ভাগ‍্যের খেলা【নতুন সূচনা- খন্ড ৭】 - অধ্যায় ৫

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-60210-post-5501405.html#pid5501405

🕰️ Posted on February 5, 2024 by ✍️ FreeGuy@5757 (Profile)

🏷️ Tags:
📖 3224 words / 15 min read

Parent
জীবনসঙ্গী: খন্ড ৫ ট্রেনের কেবিনে ঢুকেই তৃষ্ণা খুশি হয়ে গেল। কেবিনটা আশ্চর্য রকম পরিষ্কার। আহানও ধরেই নিয়েছিলাম কেবিন থাকবে অপরিষ্কার, মেঝে বাদামের খোসা দিয়ে ভর্তি, এখানে ওখানে পানির খালি বোতল পড়ে থাকতে দেখব আর যদি কপাল খারাপ হয় তাহলে দেখব কেউ একজন সীটে চা বা অন‍্য কিছু ফেলে ভিজিয়ে রেখেছে। কিন্তু এখন দেখছে কোন ময়লা দূরে থাক কোথাও বাদামের একটা খোসা পর্যন্ত দেখা যাচ্ছে না। মনে হচ্ছে কেউ এইমাত্র পরিষ্কার করে রেখে গেছে সব। আহান মনে মনে ভাবলো চমৎকার ব্যাপার, বাংলাদেশ রেলের দেখা যাচ্ছে অনেক উন্নতি হয়েছে। আহান ট্রেনের কেবিনে তৃষ্ণার মুখোমুখি বসে এইসবই ভাবছিল। অন‍্যদিকে তৃষ্ণার পাশে অন‍্য একটি তরুণী বসে অঝোরে কান্না করছে,তার হান্ড ব‍্যাগ চুরিগেছে ট্রেনে ওঠার সময়। হান্ড ব‍্যাগের সাথে মেয়েটার মোবাইল,টাকা,ট্রেনের টিকিট সব গেছে। আর এদিকে অবন্তী আহানের বাহুতে মুখ ও নাক গুজে ঘুমিয়ে কাদা। অবন্তী মুখের দিকে তাকিয়ে আহানের খারাপ লাগছে। মুখ দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা গতকাল সারা রাত ঘুমায় নি।এক রাতেই চোখের নিচে কালি পরে গেছে। সকালে যখন ঘরে ঢুকে অবন্তী মুখ দেখলো, আহান জিগ্যেস করেছিল," একি অবস্থা আপনার?" এই প্রশ্নে অবন্তী হঠাৎ যেনে জ্বলে উঠলো,রাগি গলায় বলো,"আহান তোমাকে না কতবার বলেছি এরকম হুটহাট করে আমার রুমে ঢুকবে না,আমি তোমার স্ত্রী না আহান এই কথাটা তোমার মাথায় ঢোকে না কেন" অবন্তী এমন মেজাজ দেখে আহান কি বলবে ভেবে পেলো না,এমনিতেই এখন কিছুদিন যাবত তার কপাল খারাপ যাচ্ছে,আজকের দিনটাও খারাপ যাবে মনে হচ্ছে।আহান হালকা গলায় বলো," সরি,বুঝতে পারিনি,আসলে বিদেশে একা থাকার অভ‍্যাসের কারণে মাঝে মাঝে ভুলে যাই যে দেশে বাড়িতে আমার রুম এখন আর আমার নেই!এখন তা অন‍্য কারো দখলে।যাই হোক আমি শুধু বলতে এসেছিলাম প্ল‍্যান চেইন্জ হয়েছে আমরা ট্রেনে যাচ্ছি,রুম থেকে বেড়িয়ে যাওয়ার আগে আহান দেখলো অবন্তীর ফর্সা মুখ রাগের কারণে লাল বর্ণ ধারণ করেছে। আহানের একটু খারাপ লাগলো ,যে ভাবলো এমন কথা বলাটা মনে হয় ঠিক হয়নি। মেয়েটা এমনিতেই একটা মারাত্মক মানসিক ধাক্কার মধ্যে দিয়ে যাচ্ছে। এমন কারো সাথে খারাপ আচরণ করা ঠিক নয়,পরে মাফ চাইতে হবে। তারপর স্টেশনে পৌঁছে গাড়ি লেট করে আসায় বসে থাকতে থাকতে। একসময় আহান লক্ষ্য করলো অবন্তী ঘুমিয়ে পরেছে। ট্রেন এলে অবন্তীর কানে দুহাতে চেপে ধরেছিল আহান,তারপরেও ভেবেছিল অবন্তী ঘুম ভেঙে যাবে। কিন্তু অবন্তী ঘুম ভাঙেনি তাই আর কি করা তাকে কোলে করে ট্রেনে তুলতে হয়েছে। আহান অবন্তীর দিক থেকে মুখ ঘুরিয়ে সামনে বসা মেয়েটার দিকে তাকালো,মেয়েটা প্রায় ২০ মিনিট