না।আহান তাকে চিনতে পেরে হাসিমুখে বললো।
আহান― কাকু একি হাল বানিয়েছো চেনাই যাচ্ছে না।
― সব তোমার কাকির কারসাজি বুঝেছো। ওর হাতের রান্না খেলে তোমারও এই অবস্থা হবে।তা কোথায় যাচ্ছিলে?
আহান― আমাদের দোকানটা খুজে পাচ্ছি না,তাই হাটছিলাম।
― আমার সাথে এসো আমি নিয়ে যাচ্ছি এসো।
বেশ কিছুক্ষণ হেটে তার একটা বিল্ডিংয়ের সামনে এসে দাড়ালো।বিল্ডিংটার সিঁড়ির সামনে একটা বিরাট কুকুর সাথে নিয়ে এক লোক দাঁড়িয়ে আছে। আহান দেখলো, একটু দূরে একটা ছোট্ট ঘরের ভেতরে আর একটা কুকুর একটা সুন্দর পরিষ্কার বিছানায় শুয়ে আরামের ঘুম ঘুমোচ্ছে। আহান নিজের মনেই বললো বাহ্, কী ভাগ্যবান কুকুর! জগতের সব কুকুর যদি এভাবে নরম বিছানায় ঘুমোতে পারত! তবে এখানে একটি কথা আছে। বাংলাদেশে অনেকে কুকুর পোষে বাড়ি পাহারা দেয়ার জন্য। ছোটবেলা আমাদের গ্রামের বাড়িতেও একটি কুকুর ছিল, রাতে চোর এলে ঘেউ ঘেউ করে বাড়িসুদ্ধ লোকজনের ঘুম ভাঙাত। এ ভাবে আরামে ঘুমালে কি কুকুর রাতে চোর তাড়াতে পারবে?
― ঐ যে দেখছো ওপরে বাঁ পাশের গয়নার দোকানটা, ওটা আমার দোকান,সময় করে এসো তোমার গল্প শুনা যাবে। আর ঐ যে রাস্তার ওপারে তোমাদের দোকান।
কাকু আঙুল তুলে রাস্তার ওপারে দেখালো। আহান বিদায় নিয়ে রাস্তা পার হলো। সিড়ি দিয়ে উঠে দোকানের সামনে আসতেই আহান দেখলো শুধু দোকানের স্থান নয় নামটাও পাল্টে দেয়া হয়েছে।আগে নাম ছিল "আহান ফার্মেসী" এখন হয়েছে "অবন্তী মেডিকেল হল"। আহান এগিয়ে গিয়ে দেখলো, তার বাবা চেয়ারে বসে মনযোগের সাথে টেবিলের দিকে ঝুঁকে কিছু একটা পড়ছিলেন। আর তার পাশে একটা ছেলে দাড়িয়ে মুখ কাঁচুমাচু করে বলছে,
―স্যার আমি বাড়িত যাইতে চাই। জরুরী খবর আসছে।
করিম সাহেব মাথা না তুলেই জিজ্ঞেস করলেন,
― কবে?
― আইজই স্যার। এক্ষনি যাইতে হবে।
করিম সাহেব এবার তাকালেন ছেলেটার দিকে। ছেলেটা দিকে তাকাতেই তখনি দেখলেন,ছেলেটার পেছনে একটু দূরে আহান দাড়িয়ে আছে। করিম সাহেব বললেন
― টাকা পয়সা কিছু লাগবে?
― জি না স্যার।
― আসবে কবে?
― ঠিক নাই স্যার। কাজটা শেষ হইলেই চইলা আসব।
― ঠিক আছে যাও। সাবধানে যেও।
ছেলেটা চলে যেতেই করিম সাহেব তার ছেলে দিকে তাকিয়ে বললো
– ওখানে দাড়িয়ে আছিস কেন? ভেতরে আয়া।
আহান ভেতরে না ঢুকে একটু এগিয়ে গিয়ে বললো-
আহান― ভাইয়ের পোস্টমর্টেম রিপোর্টটা তুমি দেখেছো?
