গোলকধাঁধায় গোগোল (সমাপ্ত) - অধ্যায় ৭৮

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-46119-post-5090477.html#pid5090477

🕰️ Posted on January 6, 2023 by ✍️ Bumba_1 (Profile)

🏷️ Tags:
📖 232 words / 1 min read

Parent
আচ্ছা তোমরা আমাকে কি মনে করো বলতো? গল্প লেখার মেশিন? চাবি ঘুরিয়ে দিলেই ঝরঝর করে আপডেট ঝরতে শুরু করবে? জানি আমার এই কথায় তোমরা মনে ব্যথা পাবে। তোমরা আমার লেখা পড়তে ভালোবাসো, পছন্দ করো বলেই আব্দার করো সর্বদা। কিন্তু আমার দিকটাও একটু ভাবো! ক'দিন একটু সময় দাও .. একটা দুর্দান্ত পর্ব উপহার দেবো তোমাদের সবাইকে। যাওয়া এবং আসা দুই ক্ষেত্রেই vande Bharat এ experience ভালো নয়। প্রথমতঃ হাওড়া থেকে ছাড়ার timing টা পছন্দ হয়নি আমার। সকাল ছ'টা বাজতে পাঁচ মিনিট আগে ট্রেনটা ছাড়ে হাওড়া থেকে। সবাইতো প্রপার কলকাতায় থাকে না .. আমার বাড়ি যেমন দমদমে। অত সকালে, বিশেষত শীতকালে হাওড়া স্টেশন পৌঁছানো কতটা কষ্টকর বুঝতে পারছো নিশ্চয়ই। ট্রেনটা যদি সাতটা নাগাদ ছাড়তো, তাহলে খুব ভালো হতো .. এই বিষয়টা আমি রেল কর্তৃপক্ষকে জানিয়েছি ওখানকার স্টাফেদের মাধ্যমে। আমি ছাড়াও আমার অনেক সহযাত্রী জানিয়েছে .. দেখা যাক টাইম চেঞ্জ করে কিনা। নিউজ চ্যানেলগুলো খাবার মেনু সম্পর্কে যে কথাগুলো ছড়াচ্ছিল, সেগুলো সর্বৈব মিথ্যা। ওখানকার খাবার নিয়ে আমি সাংঘাতিক রকম disappointed .. বাকি খাবারের কথা তো ছেড়েই দিলাম, মাছ ভাজার যে পিসটা দিচ্ছে সেটা আমার বুড়ো আঙুলের সমান। বাঙালিদের সঙ্গে আর যাই হোক, মাছ আর মিষ্টি নিয়ে চ্যাংড়ামি করাটা গর্হিত অপরাধ .. এই বিষয়টিও ওখানকার স্টাফদের জানিয়েছি। আমি যাওয়ার সময় এক্সিকিউটিভ ক্লাসে গিয়েছি, ফেরার সময় এসি চেয়ারকারে ফিরেছি। প্রায় প্লেন ফেয়ারের মতো ভাড়া নিচ্ছে এক্সিকিউটিভ ক্লাসে, অথচ সেইরকম পরিষেবা নেই। আমাকে তো ব্যক্তিগত কাজে উত্তরবঙ্গ প্রায়শই যেতে হয়, কিন্তু আমি আর কোনোদিন এই ট্রেনে যাবো না।
Parent