ধরে কাঁদছে, কিন্তু এর চোখের জল কমছে না আগেও যেমন পরছিল এখনো তাই। এই জন‍্যেই বুঝি বলে“চোখের জলে সমুদ্র বিলাস”। তৃষ্ণাও নাছোড়বান্দা সেও মেয়েটাকে শান্ত করতে উঠে পরে লেগেছে। ― আরে এখন এতো কেঁদে লাভ কি বলো? যা হবার তাতো হয়ে গেছে এখন একটু শান্ত হয়ে বসো। তবে তৃষ্ণার শান্তনা তরুণীর কান্না আরো বারিয়ে দিচ্ছে আজব ব‍্যপার। মেয়েটার কান্না দেখে আহান আবারও ভাবতে লাগলো অবন্তীর কান্নার কারণ টা কি হতে পারে! ভাইয়ের কথা মনে হচ্ছিল কি? বা রাজু সব বলে দিয়েছে! কিন্তু তা কি করে হয়? রাজুকে অবিশ্বাস্য করা ঠিক হবে কি!ও কথা দিয়েছে কাওকে বলবে না। তাছাড়া বলেই অবন্তী তার জন্যে কাঁদবে কেন? আহান দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বললো"মেয়েদের মন বোঝা আসলেই অনেক কঠিন কাজ,তা নাহলে আইরিনের মন বুঝতে ভুল হতো না তার।ঐদিন রাতে যখন আইরিন তার মিষ্টি সুমধুর কন্ঠে তার কানে কানে বলেছিল "আমরা যত দূরেই থাকি না কেন তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না" তখনি বুঝতে পারতো আইরিনের মনে কি ছিলো। আহানের সিট থেকে উঠতে ইচ্ছে হচ্ছে। আসলে ইচ্ছে নয় ওঠা দরকার তার,বাথরুমে যেতে হবে। তাছাড়া গতকাল রাতে ছাদের ঠান্ডা মেঝেতে শুয়ে ঘুমতো হয়নি তার সাথে বোনাস হিসাবে সারা শরীরের হালকা ব‍্যথা করছে,কিন্তু সিট থেকে উঠলে অবন্তীর ঘুম ভেঙে যেতে পারে,এটা করা একদম ঠিক হবে না। মেয়েটা বুকে চাপা কষ্টের পাহাড় নিয়ে প্রাণ খুলে বাবা মার সেবা যত্ন করছে ও খেয়াল রাখছে! আহান মাঝে মধ্যেই রাতে ঘুম ভেঙে শুনেছে বিছানায় শুয়ে মেয়েটা কাঁদে। সবার সামনে কষ্টগুলোকে বুকে চেপে খুব শান্ত গলায় বলে "ভালো আছি" বাকিরা না বুঝলেও আহান জানে সেই ভালো আছির পেছনে কত কষ্ট লুকিয়ে আছে,কতো অশ্রু লুকিয়ে আছে সেই হাসি মুখের পেছনে।প্রতি দিন সেই ভালো থাকার পেছনে চাপা পড়ে অশ্রুর বিশাল সাগর। প্রতি রাতে সেই অশ্রু দিয়ে সবার আরালে মেয়েটা ভীষণভাবে কেঁদে বুক ভাসায়। আহান জানে না যেই কষ্ট কতটুকু, হয়তো মেয়েদের কান্নার ভাষা বোঝার ক্ষমতা কো ছেলের'ই নেই। ভাবতে ভাবতে হঠাৎ আহান অনূভব করে তার বাহুতে অবন্তীর কোমল গালের স্পর্শ আর সেই সাথে লক্ষ্য করে তার বাঁ হাত টা অবন্তী দুহাতে জোরিয়ে ধরেছে। আহান ভালো ভাবে দেখলো অবন্তীকে। ট্রেনের জানলা দিয়ে আলো এসে পরছে অবন্তী মুখে। আর তাই মনে হয় অবন্তীর ফর্সা মুখটা আরো উজ্জ্বল হয়ে উঠেছে। আহান অবাক হয়ে তাকিয়ে রইলো,অবন্তী মুখে হাসি রেখা দেখা যাচ্ছে। কোন স্বপ্ন দেখছে কি! কোন সুখের স্বপ্ন হবে হয়তো ।অবন্তীর হাসি মুখ দেখতে ভালো লাগছে তার,অবন্তীর পরনে নীল রঙের শাড়ি। আইরিনের নীল রঙ খুবই পছন্দের।এটা ভাবতেই হঠাৎই আহানের নিশ্বাস যেন বন্ধ হয়ে এলো,আহান পেছনে হেলান দিয়ে জোরে জোরে নিশ্বাস নিতে লাগলো। ― আহান তুমি ঠিক আছো? তৃষ্ণার গলা শুনে আবারও সোজা হয়ে বসলো আহান ।তারপর বললো," আমি ঠিক আছি,তুমি একটু এখানে আসবে!