********
পতিতালয়ের মধ্যেও যে ;., হতে পারে এটা বিশ্বাস করার মতো বিষয় না। তাছাড়া এমন মেয়েকে কেন ;., করা হবে যে মেয়ে কি-না নিজেই সর্বদা সম্মতি দিয়ে রাখে! পোস্টমর্টেম রিপোর্ট কোন ভাবেই বিশ্বাস হচ্ছে না মনিরের। সে একের পর এক পেজ উল্টে রিপোর্ট গুলো দেখল। সবই সাধারণ একটা ;.,ের মতোই লাগছে। পাশাপাশি একটা খুনের। এই কেসটা নিয়ে চিন্তায় পরেছে মনির,এখানে নতুন আসতেই সব ঝামেলা তার ঘারে এসে পরেছে।চিন্তিত মুখে একটা সিগারেট ধরালো সে।তারপর আবারও তার সামনে বসা মেয়েটাকে দেখলো আড়চোখে।মেয়েটার চোখে অন্য কিছু একটা আছে,বেশিক্ষণ তাকালেই কেমন অস্বস্থির অনুভূতি তৈরী হচ্ছে।এটা এমন একটা অস্বস্থি যে কাউকে সহজে বলাও যায় না, না এতো সহজে এটা কাটানো যায়। ঠিক সেই সময়ে মেয়েটা তার দিকে ফিরে তাকিয়ে একটু হাসলো। চোখ সরিয়ে নিলো মনির সে ভাল করেই জানে এখন মেয়েটার দিকে তাকালেই অস্বস্থিটা আরও একটু বেড়ে যাবে,মেয়ে তো নয় যেন আগুন । এতো সুন্দরী একটা মেয়ে গোয়েন্দাগিরি কেন করছে মনির ঠিক বুঝে উঠতে পারছে না। এর তো কোন ইউনিভার্সিটির লেকচারার কিংবা ডাক্তার হওয়া দরকার ছিল। রোগী মেয়েটার হাসি দেখলে অর্ধেকটা এমনিতেই ভাল হয়ে যাবে। কিন্তু তা না করে মেয়েটা চোর,ডাকাত,খুনি এদের খুঁজে বেরাছে। মনির কিছু একটা বলতে চাইছিল এমন সময় রুমের বাইরে থেকে একজন বললো-
― স্যার,একজন লোক আপনার সাথে দেখা করতে চাইছে।
― ভেতরে আসতে বলো।
আহান রুমে প্রবেশ করেতেই ওসি সাহেব তাকে সামনের চেয়ারে বসতে বললো। আহান চেয়ারের দিকে তাকিয়ে নিজের কাছেই একটু অস্বস্থি বোধ করলো। সামনে দুটি চেয়ারের একটায় একটা মেয়ে বসে আহানের দিকে তাকিয়ে আছে। আহানের চোখে চোখ পড়লেও মেয়েটা চোখ নামিয়ে নিল না। তার দিকে তাকিয়ে থেকেই চায়ের কাপে চুমুক দিল।আহান মনের ভেতরে একটু দ্বিধা নিয়ে পাশের চেয়ারে বসে পড়লো কোন কথা না বলে। তারপর ওসি সাহেবের দিকে তাকিয়ে দেখে মনে হলো লোকটা কোন কারণে হঠাৎ খুব খুশি হয়েছে বলে মনে হয়। এববার আহানের দিকে আপাদমস্তক তাকিয়ে হাসি মুখে বললো-
― আপনি এসেছেন ভালোই হলো।
আহান একটু অবাক হলো।লোকটা কি তাকে চেনে! আহান কিছু বলছে না দেগে ওসি সাহেব বললো-
― অবাক হওয়ার কিছু নেই,আপনার ভাইয়ের ও আপনার ছবি পরে আছে আমার সামনে এই যে দেখুন।
আহান ছবিটা দেখলো,ফুটবল হাতে নিয়ে জার্সি পরে দুই ভাই মাঠে দাঁড়িয়ে আছে।ছবিটা দেখেনিয়ে আহান বললো-
আহান― আমার ভাইয়ের একসিডেন্টের বিষয়ে একটু কথা বলে চাই ছিলাম।
― আপনার ভাইকে নিয়েই কথা হচ্ছে।(মেয়েটার দিকে তাকিয়ে) আপনাকে নিশ্চয়ই পরিচয় বলতে হবে না?
