একটি একান্নবর্তী পরিবারের গল্প /মেজ বউ/【সংসার-খন্ড ৫】/ only Friday - অধ্যায় ৬
দেবশ্রী:খন্ড ৪)
~~~~~~~~~~~
শান্তিলাল মুখার্জি বাড়িটা বেশ বড়,বাড়ি আকার অনুযায়ী লোক মোটে তিনজন ,তার মধ্যে শান্তিলাল মুখার্জি থাকেন কলকাতায় এত বড় বাড়ি এই অজপাড়াগাঁয়ে ফেলে রেখেছেন কেনো বুঝে উঠতে পারছে না নন্দিনী। সিড়ি বেয়ে নিচে নামতে নামতে এইসব ভাবছে নন্দিনী।নিচে নেমে অন্ধকারের মধ্যে ডাইনিং টেবিলের পাশে এক ছায়া মূর্তি দেখে নন্দিনী চমকে উঠলো।
নন্দিনী:-সুধীর!!
সুধীর:-ব-বৌদি তু-মি
নন্দিনী সুধীরের কিছুটা কাছে এগিয়ে যেতেই সুধীর নন্দিনীকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে,নন্দিনী হাত বারিয়ে সুধীরের একটি হাত ধরে টেনে তার তার সামনে নিয়ে আসে,সিড়িতে থাকা বাতির হালকা আলোয় সুধীরের অশ্রুসিক্ত চোখের দিকে তাকায় নন্দিনী,তার একটি হাত ছোয়ায় সুধীরের ভেজা গালে,একটু বিস্ময়ের সুরে প্রশ্ন করে..
নন্দিনী:-কী হয়েছে সুধীর!!
সুধীর:-কিছু হয়নি বৌদি..
নন্দিনী:-.......এসো(সুধীরের মুখে দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ,হাত ধরে টেনে নিয়ে দোতলার সিড়ি বেয়ে উঠতে থাকে)
সুধীর:-বৌদি প্লিজ.....
********
অঞ্জলী জানালার পাশে বসে চাঁদ দেখতে দেখতে গান গাইছিল কিছুক্ষণ আগে তার কাকিমার ধমক খেয়ে চুপ চাপ বসে ডায়রী লিখছে
নৌকা ভ্রমণ
প্রিয় ডায়রী জানো আজ আমি প্রথম নৌকা ভ্রমণ করলাম। ভ্রমণটি ভালো ভাবে উপভোগ করতে পাড়িনি কাকিমণির জন্যে কাকিমণি সব সময় এই রকম করে ।কিসের এতো রাগ আমার ওপরে কাকিমণির কে জানে,তবে এখানে বেশ কিছুদিন থাকতে হবে আমাদের।আমি ভাবছি আর একদিন নৌকা ভ্রমণ করবো শুঈ বড় বৌদি ও আমি....
বৌদি কথায় মনে পড়লো আজ নৌকায় সূরেন্দ্রদা বৌদির পাশে বসে বারবার বৌদির বুকের দিকে তাকাছিলো,কিসের এতো আকর্ষণ বৌদির শড়ীলে.......
মালতী:-এই মেয়ে তুই এখনও বসে আছিস কেনো
অঞ্জলী: ...ঘুম আসছে না কাকিমণি
মালতী:-চুস দস্যু মেয়ে কোথাকার এদিকে আয়
অঞ্জলী:-ক-কাকিমণি পানি খাবো উউঃ লাগছে আঃ ছাড়ো
মালতী:-প্রতিদিন রাত জেগে গুনগুন করা তোর বাবা আদরের আদরে বাদর হচ্ছিস,কোমর দুলিয়ে দুলিয়ে নির্লজ্জের মত কি নাচ মেয়ের,নর্তকী হবি!যা খাটে গিয়ে শুয়ে পর
অঞ্জলী:-কাকি.....
মালতী:-চুপ
*********&
নন্দিনী রুমে ঢুকে দরজা বন্ধ করলো
সুধীর:-বৌদি কি করছো!
নন্দিনী:-শশস্ এদিকে এসো
নন্দিনী সুধীরের দুই হাত ধরে টেনে নিয়ে খাটে বসায়
নন্দিনী:-তোমার সমস্যা বলো
সুধীর:-কোন সমস্যা নেই বৌদি(নন্দিনী সুধীরের চিবুক ধরে সুধীরের মুখটা তার দিকে ফেরায়)
নন্দিনী:-হুম বুঝেছি!মায়ের কথা মনে পড়ছে!
সুধীর:- .....