আমি একটু বাইরে যাবো। এই কথা শুনে তৃষ্ণা ভ্রু কুঁচকে বললো," ― যাও তোমাকে কেউ ধরে রেখেছে নাকি! ― না মানে ওনার ঘুম ভেঙে যেতে পারে। ― আহান, রাতের কথা ভুলে গেছো,ওর জন্যে তুমি নিজেই ঘুমাতে পারোনি এখন ওর ঘুমের চিন্তা করছো! ― তৃষ্ণা প্লিজ ,আমি এখনি চলে আসবো। তৃষ্ণা তার সিট ছেড়ে উঠলো আর আহান ডান হাতে অবন্তীর মাথাটা ধরে সাবধানে উঠে তৃষ্ণার বসার জায়গা করে দিলো।তৃষ্ণা অবন্তীর পাশে বসলে আহান ধীরে ধীরে অবন্তীর মাথাটা তৃষ্ণার কাঁধে রেখে,তার বাঁ হাতটা অবন্তীর থেকে ছাড়াতে চাইলো। কিন্তু অবন্তী একটু নড়েচড়ে আহানের হাতটা আরও ভালো ভাবে আঁকড়ে ধরলো। আহান যতই তার হাতটা ছাড়াতে চাইছে, অবন্তী ততই জেনো শক্ত করে ধরে রাখতে চাইছে হাতটা। অবন্তী ঘুম ভেঙ্গে যাওয়ার ভয়ে আহান বেশী জোরাজুরি করতে চাইছে না। শেষমেষ আহান হালছেরে দিয়ে তৃষ্ণা কে বললো" থাক পরে যাবো ,ওনার ঘুম ভাঙ্গিয়ে লাভ নেই" তৃষ্ণা এতখন আহানের কান্ড দেখছিল, এখন একথা শুনে সে আহানের হাত ধরে এক ঝটকায় অবন্তীর থেকে আলাদা করে দিয়ে একটু ধমকের মতো বললো "সব সময় এমন ন‍্যাকামি করবে না আহান,কি করবে করে এসো যাও"। তৃষ্ণার হঠাৎ রেগে যাওয়া কারণ আহান বুঝতে পারলোনা, তবে সে কিছু বললো না, অবন্তীর ঘুম ভাঙ্গেনি এটাই বেশি। তাছাড়া তৃষ্ণা আহানের সিনিয়র,প্রায় চার-পাঁচ বছরের বড়,অবন্তীও এরকমটা হবে। সঠিকভাবে জানে না সে। আহান বেরিয়ে যেই অবন্তীর ঘুম ভাঙ্গলো।ঘুম ভাঙ্গতেই সে দেখল তৃষ্ণা কাঁধে মাথা রেখে শুয়ে আছে। নিজের এমন কান্ডে খারাপ লাগলো তার, সে বললো ― তোমাকে কষ্ট দিলাম তৃষ্ণা,আমি সত্যিই দুঃখিত, আসলে গতকাল একদম ঘুম হয়নি তাই স্টেশন ট্রেনের অপেক্ষায় কখন ঘুমিয়ে পরেছি বুঝতে পারিনি,আহান কোথায়? তৃষ্ণা কিছু না বলে অবন্তীর মুখের দিকে তাকিয়ে রইলো, মাঝে মাঝে এমন মানুষদের দেখলে রাগে গা জ্বলে তার। তার মনে হয় সৃষ্টিকর্তা এদের ভাগ্যটা খুব সময় নিয়ে মনোযোগ দিয়ে লেখে। যেখানে কোন ভুল হবার অবকাশ নেই, আর তৃষ্ণার মতো কিছু কিছু মানুষ থাকে যাদের ভাগ্যটা লেখা হয় তারাহুরা মধ্যে,যেখানে থাকে অজস্র ভুল, তৃষ্ণা মুখ ঘুরিয়ে জানলা দিয়ে বাইরে তাকায়। *********** বাথরুমে থেকে বেরিয়ে কেবিনের দিকে যেতেই আহানের ধাক্কা লাগে এক লোকের সাথে। এখানে আহানের কোন দোষ নেই লোকটা আহানের গায়ে এসে পরেছে। তারপর তাকেই ধমক খেতে হলো ― শালা, দেখে চলতে পারিনা। লোকটা আহানকে ধাক্কা মেরে সামনে এগিয়ে গেলো,আহান পেছন থেকে দেখলো লোকটাকে। শ‍্যাম বর্ণের লোকটা বেশ ছোটখাটো দেখতে, তবে সাহসী বলতে হয়। তার থেকে ডাবল সাইজের লোককে ধমক দেয়া সহজ কথা নয়। লোকটা হয় পাতি নেতা না হয় কোন এলাকার বড়ভাই। যাই হোক এটা তার সমস্যা নয়,অকারণে ঝামেলায় জরানো আহানের স্বভাব নয়। সে কেবিনের দিকে এগিয়ে গিয়ে দেখলো তাদের পাশের কেবিনের দরজাটা খোলা। আহান সেদিকে তাকাতেই একটু চমকালো আহান। তার ঠিক সামনেই কেবিনটায় একটা মেয়ে বসা তার দিকে দিকেই একমনে চেয়ে আছে, পলকহীন দৃষ্টি। মেয়েটা শাড়ি পরা,হলুদ শাড়ি,আর চুল গুলা খোপা করা অবস্থায়।