আহান তার পাশে বসা মেয়েটার দিকে তাকালো। মেয়েটি তার কাজল পরা চোখে এক দৃষ্টিতে আহানের দিকে তাকিয়ে আছে। আহান মুখ ঘুরিয়ে সামনে তাকিয়ে বললো।
আহান― আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন।
― আসলে উনি হলেন আপনার ভাইয়ের গোয়েন্দা।আপনার ভাইয়ের একসিডেন্টের বিষয়ে কথা বলতে এসেছেন,কিন্তু সমস্যা জানেন কি আমি এখানে নতুন, সপ্তাহেখানেক আগে এসেছি।একসিডেন্টের বিষয়ে বেশি কিছু আমার জানা নেই।ফাইলে যা আছে তাতে একটাকে দূর্ঘটনাই বলা চলে নিসন্দেহে।
আহান― দাড়ান একটু বুঝতে দিন,উনি আমার ভাইয়ের গোয়েন্দা! এর মানে কি?
― এর মানেটা আপনি বরং উনার কাছে থেকেই জেনেনিন,আপনার পাশেই বসে আছে।
আহান কিছুই বুঝে উঠতে পারছিল না।এমন একটা পরিস্থিতির মধ্যে সে পরবে তা সে মোটেই ভাবেতে পারেনি।
*****
রাত্রি― পুলিশ বলছে আপনার ভাই মদ্যপান করে গাড়ি চালাছিল, হঠাৎ সামনে থেকে ট্রাক চলে আসায় গাড়ি সামলাতে পারেনি,আর হয়ে যায় মুখোমুখি সংঘর্ষ। সিসিটিভি ফুটেজও দেখে ট্রাক ড্রাইভারের কোন দোষ চোখে পরেছে না। সে যথেষ্ট চেষ্টা করেছে। তাড়াছা ডাক্তার রিপোর্টও বলছে তিনি মাতাল ছিলেন।
একটা কফি হাউজে মুখোমুখি আহান ও মেয়েটি বসে আছে। মেয়েটার নাম রাত্রি,পেশা প্রাইভেট ডিটেকটিভ। রাত্রি আহানের ভাইয়ের একসিডেন্টের বিষয়টা দেখছে,তার ভাইয়ের বন্ধু ফারুকের কথায় মানে তৃষ্ণার স্বামীর কথায়। তবে আহানের কাছে ব্যাপারটা এখনো ঠিক পরিষ্কার হয়নি।রাত্রির কথা শুনে আহান বললো।
আহান― সব যখন ঠিকঠাক আছে তো আপনাকে কেন হায়ার করা হয়েছে?
রাত্রি কফির কাপে একটা চুমুক দিয়ে আহানের দিকে তাকিয়ে একটু হাসলো,তারপর বললো-
রাত্রি― সেটা আমি নিজেও জানতে চাই।
আহান― মানে?
রাত্রি― মিস্টার ফারুক কোন একটা কারণে আপনার ভাইয়ের মৃত্যুটা মেনে নিতে পারছে না। কিন্তু কেন! আমার নিজেরও তা জানার ইচ্ছে।তবে এখনো পর্যন্ত তেমন কিছুই জানা যায়নি।আচ্ছা মিস্টার ফারুক বলছিলেন আপনার ভাই মদ্যপান করতো না।তাহলে হঠাৎ ঐদিন তিনি মদ্যপান করলেন কেন আপনি কিছু জানেন?
আহান― হঠাৎ করে না বুঝে কোন কিছু করার মত লোক আমার ভাইয়া নয়।
রাত্রি― মানুষ রাগের বশে কতকিছুই তো করে তাই না।
আহান― আপনি কি বলতে চাইছেন?
রাত্রি― কিছুদিন যাবত আপনার ভাই ও ভাবির মধ্যে মন কষাকষি চলছিল,এমনো তো হতে পারে আপনার ভাবির কোন অ্যাফেয়ার...
আহান― অসম্ভব!!
রাত্রি কথা শেষ হবার আগেই আহান চিৎকার করে চেয়ার ছেড়ে উঠে দাড়ালো,তার চেহারায় রাগের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। তার চিৎকারে কফি হাউজের সবাই তাদের দিকে তাকিয়ে আছে দেখে রাত্রি ব্যস্ত হয়ে বললো।
রাত্রি― আরে আপনি রেগে যাচ্ছেন কেন? আমি শুধু একটা থিউরি দাড় করাছি মাত্র। তাছাড়া ভেবে দেখুন আপনার ভাবি একজন সুন্দরী মেয়ে তার আশেপাশে...
