ভাঙনের পরে - অধ্যায় ৩১

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-64501-post-5749584.html#pid5749584

🕰️ Posted on September 25, 2024 by ✍️ Henry (Profile)

🏷️ Tags:
📖 298 words / 1 min read

Parent
রাতে একটু না স্নান করলে শান্তি নেই। সেই হাসপাতাল থেকে বাড়ি না ফিরে সুচিত্রা আর অংশুকে নিয়ে এই মলে আসা। সুচি প্রেসার কুকারে রান্না বসিয়েছে। অংশু টিভি চালিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নিউক্যাসল আর চেলসির ম্যাচ দেখছে। ও খুব ল্যাম্পার্ডের ভক্ত। এই সময় স্নানটা সেরে নিতে ঢুকে পড়ল জয়ন্ত। বাথরুমে ঢুকলে জয়ন্তেরই এই ভুলটা হয়। হাতের কাছে সাবান শ্যাম্পু মেলে না। অথচ সুচিত্রা এসেই ঠিক ঐ জায়গা থেকেই খুঁজে বার করবে। আজ জয়ন্ত ঠিক করল থাকের মধ্য থেকে নিজেই বার করবে। সাবান শ্যাম্পু, ফেসওয়াশ, পেস্ট, ব্রাশ, হ্যান্ডওয়াশ সব যেন এক জায়গায় এসে জমা হয়েছে। তার মধ্যে কোনটা যে কি, জয়ন্তের বড্ড সমস্যা হয়। অবশেষে সাবানটা খুঁজে পেল বটে, তার আড়ালে একটা বোতলের দিকে নজর গেল তার। বোতলের গায়ে গ্রীক দেবীর ভাস্কর্য্য। আয়ুর্বেদিক তেলের বোতল। এই বোতলটি তো এর আগে কখনো এখানে দেখেনি জয়ন্ত। বোতলের গায়ে আঁকা গ্রিক ভাস্কর্যটি নগ্ন। তার তলায় লেখা 'ম্যাসোলিন, ব্রেস্ট হারবাল অয়েল'। জয়ন্ত বিস্মিত হল। এ বাড়িতে ব্রেস্ট ম্যাসাজের জন্য এই তেল কে ব্যবহার করবে? সুচি কি তেতাল্লিশ বছর বয়সে হঠাৎ তার দেহ নিয়ে সচেতন হয়ে পড়ল? হঠাৎ করেই বা তার কেন মনে হল তার ছোট স্তনদুটি পুষ্ট হওয়া দরকার? ম্যাসোলিনের বোতলটি তুলে দেখতে গিয়ে একটা চিনে মাটির বাটি নজরে এলো জয়ন্তের। বেশ আড়াল করে রাখা আছে কয়েকটা ডিবের পেছনে। জয়ন্ত বুঝতে পারলো বাটির পেস্ট করা অর্ধতরল দ্রব্যটি ফেনুগ্রিক, যাকে বাংলায় মেথি বলে। এই মেথির পেস্টের ব্যবহার মেয়েরা স্তনের আকার বাড়াতে করে থাকে। জয়ন্ত ডাক্তার, সে এই মেথির গুনাগুন জানে। মেথির বাটনের প্রলেপ নারীর স্তনকে পুষ্ট করে, নারীর স্তনের ঝুলে পড়া আটকায়। অনেক সময় দুগ্ধবতী নারীর দুগ্ধক্ষরণ বাড়াতে সাহায্য করে। শুধু ম্যাসোলিন নয়, স্তনকে বড় করে তুলতে সুচি মেথিরও ব্যবহার করছে। নিজের দেহ নিয়ে সুচিত্রা হঠাৎ এত মরিয়া হয়ে উঠল কেন? সে কি টের পাচ্ছে তার স্বামী পরনারীর প্রতি আসক্ত হয়ে পড়েছে? সেই প্রতিযোগিতায় তাকে স্বামীর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠার জন্যই কি এত তৎপরতা? ***
Parent