একটি চড়ুই পাখির অবতরণ - অধ্যায় ১৭

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-55281-post-5263650.html#pid5263650

🕰️ Posted on June 8, 2023 by ✍️ dgrahul (Profile)

🏷️ Tags:
📖 890 words / 4 min read

Parent
স্মৃতির পাতা থেকে আমাদের সাপ্তাহিক চ্যাট রুমে মিলিত হওয়া সেদিন স্বাভাবিক ভাবেই শুরু হলো। আমরা দুজনেই দুজনার খুব ভালো বন্ধু হয়ে উঠেছিলাম। দুই বন্ধু, যারা একে অপরের কাছে তার মনের সব থেকে গোপনীয় কথা বলে নিজের মন হাল্কা করতে পারে। সেদিন আমরা আমাদের সপ্তাহটি কেমন কাটলো তাই নিয়ে আলোচনা করলাম, একটু তার ছেলে মেয়ে নিয়ে কথা হলো, একটু আমাদের কাজ সংক্রান্ত কথা বাত্রা হলো, এবং আমি তাকে জানালাম যে আমাকে এই মাসের অর্থাৎ ফেব্রুয়ারী মাসের ২০ তারিখ থেকে সাত-আট দিনের জন্য একটি ব্যবসা সংক্রান্ত কারণে হায়দ্রাবাদ শহর থেকে বাইরে যেতে হবে। সে : আমাকেও তো ফেব্রুয়ারী মাসের ২৪ - ২৫ তারিখ আমার অফিসের কাজে দিল্লির থেকে বাইরে যেতে হবে। তা তুমি কোথায় যাচ্ছো। আমি : আমি সিক্কিমের গ্যাংটক শহরে যাচ্ছি। আমি কম্পিউটারে টাইপ করে 'এন্টার' বোতমটি টিপবার সাথে সাথেই দেখলাম চড়ুই পাখি একটি মেসেজ পাঠিয়েছে। সে : আমি সিক্কিম যাচ্ছি। আমি ২৫ তারিখ, সিক্কিমের 'তাডং' এলাকায় থাকবো আর ২৬ তারিখ দুপুর দুটো নাগাদ কাজ শেষ হলে একটু গ্যাংটক ঘুরে ২৭ তারিখ ফেরত আসবো। এর পরে দুজনেই স্তব্ধ। আমাদের দুজনার মধ্যে কেউই বেশ কয়েক মিনিটের জন্য কিছুই টাইপ করিনি। আমি জানতাম এর মানে কি। আমরা দুজনেই ভালো করেই জানতাম এর মানে কী। এই মুহূর্ত পর্যন্ত, আমরা শুধুমাত্র দুজন মানুষ আমাদের কল্পনাগুলি টাইপ করছিলাম, একটি ফ্যান্টাসি সঙ্গীর সাথে কোনো সংযম ছাড়াই কথা বলছিলাম যার সাথে আমরা দুজনেই ভালো করেই জানতাম যে আমাদের কখনই রক্ত মাংসে সামনাসামনি একে অপরের সাথে দেখা হবে না। কিন্তু এখন আমাদের দুজনার সামনেই দেখা করার একটা সুযোগ উৎপন্ন হয়ে, হাতছানি দিয়ে ডাকছিলো। আমি কি বাস্তব জীবনে আমার কল্পনাগুলো রূপরেখা দিতে পারি? আমার কি চড়ুই পাখির সাথে দেখা করা উচিৎ হবে? আমি এর সঠিক উত্তর জানতাম। সঠিক উত্তরটি ছিল যে আমার একদম উচিৎ নয় চড়ুই পাখির সাথে দেখা করা। আমার জীবন বেশ ভালোই কাটছিলো। এই বয়সে আমার কি এইরকম কোনো ঝুঁকি নেওয়া দরকার, তাও আবার এইরকম একটা এতো বড় ঝুঁকি, যা আমার জীবনকে তোলপাড় করে দিতে পারে? অবশ্যই আমার পরিষ্কার আর সাফ উত্তর ছিল 'না, আমার দেখা করা উচিৎ না'। আমার কমনীয় ভাবে পিছু হাঁটা উচিৎ, এবং স্বীকার করা উচিত যে এতদিন আমরা যে কম্পিউটারের সামনে বসে সময় কাটিয়েছি, আমাদের যৌন কল্পনা নিয়ে আলোচনা করেছি, সেগুলো সবই একটি মজাদার সময় কাটিয়েছিলাম। কিন্তু আমি আরও একটা সত্য ভালো করে জানতাম। আমি জানতাম যে আমার ব্যক্তিগত জীবনের ক্যানভাসে যেখানে আমার জীবনের প্রতিকৃতি তুলি দিয়ে আঁকা ছিল, সেখানে সবসময়ই একটি ছোট কোণ ছিল যেখানে কোনোদিনই কিছু আঁকা হয়নি। এটি আমার জীবনের একটি ছোট ফাঁকা জায়গা ছিল, যদিও সেই ফাঁকা জায়গা নিয়েও জীবনে বেঁচে থাকা যায় এবং আমার জীবনের ক্যানভাসটিও সেই ফাঁকা কোণ থাকা সত্ত্বেও বেশ সুন্দর ছিল। কিন্তু যখনোই আমি আমার জীবনের পার হওয়া দিনগুলোর দিকে ফিরে তাকিয়েছি, তখনোই