রাত্রি কথা শেষ হবার আগেই আহান চেয়ার ছেড়ে উঠে গেলো সোজা দরজার দিকে, পেছনে রাত্রি ডাকছে কিন্তু আহান সে ডাকে সারা না দিয়ে বাইরে বেরিয়ে গেল। রাত্রি বাইরে বেরিয়ে এসে দেখলো আহান চলে গেছে।
******
আহান যখন বাড়িতে ফিরে এলো তখন বিকেল।বাড়িতে ঢুকেই দেখলো দেখলো অবন্তী ও মা খাবার টেবিলের পাশে বসে আছে।অবন্তী আহানকে দেখেই চেয়ার ছেড়ে উঠে দাড়ালো।
মা― আহান কোথায় গিয়েছিল বলতো! মেয়েটা সেই কখন থেকে খাবার নিয়ে বসে আছে,আয় খেয়ে নে।
আহান― আমার এখন খিদে নেই মা,আমি এখন কিছুই খাবো না।
আহান সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেলো।একিকে আহানের মা চিন্তান্বিত মুখে বললো
মা― ছেলেটার হঠাৎ কি হলো অবন্তী?
অবন্তী― আমি দেখছি মা।
এটুকু বলেই অবন্তী খাবারের প্লেট ও পানির গ্লাস হাতে নিয়ে দোতলা সিড়ির দিকে যেতে লাগলো। আহানের রুমে ঢুকে অবন্তী দেখলো বিছানায় আহানের ব্যাগ থেকে টি-শার্ট,প্যান্ট এগুলো বেরিয়ে এলোমেলো হয়ে পরে আছে পরে আছে।আহান বাড়ি ফিরতেই বিয়ের ঝামেলা পড়ে ব্যাগটা খোলা হয়নি,এখন হয়তো কিছু একটা প্রয়োজন পরেছে,আর তাই সেটা খুঁজতেই পুরো ব্যাগ এলোমেলো করে ফেলেছে। খাবারের প্লেট ও পানির গ্লাসটা হাত থেকে বিছানার পাশে ছোট্ট টেবিলটায় নামিয়ে রাখলো সে।তারপর বিছানায় পরে থাকা কাপড় গুলো সে গোছাতে লাগলো। কাপড় গুলো গোছানোর সময় হঠাৎ একটা ছবির ফ্রেম চোখে পরলো তার।ব্যাগের ভেতরে উল্টো হয়ে পরে আছে।
ছবির ফ্রেমটা হাতে নিয়ে উল্টে দেখলো অবন্তী। নীল রঙের ছবির ফ্রেম,টেবিলে রাখা যায় এমন। কাচের ভেতরে একটি মেয়ের ছবি,ছবিতে একটা নীল রঙের ফুলের বাগানের মাঝে একটা মেয়ে, নগ্ন পায়ে একটা ধূসর রঙের টি-শার্ট পড়ে দুহাতে কিছু ফুল নিয়ে দাড়িয়ে আছে।তার মুখে একরাশ হাসি,মেয়েটা হাসিটা বেশ সুন্দর লাগছে। অবন্তী ছবিটা হাতে নিয়ে দেখছিল,দরজা খোলার শব্দে ঘুরে দাড়ালো। ঘুরে দাড়িয়েই সে দেখলো,আহান একটা সাসা তোয়ালে কোমরে জড়িয়ে বাথরুম থেকে বেরিয়ে এল। আহানের শরীর ও চুলগুলো ঠিক মতো মোছা হয়নি।ভেজা চুলগুলো থেকে জলকণা তার গালের একপাশ দিয়ে গলা বেয়ে নেমে যাচ্ছে,আর তা গয়িরে পড়ে মিশে যাচ্ছে তার সুঠাম শরীরের ভাঁজে ভাঁজে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দুর সাথে। অবন্তী চোখ ফিরিয়ে নেয়।ছবিটি হাত থেকে নামিয়ে বিছানায় রেখে শান্ত গলায় বলে-
অবন্তী― খাবার খেয়ে নাও আহান, আমার রাগ খাবারের ওপরে ঝেরো না।
এটুকু বলে অবন্তী বেরিয়ে গেলো রুম থেকে,আহান এগিয়ে এলো বিছানার দিকে। বিছানার কাছে এসে ছবির ফ্রেমটা এক হাতে তুলে নিল। তারপর ছবিটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে এক সময় ব্যাগের ভেতরে উল্টো করে রেখেদিল সেটা।
*******
(((???)))
