হিরো - অধ্যায় ১২

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-69843-post-6023850.html#pid6023850

🕰️ Posted on August 31, 2025 by ✍️ gungchill (Profile)

🏷️ Tags:
📖 1462 words / 7 min read

Parent
বাড়ি ফিরে ভালো করে সাবন ডলে গোসল করে ডলি । শুটিং এর পর গিয়েছিলো ওস্তাদজির সাথে দেখা করতে । কিন্তু ওনার সাথে দেখা করতে অনেক সময় লাগবে , সেই সময়টা অপেক্ষা করতে ইচ্ছে হয়নি ডলির । শরীর কেমন লাগছিলো । মনে হচ্ছিলো সারা শরীরে নোংরা লেগে আছে , দ্রুত পরিস্কার করতে হবে । শরীর ডলতে ডলতে ডলির চোখ  থেকে দুফোটা পানি বেড়িয়ে আসে , কিন্তু সে পানি আর ডলির মুখে লেগে থাকা গোসলের পানির মাঝে কোন পার্থক্য নেই । ওরা মিলেমিশে একাকার হয়ে আছে ।   ঘরে ফিরে ডলি আজকের পাওয়া  ৬৩০০ টাকা ভাগ করে নেয় । অর্ধেক নিজের কাছে রেখে বাকিটা আগামিকাল ব্যাংকে জমা করে দেবে ভাবে । ঠিক এমন সময় নাইম ঘরে ঢোকে । বাড়িতে বসে থেকে ভালো লাগছিলো না , তাই বিকেলে একটা সিনেমা দেখতে গিয়েছিলো । খুব ভালো সিনেমা দারুন মারামারি আছে। আর কিছু দুষ্টু গান আছে । ভীষণ ভালো লেগেছে নাইমের । অনেক দিন পর সিনেমা দেখার সুযোগ হলো ।  দরজা খিল দেয়া ছিলো না , ভেজানো ছিলো , নাইম দরজা ঠেলে ভেতরে ঢুকেই স্থির হয়ে যায় । ডলি এতো তারাতারি ঘরে ফিরবে সেটা ও ভাবেনি । আর তারচেও বড় কথা , ডলি নিজের পরনের শাড়ি এখনো ঠিক মত পরেনি , ঘরে কেউ নেই বলে কোন রকম এক প্যাচে পরে আছে । সদ্য গোসল করে আসায় ডলি কে বেশ ফ্রেশ দেখাচ্ছে । চুল গুলো ভেজা গামছায় প্যাচিয়ে মাথায় খোপা করা , লাল ব্লাউজ আর পুরনো মলিন একটা হলুদ শাড়ি পরনে । অধভুত সুন্দর লাগছে ওকে । তবে নাইম কে যে ব্যাপারটা সবচেয়ে বেশি আকর্ষণ করছে এটা হচ্ছে ডলির এক পাশের উন্মুক্ত কোমর আর পেট । যেমন ফর্সা আর তেমন মসৃণ ত্বক। সেই সাথে একদিকের স্তন শাড়ীতে ঢাকা না পরায় লাল ব্লাউজের সাথে সেঁটে থেকে নিজের বিশালত্ব কোমলত্বের জানান দিচ্ছে  । সদ্য কিছু দুষ্টু গান দেখে আসা নাইম এমিতেই হালকা উত্তেজিত ছিলো , আর বাড়ি ফিরে এমন দৃশ্য যেন ওর উত্তেজনার আগুনে ঘি ঢেলে দিচ্ছে । একটা ঢোক গেলে নাইম , কিন্তু দ্রুত নিজেকে ঠিক করে নেয় । আজকাল প্রচণ্ড ভয় হয় ডলি কে , কথায় কথায় মারতে আসে ।   ডলিও নাইম কে দেখে একটু বিব্রত হয় । কেউ ঘরে ছিলো না বলেই এভাবে শাড়ি পেঁচিয়ে বসে ছিলো । শত হলেও নাইম ছেলে মানুষ , যত ভদ্র ই হোক না কেনো , এভাবে কোন মেয়ে মানুষ সামনে থাকলে মনে খারাপ চিন্তা আসবেই ।   কিরে তুই কই গেসিলি , স্বাভাবিক ভাবেই জিজ্ঞাস করে ডলি , নাইম কে ওর অবস্থা বুঝতে দিতে চায় না । ভাব করে এসব কোন ব্যাপার না । তারপর নাইমের উত্তর দেয়ার আগেই , পানির জগ দেখিয়ে বলে , যা তো কল থেকে ঠাণ্ডা পানি নিয়ে আয় । নাইম ও যেন এই সুজগের অপক্ষায় ই ছিলো , কোন বাক্য ব্যয় না করে দ্রুত জগ নিয়ে বেড়িয়ে যায় ।   