বয়স ২০ কি ২২ এর মধ্যে হবে।চোখে গাঢ় কালো কাজল দেওয়া। মেয়েটার কোলে একটা বাচ্চা শুয়ে ঘুমিয়ে আছে।আর তার পাশেই একটা লোক সাদা শার্ট ও জিন্স প‍্যান্ট পরে বসে, মেয়েটার স্বামী হবে হয় তো। কিন্তু আহান বুঝে উঠতে পারছে না মেয়েটা তার দিকে এমন ভাবে তাকিয়ে আছে কেনো।এমনিতে বেশিরভাগ মেয়েরাই অচেনা কারো চোখে চোখ পরলে চোখ নামিয়ে নেয়,কিন্তু এই মেয়ে চোখ নামিয়ে নিচ্ছে না। হঠাৎ পাশের লোকটা বলে উঠলো ― এইযে ভাই মেয়ে মানুষ দেখেন নাই আগে! বলেই মুখের ওপরে কেবিনের দরজা লাগিয়ে দিল।আহান তাদের কেবিনে ঢুকে দেখে অবন্তী সেই মেয়েটার পাশে বসে কথা বলছে মেয়েটার সাথে,আর তৃষ্ণার হাতে আহানের সেই ব‍ক্সটা। আহান তৃষ্ণার পাশে বসতেই তৃষ্ণা বলবো ― আহান একি কোন প্রকার রুবিক্স কিউব,এটা তো কোন দিকেই ঘুরছে না। ― এটা রুবিক্স কিউব নয়,ওপরেদিকে একটু চাপ দাও,ওপরের দিকটা খুলে যাবে। তৃষ্ণা বক্সটা ঘুরিয়ে ফিরে দেখলো একপাশে লেখা আইরিন।লেখাটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তৃষ্ণা বললো "আইরিন কে আহান?" তৃষ্ণার কথা শুনে অবন্তী ও তার সাথে বসা মেয়েটিও আহানের দিকে তাকালো। আহান ব‍্যপারটা লক্ষ্য করে বললো "এসব কথা থাক এখন, আমি তোমাদের জন‍্যে খাবার নিয়ে আসি,সকালে তো কিছুই খাওয়া হয়নি কারো" বলেই আহান সিট ছেড়ে বেরিয়ে গেলো।আহান বেরনোর পরে তৃষ্ণা হাত থেকে বক্সটা সিটে রেখে কেবিন থেকে বেরিয়ে পরলো। আহান ও তৃষ্ণা বেরিয়ে যেতেই অবন্তী বক্সটা হাতে নিয়ে বক্সটা ওপরে দিকে চাপ দিতেই বক্সটার ওপরের অংশ খুলে গেলো। অবন্তী দেখলো নিচের দিকে ছোট তিনটি বৃত্ত, যে বৃত্তগুলোকে দেখে কোন নকশা মনে হচ্ছিল, সেগুলো আসলে একটা ধাঁধা। এরকম পাজল সে আগেও দেখেছে,বৃত্তগুলো আসলে চাকতির মতো, ঘোরানো যায়। একটা একটা করে চাকতি ঘুরিয়ে ধাঁধা মেলাতে লাগলো অবন্তী। শেষ চাকতিটা ঠিক পজিশনে সেট করামাত্রই বক্সাটা নিজে থেকেই আবার বন্ধ হয়ে গেল।অবন্তী আবারও ওপরের দিকে চাপ দিলো,বক্সটা খুলতেই সে বুঝলো সে ভুল করেছে কারণ বৃত্তি গুলো আবারও আগের জায়গায় চলে এসেছে। কেবিন থেকে বেরিয়ে আহান ট্রেনের দরজা মুখে আসতেই তৃষ্ণা পেছন থেকে এসে আহানের হাত ধরে বললো "আহান! আমার দিকে তাকায়" আহান ঘুরে দাড়ালো তৃষ্ণার দিকে। আহান ঘুরে দাড়াতেই তৃষ্ণা আহানের গালে তার বাঁ হাত রেখে আহানের চোখের দিকে তাকিয়ে কিছু যেন বোঝার চেষ্টা করতে লাগলো। তারপর আহানকে ছেড়ে দিয়ে দরজার পাশে পিঠ ঠেকিয়ে হাতদুটো ভাঁজ করে বুকের নিচে রাখতেই, পাতলা শাড়িটা যেন তৃষ্ণার ভরাট বুকে সঙ্গে একদম চেপে বসলো। তৃষ্ণা আহানের দিকে তাকিয়ে বললো "তাহলে তোমারও আমার মতো অবস্থা" আহান তৃষ্ণার কথা শুনে তার পাশে গিয়ে পেছনে হেলান দিয়ে তৃষ্ণা গা ঘেঁষে দাঁড়িয়ে বললো "তুমি জানো আমি মনে অনূভুতি গুলো নিয়ে মন খুলে কথা বলতে পারিনা।" তৃষ্ণা মাথাটা একটু উচুঁ করে আহানের মুখের দিকে তাকিয়ে বললো "জানি,তবুও আমি চাই তোমার অনূভুতি গুলো জানতে। এমনটা চাওয়াটা কি অপরাধ?" আহান তৃষ্ণার দিকে তাকালো,মেয়েটার বড় বড় মায়াময় চোখে যেন হাজারো প্রশ্নের ভীড়।