গোপনে পলায়ন - অধ্যায় ১৯

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-31315-post-4730627.html#pid4730627

🕰️ Posted on March 19, 2022 by ✍️ naag.champa (Profile)

🏷️ Tags:
📖 413 words / 2 min read

Parent
১৮   তারপর সে জিজ্ঞেস করল, “কেমন কাটল তোর ভ্রমণ? শুধু নৌকায়ে দেহদান করলি না আরও কিছু?” বাড়ির কাছের ঘাট থেকে নৌকায়ে পা দেওয়ার পর থেকে ফিরে এসেঘাটে নামার পর্যন্ত সারা ঘটনা চক্র যেন আমার মনের মধ্য স্বপনের মত একবার বয়ে গেল।আমার মনে পড়ল মদওয়ালীর মৈথুন, ওর বাড়িতে প্রদর্শনী করে আমার মোহর পাওয়া... জুঁইয়ের মত মেয়ের সাথে বন্ধুত্ব, তার সাথে নিজের বুক বাঁধা আদল বদল করা... আমি নিজের গোপনে পলায়নের অভিজ্ঞতার বর্ণনা দিতে শুরু করলাম... বলতে বলতে নদীর ধার থেকে বাড়ি অবধি রাস্তাটা কেটে গেল। বাড়িতে পৌঁছে দেখি তখনো ছায়া মাসী ফেরে নী। তাই তাড়াতাড়ি করে ভাঁড়ার ঘরে নিজের এওয়াজে পাওয়া জিনিশ পত্র গুলি নিজের পরিকল্পনার মত করে গুছিয়ে আর লুকিয়ে রাখলাম। ঝিমলি আমাকে অনেক সাহায্য করেছিল কিন্তু আজব কথা, সে এখনো নিজের জন্য লাল আঙ্গুরের ঘোটির কথা বলে নী। তাই আমি কথাটা তুললাম, “ঝিমলি তুই আমাকে বলেছিলি একটা ছোট ঘটি লাল আঙ্গুরের মদ আনতে... এই নে...” বলে আমি ওর দিকে আমার পাওয়া দুটি লাল আঙ্গুরের ঘড়া এগিয়ে দিলাম। ঝিমলি কিছুক্ষণ আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল। তার পর চোক পিট পিট করে আমাকে বলল, “এ গুলি দিয়ে আমি কি করব? আমি তো বলেছিলাম একটা ছোট ঘটি... তুইতো আমাকে পুরো স্নান করিয়ে দিলি...” “উফ... তুই নে না... এটা তোর জন্যেই আনা...” ঝিমলি আমাকে জড়িয়ে ধরল... আমারা বশ কিছুক্ষণ একে ওপরকে আদর করলাম। তারপর ঝিমলি আমাকে বলল, “স্নান করে নে মাধুরী... তোর গা থেকে এখনো মেছুনীদের গন্ধ বেরুচ্ছে।” “হ্যাঁ, তবে আমি একা নয়... তুইও আমার সঙ্গে ল্যাংটো হয়ে স্নানকরবি...” তাই আমারা দুই জনে পুকুরে স্নান কোরতে নেমে গেলাম। ঝিমলি আমাকে জিজ্ঞেস করল, “হ্যাঁ রি মাধুরী, আমার সামিন যদি জিজ্ঞেস করে যে তুই এতক্ষণ কথায় ছিলি তা কি বলব?” “আমার কাছে দুই সের মত রাঙা মাছ আছে... ভুলে গেলি? বলবি বাড়িতে বসে বসে উদাস লাগছিল তাই মাছ ধরতে চলে গিয়েছিলাম...” “কিন্তু এত মাছ কে খাবে?” “আমার মন বলছে, যে বৃষ্টির জন্য ছায়া মাসির সঙ্গে যে আদিবাসী মেয়েরা গিয়েছিল ওরাও ফিরে আসবে... তুই ও তোর সামিন আমদের বাড়িতে আজ রাতের খাওয়াটা খেয়েযাস, বাকি ভাত ডাল আলু ভাজা আমারা দু জনে রেঁধে নেম।”, আমি বললাম “সূর্য ত ডুবে গেল... বৃষ্টি এক্ষণ আরও হবে...” “হ্যাঁ ঝিমলি, তোর সামিন তো ফিরে এলো”, আমি পুকুর পার থেকেই দেখতে পেলাম। “আমার মনে হয়, তোর ছায়া মাসিও এক্ষণ ঘরে ফিরছে...”, ঝিমলি বলল। আমি দেখলাম দূর থেকে একটা গোরুর গাড়ি আসছে... হ্যাঁ ঝিমলি ঠিকই বলেছে... ছায়া মাসী আসছে তার সাথে দুই আদিবাসী মেয়েরাও রয়েছে। আমি আর ঝিমলি প্রায় এক সঙ্গে বলে উঠলাম, “তা হলে আজ হৈ-হুল্লোড়করে ফুর্তি হবে...” আর খাবারে থাকবে, ডাল, ভাত, আলু ভাজা, রাঙা মাছ আর লাল আঙ্গুরের মদ!   * সমাপ্ত *
Parent