হেরোর ডাইরি by stranger_women (Completed) - অধ্যায় ৬

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-2265-post-78465.html#pid78465

🕰️ Posted on January 9, 2019 by ✍️ manas (Profile)

🏷️ Tags:
📖 795 words / 4 min read

Parent
৬ সেদিন রাতে বাড়ি ফিরে আমি মনীষাকে রবির সাথে আমার আর আমার পুরনো ক্লায়েন্ট মিস্টার শর্মার গত কয়েকদিন আগেকার সেই মিটিংটার কথাটা বললাম। এও বললাম যে রবি কনট্র্যাক্টটা সাইন করে ফেলেছে। মনীষা শুনে বললো –“দেখলে তো? বললাম না লোকটা খুব স্মার্ট আর বুদ্ধিমান। তুমি যদি কোন ব্যাপারে ওর কাছে সাহাজ্য চাও দেখবে ও তোমাকে ভাল বুদ্ধিই দেবে”। ওর কথা শুনে আমার মাথায় যেন আগুন জ্বলে গেল। কিন্তু আমি ওকে মুখে কিছুই বললাম না। তবে সেই রাতে মনীষার সাথে আমি আর কোন কথাই বললাম না । সারাক্ষণ গুম হয়ে বসে টিভি দেখতে থাকলাম। রাতে বিছানায় শুয়ে কিছুতেই ঘুম আসতে চাইছিলনা আমার। ঘুরে ফিরে বার বার শেখরের কথা মনে পরছিল।এই রবিকে কিছুতেই যেন মন থেকে ঝেড়ে ফেলতে পারছিলামনা আমি। ভাবছিলাম রবির কথা। ওর মত অবিবাহিত ধনী সুপুরুষ বস কে পেয়ে অফিসের বেশিরভাগ মেয়েদেরই যেন নাল পরতে শুরু করেছে। অনেকেই রবির সাথে রোম্যান্টিক একটা সম্পর্ক চেয়ে ওর কাছে আসার চেষ্টা করছে। রবি একনম্বরের মাগিবাজ হয়েও অফিসের পরিবেশের কথা চিন্তা করে বোধহয় ওদের কে এখনো পর্যন্ত এড়িয়ে চলছে। কিন্তু এতে করে ও মেয়েদের কাছে আরো যেন কামনার বস্তু হয়ে উঠছে। এমনিতে অফিসের সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে আমি অফিস গসিপে কান দিইনা। তবে অন্য কয়েকটি মেয়েদের কাছ থেকে রবির সম্বন্ধে দু একটা গুজব আমারও কানে এসেছে। সেই মেয়েরা বিশ্বাস করে রবির সাথে অফিসের কোন না কোন মেয়ের কিছু একটা বোধহয় চলছে। আমি ভাবছিলাম যতই নিরাশক্ত ভাব দেখাক রবি, ওর মত মাগিবাজ লোক মেয়েছেলে ভোগ না করে বেশি দিন থাকতে পারবেনা। বিশেষ করে আমাদের অফিসেই যখন ওর পছন্দ মত বিবাহিত ভারী চেহারার অনেক মহিলা রয়েছে। তখনই একটা ব্যাপার আমার মনে পরলো। কয়েক সপ্তাহ আগে আমি আমার মার্কেটিং টিমের সঙ্গে একটা মিটিং করছি। এমন সময় রবি আমার ঘরে ঢুকে আমাকে বললো ওর নাকি আমার একটা ক্লায়েন্টের ব্যাপারে কি একটা রিপোর্ট চাই। আমি ওকে বললাম ঠিক আছে রবি মিটিংটা শেষ হলেই আমি তোমার চেম্বারে গিয়ে দিয়ে আসছি। হটাত দেখলাম রবি আমার টিমের ঋতিকা বলে একটা মেয়ের দিকে চোখে কেমন যেন একটা ঈশারা করলো। কেউ দেখেনি ব্যাপারটা কিন্তু আমার চোখ এড়ায়নি। ঋতিকা ওমনি লাফিয়ে উঠে -“আমি বের করে দিচ্ছি স্যার আমার কাছে আছে রিপোর্টটা” বলে আমাকে কিছু না বলেই রবির সাথে বেরিয়ে গেল।আমি মিটিং বন্ধ করে অপেক্ষা করছিলাম কখন ও ফিরবে। পাঁচ মিনিট , দশ মিনিট, পনের মিনিট হয়ে গেল। তারপরেও ঋতিকা ফিরলোনা দেখে আমি মিটিং আবার চালু করে দিলাম। ঋতিকা প্রায় আধঘণ্টা পরে ফিরলো আমাদের রুমে। কেমন যেন একটা আলুথালু ভাব দেখলাম ওর চেহারায়, চুলে এবং শাড়িতে। ব্যাপারটা কিরকম যেন অদ্ভুত লেগেছিল আমার সেদিন, তখন অবশ্য রবির ব্যাপারে এতসব জানতাম না আমি।