আহান মুখ ঘুরিয়ে নিয়ে বললো "এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি প্রতারণা করছি।কারো বিশ্বাস ভেঙ্গে টুকরো টুকরো করে দিয়েছি,আর আমি জানিনা সে যখন আমার সামনে এসে দাড়াবে তখন আমি তাকে কি জবাব দেবো।" আহানের কথা শুনে তৃষ্ণা বললো, ― মেয়েটা এখন কোথায়? ― আমি জানিনা, তবে আমি জানি আমাদের দেখা হবে কোন একদিন। কিন্তু আমি ভেবে পাচ্ছিনা সেদিন তার সামনে আমি কিভাবে দাড়াবো। বাবা মাকে খূশি করতে গিয়ে তার সাথে যে অন‍্যায় আমি করেছি সেকি ক্ষমা করবে.... আহান আর কিছু বলতে পারলো না।তৃষ্ণা আহানের সামনে এসে দাঁড়িয়ে দেখলো আহান দুচোখ বন্ধ করে দাড়িয়ে আছে। তৃষ্ণা ধিরে ধিরে তার ডান হাতটা তুলে রাখলো আহানের বুকের বাঁ পাশে। তৃষ্ণা তার চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো আহানের প্রতিটি হৃদস্পন্দন। একটু পরেই চোখ খুললো তৃষ্ণা, দেখলো আহানের চোখ এখনো বন্ধ। তৃষ্ণা বললো, " ভেবেছিলাম তুমি বদলে গেছো, কিন্তু কোথায়! আগের সেই বোকা ছেলেটা এখনো সেরকমই রয়ে গেছে। মাঝখান দিয়ে ছেলেটার মুখের সুন্দর হাসিটা কেউ ছিনিয়ে নিয়েছে" বলতে বলতে তৃষ্ণা তার বাঁ হাতটা রাখলো আহানের কাঁধে,ধিরে ধিরে তার পায়ের আঙুলে ভর দিয়ে মুখটা উচুতে তুলে নাগাল পেতে চাইলো আহানের ঠোঁটের।আহানের চোখ এখনো বন্ধ আর তৃষ্ণার লাল লিপস্টিক দেয়া ঠোঁট দুটো প্রায় পৌছে গেছে আহানের ঠোঁটের কাছাকাছি, হঠাৎ আচমকা এক ঝাঁকিতে তৃষ্ণা মুখ থুবড়ে পড়লো আহানের বুকের ওপরে। চমকে উঠলো আহান,সে অনুভব করলো তুল তুলে দুটি মাংসপিন্ড শাড়ি ব্লাউজ সহ লেপ্টে গেছে তার বুকে। আহান দুহাতে তৃষ্ণা কে ছাড়াতে চাইলো। কিন্তু তৃষ্ণা আহানের বুকের সাথে লেপ্টে দুহাতে আঁকড়ে ধরেছে তাকে। কোন এক চেনা অনুভূতিতে বিভোর হয়ে চুপটি করে আহানের বুকে মাথা রেখে আহানের হার্টের ধুকপুক শব্দ শুনতে লাগল। বহুদিন পর যেন আবারও চেনা কোন অনুভূতি এই মানুষটার স্পর্শে অনুভব হচ্ছে তার। আহান ডাকলো "তৃষ্ণা!!" তৃষ্ণা তার হাতের বাঁধন আলাদা করে চলে যেতে চাই ছিল,আহান তৃষ্ণা একটা হাত ধরে ফেললো পেছন থেকে। তৃষ্ণা পেছন ফিরে তাকালো,তার চোখে জল দেখে আহান বললো " ভাইকে কতটা ভালোবাসাতে তুমি তা আমি জানি। তুমি চাইলে আমরা কথা বলতে পারি,তুমি যতখন চাইবে আমি শুনবো, কোন কথা বলবো না, প্লিজ এভাবে নিজেকে কষ্ট দিও না .. তৃষ্ণা আবারও আহানকে জরিয়ে ধরে বললো " এই পৃথিবীটা বড় স্বার্থপর আহান, নিজের জন‍্যে ভাবতে শেখো" ********* ট্রেন লেট হবার কারণে কক্সবাজার পৌছাতে প্রায় সন্ধ্যার কাছাকাছি সময় হয়ে এলো। পথে হঠাৎ ট্রেন থেমেছিল,ট্রেন আবারও চলতে শুরু করলে আহান একবার কেবিন থেকে বেরিয়ে ছিল। তখন আহানের চোখে পরলো তাদের পাশের কেবিনটা খালি। আহানের মনে প্রশ্ন জাগলো,স্টেশন আসার আগেই মেয়েটাকে নিয়ে নেমে গেলো না কি!? তারা গাড়িতে