নাইট ক্লাবে বিরারের গ্লাস হাতে আহান বসে আছে। ডান্স ফ্লোরে অনেকেই নাচানাচি করছে।তাদের মধ্যে আইরিন ও রাজু হাতে গ্লাস নিয়ে এক সাথে ডান্স করছে আর মাঝে মাঝে গ্লাসে চুমুক দিচ্ছে। আইরিনের পাশে রাজুকে বেশ বেমানান লাগছে। আইরিন লাল রঙের স্লিভলেস পার্টি ড্রেস পড়ে আছে।আর রাজু হলুদ রঙের শার্ট ও সাদা প্যান্ট।আহান লক্ষ্য করলো আইরিন এদিকে তাকিয়ে আছে আর দাঁত দিয়ে তার নিচের ঠোঁট কাঁমড়ে ধরে একহাতে ইসারায় আহানকে ডাকছে। আহান মাথা নেরে না করে জানিয়ে দিলো সে যাবে না। আহানের প্রত্যাখ্যান যেনে আইরিনের জেদ আরো বারিয়ে দিল।আইরিন তার ড্রেসের পায়ের কাপড় সরিয়ে,তার পা টা কিছুটা সামনে বের করে। আহানের দিকে তাকিয়ে তার হাতের আঙ্গুল গুলো ঠিক হাটুর কাছে বুলিয়ে আবারও ইসারায় ডাকলো আহানকে। আইরিনের কান্ড দেখে আহানের হাসি পাচ্ছিল।কিন্তু আহান হাসি চেপে আবারও মাথা নেড়ে তার ডাক প্রত্যাখ্যান করলো। এবার আইরিনের মুখের হাসি উড়ে গেল যেন। আহান দেখলো রাজু আইরিনের কাজে আসছিল তার সাথে ডান্স করতে।আইরিন রাজুর বুকে হাত দিয়ে তাকে ঠেলে সরিয়ে দিয়ে দিল এবং ডান্স ফ্লোর থেকে নেমে সোজা বাথরুমের দিকে যেতে লাগলো। আহান আইরিনের দিকে তাকিয়ে ছিল,এমন সময় তার থেকে একটু দূরে কেউ বলে উঠলো।
― ইউ সি দ্যা রেড বিচ, আই ওয়ান্ট হার.
― ফাক ম্যান,ডু ইউ থিংক সি ক্যান টেক থ্রি অফ আস?
― উই উইল নেভার নো ইফ উই ডোন্ট ট্রায়.
― সো হোয়াট উই আর ওয়েটিং ফর!
আহান দেখলো তিনজন লোক আইরিনের নিয়ে কথা বলছিল।লোকগুলোকে দেখে সুবিধার মনে হচ্ছে না, তারা বাথরুমের দিকে এগিয়ে যাচ্ছে।আহান তাদের সামনে গিয়ে দাড়িয়ে বললো
আহান― গাইস আই ডোন্ট ইস গুড আইডিয়া ফর ইউ.
― এন্ড হু আর ইউ?
আহান কিছু বলার আগেই পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটি মেয়ে মধ্যে থেকে একটি মেয়ে বলে উঠলো
গার্ল ১― আই থিংক হি ইজ হার বয়ফ্রেন্ড.
গার্ল ২― হি ইজ সো কিউট. ক্যান ইউ হ্যাভ হিম হোয়েন ইউ অল ফাক হিজ গার্লফ্রেন্ড?
