বিয়ে - অধ্যায় ১

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-70722-post-6051317.html#pid6051317

🕰️ Posted on October 6, 2025 by ✍️ Ranaanar (Profile)

🏷️ Tags:
📖 511 words / 2 min read

Parent
ছোটবেলা থেকেই  আমি একা। এক পিসির কাছে মানুষ । বিধবা পিসির ছেলে মেয়ে ছিল না। গ্রামে বাড়ি এবং সম্পত্তি । তবে শহরে একটা বাড়ি ছিল। সেখানেই আমাকে নিয়ে থাকতেন । আমার পড়াশোনা থেকে চাকরি পাওয়া সবই ওখানে ।  চাকরি পাওয়ার পর ওনার ইচ্ছা ছিল আমার বিয়ে দিয়ে উনি গ্রামে চলে যাবেন । বাড়িটা আমার নামে লিখে দিলেন। বিয়ের ব্যাপারে দু একজন আসতে শুরু করেছে । ওই অবধিই। একদিন,  সেদিন রবিবার । বিকেল বেলা বসে আছি আমি আর পিসি । হঠাৎ দরজায় বেলের শব্দ । উঠে গিয়ে দরজা খুললাম। এক ভদ্রমহিলা দাঁড়িয়ে । দরজা খুলতে ভিতরে এলেন। একটু অবাক হলাম। আমার উচ্চতা পাঁচ ফুট  দশ ইঞ্চি। ইনি কম করে ছয় ফুট  হবেন। দশাসই ফিগার । সুন্দর করে শাড়ি পরা । ভদ্রমহিলা: তুমি  কি সুজয়? আমি: হ্যাঁ । ভদ্রমহিলা: আমি, সুনীতা রায়। তোমার পিসি আছেন। আমি: আসুন । ভিতরে আসতে আসতে ভাবছি এই রকম লম্বা চওড়া বাঙালি মহিলা আমি কখনো দেখিনি । যাই হোক ওনাকে আনলাম ভিতরে। উনি এসে বসলেন । পিসির সাথে আলাপ করলেন। বুঝলাম উনি বিয়ের ব্যাপারে এসেছেন। উনি পিসির সাথে কথা বলছেন যখন তখন ভালো ভাবে লক্ষ্য করলাম ওনাকে । চেহারা দশাসই কিন্তু মেদবহুল নয়। মনে হল রীতিমতো মুগুর ভাঁজা চেহারা । কি জানি । হাতের পেশী দেখলাম  বিরাট। সাধারণ ভাবে বসে আছেন তাতেই যা বাইসেপ ট্রাইসেপ । দেখলাম উনি ওনার মেয়ের বিয়ে দেওয়ার জন্যই কথা বলতে এসেছেন। ওই ঘরে আমাদের দুটো ই চেয়ার ফলে পিসি আর সুনীতা দেবী মুখোমুখি বসেছে। আমি দাঁড়িয়ে আছি । ওরা কথা বলছেন । হঠাৎ আমার একটা পুরানো কথা মনে হতে আমার ঘরে গেলাম । আমার একটা শখ ছিল এককালে, কাগজের খেলাধুলার পাতার কাটিং জমানো। এক একটি খাতায় এক এক বছরের ছবি আর খবর। প্রথম দিকের দু তিনটে খাতা দেখতেই রহস্য উদঘাটন হল। সুনীতা রায়ের নাম ছিল, সুনীতা মিত্র । বিয়ের পর রায় হয়েছেন । তার থেকেও  বড় কথা উনি এক সময়ের  দেশের মহিলা বডি বিল্ডিংয়ের চ্যাম্পিয়ন । যদিও সেই  সময়  দেশে হয়তো পাঁচ জন ই মহিলা বডি বিল্ডার ছিল। কিন্তু উনি টানা চারবার চ্যাম্পিয়ন । তার থেকেও  বড় কথা পঞ্চম বছরে পুরুষ- মহিলা মিলিয়ে এই প্রতিযোগিতা  হয়ে ছিল । উনি দ্বিতীয় হয়েছিলেন । পুরো ঘটনা গুলো মনে পড়ে গেল । পিসি: সুজয়, কোথায় গেলি? আমি: আসছি। ঘর থেকে বেরিয়ে এলাম । পিসি উঠে দাঁড়াল । পিসি: প্রণাম কর। বলে পিসি রান্না ঘরের দিকে  গেলেন। চা করতে। আমি সুনীতা দেবীর সামনে এসে প্রণাম করলাম । উনি সস্নেহে আমার হাতের কনুইয়ের ওপরটা ধরলেন তাতেই মালুম পেলাম ওনার ক্ষমতা । উনি আমাকে নিজের দিকে টেনে হঠাৎ আমাকে নিজের বাঁ পায়ের ওপর বসিয়ে নিলেন। আমি যেন বাচ্ছাদের মত বসে পড়লাম । দেখি ওনার মুখে মুচকি হাসি । আমি অস্বস্তিতে পড়ে গেলাম । উনি আমার গায়ে, মাথায় হাত বুলিয়ে দিলেন । সুনীতা: তোমার কাজ কর্ম ঠিক চলছে? বললাম । কিন্তু বাচ্ছাদের মত ওনার পায়ের ওপর বসে খুব লজ্জা করছে। সেই সময় পিসি এসে চা রেখে বসল। আমার অবস্থা দেখে পিসিও হেসে ফেলল। সুনীতা: আপনার ভাইপো, তো দেখছি খুব ভালো ছেলে । পিসি: হ্যাঁ,  তা ঠিক । আমাকে ছেড়ে দিতে আমি উঠে দাঁড়ালাম। সুনীতা: আপনার চিন্তা নেই দিদি বিয়ের ব্যাপার আমিই সব করে নেব। আপনি নিশ্চিন্ত । উনি চলে গেলেন । আমরা ভিতরে চলে এলাম । পিসি(হেসে): বলবান শাশুড়ি ।
Parent