ব্যাগেজ by dimpuch - অধ্যায় ৫

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-40268-post-3626806.html#pid3626806

🕰️ Posted on August 23, 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags:
📖 359 words / 2 min read

Parent
স্পেশাল অপারেশন গ্রুপ এর এসি , সিরাজ আলি মণ্ডল। প্রচণ্ড সৎ, আর বুদ্ধিমান। জীবনে কোন আনশোল্বড কেস নেই।কমিশনার এর ঘরে। ঊল্টো দিকে বসে কমিশনার আর দিল্লীর এক বড় অফিসার। ...... শুনুন মীঃ মণ্ডল। রোহিত বর্মা আর তার বাবা অবিনাশ বর্মা। এমন কোন দুষ্কর্ম নেই যে করেনা । কিন্তু কোন ফাক রাখে না। তার উপর বাবা এমপি। তাই এদের ধরতে যথেষ্ট প্রমাণ চাই।বেআইনি অস্ত্র , সোনা পাচার , জাল নোট এমনকি মেয়েছেলের ব্যাবসা। হাওলা কারবার তো আছেই । রোহিত এর প্রমোটারি ব্যবসা স্রেফ চোখে ধুলো দেওয়া ছাড়া কিছু না। আমরা একজনকে ঢুকিয়ে দিয়েছি ঐ গ্যাং এ। কিন্তু তার সময় চাই। ২-৩ বছর লাগবে। বিদেশের সাথে যোগাযোগ আছে। বুজতে পারলে ভাগবে। উগ্রপন্থী দের সাথেও যোগাযোগ আছে। কিন্তু রাজনৈতিক ক্ষমতার জন্য কিছু করা যাচ্ছে না। প্রমাণ চাই। এমন প্রমাণ যাতে একবার ঢোকালে আর বেরোতে না পারে । আমাদের লোক আপনার সাথে যোগাযোগ করবে, নাম পার্থ। .........পার্থ? অর্জুন এর নাম । .........হ্যাঁ, সব্যসাচী, ফাল্গুনি, কৃষ্ণসখা,বৄহননলা অনেক নাম। ......আমিও এক অর্জুন কে খুঁজছি। প্রথমেই ওদের কয়েকটা কনসাইনমেণ্ট জব্দ করতে হবে। তাহলেই ওরা অন্য দিকে শিফট করবে, তাতে সুবিধা হবে।অবসরের আর ৪ বছর আছে, এর ভিতর কব্জা করবই। আর আমার অর্জুন কেও খূজে বার করবো। ছেলেটি আমার খূব প্রীয় ছিল। .........তাহলে এই পর্যন্তই আজ। ফাইল কমিশনার সাহেব এর কাছে আছে। আপনি একমাত্র এনাকে রিপোর্ট করবেন। ......... মণ্ডল সাহেব, আপনি আপনার পছন্দ মতো লোক বলুন, আমি দেবো । ফ্রি হ্যান্ড আপনার। বাড়ি ফেরার পথে, মণ্ডল ভাবছে অর্জুন এর কথা। “ তুই কোথায় রে, অজু। একবারও কী তোর গব্বোর সিং এর কথা মনে পড়েনা। তোকে যে সবাই খুঁজছে, বোন এর কথা মনে পড়েনা রে অজু “ রাতে ধনুর সাথে ফাগু মদ খাচ্ছে। মদ সে খূব কম খায়। আজ এতো গূলো টাকা পেয়ে, ধনুর অণুরোধ এ বসেছে ......ফাগু, আজ ভাইফোঁটা। ......তো ? ফাগু একটু সন্দেহ নিয়ে প্রশ্ন করলো ......মনে পড়েরে একজনকে। না খেয়ে বসে থাকতো। সেই পূচকী বেলা থেকে। ফোঁটা দিয়ে খাবে।আরও ছোটো বয়েসে কোলে বসে ফোঁটা দিতো। মনে পরে রে ...ভীষণ মনে পরে । চোখ ঢেকে বসে পড়লো ধনু। “ কেন আজ বার বার তাকে সবাই মনে করাচ্ছে,এতদিন তো ভূলে ছিলাম।তাই কী, ভুলতে কী পেরেছি তাকে? প্রতি রাতে একবার করে সে আসে, ডাকে “ দা......দাই”। তোকে ভূলিনি বোন, ভুলব না কোনোদিন “ বাঁ হাতে চোখ ঢাকল ফাগু।  
Parent