মেয়েগুলো নিজেদের মধ্যে হাসাহাসি করতে লাগলো।এর মধ্যে আহানকে ধাক্কা দিয়ে সরিয়ে তার বাথরুমের দিকে এগিয়ে গেলো। আহান তাদের আটকাতে যাবে এমন সময়। সামনে থেকে আরো দুটি মেয়ে এসে আহানকে দুইদিক দিয়ে জরিয়ে ধরলো।আহান দেখলো লোক গুলো বাথরুমে ঢুকে পরেছে,এটা দেখেই আহান বললো
আহান― "ও শিট"
গার্ল ৩― ডোন্ট ওয়ারি মাই বয়ফ্রেন্ড নো হাউ টু টেক কেয়ার বিচ লাইক হার।
এর মধ্যেই আহানের পেছনের মেয়ে দুটি পেছন থেকে আহান কে জরিয়ে ধরলো এবং একটি মেয়ে আহানের গলায় কামড় বসিয়ে দিল।আহান তাদের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে একটু দূরে সরতেই,একটা মেয়ে আহানের হাত ধরে ফেললো
গার্ল ২― হোয়ার ইউ গোইং হানি? ইউ....
মেয়েটা আরো কিছু বলার আগেই বাথরুমের দরজা খুলে গেলো। আর সেই তিনটি লোকের মধ্যে একটি লোক, দৌড়ে বেরিয়ে আসতে গিয়ে সামনে একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে মেয়েটাকে নিয়ে পরেগেল।আর তার সাথে সাথে ক্লাবের মিউজিক অফ হয়ে গেল। সবার নজর এখন আইরিনের ওপরে আইরিন দরজা দিয়ে বাথরুম থেকে বেরিয়ে আসছে।তার হাতে ভাঙা গ্লাস।বাথরুম থেকে বেরিয়েই আইরিন তাকালো আহানের দিকে।আর সঙ্গে সঙ্গে আইরিনের মুখের ভাব মূর্তি পরিবর্তন হয়ে গেল।আহানের পাশে দাড়ানো মেয়েটা এখনো আহানের হাতটা ধরে আছে।আহান বুঝতে পেরে এক ঝটকায় তার হাতটা মেয়েটার থেকে ছাড়িয়ে নিয়ে আইরিনের দিকে এগিয়ে যেতে লাগলো।আহান জানে এই মূহুর্তে আইরিনকে শান্ত না করলে মেয়েটা ভয়ঙ্কর একটা কান্ড করে বসবে। আহান এগিয়ে যেতে যেতে দেখলো,যেই লোকটা মেঝে পরে গেছে তার গাল বেয়ে রক্ত ঝরছে।আইরিনের কাছে এসে আহান দেখলো।বাথরুমের ভেতরে দুজন অজ্ঞান হয়ে পরে আছে।আহান কিছু না বলে ধীরে ধীরে আইরিনের হাতথেকে ভাঙ্গা গ্লাসটা নিয়ে একটু দূরে ফেলে দিল।আর তারপর আইরিনকে জরিয়ে ধরতে যাবে এমন সময় আইরিনের চোখ পরলো আহানের গলায়। আহানের গলায় কামড়ের দাগ সাথে সেই মেয়েটার লিপস্টিক ছাপ পরে গেছে।আহান কিছুই করার বুঝে ওটার আগেই আইরিন আহানকে দুহাতে সজোরে ধাক্কা দিয়ে সেই মেয়েগুলোর দিকে দৌড়ে গেল।
আহান― শিট!
আহান নিজেকে সামলে আইরিনের পেছনে দৌড়ে গেল।কিন্তু ততখনে আইরিন সেই মেয়েটির কাছে চলে গিয়েছে।আহান আইরিনের কাছে পৌঁছনোর আগেই আইরিন মেয়েটাকে আঘাত করে বসেছে। আর আঘাতে ফলে মেয়েটি অজ্ঞান হয়ে মেঝেতে পরে গেছে ও তার ঠোঁট কেটে রক্ত পরছে। আইরিন মেয়েটা মুখে তার হিল দিয়ে আবারও আঘাত করতে যাচ্ছিল,শেষ মূহুর্তে আহান আইরিনকে পেছন থেকে জরিয়ে ধরে সরিয়ে আনলো।তারপর তাকে কাধে তুলে ক্লাব থেকে বেরিয়ে যেতে লাগলো।
ক্লাব থেকে বেরিয়ে রাজু জন্যে অপেক্ষা করেনি আহান ।গাড়িটা নিয়ে সোজা বেয়িরে এসেছে ওখান থেকে। বেশ কিছুক্ষণ গাড়ি চালিয়ে তারা একটা নির্জন পাহাড়ি টিলার মতো জায়গায় এসে থামলো।গাড়ীটা থামতেই আইরিন গাড়িথেকে নেমে এল আস্তে আস্তে গাড়ির সামনে গিয়ে দাড়ালো সে।আহান আইরিনের পাশে গিয়ে দাড়ালো। তারা টিলার একটু উচুঁ জায়গায় দারিয়ে ছিল।তাদের গাড়িটির দুইপাশে বড় বড় গাছের সারি ,মাঝখানে কিছুটা খোলা জায়গায় চাদেঁ আলো পরছে। আহান আইরিনের দিকে তাকিয়ে দেখলো,আইরিনের নীচের ঠোঁটে উপরের দাঁত চেপে বসেছে। চোখের কোন মূক্তো। কান্না সংবরন করার ব্যর্থ প্রয়াস।আইরিন শরীরটা মৃদু কাপছে।আহান তার গায়ের জ্যাকেট খুলে আইরিনকে পড়িয়ে দিতে দিতে অপরাধী গলায় বললো
― আমি দুঃখিত আইরিন।
কান্না ভেজা কন্ঠ আইরিন বললো
― আহান আমাদের প্রথম দেখ হয়ার ঘটনাটি তোমার মনে আছে?
