ভাঙনের পরে - অধ্যায় ৬৫

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-64501-post-5800281.html#pid5800281

🕰️ Posted on November 9, 2024 by ✍️ Henry (Profile)

🏷️ Tags:
📖 304 words / 1 min read

Parent
পর্ব: ১৬ বড় সোফাটার তলায় বসে প্লাস্টিকের টুকরো টুকরো ছবিগুলোতে জোড় লাগাচ্ছে বিল্টু। সুচিত্রা দুপুরের রান্না সেরে বসেছে কলেজের ছেলেমেয়েদের ক্লাস টেস্টের খাতা নিয়ে। লাট্টু ওর চারপাশেই ঘোরাঘুরি করছে। সুচি কাল এই পাজল গেমের খেলনাটা এনে দিয়েছে বিল্টুকে। একটা ডায়নোসরের ছবিকে আট টুকরো করা। জোড় লাগিয়ে সম্পূর্ণ করে তুলতে হবে। শিশুর বুদ্ধিবিকাশের জন্য বেশ প্রয়োজনীয় এই খেলার সরঞ্জাম। আজকাল কিন্ডারগার্টেন কলেজ গুলোতে এমন কত পাজল দেওয়া হয় শিশুদের। অংশু দেখলে কিছুতেই বিল্টু ওটা ঠিকমত সাজাতে পারছে না। বললে---মা, ওর দ্বারা হবে না। দেখো কেমন লেজের দিকটা সামনে আটকে ফেলেছে।  ছাত্র-ছাত্রীদের পরীক্ষার খাতা থেকে চোখ সরালো সুচি। চশমার ওপর দিয়ে দেখতে লাগলো বিল্টুর প্রচেষ্টা। ছেলের দিকে তাকিয়ে বললে---আসলে ও' বোধ হয় ডায়নোসর কেমন হয়, তা ঠিক জানে না।  অংশু দেখলে কথাটা ঠিক। মা ভুলটা ধরতে পেরেছে। মেঝেতে বিল্টুর পাশে বসে পড়ল সে। এলোমেলো টুকরোগুলো সাজিয়ে ওকে চেনালো প্রথমবার ডায়নোসরের অবয়ব। মা অংশুকে বললে---আবার তুই ওটা এলোমেলো করে দে। ও' নিজে করুক এবার। অংশু তাই করল। টুকরোগুলো আলাদা করে ছড়িয়ে দিল। সুচিত্রা ও অংশু দুজনেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে বিল্টু কি করে। বেশ কিছুটা সময় নিচ্ছিল সে। তাই অধৈর্য্য হয়ে বিল্টু ওকে সাহায্য করতে যেতেই মা বাধা দিয়ে উৎসাহিত হয়ে বলল---দাঁড়া, দেখ না কি করে।  একটা সময় পরে সম্পূর্ন ছবিটা বানিয়ে দিল বিল্টু। সুচিত্রা হাততালি দিয়ে উৎসাহিত করল বিল্টুকে। বিল্টুর মুখেও আনন্দের হাসি। অংশু মায়ের এই উৎসাহ দেওয়াতে কাজ হয়েছে দেখে খুশি হল।   মা বলল---অংশু, যা এবার স্নান করে নে। তোর বাবা আসতে দেরী আছে। তোকে খেতে দিয়ে দিই।  বিল্টু-লাট্টু খেয়ে নিয়েছে। মা ওদের ভাত খাইয়ে দিয়েছে আগেই। অংশু চলে গেল স্নানে। যাবার আগে দেখল নাইটির হুক খুলছে মা। বিল্টু-লাট্টু অধির অপেক্ষায় মায়ের দুপাশে। মা ওদের দুধ দেবে।  মায়ের এই বুকের দুধ দেবার আগে ওদের বড্ড খুশি খুশি দেখায়। অংশু দেখল মা নাইটির হুক খুলে দুটো স্তনকে বার করে এনেছে। আর বের করে আনার সাথে সাথেই বিল্টু-লাট্টু দুজনেই মায়ের কোলে উঠে দুধ খেতে শুরু করল।  ***
Parent