উঠে সিদ্ধান্ত নিলো তাদের সাথে যে তরুণী সেই তৃষ্ণার সাথে থাকবে এবং পরে মেয়েটার সাথে কথা বল পরবর্তীতে কি কারা যাও দেখবে। মেয়েটা এখন চুপচাপ গাড়ির এপাশে বসে বাইরে দিকে তাকিয়ে আছে। মেয়েটার বাড়ি কোথায় ,কেন এসেছে এইসব জিজ্ঞাসাবাদ করে তেমন কিছুই জানা যায়নি। আহান ভাবছে মেয়েটাকি পালিয়ে এসেছে! ভাবতে ভাবতে হোটেল পৌঁছে আহান লক্ষ্য করলো হোটেলের সামনে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। তৃষ্ণা একজনকে জিজ্ঞেস করলো রিসেপশনটা কোথায়? লোকাটার দেখানো পথে এগিয়ে গিয়ে দেখে রিসেপশনে একটা সুন্দরী মেয়ে বসে আছে। কিন্তু তার চোখেমুখে আতঙ্ক। আহানের ইচ্ছে করছিল মেয়েটার সমস্যা কি তা জিজ্ঞেস করতে, কিন্তু জিজ্ঞেস করা হল না। চেকইন করে তারা এগিয়ে গেল লিফটের দিকে, হোটেলে গ্রাউন্ড ফ্লোরের লাউঞ্জে দুটো লিফট আছে। লিফটে উঠে তৃষ্ণা বললো "আজ রাতে পার্টি দিয়েছে ফারুক,রাতে পার্টি করে আগামীকাল সকালের ফ্লাইটে চলে যাবে ফারুক" একথা শুনে অবন্তী বললো "ফারুকের সাথে তোমার কি প্রয়োজন আহান?" আহান অবন্তী দিকে তাকিয়ে বললো "কিছু কথা জানার আছে" অবন্তী আর কোন প্রশ্ন না করে আহানের দিকে তাকিয়ে রইলো। লিফট থেকে বেরিয়ে রুমের দিকে এগিয়ে গেলো আহান ও অবন্তী, তৃষ্ণার রুমটি ওপরের তলায়। রুম ঢুকেই আহান বললো "আপনি ফ্রেস হয়ে আসুন তারপর আমি ঢুকবো" অবন্তী আহানের সামনে এসে দাঁড়িয়ে বললো "আহান একটা সত‍্যি কথা বলোতো আমার এখানে কেন এসেছি?" আহান অবন্তীর দিকে তাকিয়ে দেখলো মেয়েটা ধিরে ধিরে রেগে উঠেছে,সে শান্ত স্বরে বললো "এই মুহুর্তে এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই।" অবন্তী আহানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপরে এগিয়ে গেলো হোটেলের কাচের জানালারটার দিকে। আহান বুঝতে পারলো পরিস্থিতি এই মুহুর্তে ঠিক করা সম্ভব না। তাই সে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে পড়লো। ওয়াশরুমে শাওয়ারের জলের তলায় দাঁড়িয়ে আহান ভাবছে, কিছূ মানুষের অতি জিনিস টা বলতেই ভয়ঙ্কর অনুভূতি হয়। হয়তো তৃষ্ণার ক্ষেত্রেও হয়তো তাই। তৃষ্ণা মেয়েটা আহানের ভাইকে খুব ভালো বাসতো, তারা দুজনেই একে অপরের ভালো বন্ধু ছিল, তারা বিয়ে করতে চাইলেও তাদের কোন দিকেই সমস্যা ছিল না। কিন্তু ভাগ্যের খেল খুবিই নিষ্ঠুর,যে যাকে চায় তাকে সে পায় না। ওয়াশরুমে থেকে বেরিয়ে আহান দেখলো অবন্তী এখনো জানালার পাশে দাঁড়িয়ে আছে। আহান প‍্যান্ট ও টি-শার্ট গায়ে জরিয়ে অবন্তীর দিকে এগিয়ে গিয়ে বললো,সকালের জন‍্যে আমি দুঃখিত,আসলে এমন আচরণ করাটা ঠিক হয় নি..." আহানের কথার মাঝেই অবন্তী ঘুরে দাঁড়িয়ে বললো "আহান!