ছায়ার আড়ালে আগুন -Crime Thriller [Part-2: দ্য গ্যাংওয়ার] - অধ্যায় ১১

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-68052-post-6014744.html#pid6014744

🕰️ Posted on August 21, 2025 by ✍️ indonetguru (Profile)

🏷️ Tags:
📖 317 words / 1 min read

Parent
গল্প: "ছায়ার আড়ালে আগুন" (পার্ট-২: গ্যাংওয়ার) দশম পরিচ্ছেদ: রাতের অস্থিরতায ও সকালে কফির আমন্ত্রণ কলকাতার একটি পুরনো হাভেলির নির্জন কামরায়, রাতের গভীরতা ছিল ভারী। রুবিনা, ৪৩ বছরের, তার দুধের মতো ফর্সা, ছিপছিপে শরীর একটা হালকা সবুজ শাড়িতে জড়ানো, জানালার কাছে দাঁড়িয়ে। তার ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার শরীরে একটা অস্থির কম্পন। তার নরম, দীর্ঘ পায়ের গোড়ালি মেঝেতে স্থির, তার সাদা, মেদহীন পায়ের আঙুল আলোতে ঝকঝক করছিল। তার টানা চোখে কাজলের পাতলা রেখা ক্লান্তিতে ঝাপসা, তার হাতে মেহেন্দির জটিল নকশা ম্লান হয়ে আসছিল। সে জানালার দিকে তাকিয়ে, তার মনে পঞ্চাশ লাখের বাজেয়াপ্ত ড্রাগের কথা ঘুরছিল। ঘরে আতর আর পুরনো কাঠের গন্ধ মিশে একটা গুমোট আবহ তৈরি করছিল। রুবিনা পায়চারি শুরু করল, তার শাড়ির ভাঁজ দুলে উঠল, তার পায়ের শব্দ মেঝেতে মৃদু ছন্দ তুলল। “অংশুমান সেন,” সে ফিসফিস করল, তার কণ্ঠে একটা সংকল্পের ধার। “তার সঙ্গে কথা বলতে হবে।” তার চোখে একটা ধূর্ত পরিকল্পনার ঝিলিক, তার মন রাতভর ঘুরপাক খেল। পরের দিন সকালে, শহরের কোলাহলে রুবিনা একটা ফোন হাতে নিল। তার আঙুল স্ক্রিনে নেচে উঠল, অংশুমানের নম্বর ডায়াল করল। “দারোগাবাবু, আমি রুবিনা,” সে বলল, তার কণ্ঠে একটা নরম, কিন্তু কৌশলী সুর। “আপনার সঙ্গে দেখা করতে চাই।” অংশুমান, ২৮ বছরের, তার ফর্সা, হ্যান্ডসাম মুখে একটা ক্ষীণ হাসি, থানায় যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তার ৬ ফুট লম্বা, জিমে তৈরি শক্তপোক্ত শরীর একটা খাকি ইউনিফর্মে ঢাকা, তার চোখে একটা তীক্ষ্ণ দৃষ্টি। “রুবিনা, জি” সে বলল, তার কণ্ঠে খুশির ঝলক। চলুন না কোনো একটা কফি-শপে গিয়ে মুখোমুখি বসে নাহয় আপনার কথা শুনবো।" "কিন্তু আপনার তো আমার তরফ থেকে চা-খাওয়ানো ডিউ রয়ে আছে! কফি খাওয়ার বিলটা কিন্তু আমি দেবো" -প্রত্যুত্তরে রুবিনা বলে। অংশুমান বলে- "আরে ম্যাডাম চা টা নাহয় একদিন আমি আপনার বাড়ি গিয়ে খেয়ে আসবো। চলুন আজ সাউথ সিটি ক্যাফেতে যাই"! ফোন বন্ধ হতেই রুবিনার ঠোঁটে একটা মৃদু হাসি ফুটল। সে আয়নার সামনে দাঁড়াল, তার শাড়ি ঠিক করল, তার পায়ের আঙুল মেঝেতে সামান্য কাঁপল। ঘরের বাতাসে সকালের আলো আর পরিকল্পনার গন্ধ মিশে গেল, তার চোখে একটা আশার আলো আর খুশির ঝলক জ্বলে উঠল।
Parent