বিবাহ - অধ্যায় ২০

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-71323-post-6089462.html#pid6089462

🕰️ Posted on December 2, 2025 by ✍️ Ranaanar (Profile)

🏷️ Tags:
📖 232 words / 1 min read

Parent
পরদিন নেহার মায়ের ফোন আসতে ও একদিন ছুটি নেবে বলল। সেই সময় হঠাৎ আমার শাশুড়ি এসে উপস্থিত ফ্ল্যাটে। সুনীতা: নেহা নেহা: হ্যাঁ ম্যাডাম । সুনীতা: আমার মনে হয় । কালকের তোমাদের শো এমনি ভাল হয়েছে। নেহা: জানিনা ম্যাডাম। আপনারা বলতে পারবেন। সুনীতা: সুজয় চেষ্টা করেছে বাট স্টিল নট আপ টু দ্য মার্ক। টাইম লাগবে। ওকে গুড ট্রাই। সুনীতা: সুজয় আমি: হ্যাঁ সুনীতা: আরেকটু স্মার্টনেস চাই। নেহা: ওকে ম্যাডাম। সুনীতা: নেহা, সুজয়ের আরেকটু এক্সপোজার দরকার। নেহা: মানে কি ভাবে ম্যাডাম। সুনীতা: আরো মানুষজনের সামনে ওকে ওপেন করার দরকার আছে। নেহা আমার দিকে তাকালো। সুনীতা: আমি ভাবছি ধরো। ওকে একদিন করে আমার সাথে অফিসে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। নেহা: অত লোকের সামনে? আসলে ওনার তো.. সুনীতা: আবার সেই তোমাদের পুরোনো চিন্তা ভাবনা। দিন পাল্টেছে নেহা। সুজয়কে তৈরী হতে হবে। আরো প্রোগ্রাম আসবে। নট নেসেসারী সব প্রোগ্রাম বাড়িতে হবে। অফিসের অ্যানুয়াল গেটটুগেদারে আমি ভাবছি ওকে এক্সপোজার দেবো। সেখানে প্রেশার নিতে না পারলে আমার মান সম্মান কিছু থাকবে বলো। আমি চুপ করে বসে আছি। নেহা: ওকে ম্যাডাম। দেখছি। সুনীতা: সকালের প্র্যাকটিস আর সুইমিং কেমন হচ্ছে। নেহা: ঠিকঠাক ম্যাডাম। সুনীতা:যাইহোক । তুমি কাল ছুটি নিচ্ছ। নেহা: হ্যাঁ ম্যাডাম কোন অসুবিধা? সুনীতা: না না। কাল টুলু আসবে ওর দুটো বন্ধুকে নিয়ে। নেহা চুপ করে দেখল। সুনীতা: একটা ছোট এক্সপোজার করানো যেতে পারে। এনি ওয়ে দেখি। সুনীতা চলে গেল। আমি: নেহা। নেহা: ভয় পাবেন না স্যার। বলতে' খারাপ লাগছে, লজ্জা ছাড়ুন। এখানে কেউ আপনাকে চেনে না। এটাই মাথায় রাখবেন।
Parent