তুমি কি জানতে তোমার ভাই ও আমার এখানে আসার কথা ছিল?" অবন্তীর কথা শুনে আহান কি বলবে ভেবে পেল না। অবন্তী কাঁদছে, আহান বুঝে উঠতে পারলো না এখন কি করা উচিৎ এমন সময় আহানের ফোন বেজে উঠল,তৃষ্ণার ফোন। ********* তৃষ্ণার ফোন পেয়ে আহার তার রুমে গিয়ে দেখে বিছানায় অনেকগুলো শাড়ি এলোমেলো হয়ে পড়ে আছে। আহান অবাক হয়ে বলো "একি এতো শাড়ি কেন?" তৃষ্ণা আহানের হাত ধরে টেনে এনে বিছানার একপাশে বসিয়ে বললো "কোন কথা নয় আহান, এগুলো দেখে বলো তো কোন শাড়িটা পড়বো" আহান বেডে পরে থাকা শাড়ি গুলো একটা একটা করে হাতে নিয়ে দেখতে লাগলো।সবগুলো শাড়ি একদম পাতলা নেটের,আহান সবগুলো দেখে নিয়ে বললো "এগুলো পরে পার্টিতে যাবে তুমি?" তৃষ্ণা আহানের পাশে বসে বললো " কেন! এগুলো পড়ে পার্টিতে গেলে কি সমস্যা?" আহান তৃষ্ণার হাত ধরে বললো "অনেক সমস্যা,এগুলো একদম পরা যাবে না" আহানের কথা শুনে তৃষ্ণা তারা দাঁত দিয়ে ডান হাতের আঙ্গুলের নখ কাঁমড়ে লাগলো। এটা দেখেই আহান বুঝলো তৃষ্ণা এসব ছাড়া আর কিছু আনেনি। তাই তৃষ্ণাকে নিয়ে আহান চলে এলো তার রুমে। রুমে এসে আহান অবন্তীকে বলার পরে অবন্তী তৃষ্ণাকে তার শাড়ি দিল পড়তে। সাজসজ্জা শেষ করে তৃষ্ণা রুম থেকে বেরিয়ে আহানকে বললো " অবন্তী পার্টিটে যাবে না" আহান তৃষ্ণার দিকে তাকিয়ে বললো " তা আমিও জানি,এখানে আসার কারণে রেগে আছে" ********* আহান ও তৃষ্ণা পাশাপাশি হাঁটছে, বাতাসে তৃষ্ণার খোলা চুলগুলো উড়ছে আর তৃষ্ণা বার বার দুহাতে সেগুলো সামলানোর চেষ্টা করছে। তৃষ্ণার পরনে ফ্লোরাল প্রিন্টের নীল রঙের শাড়ি। তাতে সুরমা রঙের জমিনের ওপরে ফ্লোরাল মোটিফ ও সোনালি জরির কাজ করা। শেষ বিকেলের কনে দেখা মিষ্টি আলোর আভা যেভাবে সমুদ্রের নীল জলে পরে ঝিকমিক করে। ঠিক তেমনি আসেপাশের বাতির আলোয় তৃষ্ণার পড়নের শাড়িটাও ঝিকিমিকি করছে। তারা বেশ অনেকখন হলো হাঁটছে কিন্তু তৃষ্ণা তাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা তার অজানা। একসময় তারা একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো বাইরের দিকে তাকিয়ে দেখে বাড়িটা খুব ঝাকঝমক পূর্ণ ভাবে সাজানো। ভেতরে অনেক মানুষের কোলাহল শুনা যাচ্ছে। দেখেই মনে হচ্ছে কোনো অনুষ্ঠান হচ্ছে, বা পার্টি। গেটের দিয়ে ভেতরে ডুকে দরজা দিকে এগিয়ে যেতেই আহান অবাক হয়ে দেখলো একটা গ্লাস হাতে রাত্রি এগিয়ে আসছে তাদেরদিকে। রাত্রির পোশাক বেশ উগ্র,কালো রঙের একটা ড্রেস পরে আছে রাত্রি,ড্রেসটা রাত্রির হাটুর কিছুটা ওপর থেকে শুরু হয়ে তার গলায় ঝুলছে। রাত্রি এগিয়ে এসে তৃষ্ণার সাথে ,hug,করে বললো,"হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ!তুমি আসবে একথা ফারুক কেউকে বলেনি" তৃষ্ণা বললো "আমার আসার কথা ছিলনা তাই বলেনি,ফারুক কোথায়?" রাত্রি আহানের দিকে তাকিয়ে বললো "বুঝতে পারছি !ফারুক ভেতরে দোতালায়" তৃষ্ণা রাত্রির কথা শুনে আহানের হাত ধরে বললো " চলো আহান" কিন্তু রাত্রি আহানের অন‍্য হাতটা টেনে ধরে বললো " তৃষ্ণা তুমি আগে গিয়ে দেখা করো, আহানের আমার কিছু কথা আছে।" তৃষ্ণা আহানের দিকে তাকাতেই আহান মাথা নাড়িয়ে তাকে যেতে বললো। তৃষ্ণা চলে যেতেই রাত্রি আহানকে নিয়ে বাড়িটার এক কোনায় একটা গাছের নিচে এসে দাড়ালো। তারপর গাছে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আহানে দিকে দেখতে লাগলো সে। প্রায় ছয় ফিটের উচ্চতা আহানের,পেশিবহুল পেটানো শরীর দেখে দাঁত দিয়ে তার হালকা লিপস্টিক দেয়া ঠোঁট কাঁমড়ে ধরে সে,আহান গায়ের টি-শার্ট টা যেন যেন তার সাজানো পেশী গুলোর সাথে চেপে বসে বলতে চাইছে, দেখো আমাকে, স্পর্শ কর আমাকে।