কথাটা বলতে বলতেই আইরিন আহানের দিকে তাকালো।চোখে চোখে পরতেই এক অদ্ভুত মায়াময় চাহনীতে আহানের অন্তর ভরিয়ে দিল আইরিন।আহান আইরিনের চোখের জল মুছতে মুছতে বললো
― সেটা কখনোই ভুলতে পারবো না আইরিন।
আইরির আহানের হাত ধরলো,তারপর তাকে টেনে নিয়ে হাটতে লাগলো।আহান আইরিনের হাতটা একটু শক্ত করে ধরলো,যেন এ হাত তার হাত থেকে কেউ কোন দিন ছাড়িয়ে নিতে পারবেনা। এ হাত সে ছুঁয়ে থাকবে জন্ম জন্মান্তর। কিছুদূর এগিয়ে পাহাড়ের ঢাল বেয়ে টিলার উপর উঁচু একটা জায়গায় উঠে এলো তারা। এখানে আগেও অনেক বার এসেছে তারা। কিন্তু আজ জায়গাটাকে নূতন মনে হলো। এখান থেকে পাহাড়ী পথটা বাঁক নিয়ে চলে গেছে লেকের ধারে। লেকের স্বচ্ছ স্থির নীল রঙের পানিতে গুলছে চাঁদের আলো। বাতাসে একটা ছন্নছাড়া ভাব। লেকের কাছে এসে আইরিন হঠাৎ দাঁড়িয়ে গেলো। তারপর আহানের দিকে ফিরে দুহাত আহানের গালের দুপাশে ধরে আহানের চোখের দিকে তাকিয়ে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল সে। তার দুচোখের বাধ্য ভেঙে আবারও আঝরে জল পরতে লাগলো। আহানকে ছেড়ে দিয়ে পেছনে ঘুরে দূরে সরে যেতে চাইলো আইরিন। কিন্তু আহান আইরিনের একটা হাত ধরে তাকে টেনে বুকে জরিয়ে নিলো। আহান একহাতে আইরিনের চিবুক ধরে মুখতা একটু তুলে ধরলো। আইরিন দুচোখ বন্ধ করে আছে,তার গোলাপের পাপড়ি মতো ঠোঁট দুটি মৃদু কাঁপছে। আহান তার হাতটা আইরিনের মাথার পেছনে নিয়ে তার আঙ্গুল গুলো আইরিনের চুলের ঘন চুলে ডুবিয়ে দিলো,আর তার মুখটা নামিয়ে আনলো আইরিনের ঠোঁটে। হালকা চুমু থেকে শুরু করে ধীরে ধীরে গভীরতর চুম্বন করতে লাগলো একে ওপরকে। একক সময় চুম্বন থামিয়ে আহান তাকালো আইরিনের দিকে।চোখে চোখে পরে তারা একে অপরের মনের কথা বুঝতে পাড়লো। আহান একটা হাত এখন আইরিনের নিতম্বে স্পর্শ করছে কাপড়ের ওপর দিয়ে,অন্য হাতটি আইরিনের গালে একপাশে রেখে ধীরে ধীরে একটা আঙ্গুল বোলাছে আইরিনের নরম ঠোঁট দুটোর ওপরে। চারদিকের ঠান্ডা আবহাওয়ার মাঝে তারা দুজন দুজনার নিশ্বাসের উত্তাপ অনুভব করছে। আহান আর নিজেকে ধেরে রাখতে না পেরে দুহাতে আইরিনকে তুলে নিচে ঘাসের ওপড়ে শুইয়ে দিয়ে। তার মুখটা গুজে দিল আইরিনের