নন্দিনী:-সুধীর বিয়েটা না করতে চাইলে এখনই না বলে দাও...আমি বাবার সাথে কথা বলবো।
সুধীর:-না বৌদি বাবার সিদ্ধান্তের অমান্য করতে পারবো না
নন্দিনী:-সুধীর শোন..(brrrrrrrr....brr...bep..)বিয়েটা তোমার বাবা করছে(brrrrr..... brrrrr...bep)তোমার(brrrr. ..)উফফ্
সুধীর:-বৌদি ফোনটা ধরো নিশ্চয়ই বড়দা করেছে।
ফোনেটা রিসিভ করে নন্দিনী জানালার কাছে চলে আসে।
নন্দিনী:-হ্যালো সুবাস আমরা পরে কথা বলতে পারি
সুবাস:-ওয়াই"আই মিস ইউ সো মাচ সেক্সি,
নন্দিনী:-সুবাস প্লিজ আমরা পরে কথা বলি
সুবাস:-উঁহু্ আই ওয়ান্না মেক লাভ টু ইউ সেক্সি
নন্দিনী:-(সুবাস বিশেষ কিছু মূহুর্ত্তের আশায় ফোন করেছে,কিন্তু নিষ্ঠুর রমণী সেটা উপলব্ধি করেই বিদায় নেয়)এবার যাই, কিপ মিসিং মি.(bep)
নন্দিনী ফোনটা রেখে সুধীরের কাছে এসে বসে
নন্দিনী:-যা বলছিলাম বুঝুতে পেরেছো
সুধীর:-আমি বিয়ে নিয়ে ভাবছি না বৌদি বিয়েতে কোন...
নন্দিনী:-তো সমস্যাটা কী? দেবশ্রী?!?
সুধীর:-.....মা
নন্দিনী:-(হাসতে শুরু করলো)
সুধীর:-বৌদি তুমি হাসছো
সুধীর খাট ছেরে উঠে যার নন্দিনী তৎক্ষণাৎ সুধীরের ডানহাতটি ধরে জোরে টান দেয়,সুধীর তাল সামলাতে না পেরে নন্দিনীকে নিয়ে খাটে নরম বিছানায় পরে যায়।খোলা জানালা দিয়ে চাঁদের মিষ্টি আলো পরে নন্দিনীর মুখের আর বুকর ওপরে,সুধীরের চোখ আটকে যায় পাতলা নেটে শাড়িতে ঢাকা নন্দিনীর রহস্যময় বুকে।নন্দিনী সুধীরের কপালের ঠিক মাঝে তর্জনী দিয়ে স্পর্শ করে,আস্তে আস্তে নাক চিবুক প্রযন্ত সরলরেখা টেনে তর্জনী টা স্হাপন করে সুধীরের চিবুকের নিচে,আঙ্গুলের অল্প টানে সুধীরের মুখটা তার বুক থেকে তার মুখের দিকে ফেরায়
নন্দিনী:-নটি বয়~ ওখানে কি হু্
(চাঁদের নীল আলোই কেমন ঘোর লেগে গিয়ে ছিল ঐ মায়াবীর বুকে,ঘোর কাটেই খাট থেকে উঠে দরজার দিকে দিকে যেতে থাকে সুধীর)
নন্দিনী:-সুধীর!!!(তারাহুরো করতে গিয়ে সুধীর ভুলে যায় দরজাটা বন্ধ,বন্ধ দরজায় ধাক্কা খায় সে)ইইশ,দেখি
নন্দিনী সুধীরের দিকে এগিয়ে আসে কপালে হাত দিয়ে দেখে,পুড়োনো কাঠে দরজায় একটা পেরেকের মাথা বেরিয়ে ছিলো সেটা সুধীরের কপালে লেগে বেশ কিছুটা কেটে গেছে।
নন্দিনী:-এই রকম ভাবে পালিয়ে যাছিল কোথায় শুনি,এদিকে এসো
সুধীর:-সরি বৌদি ,আমি...
নন্দিনী:-শশস,কোনো কথা নয়,এসো এদিকে(নন্দিনী সুধীরের হাত ধরে জানালার পাশে নিয়ে বসায়)
*********
দোতলার একটি রুমে সুরেন্দ্র, অনিমেষ ও অনিকেত একসাথে খাটে শুয়ে আছে, অনিকেত অনেক আগেই ঘুমিয়ে গেছে সাথে নাকের বাঁশি বাজাচ্ছে ঘন ঘন।
সুরেন্দ্র:-না এই বেটার জন্যে দেখছি আজকের রাতটা মাটি হবে,তুই এর পাশে ঘুমোশ কিভাবে প্রতি দিন
অনিমেষ:-হু্
সুরেন্দ্র:-এই অনিমেষ!! এতো কি ভাবছিস বলতো
অনিমেষ:-কয়েকটা ঘটনা নিয়ে মাথায় জট পাকিয়ে গেছে।
সুরেন্দ্র:-কি ঘটনা!!
