বিজয়ের বিসিএস জয় - অধ্যায় ৬

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-51681-post-5137403.html#pid5137403

🕰️ Posted on February 16, 2023 by ✍️ মহাবীর্য্য দেবশর্ম্মা (Profile)

🏷️ Tags:
📖 269 words / 1 min read

Parent
আমার জানা নাই এই কাহিনীর কথা কাহারও মনে আছে কি না! এই লেখনীর সূত্রপাত ঘটিয়াছিল বহুদিন পূর্ব্বে তাহার পর গঙ্গা দিয়া বিস্তর জল বহিয়া গেলেও আমি আর এইপথ মাড়াই নাই, কেন তাহা জানিনা! কামসর্ব্বস্ব একটী ফোরামে আমি কামবর্জ্জিত কাহিনী লিখিবার প্রয়াস করিয়াছিলাম, জানিয়াই করিয়াছিলাম যে মুখ থুবড়াইয়া পড়িবে! তবুও লিখিয়াছিলাম, আমার উপর এমনিতেই আঙ্গুল উঠিয়া থাকে আমি সেইভাবে কামকাহিনী লিখি না, যৎসামান্য যাহা থাকে তাহা কেবল ফোরামের মান রাখিবার নিমিত্তে থাকে! আর এই কাহিনীতে তো প্রথম রিপুকে সেই স্থানও দিই নাই। সুতরাং, স্বাভাবিক নিয়মেই পাঠককুল নিরাশ হইয়াছেন! এই কাহিনী ভবিষ্যতে কখনও কামাগ্নির কবলে পড়িবে কীনা উহা স্বয়ং ভবিষ্যৎ কহিতে পারিবে! তবুও এইটুকু কহিতে পারি, এই ফোরামের মান রাখিবা হেতু এই কাহিনীতে শরীরী প্রেম রাখিবার প্রয়াস থাকিবে তবে তাহা কবে হইবে কহিতে পারিতেছি না, কামের কাহিনী আর কাহিনীতে কাম এই দুইয়ে একটিই মৌলিক পার্থক্য আছে, প্রথমটিতে কামের কথা বলিবার স্বার্থে কাহিনীর নির্ম্মাণ ঘটিয়া থাকে আর দ্বিতীয়টিতে কাহিনীর ঘনঘটায় কামের আগমণ ঘটে। আমার এই কাহিনী দূর্ভাগ্যবশতঃ দ্বিতীয় শ্রেণীভুক্ত! যাহা হউক বিস্তর কথা বলিলাম, শেষে এইটুকু বলিতেছি, একশত সত্তর রেপুমানের এই দীর্ঘ যাত্রাকালে আমি গুটিকয়েক স্থায়ী পাঠক যোগাড় করিতে সমর্থ হইয়াছি। আমি যাহাই লিখি তাহা যতই দুষ্পাঠ্য হউক তাহারা পড়িবেই, কিন্তু ইঁহাদের মধ্যেই একজন আছেন যিনি এই গল্পটির প্রতি তীব্র আকৃষ্ট হইয়াছিলেন, কখনও উদগ্রীব চিত্তে তিনি 'অপেখ্যায়' থাকেন তো কখনও এই কাহিনীর কী নূতন হালনাগাদ হইবে না বলিয়া শঙ্কিতচিত্তে প্রশ্ন করেন আবার কখনও কাহিনীটির অকালমৃত্যু ঘটিয়া গিয়াছে বলিয়া অভিমানী হন। বলা যাইতে পারে শুধু এবং শুধুমাত্র তাঁহার কথা ভাবিয়াই এই কাহিনীকে মৃতবৎ না ফেলিয়া রাখিয়া আজ পুনরায় সঞ্জীবন করিবার প্রয়াস করিলাম! আর আপনি মহাশয় যদি নূতন পদার্পণ করেন তবে পূর্ব্বের তিনটি ক্ষুদ্র পর্ব্ব পড়িতে পারেন! ★  চতুর্থ পর্ব্ব প্রথমাংশ আজ আসিতেছে ★
Parent