গলায়। আহানের মুখের স্পর্শে "আহহহ্" শব্দ করে কাতরে উঠলো আইরিন,মাথাটা অন্যপাশে নিয়ে ঘাসের মাঝে গুজে একাহাতে আহানের মাথা ও অন্য হাতে পিঠ খাঁমচে ধরলো সে। অনূভব করলো ধীরে ধীরে আহান গলা থেকে নিচের দিকে নামছে চুম্বন করতে করতে। তার পর আবারও "আআ" মৃদ শব্দ বেরিয়ে এল আইরিনের মুখ থেকে। তার ড্রেসের ওপড় দিয়ে তার বাঁ স্তনের দখল নিয়ে নিয়েছে আহানের একটা হাত।নিজের ইচ্ছেমতো কাপড়ের উপর দিয়েই পিষে যাচ্ছে সেটিকে। একদিকে আহানের পাগল করা চুম্বন ও অন্য দিকে স্তনে আহানের শক্তিশালী হাতের চাপে ধীরে ধীরে পাগল করে দিচ্ছে আইরিনকে।আইরিন আহানকে ছেড়ে দুহাতে দিকে মাটিতে রাখে আর তখনি সে অনুভব করে আহানের অন্য হাতটি ধীরে ধীরে তার কোমড় দিয়ে ডান পাশের স্তনটার দিকে অগ্রসর হচ্ছে।দিকে উত্তেজনায় ড্রেসের নিচে আইরিনের নরম স্তনবৃন্ত দুটি ফুলে উঠেছে। ক্লাবের বাথরুমে ঢুকে আইরিন ব্রা খুলে ফেলেছিল,তাই কাপড়ের ওপড় দিয়ে আইরিনের ফুলে ওটা স্তনবৃন্ত দুটি ধরতে সুবিধা হয় আহানের। দুহাতের আঙ্গুলে সে দুটি ধরে এটা মোচড় দেয় আহান। আর সাথে সাথে আইরিনের সারা দেহে যেন বিদ্যুৎ প্রভাব হয়, দুইহাত মুটো করে "আহহহহহ্" শব্দে চিৎকার করে সারা শরীর বাকিয়ে তোলে আইরিন তার হাতের মুটোয় উঠে আসে কিছু ঘাসফুল। আহান মুখ তুলে তাকায় স্নেহময় দৃষ্টিতে তাকায় আইরিনের দিকে,আইরিন হাপাছে।ঘন ঘন নিশ্বাস পরছে তার,কোন এক আদিম সুখের পরশে চোখ গুলো প্রায় বুঝে আসছে তার। আহান আইরিনের ঠোঁটে একটা আলতো চুমু দিয়ে বললো।
― কথা দাও আইরিন কখনোই একা করে চলে যাবে না।
(((আপাতত আইরিনকে নিয়ে শেষ দৃশ্য এটা)))
********
হঠাৎ ঘুম ভাঙে অবন্তীর।ঘরের কোনায় রাখা সোফাটার দিকে চোখ পরে তার,আহান নেই সেখানে। বিছানা থেকে উঠে বসে অবন্তী,চারপাশে চোখ ঘুরিয়ে দেখতে গিয়ে তার চোখ আটকে যায় বেলকনিতে। আহান দাড়িয়ে আছে যেখানে তাকিয়ে আছে আকাশের দিকে ।সূর্য উঠছে চারদিকে আলোকিত হচ্ছে ধীরে ধীরে ।আহান কি যেন বলছে ,অবন্তী শোনার চেষ্টা করে।
আহান― জানি না কোথায় আছো তুমি,তাবে যেখানে থাকো না কেন, আমি জানি তুমিও প্রতিদিন একি সূর্য দেখছো,ভালো থেকে "আইরিন"
continue......