আমার চোখ সবসময় সেই ফাঁকা কোণটির দিকে আকৃষ্ট হয়েছে, সেই কোণটি যেখানে কিছু আঁকা নেই, কোনো রঙের ছোঁয়া যেখানে এতদিন পরে নি। কয়েক দশক ধরে আমার মনের মধ্যে ঘুরতে থাকা এই যৌন কল্পনাগুলি অনুভব করার আমার কোন উপায় ছিল না। আমার কাছে এই কল্পনাগুলি শুধু কতগুলি নিরীহ এবং মজাদার ফ্যান্টাসি ছিল, এমন কতগুলো কাল্পনিক যৌন খেলা যেটা মনে মনে আমি খুব পছন্দ করতাম কোনো ইচ্ছুক সঙ্গীর সাথে। কিন্তু আমার জীবনের গতিবিধিগুলো ঘটনা চক্রে এতদিন হয়তো বা অসাবধানতাবশত আমাকে এইসব কল্পনার দুনিয়ার ধারেকাছে যাওয়ার থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল। আমি কি তাহলে জীবনের পাতা পাল্টে, ফিরে গিয়ে এখন তাদের পূরণ করতে পারি? জীবনে এইরকম একটি সুযোগ পাওয়া, যা সত্যিকার অর্থে বলা যায় জীবনে শুধু একবার এই ধরনের সুযোগ আসে, আর সেই সুযোগ হাত ছাড়া করে দেওয়া আর তার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া সত্যিই ভীষণ হতাশাজনক হবে। আর চড়ুই পাখির কি হবে? হয়তো সে তার নিজের সম্বন্ধে যা বলেছে, সে আসলে তা নয়। হয়তো তার জীবনে এমন কিছু ঘটেছে, যার জন্য সে পুরুষ জাতের উপর একটা রাগ বা ঘৃণা বহন করে চলেছ আর একটা ফাঁদ পেতেছে আমাকে ফাঁসাবার জন্য। হয়তো সে একজন মস্তিস্ক বিকৃত মানুষ, এবং আমাকে ধ্বংস করার চেষ্টা করছে। এই গুলি ছিল বিরাট একটা ঝুঁকি, এবং আমি কখনই নিজেকে পুরোপুরি আশ্বস্ত করতে পারছিলাম না। কিন্তু অন্যভাবে চিন্তা করলে দেখা যায় যে সবকিছু একটা বিপরীত দিকে নির্দেশ করে চলেছে। আমরা দুজনেই মনে কোনো পাপ চিন্তা না রেখেই প্রথম দিকে নির্দোষভাবে ইন্টারনেট এর মাধ্যমে দেখা করেছি। আমরা কখনোই এই পথে হাটবো ভাবি নি। আমাদের কোনো উদ্দেশ্যই ছিলো না এই পথে এগোবার। গত কয়েক মাস ধরে আমাদের দুজনার মধ্যে যে সমস্ত সাংসারিক কথোপকথন হতো, তার থেকে তাকে একটি সম্পূর্ণ স্বাভাবিক মহিলা বলেই মনে হতো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটি কথা হলো, সে এমন একজন মহিলা ছিলো যার ব্যক্তিগত জীবনের ক্যানভাসেও আমার মতোই একই ছোট ফাঁকা কোণ ছিলো, যেখানে কোনোদিন কোনো কিছু আঁকা হয় নি, কোনো রঙের ছিটে পরে নি। সেও অল্প বয়সে বিয়ে করেছিলো, সে তার বিবাহিত জীবনে সোজা এবং সংকীর্ণ পথে জীবন যাপন করেছে, এবং সে তার কল্পনাগুলি, যেগুলো আমার কল্পনার সাথে মিলে যায়, সেগুলোকে বাস্তব জীবনে উপভোগ করতে পারে নি, শুধু কম্পিউটারের সামনে বসে আমার সাথে মনের কথা নিয়ে আলোচনা করেছে।  যদি কখনও আমার জীবনে, আমার কল্পনাগুলিকে বাস্তবে রূপান্তরিত করবার সুবর্ণ সুযোগ আসে, আর কখনোই যদি কোনো একজন ইচ্ছুক সঙ্গী খুঁজে পাই যে ব্যক্তির সাথে আমি আমার কল্পনা গুলোকে বাস্তব রূপ দিতে চাই, তাহলে এইটাই তো সেই সুবর্ণ সুযোগ যা ভাগ্যক্রমে আমার সামনে এসে হাজির হয়েছে। আমার মন যখন এই সব চিন্তা নিয়ে মাথা ঘামাচ্ছিলো, ঠিক তখন আমার কম্পিউটারের স্ক্রিনে তার একটি মেসেজ ফুটে উঠলো। সে : তুমি তো গ্যাংটকে আমার থেকে চার পাঁচ দিন আগে যাবে, একটা ভালো কফি শপ খুঁজে রেখো। আমি : ঠিক আছে, খুঁজে রাখবো। সে : আমাকে ২৫ তারিখের মধ্যে, কফি শপটির নাম ঠিকানা পাঠিয়ে দিয়ো। আমি ২৬ তারিখ বিকেল সাড়ে পাঁচটা - ছয়টার মধ্যে পৌঁছে যাবো। ********
Parent