হিরো - অধ্যায় ১

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-69843-post-6005267.html#pid6005267

🕰️ Posted on August 8, 2025 by ✍️ gungchill (Profile)

🏷️ Tags:
📖 489 words / 2 min read

Parent
সব চরিত্র কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে সাদৃশ্য পাওয়া গেলে তা একান্ত কাকতালীয় ।  ১   কি হইতে চাস ? নায়ক !     হু হা হা হা হা হুনছস নি কালাম ওই নাকি নায়ক হইতে চায় । পাশে বসা লুঙ্গী পড়া মোটাসোটা লোকটিকে উদ্দেশ্য করে বলে করিম তারপর আবার সামনে দাঁড়ানো , সদ্য দাড়ি গোঁফ ওঠা লম্বা ফর্সা ছেলেটির দিকে তাকায় আর বলে শুন নাইম , নায়ক হওয়া এতো সহজ না , তার উপর তুই এতিম পোলা আইসস গেরাম থাইকা , তরে কে নায়ক বানাইব ? ক্যান তুমি বানাইবা , নাইম নামক ছেলেটি বলল । আমার কি হেই ক্ষমতা আছে  যে আমি তরে নায়ক বানামু , আমি হইলাম কামলা মানুষ , নায়ক নাইকাগো সামনে যাওয়ার ক্ষমতা ই আমার নাই আবার নায়ক বানামু । করিম এর কথা শুনে রাগে গা জ্বলে ওঠে নাইম এর । কত আশা করেই না এসেছিলো এই করিম এর কাছে । এসে জানতে পারছে শালা একটা জোচ্চোর । গ্রামে গিয়ে কত কিছু বলে , অমুক  পরিচালকের  খুব কাছের লোক, অমুক  নায়ক ওকে ভাই ডাকে । আসলে ওসব সব মিথ্যা সেটা জানতে পেরে চোখে সর্ষে ফুল দেখছে নাইম । কত সখ করে এসেছিলো । আসার সময় চাচার কাছে বাপের রেখে যাওয়া শেষ সম্বল ও পানির দামে বিক্রি করে দিয়ে এসেছে । মনে করেছে , শহরে গিয়ে সিনেমায় কাজ করে অনেক উন্নতি করবে । কিন্তু কিসের কি যার উপর ভরসা করে এসেছিলো সেই হলো নাম্বার ওয়ান বাটপার ।   ক্যান তুমি না কইতা পরিচালক  মুন্না মজিদ তোমারে ছোট ভাই ডাকে , নায়ক দিলাবার খান এর বাইত তোমার আহন যাওন  ।   ঐ সব ভুল্লাই যাও ভাতিজা , গেরামে গিয়া মান ইজ্জত এর লইগা এইসব কইতাম । ক্যান তোমার বাপে তোমারে কয় নাই ?   নাইম বুঝলো আর কোন আশা নেই এই বজ্জাত করিমের কাছ থেকে , বিপদে যে পড়েছে সেটা সম্পর্কে ১০০ ভাগ নিশ্চিত। নাইমের বাবা প্রায় বলতো করিম একটা জোচ্চোর , কিন্তু নাইম বিশ্বাস করতো না । কিন্তু এই শহরে ওর এক মাত্র পরিচিত বেক্তি এই করিম তাই করিমকেই জিজ্ঞাস করলো । এহন আমি কি করমু করিম চাচা । আমি তো সব কিছু বেইচ্চা চইলা আসছি ।     কি ?     হ ভিটা বাড়ি সব চাচার কাছে বেইচ্চা দিসি ।   করিম এর চোখ দুটো চক চক করে উঠলো । একটা ঢোক গিলল করিম । তারপর বলল   সব বেইচ্চা কিন্না আইসস ? তোর বাপ কই   বাইচা নাই , মায় ও নাই , হের লইগা সব বেইচা কিন্না চইলা আসছি ।    টেকা কি লগে লইয়া ঘুরতাসস নাকি । এমন ভাবে বলল করিম যেন নাইমের জন্য খুব চিন্তিত   হ ক্যান ? নাইম জিজ্ঞাস করলো   হায় আমার কপাল , হুনছস  নি কালাম এই পোলার কথা , এরা যে নিজেরে কি মনে করে ঢাকার শহরে বেগে টেকা লইয়া ঘুরতাসে । এই কথা বলে করিম উঠে দাঁড়িয়ে নাইম এর একটা হাত ধরে অনেকটা টানতে টানতে নিয়ে চলে নিজের সাথে ।   শোন , নায়ক বানাইতে পারুম না তবে লাইনে ঢুকাইয়া দিতে পারুম । হের পর নায়ক হইতে পারা না পারা তোর উপর । এহন চল আমার লগে । কিছু খাইসস ? চল আগে তোরে কিছু খাওয়াই লই ।                                                                                        ****
Parent