একাকি ভ্রমণ - অধ্যায় ৫

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-50865-post-5019037.html#pid5019037

🕰️ Posted on November 8, 2022 by ✍️ 123@321 (Profile)

🏷️ Tags:
📖 1329 words / 6 min read

Parent
বিয়ার খেতে খেতে রাজেশ দা বলল, ডার্লিং একটু বসো, আমি এক্ষুনি কিচেন থেকে ঘুরে তোমার কাছে ফিরে আসছি।। আমি বললাম রাজেশ দা, তুমি আবার আমাকে এসব ভুলভাল নাম ধরে ডাকছো। রাজেশদা বললো বেবি বলে ডাকলে আপত্তি, ডার্লিং ও বলবো না, সুইটহার্ট বললেও হয়তো আপত্তি করবে,  তাহলে কি পছন্দ বলো, জানু না হানি। আমি রাজেশদার থাইতে একটা চাটি মেরে বললাম আবার তুমি দুষ্টুমি আরম্ভ করেছো! রাজেশদা আমার হাতটা ধরে নিয়ে বলল অতসী,  দুষ্টুমি বলতে আমি কিন্তু অন্য কিছু বুঝি। আমি বললাম থাক, তোমাকে আর সেটা বলতে হবে না। রাজেশদা বলল বলব কেন, আমরা দুজনে মিলে করবো। আমি বললাম ছিঃ, ছাড়ো আমার হাত। রাজেশদা আমার হাতটা জোরে চেপে ছেড়ে দিয়ে হেসে উঠে চলে গেল। আমি একা একা বসে ভাবছি কি হচ্ছে। লোকটা আমার সাথে ফ্লার্ট করছে আর আমি‌ হ্যাঁ হ্যাঁ করছি। হ্যাঁ হ্যাঁ করে হাসছো যদিও না, কিন্তু লোকটাকে তো থামাচ্ছিও না। এরপর যদি রাজেশদা ধরে নেয় যে আমার দিক থেকে কোন আপত্তি নেই, তাহলে তো রাজেশদা কে পুরো দোষ দেওয়া যাবে না। না না, এসব ঠিক হচ্ছে না। রাজেশদা আমার থেকে ১৭-১৮ বছরের বড়। মানে আমি যখন জন্মেছি তখন রাজেশদা ক্লাস ১১-১২এ,  আমার মায়ের বয়সী মহিলাদের বৌদি বলে ডাকত আর এখন আমার সাথে ফ্লার্ট করছে! ৪-৫ বছর বড় হলে তাও ভেবে দেখা যেত।  লোকটা এমনিতে মন্দ না, বেশ ইন্টারেস্টিং। একটু পরে রাজেশদা আবার আমার পাশে বসলো। আমি তো মনে মনে ঠিক করে নিয়েছি, এবার ফ্লাটিং করলে আমি কিছু একটা বলে দেবো আর উঠে চলে আসবো। রাজেশদা এসে বলল, অতসী কিচেনটা একবার ঘুরে দেখে এলাম। আমাকে জিজ্ঞাসা করল আমার এই রেস্টুরেন্টের খাবার কেমন লেগেছে? আমি বললাম খাবার বেশ ভালো কিন্তু অপশন কম। ‌ রাজেশদা বলল অপশন বেশি রাখলে কাঁচামাল ওয়েস্ট বেশি হয়, আর বিক্রি কিন্তু অল্প কিছু আইটেমই বেশি হয়। ফলে আইটেম বাড়াতে হলে বেশি বিক্রি হওয়ার জিনিসগুলোর দাম বাড়াতে হবে। আর সেটা এখন আমরা করতে চাইছি না। আমি রাজেশদা কে খাবারের দাম কি করে ঠিক হয়, রুমের ভাড়া কি করে ঠিক হয় এইসব জিজ্ঞাসা করলাম আর এইসব আলোচনা করতে করতেই আমাদের খাওয়া শেষ হয়ে গেল। আমি খেয়াল করলাম যে রাজেশদা ফ্লার্ট করে, তারপর একটা অন্য ডিসকাশনে চলে যায়,  আবার খানিকক্ষণ পরে কিছু একটা করে। খাওয়া শেষ হবার পরে রাজেশদা বলল আতসী চলো একটু হেঁটে আসি, তোমাকে একটা ভালো স্পট দেখাই। আমি বললাম এত রাতে কোথায় হাঁটতে যাব! রাজেশদা বলল নটাও বাজেনি আর আমরা দূরে কোথাও যাচ্ছি না, ১০ মিনিটের মধ্যেই ফিরে আসব। রাজেশদার সাথে কিচেনের পাশের রাস্তা দিয়ে একটা জায়গায় এলাম। জায়গাটা হোটেল থেকে দশ মিনিটও দূরে না।।  দেখলাম সামনে একটা খাদের মত আর সেখানে দিয়ে একটা সরু জলধারা বয়ে চলেছে। চাঁদের আলোয় জায়গাটা আরো সুন্দর লাগছে। