ধুম্রগড় রহস্যে বড়বৌদি (চতুর্থ পর্ব প্রকাশিত) - অধ্যায় ১৮
না না ভুল ভাবলে ভাই, আমি পাঠকদের চাপে ধুম্রগড়ের নতুন আপডেট আনিনি। তুমি মনে হয় ভুলে যাচ্ছো একদম সূচনাতেই আমি বলেছিলাম বড়বৌদির কল্পনা আমার শৈশবে এসেছিল সেকারণেই আজ যখন আমি নিজে লিখতে শুরু করলাম তখন ঐ চরিত্র আনলাম। তাই এটা কারও চাপে নয়, আমার নিজের ভালবাসার জন্য আমি লিখি। এবার তোমার বাকী প্রশ্নের জবাব দিই,
১। সনাতনের প্রসঙ্গ এল সেভাবেই যেভাবে কর্ণেলের গল্পে ষষ্ঠীর প্রসঙ্গ আসে।
২। তোমার মধ্যে যখন কোন কিছুর আবেগ আসে তখন তোমার শারীরবৃত্তীয় ক্রিয়ার উপর তার প্রভাব পড়ে ফলে স্বাভাবিক নিয়মেই বাপানের জলবিয়োগ থেকে মন সরে গিয়েছিল। তোমার বাস্তব জীবনের অভিজ্ঞতা কি বলে এটা অসম্ভব কিছু নাকি অল্প-বিস্তর সকলের জীবনেই এই অভিজ্ঞতা আসে?
৩। গল্পটার এই পর্ব বা তার আগের পর্ব আরেকবার পড়লে বুঝবে নিশীথ ও বড়বৌদি একে অন্যের প্রতি দূর্বল। তাছাড়া, এই পর্বে একটা জায়গা আছে যেখানে নিশীথ সাহেব বড়বৌদিকে বলছেন, যদি বউয়ের মত শুধু রান্না কেন তাহলে বউয়ের সব কাজ করতে কীসের আপত্তি। তাই, এটা বোঝানো হয়েই গেছে যে বড়বৌদি ও নিশীথদা রাত্রিযাপনের কথা বলছে। হ্যাঁ বলতে পার পুরোটা খোলসা না করে ২ ও ২ এ ৪ করার ব্যাপারটা পাঠকদের বোধগম্যির উপর ছেড়ে দিয়েছি।
৪। দুটো জিনিস ভুলে যাচ্ছো। নিশীথ সাহেব পুলিশের ডিএসপি আর দুই বড়বৌদি নিজে সুকুমার পোদ্দারের প্রতিনিধি হিসেবে এসেছেন। তাই রামানন্দ বলবে না কেন বলতে পার?
হ্যাঁ এবারের পর্ব তুলনামূলক ছোট হয়েছে। বিশেষ করে দীর্ঘদিন পর পাঠককুল এর চেয়ে বড় আপডেট আশা করবে সেটা স্বাভাবিক। কিন্তু একটা খুব বড় আপডেট অনেক কিছুর উপর নির্ভর করে। সেটা এই পর্বে নেই তাই আপডেট স্বাভাবিক নিয়মেই ছোট। আরেকটা জিনিস ভুলে যেও না, আমি যৌন কাহিনী লিখি না, আমার কাহিনীতে যৌনতা একটা অনুষঙ্গ হিসাবে আসে এবং এ দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। আগামী রবিবার এস বৌদির চুমু হামি থ্রেডে।