অনিমেষ:-যেমন ধর জ্যেঠু কারো মাতামত না নিয়েই সুধীরদার বিয়ে ঠিক করে ফেললো এদিকে বড় বৌদি মেজ বৌদির ছবি দেখার পরথেকে আরো এগ্রেসিভ হয়ে উঠেছে একদম...
সুরেন্দ্র:-হিংস্র বাঘিনীর মতো
অনিমেষ:-ইউ আর রাইট ব্রাদার
সুরেন্দ্র:-তো সমস্যা টা কি?
অনিমেষ:-নৌকায় অনিকেত কী করছিলো দেখেছিস?
সুরেন্দ্র:-এত সুন্দর পাহাড়,পর্বত,গিরিখাত, সমতল ভূমিতে বিশাল গুহা এগুলো ছেড়ে খামোখা ঐ গাধাটাকে দেখার কোনো মানে হয়
অনিমেষ:-পাহাড় পর্ব.......তুই বৌদি কথা বলছিস
সুরেন্দ্র:-হা হাহা....
**********
সুধীর:-বৌদি কি করছো (নন্দিনী। সুধীরের কোলে দুইপা জরো করে আড়াআড়ি ভাবে বসে পরলো,জানালা দিয়ে চাঁদের আলো পরছে নন্দিনী ও সুধীরের মুখে)
নন্দিনী: ঘরে আর চেয়ার নেই বসবো কোথায়
সুধীর:আমরা খাটে গিয়ে বসি
নন্দিনী:-শশশস আমি চাঁদের আলোয় বসতে চাই।তাছাড়া কথার আছে দেবর অর্ধেক বর শোননি?
সুধীর:-বৌদি তু(brrrr.... brrrr…টেবিলের ওপরে রাখা ফোনটা বেজে উঠলো নন্দিনী হাত বাড়িয়ে ফোনটা হাতে নিলো)
নন্দিনী:-সু…
সুবাস:-নন্দিনী প্লিজ ফোন রাখবে না।আজ সারাদিন তোমাকে কতটা মিস করছিলাম জানো
নন্দিনী:-হুম জানি
সুবাস:-আমাদের বিয়ের প্রায় পাঁচ বছর হয়ে গেলো তার পরো প্রতি রাতে যেনো তোমায় অন্য রকম লাগে..
নন্দিনী:-বুঝেছি এতো তৈল মারতে হবে না
সুবাস:-...
নন্দিনী:-সুবাস ডিনার করছে?
সুবাস:-ও…মানে হয়েছে
নন্দিনী:-সুবাস!
সুবাস:-প্লিজ নন্দিনী এখন শুরু করো না..শোন ভিডিও কল দাও তোমাকে দেখতে ইচ্ছা করছে
নন্দিনী:-নো ইউ ডোন্ট ডিজার্ভ ইট
সুধীর ছাড়া পাবার জন্য উসখুস করে উঠলো।সে বুঝতে পারছে দাদা বৌদির প্রেম আলাপ শুরু করবে এখনি।সুধীর বৌদিকে ঠেলে উঠতে চাইলো।নন্দিনী বুঝতে পেরে সুধীরের কাধে এক হাত দিয়ে আবার সুধীর কে সোজা করে বসালো
নন্দিনী:-সুধীর চুপ করে বসো
সুবাস:-সুধীর!!নন্দিনী সুধীর তোমার সাথে?
নন্দিনী:-হু্ কথা বলছিলাম কিছু বিষয় নিয়ে
সুবাস:-এতো রাতে
নন্দিনী:-হোয়াট ইজ দ্য ম্যাটার সুবাস! ইড ডোন্ট ট্রাস্ট মে
সুবাস:-নন্দিনী তুমি যানো আমি তোমায় কতটা বিশাস করি তবে তোমার সাথে কিছু কথা বলতাম সধীরের সামনে ইউ নো.