পানি নিয়ে যখন ফেরে তখন ডলি শাড়ি ঠিক মত পরে ফেলেছে । এখন মাথার গামছা খুলে ঘন কালো চুল গুলো শেষ বারের মত শুকিয়ে নিচ্ছে । নাইম পানির জগ টেবিলে রেখে , ডলির পেছনে রাখা চেয়ারে গিয়ে বসে। দুজনের মাঝে কোন কথা হয় না । ডলি নিজের চুল মুছতে ব্যাস্তো আর নাইম মাথা নিচু করে বসে আছে। একটু আগে দেখা ডলির সাদা মসৃণ পেট কিছুতেই মন থেকে তুলতে পারছে না । ঘরময় একটা বেখাপ্পা ভারি বাতাস ঘোরাফেরা করছে ।   কিছুক্ষন পর ডলি ই  কথা বলতে শুরু করে , কথা শুরুর ঠিক আগে ডলি চুল থেকে গামছা খুলে ফেলেছে । কোমর পর্যন্ত লম্বা ঘন কালো ভেজা চুল থেকে শ্যাম্পুর গন্ধে ঘর ম ম করে উঠেছে । নাইম একবার সেই সুবাসে ভরপুর বাতাসে নিঃশ্বাস নিয়েই , দম বন্ধ করে ফেলে । সদ্য শ্যাম্পু করা চুলের সবাস ওকে আরো বেশি অস্বস্তিতে ফেলে দিয়েছে । মনে মনে ভাবছে কেন যে ওই সিনেমা দেখতে গিয়েছিলো । ডলির করা প্রশ্নের উত্তর দিতেই ভুলে যায় নাইম ।   এদিকে ডলি নিজের ভেজা চুল গুলো এক সাইডে এনে গামছা দিয়ে ঝাড়ছে , যার ফরে ছোট্ট ঘরের অনেকটা যায়গা জুড়ে অনু পরিমান পানির কনা দিয়ে ভরে উঠছে , যার কিছু নাইমের চোখে মুখে গিয়েও পরছে । যা নাইমের জন্য আরো বেশি অসুবিধা ডেকে আনছে ।   কই বললি না কই গেছিলি ? ডলি চুল ঝাড়তে ঝাড়তে  জিজ্ঞাস করে । নাইমের হাবভাবের দিকে তেমন নজর নেই ওর ।   নাইম উত্তর দেয়ার জন্য চোখ তোলে , চুল গুলো একপাশে সরিয়ে রাখার কারনে ডলির পিঠ ছিলো উন্মুক্ত , ব্লাউজের পেছনের কাট খুব বেশি ডিপ না হলেও পিঠের ফর্সা মসৃণ ত্বক অনেকটা উন্মুক্ত হয়ে আছে , ছোট ছোট পানির কনা সেখানে লেগে আছে , যা দৃশ্য টা আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে । একবার ঢোক গেলে নাইম , তারপর নিজের সিনেমা দেখতে যাওয়ার কথা চেপে যায় । বলে , এই বাইরে ঘুরাঘুরি করসি আপা।   ভাদাইম্মার মতন না ঘুইরা , দুই একটা সিনেমা ও তো দেখতে পারোস , একটা হলে দেখলাম , পুরান দিনের একটা সিনেমা চলতেসে , ওই গুলা দেখবি , আজকালের সিনেমা দেখবি না । আর আমি টাকা দিয়া জাবনে , তুই ভিসিয়ার ভাড়া আইন্না পুরান দিনের সিনেমা দেখবি , অভিনয় সিখতে পারবি তাইলে ।   মনে মনে নাইম ভাবে পুরান দিনের সিনেমা দেখতে ওর একদম ভালো লাগে না , প্যানপ্যানানি দেখায় খালি , না আছে ফাইট না আছে কাটপিস , না আছে গরম মশলা গান ।   যা তো ভাই , চাউল গুলা ধুইয়া নিয়া আয় তো , আজকা দেরি হইয়া গেলো । ডলি শেষ বারের মতন নিজের চুলে গামছা দিয়ে দু তিনটি বারি দিয়ে বলল । নাইম ও যেন ঘর থেকে বের হতে পেরে হাঁপ ছেড়ে বাচলো । ভাতের পাতিলে চার মুঠ চাল নিয়ে ঘর থেকে বেড়িয়ে গেলো ।   