ডোনার(সংশোধিত ও পরিপূর্ণ) - অধ্যায় ১১

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-38585-post-3530641.html#pid3530641

🕰️ Posted on July 25, 2021 by ✍️ Ahsrair (Profile)

🏷️ Tags:
📖 403 words / 2 min read

Parent
গর্ভবতী করে ছাড়া পাবেন মনে করেছিলেন অনিল।কিন্তু বাস্তবিকে হয়নি সেটা।প্রথম পাঁচমাস পাটনায় একরকম আবদ্ধ রেখেছিলেন নিজেকে।এ কমাসে প্রতিবার ডাক্তার দেখানোর পর তাকে টেলিফোনে কি হচ্ছে জানিয়েছে নেহা।আপনি আমাকে দেখতে আসবেন না..নেহার আবদারে প্রতিবার এড়িয়ে গেছেন তাকে।ঠিক পাঁচমাসের মাথায় রাহুল কে নিয়ে পাটনায় এসে পড়েছিলো নেহা। তোমাদের কি মাথা খারাপ রেগে গেছিলেন অনিল..এই অবস্থায় জার্নি করলে কি মনে করে.. আমি কি বলবো..বলেছিলো রাহুল ও শুনলেই না.. কি সে আসলে প্লেনে বলেছিলো রাহুল...কোনো অসুবিধা হয় নি যোগ করেছিলো তাড়াতাড়ি করে পাশে দাঁড়িয়ে মিটমিটি হাসছিলো নেহা জবাবে আর কিছু বলেন নি অনিল। দুপুরে একসাথে খেতে বসা।ডাক্তারের রিপোর্ট বাচ্চার গ্রোথ এসব বিষয়ে বিস্তারিত জানিয়েছিলো উচ্ছ্বসিত রাহুল।চুপচাপ খাচ্ছিলো নেহা তোমরা কদিন থাকবে নিশ্চই আমি কাল চলে যাবো..ও থাকবে..বলেছিলো রাহুল।একটা হার্টবিট মিস হয়েছিলো অনিলের।চকিত একবার তাকাতেই মুখ নিচু করে একমনে খেতে দেখেন নেহাকে।দিনটা চলে যায় দু একটা কুশল কথা হলেও নেহা কিছুটা গম্ভীর থাকে সারাদিন।রাতের খাবারের পর স্টাডিতে বসে টুকটাক গল্প চলে।এক পর্যায়ে হাই তোলে রাহুল। গুডনাইট বাবা.. বলে রাহুল..একটু থেমে রাহুল বেরিয়ে যেতে পূর্ণ চোখে তার দিকে চেয়ে থেকে গুডনাইট... বলে বিদায় নিয়ে নিজেদের ঘরে শুতে চলে যায় নেহাও।রাতে নিজের ঘরে শুতে যান অনিল।একা হতেই নেহার মুখটা ভেসে ওঠেতার মানস্পটে।মাতৃত্বে আরো সুন্দর হয়েছে নেহা।অনিন্দ্য সুন্দর মুখে ফুটে উঠেছে লাবণ্যের আলাদা এক উজ্জ্বল আভা।একটু মোটাও হয়েছে মনে হয়। নক হয় দরজায়.একটু চমকান অনিল..কে বলতে জাবাব আসেনা কোনো।উঠে বসেন অনিল এ নেহা ছাড়া আর কেউ নয়..ভেতরে এসো.. বলতে ঘরে ঢোকে নেহা দরজাটা ভিড়িয়ে এগিয়ে আসে অনিলের দিকে।চমকে যান অনিল।শুধু মাত্র ফিনফিনে একটা নাইটি পরে আছে নেহা।স্লিভলেস তো বটেই কেবল মাত্র ফিতার মত সরু নুডল স্ট্রাপ কাঁধ গলা বাহু বুকের উপরিভাগ সম্পূর্ণ উন্মুক্ত।বেশ সংক্ষিপ্ত উরুর মাঝামাঝি ঝুল স্বচ্ছ নাইটির তলে খোলা ব্রা হীন স্তন প্যান্টি দেখা যাচ্ছে তার।পাঁচ মাসের ভরা পেট বেশ স্ফিত।বিরক্ত হন অনিল রাহুল আছে এমন ভাবে তার ঘরে আসার কি মানে।টেবিল ল্যাম্পের উজ্জ্বল আলো থমকে দাঁড়ায় নেহা।গম্ভীর হন অনিল এ পোশাকে এঘরে আসা উচিত হয় নি তোমার..বলে চেষ্টা করেন নেহাকে তিরস্কারের ও ঘুমিয়ে পড়েছে আর এসব দেখতে তো কিছু বাকি নেই আপনার জাবাব দিয়ে মুখ তুলে সরাসরি তার দিকে চায় নেহা।চোখে তীব্র প্রশ্ন অনুযোগ বিব্রত অনিল তাকাতে ব্যার্থ হয়ে ফিরিয়ে নেন মুখটা আমাকে আপনি ঘৃণা করেন তাইনা..? তীক্ষ্ণ গলায় বলে ওঠে নেহা।চমকে যান অনিল কি বলছো এসব..একেবারেই ঠিক না.. বলে ওঠেন তাড়াতাড়ি।.. তাহলে কেনো আসেন নি..বলে মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে নেহা। আরে কি পাগলামি... তাড়াতাড়ি উঠে দাঁড়ান অনিল। দুঘর পরেই রাহুলের বেডরুম।পুরোনো দিনের বাড়ি পুরু দেয়াল যদিও শব্দ অতটা যাবার সম্ভাবনা নেই তবুও রাতের বেলা হিসাবে একটু ভয়ই পান অনিল।কাঁদছে নেহা কান্নার দমকে কেঁপে উঠছে তার শরীর।
Parent