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে জায়গাটা দেখতে লাগলাম। আমি মোবাইল বের করে দু তিনটে ছবিও তুললাম , কিন্তু ছবিতে জায়গাটা কত ভালো সেটা বোঝা যাচ্ছে না। রাজেশদা কে বললাম রাজেশ দা, আমার ফোনটা নিয়ে আমার দুটো তিনটে ছবি তুলে দেবে? পুরো রেঞ্জটা সমেত ছবি নিও। রাজেশদা আমার দু তিনটে ছবি তুলে দিল কিন্তু অন্ধকারে আমাকে ভালো বোঝাই যাচ্ছে।  রাজেশদা বলল দাঁড়াও, আমার ফোনে এর থেকে ভালো ছবি ওঠে।  রাজেশদা আমার কয়েকটা ছবি তুলে দেওয়ার পরে আমি রাজেশদা কে বললাম আমি কি তোমার ছবি তুলে দেবো? রাজেশ দা বলল সেলফিই তুলি, আমার যা চেহারা আর গায়ের রং, দূর থেকে ছবি তুললে অন্ধকারে বোঝাই যাবে না। আমি ফট করে বলে বসলাম,  কি যে বল রাজেশ দা তোমাকে দেখতে বেশ ভালো। বলেই ভাবলাম কি ভুল করলাম, এবার নিশ্চয়ই কিছু একটা কমেন্ট করবে।  রাজেশদা শুধু মিষ্টি এসে থ্যাংক ইউ বলল,  কোন উল্টোপাল্টা কমেন্ট করলো না।।   রাজেশদা নিজের একটা সেলফি নিয়ে বলল, অতসী এসো দুজনে মিলে একটা সেলফি তুলি। আমি কোন কথা না বলে চুপচাপ এসে রাজেশদার পাশে দাঁড়ালাম। এরকম একটা নির্জন সুন্দর জায়গায় রাতের অন্ধকারে রাজেশদার পাশে দাঁড়াতে কেমন একটা অস্বস্তি হচ্ছিল। রাজেশ যে একটা সেলফি তুললো আর ছবিটা দেখিয়ে আমাকে বললো, অতসী আমাদের মাঝখানের লোকটাকে কিন্তু দেখা যাচ্ছে না। আমি কিছু না বলে চুপচাপ রাজেশদার গা ঘেঁষে দাঁড়ালাম। রাজেশদা বলল অতসী তুমি এত জড়োসড়ো হয়ে আছো কেন? তুমিই না হয় আমাদের সেলফিটা তুলে দাও। আমি রাজেশদার ফোন নিয়ে আমাদের দুটো সেলফি তুললাম। সেলফি তোলার সময় রাজেশদা আলতো করে আমার কোমরটা জড়িয়ে ধরলো। আমি ভেতরে ভেতরে কেঁপে উঠলাম কিন্তু মুখে কিছু বললাম না। ছবি তুলে রাজেশদা কে ফোনটা ফেরত দিয়ে দিলাম। ছবি তোলা শেষ হয়ে গেলে রাজেশদা কে বললাম চলো এবার ফিরে যাই। ফেরার সময় আমরা কেউই কোনো কথা বলছিলাম না। আমি আগে আগে হাঁটছিলাম আর রাজেশদা আমার পেছনে।‌ আমি শুধু আমাদের পায়ের শব্দ আর আমার বুকের ধুকপুকানি শুনতে পাচ্ছিলাম। কিচেনের কাছে এসে রাজেশদা কে বললাম, তুমি একটু পিছন পিছন এসো। আমাদের দুজনকে একসাথে দেখলে লোকজন কি ভাববে। রাজেশদা অল্প হেসে উঠলো,  কিন্তু এবার আর কিছু বলল না।  আমিও অল্প হেসে হাঁটার স্পিড বাড়িয়ে এগিয়ে গেলাম। একটু এগিয়ে রাকেশদার শব্দ না পেয়ে পিছনে ফিরে দেখি রাকেশদা কিচেনের ভেতর ঢুকে গেল। আমিও আর খাবার জায়গা দিকে না গিয়ে উল্টোদিকে আমার রুমে চলে এলাম। দু বোতল বিয়ার খেয়ে খুব টয়লেট পেয়েছিল। টয়লেট করে হাত মুখ ধুতে গিয়ে দেখি চোখ মুখ পুরো লাল হয়ে আছে। নিজের অবস্থা দেখে নিজেই হাসি পেল, একটু লজ্জাও লাগলো। রাজেশদা কি ভাবলো আমার সম্বন্ধে! তারপরেই মনে হল আরে ফ্ল্যার্ট করতে তো ওই শুরু করেছে। তাও আবার ফ্ল্যার্ট করেই তারপরে অন্য আলোচনা শুরু করে দিচ্ছে।  ভীতুর ডিম একটা। তারপরে ভাবলাম আর কত সাহসী হবে! প্রথম দিনেই বেবি, ডার্লিং বলে ডাকছে, গাল টিপে আদর করে দিচ্ছে, কোমরে হাত দিচ্ছে। আমার সব থেকে ভালো যেটা লাগছে যে রাজেশদার মধ্যে একটা কন্ট্রোল আছে। সুমনের মধ্যে তো এটা একেবারেই ছিল না। আমাদের সম্পর্ক শুরুর পরের প্রথম সরস্বতী পুজোতে আমার পেটে কামড়ে দাগ করে দিয়েছিল। ব্যথা লেগেছিল, রাগও হয়েছিল। মনে হয়েছিল যে মা সরস্বতী পাপ দেবেন। রেগেমেগে ওদের চিলেকোঠার ঘর থেকে বেরিয়ে নিচে চলে এসেছিলাম। তবে ঘরে শুধু আমি আর রাজেশদা থাকলে তখন রাজেশদা কত ভদ্র থাকবে সেটা দিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। বাবু নাকি রাতে আমার ঘরে এসে গুঁজে দেবে! কত্তো শখ।। