বিজয়ের বিসিএস জয় - অধ্যায় ৯

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-51681-post-5138190.html#pid5138190

🕰️ Posted on February 17, 2023 by ✍️ মহাবীর্য্য দেবশর্ম্মা (Profile)

🏷️ Tags:
📖 233 words / 1 min read

Parent
সত্য বলিতে তুমি বাস্তবিক উত্তম কহিয়াছ। উত্তরণ কাহিনীর চতুর্থ পর্ব্ব আসিবার কাল বাস্তবিক সুদীর্ঘ হইয়াছে। ভুলিয়া যাওয়া খুব স্বাভাবিক! আমি স্বয়ং এই কাহিনীর কথা ভুলিয়া যাইবার চেষ্টায় খামতি রাখি নাই কিন্তু এক মহাপাজি লোক যতবার আমি ভুলিয়া যাইবার চেষ্টা করিয়াছি ততবার উদগ্রীব চিত্তে আসিয়া আমাকে এই কাহিনীর কী সমাপন হইবে না বলিয়া খোঁচা দিয়াছে! এমন নাছোড়বান্দা পাঠক জুটিলে না লিখিয়া পরিত্রাণ আছে! অগত্যা লিখিতেই হইল! আনিতেই হইল চতুর্থ পর্ব্ব! ধরিয়া বাঁধিয়া আনাইয়া লইল বলিলেও অত্যুক্তি হইবে না! যাহা হউক বিলম্বহেতু তোমাকে যে পূর্ব্বকাহিনী ফের পড়িতে হইয়াছে জানিয়া কিন্তু খুশীই হইলাম, ইহাকে একটু ঘুরাইয়া যদি কহি আমার কাহিনী জ্যেষ্ঠর এত ভাল লাগিয়াছিল যে দুই দুইবার পড়িয়াছে! দোষ দিতে পারিবে না! তোমার মেমোরি গেম কনসেপ্ট ভাল লাগিল, যদি কপিরাইট না মারিবার আজ্ঞা দাও তো কোন কাহিনীতে গুঁজিয়া দিব! সে যাহা হউক, আমি চেষ্টা করিব যত সত্ত্বর সম্ভব পরবর্ত্তী পর্ব্ব আনিতে বারম্বার খোদ বুম্বা মহাবীর্য্যের কাহিনী দুই-দুইবার পড়িতেছে ইহা ভাল দেখায় না লোকেও বদনাম করিবে যে অনুজ হইয়া জ্যেষ্ঠ ভ্রাতাকে কীরূপ নাজেহাল করিতেছে! মহাবীর্য্য এখন মহাপাষণ্ড হইয়া গিয়াছে বলিয়া দিবে! তাই ওই ভুল না করিবার চেষ্টা করিব। তোমার কাহিনী ভাল লাগিয়াছে ইহা জানিয়া ভাল লাগিল। আর লেখক পাঠক সম্পর্ক তো চিরকাল মধুর। সে আমি তোমার পাঠক হই বা তুমি আমার কীই বা যায় আসে। জ্যেষ্ঠ তুমি আমার, আমাকে উপদেশ না দিলে ঠোঁট ফুলাইব! উপদেশ পাইলে মন খারাপ করিব কেন! সত্য বলিতে  ক্ষণকালের যাত্রী আমরা, কিছুটা সময় যখন কাটাইব তখন নাহয় একটু গপ্পো করিয়া, আমোদ করিয়া কাটুক!
Parent