ঋতিকা বিবাহিত, দেখতে খুব মিষ্টি, আর একটু ভারী চেহারার। তাহলে ওই কি গুজবের সেই মেয়ে যার সাথে রবির অ্যাফেয়ার চলছে? প্রায় রাত তিনতে নাগাদ অবশেষে ঘুমতে পারলাম আমি। পরের দিন সকালে চা দিতে এসে মনীষা বললো –“তুমি রাগ করেছো আমার ওপর রাজীব? আমি কিছুই বললামনা উত্তরে। মনীষা বললো –“শোন আমি যদি এমন কিছু বলে থাকি যাতে তোমার খারাপ লেগেছে তাহলে তা না জেনেই বলেছি, তোমাকে দুঃখ্য দেবার কোন ইচ্ছে আমার ছিলনা । এস আমরা দুজনেই ব্যাপারটা ভুলে যাই। আমি জানি তুমি অফিসের ঝামেলা নিয়ে কদিন একটু চাপে আছ। আচ্ছা কাল যে একটা এতবড় সুখবর দিলে, যে তোমাদের অতো বড় কনট্র্যাক্টটা সাইন হয়ে গেছে, তোমার মন নিশ্চয়ই এখন একটু ভাল হয়েছে”। -“মনীষা আমার মন একবারে ভাল নেই।ভীষণ ফ্রাসটেটেড লাগছে আমার। কারন আমার মনে হচ্ছে আমারই ক্লায়েন্টের সাথে এতো বড় কনট্র্যাক্টটা সাইন হল অথচ আমিই ব্যাপারটায় খুব একটা ইনভল্ব নই। এই কনট্র্যাক্টটা তো আমারই ফাইনাল করা উচিত ছিল”। -“এরকম ভাবছ কেন রাজীব, এতো বড় কনট্র্যাক্টট সাইন হলে সকলেকেই তো হাত লাগাতে হয়। আর মিস্টার সহায় যখন ওই ভাবে কনট্র্যাক্টটা সাইন করতে পেরেছে তখন ও নিশ্চই তোমার থেকেও বেশি খেটেছে। কি আমি ঠিক বলছি তো”? আবার মাথা গরম হয়ে গেল আমার। মাথা ঘুরিয়ে মনীষার দিকে তাকালাম আমি তারপর ওর চোখের দিকে একটা কড়া দৃষ্টি হেনে বললাম “একবারেই না”। মনীষা উত্তরে আমাকে যা বললো তাতে আমার মাথা আরো গরম হয়ে গেল। ও বললো -“কি বলছো তুমি রাজীব? ওই শর্মা ভদ্রলোক তোমার পুরনো ক্লায়েন্ট হুওয়া সত্বেও তুমি তো ডিলটা ফাইনাল করতে পারনি। তোমার কি মনে হচ্ছেনা যে মিস্টার সহায় কোন একটা স্টেজে ইন্টারভেন না করলে তোমরা এই কনট্র্যাক্টটা কিছুতেই পেতেনা”। -“আমি যে কোন ডিল বাইরের কাউর সাহায্য ছাড়াই ফাইনাল করতে পারি মনীষা আর ওটাই আমার কাজ”। -“তুমি মিস্টার সহায়কে কি ভাবে বাইরের সাহায্য হিসেবে দেখ রাজীব।আর এটা এখনোতো তোমার ডিলই আছে। আসলে আমি ভাবলাম তোমার কয়েকদিন দিন মনমেজাজ ঠিক যাচ্ছিলনা, ছোটোখাট ভুল হয়ে যাচ্ছিল কাজে, তাই কাউর একটু হেল্প পেলে প্রবলেমটা হয়তো কাটিয়ে উঠতে পারবে। তাই মিস্টার সহায়ের কথা বললাম”। আমি উত্তরে আর কিছু বললামনা ওকে। একবার ভাবছিলাম বলেই দি কিভাবে রবি ওই কনট্র্যাক্টটা পেয়েছে।কিন্তু না, কোনরকমে নিজেকে সংযত করলাম আমি, কারন মনীষা ভাবতে পারে যে আমি আমার মনের হিংসা থেকে ওর নামে কুৎসা করছি। এতে করে আমার প্রতি ওর ইম্প্রেসান আরো খারাপ হয়ে যাবে। অফিসে রবি কে নিয়ে আমার যে ইগোর সমস্যা হচ্ছিলো সেটা আমাকে ব্যাথা দিচ্ছিল ঠিকই কিন্তু আমার ওপর মনীষার যে কনফিডেন্স ছিল সেটা কমে যাওয়াটাই ভেতরে ভেতরে জ্বালিয়ে পুরিয়ে খাক করে দিচ্ছিল আমাকে।
Parent