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম, বুঝতে পারিনি। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলাম ওই খালটা দিয়ে জল না বিয়ার বয়ে চলেছে। আমি বিয়ারের লোভে নিচে নেমে পড়েছি কিন্তু আর উঠতে পারছি না। যতই উপরে উঠতে যাচ্ছি পায়ের তলার মাটি পিছনে পিছনে যাচ্ছে। চারিদিকে কেউ নেই, রাজেশদাও নেই। চারপাশ কেমন ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে আর আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছি। ভয় পেয়ে ঘেমে নেয়ে ঘুম থেকে উঠে পরলাম। ঘুম ভেঙে দেখি মাত্র ১১টা বাজে। সন্ধ্যেবেলা পকোড়া আর অন্যসব ভাজাভুজি খাওয়ার ফলে একটু অম্বল হয়েছে,  সঙ্গে মাথাব্যথা। খালি চুপচাপ বসে রইলাম,  অল্প অল্প করে জল খেলাম। খানিকক্ষণ পরে মনে হল একটু বাইরে থেকে হেঁটে আসি, কাউকে দেখতে পেলে ওষুধ চেয়ে নেব। বাইরে বেরিয়ে দেখি কেউ নেই। মনে হয় সবাই শুয়ে পড়েছে। আমি আমার রুমের সামনের জায়গাটায় ঘুরপাক খেতে লাগলাম। চার পাক হাঁটার পরে যখন ভাবছি এবার রুমে ফিরে যাব তখন দেখি রাজেশদা বেরিয়ে এসেছে। আমাকে ডেকে বলল এই অতসী, রাতের বেলা এখানে একা একা গোলগোল করে ঘুরে বেড়াচ্ছ কেন। আমি বললাম তুমি হঠাৎ কোথা থেকে এলে? রাজেশদা বলল, তোমাকে পাগলের মতো একা একা ঘুরতে দেখে ঘর থেকে বেরিয়ে এলাম।‌ আমি বললাম একটু বদহজম হয়েছে, মাথাও যন্ত্রনা করছে। তাই হাঁটতে বেরিয়েছি, এবার রুমে ফিরে যাব। তোমার কাছে কোন ওষুধ থাকলে দাও। রাজেশদা হঠাৎ হাতটা ধরে আমাকে ওর কাছে টেনে নিয়ে গালে একটা চুমু খেল। আমি মুহূর্তের জন্য থতমত খেয়ে গেছিলাম, সামলে ওঠার আগেই দেখি রাজেশদা দুহাত দিয়ে আমার কোমরটা জড়িয়ে ধরেছে। আমি ঘাবড়ে গিয়ে বললাম ছাড়ো আমাকে, কি করছো তুমি! রাজেশ দা কোন উত্তর দিল না। আমি আমার হাত দুটো দিয়ে রাজেশদার হাত সরাতে চেষ্টা করলাম। লোকটার হাতে কি জোর, একটুও নাড়াতে পারলাম না। জিম করে মনে হয়। রাজেশদা খুব শান্ত ভাবে আমাকে বলল অতসী শুধু আমি চুমু খাব তুমি খাবে না? আমি বললাম ছাড়ো তুমি আমায়। রাজেশদা বলল আগে চুমু খাও তারপরে ছাড়বো। আমি বললাম আগে ছাড়ো। রাজেশদা কোমর ছেড়ে আমার হাত দুটো ধরে নিল। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে আছি, কেউ কোন কথা বলছি না। আমি মাথা নিচু করে আছি আর তাও বুঝতে পারছি যে রাজেশ দা আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমার বুকের ধুকপুকানি টেনশনে হচ্ছে না উত্তেজনায়, সেটা বুঝতে পারছি না। আমাকে অনন্তকাল এভাবে অপেক্ষা করিয়ে অবশেষে রাজেশদা হাত দিয়ে আমার মুখ তুলে অন্য গালে চুমু খেল। আমি চোখ তুলে তাকাতেই আমার দুচোখে চুমু খেল। আমি দুদিকে মাথা নাড়িয়ে না না করতে থাকলাম। রাজেশদা ওর নাক আমার নাকে ঘষে দিল। আমি আর থাকতে পারলাম না, দুই হাত দিয়ে রাজেশদার গলা জড়িয়ে ধরলাম। রাজেশদাও আমাকে জড়িয়ে ধরে কাছে টেনে নিল।
Parent