চোখ বন্ধ করে নিলো রাত্রি,তারপর তার হাতে থাকা গ্লাসে চুমুক দিয়ে বললো "তোমার এখানে আসা ঠিক হয়নি আহান" আহান রাত্রির দিক থেকে মুখ ঘুরিয়ে বাড়ি গেটের দিকে তাকিয়ে দেখলো অনেক বিবেশী লোক আছে এখানে।পার্টিতে সব মেয়েরাই এসেছো ছোট ছোট কাপড় পরে, যেখানে তাদের শরিরের অনেক অংশই দেখা যাচ্ছে। আহান আবারও রাত্রির দিকে তাকিয়ে দেখলো রাত্রি তার দিকে তাকিয়ে হাসছে "রাত্র হাসছো কেন?" রাত্রি এগিয়ে এলো আহানে সামনে,হাতে থাকা গ্লাসের মুখের দিকটা আহানের হাতের পেশীতে বোলাতে বোলাতে বলে "এখানে এমন অনেকে মিডেল এজ স্লাট আছে যারা তোমার মত এমন তরতাজা যুবক দেখলে কাঁঠালের আঠার মতো গায়ে লেগে পরতে চাইবে,আর আমি চাইনা ওরা তোমার কাছে আসুক" কথার মাঝে একটু থেমে রাত্রি গ্লাসটা তার ঠোঁটে একটু বুলিয়ে নিয়ে একটা লম্বা চুমুক দিয়ে বললো ― তাছাড়া ফারুক কিন্তু আর আগের মতো নেই আহান। আগে যে ফারুকে তুমি চিনতে সে পাল্টে গেছে।এখন তোমার একমাত্র উপায় আমি। আহান রাত্রির থেকে কিছুটা দূরে সরে গিয়ে বললো ― রাত্রি আমি তোমার কোন কথাই বিশ্বাস করবো না। ― ঠিক আছে বিশ্বাস করতে হবে না,তবে আবারও বলছি তৃষ্ণা কে নিয়ে আসা ঠিক হয়নি। বলতে বলতে রাত্রি আবারও গ্লাসে একটা চুমুক দিয়ে এগিয়ে এসে আহানের কাঁধে হাত রেখে বললো "তুমি আমার ওপড়ে এখনো রেগে আছো তাই না" আহান রাত্রির হাতটা তার কাঁধ থেকে নামিয়ে বললো "না" এমন সময় তৃষ্ণার ফোন এলো, আহান ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে তৃষ্ণা বললো ― আহান! ফারুক দেখা করতে চাইছে না। ― হোয়াট!? ― আহান রাগ করো না, আমি ব‍্যাপারটা দেখছি পার্টিটা শেষ হতে দাও..... আহান ফোন কেটে দিতেই রাত্রি হাসতে হাসতে বললো "আহান আমার অফার এখনো আছে" আহান কিছু না বলে ভেতরে ঢোকার দরজা দিকে এগিয়ে গেল।পেছন থেকে রাত্রি ডাকছে" আহান দাঁড়ায়, আহান!" কিন্তু আহান যেসব না শুনে দরজা দিয়ে ভেতরে ঢুকে চার দিকে তাকিয়ে দেখতে লাগলো। বেশ বড় আয়োজন,পার্টিতে প্রায় সব ক্যাপল নিজেদের মতো নাচছে, অনেকের হাতেই মদের গ্লাস।আহান দেখলো সিড়িটা কাছে দুইজন পালোয়ান টাইপ লোক কালো টি-শার্ট ও প‍্যান্ট পরে দাঁড়িয়ে আছে।আহান সিঁঁড়ির সামনে আসতেই একজন আহানর পথ আটকে দিয়ে বললো, "স‍্যার ইটস প্রাইভেট এরিয়া প্লিজ লিভ" এতখনে রাত্রি আহানের পেছনে এসে দাঁড়িয়ে বললো "হোয়ার ডু ইউ থিংক ইউ আর গোইং" রাত্রির কথা শুনে লোক দুটো রাত্রির দিকে তাকিলো। আর সেই সুযোগে সবাইকে অবাক করে আহান লোক দুটোকে দুহাতে সরিয়ে দিয়ে সিঁড়ি বেয়ে উঠে গেল ওপরে। এদিকে লোক দুটো নিজেদের সামলে নিয়ে ছুটলো আহানের পেছনে। Continue......
Parent