নন্দিনী:আমি সুধীরকে ওর রুমে পাঠিয়ে দিছি দাড়াও(নন্দিনী সুধীরের কানের কাছে মুখ এনে বললো)একদম চুপ করে বসে থাকো কোনো কথা নয়
সুবাস:-নন্দিনী সুধীর চলে গেছে
নন্দিনী:- হু্ কি বলবে বলো
সুবাস:-তোমার ছবিগুলো দেখছিলাম উফ্ যা হট লাগছিলো না তোমাকেআমি শুধু ভাবছি ছবি দেখ আমার এই অবস্থা গ্রামের লোকগুলোর না জানি কী হাল করেছো তুমি।
নন্দিনী:-ইউ নো,সত্যিই আজ আমার শাড়ি পরে যাওয়া উচিত হয়নি,আর এই ব্লাউজ টা একটু হয়ে গেছে মনে হয়, জানো যেখান দিয়ে যাচ্ছিলাম ছেলে বুড়ো সবাই আমার বুকের দিকে দেখছিলো এমনকি তোমার…
সুবাস:-কে নন্দিনী!
নন্দিনী:-না থাক
সুবাস:-টেনসানে রেখো না নন্দিনী, হোয়াট হ্যাপেনড প্লিজ টেল মি
নন্দিনী:-নৌকায় সুরেন্দ্র, সিড়ির কাছে কাকামণি আর কিছুক্ষণ আগে সুধীর যেভাবে দেখছিলো ,মনে হচ্ছিল যেনো সুযোগ পেলেই শাড়ী ব্লাউজ ছিড়ে...
সুবাস:-ওওফ,তুমি আমাকে খুশি করতে বানিয়ে বানিয়ে বলছো নাতো,সুধীর এমনটা করেছে! আই জাস্ট কাণ্ট বিলিভ ইট
নন্দিনী:-(নন্দিনী বুকের নিচে হাত নিয়ে ঠেলে তার স্তনগুলো কিছুটা ফুলিয়ে তোলে)মি টু হানি,মেইবি হি জাস্ট লাইক দিজ টু বিগ গার্লস।
(নন্দিনী কান্ড দেখে সুধীর আবারও উঠে চাইছিল কিন্তু নন্দিনী তার দিকে মুখ ফেরাতেই আর কিছু করার সাহস হলো না সুধীরের অন্যদিকে নন্দিনী অনূভব করছে সুধীর কিছু টা উত্তেজিত হয়ে হয়ে পরেছে)
সুবাস:-নন্দিনী প্লিজ ভিডিও কল এসো তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে।
নন্দিনী:- কল মি টুমরো, মেইবি আই উইল থিংক এবাউট ইট,বাই হানি(bep)
নন্দিনী:-তোমার সমস্যা কী সুধীর
সুধীর:-বৌদি তুমি দাদাকে....(নন্দিনী সুধীরের ঠোঁটে আঙ্গুল দিয়ে কথার মাঝেই আটকে দেয় )
নন্দিনী:-শশস্ এই বিষয়ে পরে কথা হবে এবং তোমার আর দেবশ্রীর বিষয়টি নিয়েও কথা বলবো এখন যাও অনেক রাত হয়েছে।
*********
অঞ্জলী】
আমার সত্যিই খুব তেষ্টা পেয়েছে।পাশ ফিরে কাকিমণি কে ভালো করে দেখে নিয়ে খাট থেকে নেমে খুব সাবধানে রুম থেকে বেরিয়ে এলাম।সিড়ি দিয়ে নেমে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেলাম।টেবিলে রাখা জগটা হাতে নিয়ে বুঝলাল জগে পানি নেই। তাই রান্নাঘরে চলে এলাম।রান্নাঘরের বাতি জ্বলছে দেখ একটু আবাক লাগলো বাড়ির সবাই ঘুমিয়ে পরেছে, তো রান্নাঘরের বাতি কেনো জ্বলছে।যা হোক জল খেয়ে বাতিটা নিভিয়ে বেরিয়ে দোতলার সিড়ির কাছে এসে সিড়ি বেয়ে দোতলায় উঠতেই,দড়জা খোলার শব্দ কানে এলো ।বৌদির ঘরটা দোতলায় ডানদিকের কোণায় শব্দটা সেদিকে থেকেই এসেছে ।বৌদিদের রুমের দিকে মুখ ফিরিয়ে দেখি মেজদা বেরিয়ে এলো।মেজদা কপালে কাপড় বাধা।আমি এগিয়ে গেলাম
অঞ্জলী:-মেজদা কি হয়েছে তোর!
নন্দিনী:-তেমন কিছু নয়, অঞ্জলী তুমি। এত রাতে ঘোরাঘুরি করছো কেনো?
সুধীর:-বৌদি আমি রুমে গেলাম(কথাটা বলে সুধীর আর দাড়ালো না হনহন চলে গেলো)
অঞ্জলী:-মেজদা শ...
নন্দিনী:-উঁহু ওকে ডেকো না ,অঞ্জলী যাও গিয়ে শুয়ে পরো অনেক রাত হয়েছে
continue…