এক মুঠো খোলা আকাশ - অধ্যায় ১৮

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-53367-post-5937172.html#pid5937172

🕰️ Posted on May 2, 2025 by ✍️ Manali Basu (Profile)

🏷️ Tags: None
📖 493 words / 2 min read

Parent
অনেক ধন্যবাদ rowdy বাবু আপনার মূল্যবান উপদেশ দেয়ার জন্য। কিন্তু আমি আর যাবো কোথায়?? আগে যেখানে লিখতাম সেখানে প্রথমে লেখা এডিটর কে পাঠাতে হতো, সে রিভিউ করে ১০-১৫ দিন পর এক একটা গল্প প্রকাশ করতো। কখনো সেটা ২০ দিনও হয়ে যেত। কখনো আবার এডিটর নিজের ইচ্ছে মতো কিছু চেঞ্জ করে দিতো। তাই সেখান থেকে এখানে আসা। এখান থেকে কোথায় যাবো বলুন? সবজায়গায় তো এক সমস্যা। টকের জ্বালায় পালিয়ে গিয়ে তেঁতুলতলায় বাস।  আমি গল্প লিখি ভালোবেসে। ইরোটিক গল্প আমার ভালো লাগে কারণ আমি নিজেও ত্রিশোর্ধ মহিলা। তাই নিজের ফ্যান্টাসি ও ইম্যাজিনেশন গুলো লেখনীর আকারে লিপিবদ্ধ করি। যাই হোক, আমি এক একটা পর্ব লিখতে অনেক রিসার্চ করি যাতে পাঠকদের প্রত্যাশা পূর্ণ করতে পারি। নাহলে আপনিই বলুন না, আমি নিজে একজন হি'ন্দু আপার কাস্ট বাড়ির বউ হয়ে কি করে জানবো ই'সলামী মতে কি করে নিকাহ পড়তে হয়? নন্দিনীর মতো আমারও বিয়ে বেশ কয়েকবছর আগে হওয়ায় আমাদের নিজের রীতিনীতি গুলোও আমার মনে নেই।  গল্পে দুই ভীন্ন ধর্মের মানুষের মধ্যেকার অবৈধ সম্পর্ক তুলে ধরার প্রধান কারণ হলো মিলনটা-কে অনেক বেশি চ্যালেঞ্জিং করে তোলা। যাতে অসম্ভব মিলন পরিণতি পেলে এক অদ্ভুত ওয়াইল্ড স্যাটিসফেকশন পায় পাঠকেরা। এখানে নীতি পুলিশি করার তো কোনো বিষয় নেই। উপমহাদেশের পাঠকরা এতটাই সেন্সিটিভ যে তারা প্রাপ্তবয়স্ক যৌনতায় ভরা ইরোটিক সাহিত্য পড়েও অফেন্ড হয়ে যায়। কিন্ত কেন?  কোনো ধ'র্মই বলেনা ইরোটিক সাহিত্য পড়তে, তাহলে ধর্মের ধ্বজাধারীরা কেন আসে এই ফোরামে? তাদের এই উপস্থিতিই তো তাদের নিজ ধর্মভ্রষ্টের প্রধান কারণ।  জাহাঙ্গীর এখানে protagonist-ও নয়, আবার antagonist-ও নয়। সে শুধু নন্দিনী নামক এক বিবাহিতা নারীর সৌন্দর্য্যে মোহিত এক যৌনপিপাষু পুরুষ। তাই সে সুযোগ সন্ধানী হয়ে নন্দিনীর মতো এক সৎ আদর্শবতী নারীকে নিজের কামনার জালে ফাঁসানোর জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে আসছে। সে কিভাবে এই অসম্ভবটা সম্ভব করে তুলছে তাই নিয়েই তো কাহিনী।  তাই ফোরামের অ্যাডমিন-দের কাছে আমার করজোড়ে অনুরোধ দয়া করে writers দের একটু স্পেস দিন, একটু ক্রিয়েটিভ লিবার্টি দিন। তাতে ফোরামে গল্পের মান বাড়বে বৈ কমবে না। লেখার মধ্যে সততা থাকতে হবে, কোনো ধ'র্ম বা জাতি নিয়ে বিদ্ধেষ বা প্রতিহিংসামূলক আচরণ নয়। তাই তো নন্দিনী জাহাঙ্গীর কে প্রশ্ন করছে কেন তুমি নগ্ন হয়ে ধ'র্মীয় কাজ করলে। কিন্তু জাহাঙ্গীরের উদ্দেশ্যও কিন্তু কোনো ধ'র্ম কে ছোট করার ছিলোনা। তার শুধু পাখির চোখ ছিল নন্দিনীর তন্ ও মন। তাই সে কিছু সময় ধ'র্মের আশ্রয় নিয়েছে নন্দিনীর সাথে নিজের সম্পর্ক-কে বৈধ করতে, যাতে নন্দিনী পরে কোনো গিল্ট ফিলিং এ না ভোগে।  আর কারোর যদি মনে হয় কোনো বাড়ির বউ এই গল্প পড়ে ভুল পথে চালিত হবে তবে তাদের উদ্দেশ্যে বলি, এই ফোরামে যদি আমার মতো বিবাহিতা নারীরা থাকে, তাহলে তারা মূলত দুটি উদ্দেশ্যে থাকে, হয় লেখনীর উদ্দেশ্যে নতুবা ব্যক্তিগত যৌন কামনার উদ্দেশ্যে। ইরোটিক সাহিত্য পড়ে কেউ কস্মিনকালে ভুল পথে চালিত হয়নি। আর যে অত সতী সাবিত্রী হবে সে নিশ্চই এরকম অ্যাডাল্ট ফোরাম খুলেও দেখবে না।  সর্বোপরি আমি জানি আমার অনেক সমালোচক রয়েছেন, যারা ভাবেন আমি নাকি আমার পাঠকদের দিয়ে তাদের গল্পের উপর চক্রান্ত করি। বিশ্বাস করুন, না আমার অত ক্ষমতা রয়েছে, না অত সময়। সবাই নিজ ইচ্ছেতে ফোরামে আসে, কেউ গল্প লেখে, কেউ গল্প পড়ে, কেউ পড়ে তার মূল্যবান মতামত দেন। আমার থ্রেডে সকলেরই সর্বদা সাদর আমন্ত্রণ ছিল, আছে এবং থাকবে। 
Parent