নাইম বেড়িয়ে যেতেই , ডলি আয়নার সামনে দাড়িয়ে নিজের চুল আঁচড়াতে শুরু করলো । চুল আঁচরে আয়নায় বেশ কিছুক্ষন নিজেকে দেখলো , ধিরে ধিরে মন ভালো হতে শুরু করেছে , ৩৭ বছর বয়সেও ডলির চামড়া বেশ মসৃণ , চেহারাও খুব সুন্দর । ডলি নিজের চেহারা খুটিয়ে খুটিয়ে দেখে , দেখতে দেখতে হঠাত হাসি চলে আসে ডলির , হাসতেই ডলি লক্ষ্য করে ওর চেহারা আরো উজ্জ্বল আর সুন্দর হয়ে উঠছে । যত মন ভালো হচ্চে তত উজ্জলতা বাড়ছে ।   ডলি আজকে শুটিঙের সময় ঘটে যাওয়া ঘটনার জন্য যত মন খারাপ আর রাগ ছিলো তা অল্প অল্প করে ঝেড়ে ফেলে দিতে শুরু করে , হ্যা ওই লোকগুলো ওর শরীর নিজেদের জিভ  দিয়ে স্পর্শ করতে পেরেছে ঠিক , কিন্তু ডলি সিদ্ধান্ত নেয় , ও কিছুতেই ওদের বিষাক্ত লালা নিজের মনে পৌছুতে দেবে না । শরীর সাবান দিয়ে ধুলে পরিস্কার হয়ে যাবে । কিন্তু যদি একবার মনে পৌঁছে যায় তাহলে আর রক্ষা নেই ।   হঠাত কি মনে ডলি চোখে কাজল লাগায় , বেশ গারো করে , কাজল লাগানর সময় গুনগুন করে গান গায় । “ সখি কে পরাইলো আমার চক্ষে , কলঙ্কের কাজল”   কাজল লাগানো শেষ হলেও ডলির গুনগুন থামে না , স্টোভ জ্বালায় , তারপর পেঁয়াজ কাটতে বসে ।   নাইম ঘরে এলে , নাইম কে পাশে বসায় , আজকাল ডলিকে প্রায় প্রতিদিন রান্না করতে হয় , খারাপ লাগে না ডলির । সংসার তো কোনদিন করা হয়নি , মা যখন সাথে ছিলো , তখনো সংসার মনে হতো না , তবে নাইম ছেলেটা আসার পর থেকে ওর মনে হচ্ছে একটা ছোট পরিবার বলাই যায় ওদের দুজন কে ।   নাইম যা তো , আমার ব্যাগ  থেইকা টাকা নিয়া একটা মুরগী নিয়া আয় । ডলির হঠাত কি মনে হয় , ডিম ভাজা বাদ দিয়ে মুরগী রান্নার ইচ্ছা জাগে ।   মুরগির কথা শুনে নাইম ও খুশি হয়ে ওঠে , ওহ আজকা মুরগী , চটপট উঠে ডলির ব্যাগ  থেকে টাকা নিয়ে বেড়িয়ে যায় ।   ডলি এই ফাঁকে ভাত রান্না করে , মশলা রেডি করে রাখে মুরগী রান্নার জন্য । নাইম মুরগী নিয়ে এলে অনেক রাত পর্যন্ত দুজনে মিলে রান্না করে । সারাক্ষণ ডলির মুখে হাসি লেগেই থাকে । এই হাসি ই ডলির বর্ম আর ঢাল নিজের মন  কে সমস্ত কলুষতা থেকে রক্ষা করার ।   অনেক সখ করে মুরগী রান্নার পর ডলি নিজে খেতে বসে না , আগে নাইম কে খেতে দেয় আর নিজে সামনে বসে থাকে । নাইম অবাক হয়ে জিজ্ঞাস করে , আপা আপনি খাইবেন না ?   ডলি হাসে , বলে , আগে তোর খাওন দেখবো , শুনছি নিজে খাওনের চেয়ে অন্য মানুষের খাওন দেখতে মজা বেশি , তুই খা ।   নাইম অবাক হয় , ভ্রু কুঁচকে তাকায় ডলির দিকে । তারপর কাঁধ ঝাঁকিয়ে খাওয়া শুরু করে । চাল ধুয়ে ঘরে ফেরার পর থেকেই নাইম ডলির মাঝে কিছু পরিবর্তন লক্ষ্য করেছে , সারাক্ষণ গুনগুন করে গান গাইছিলো। নাইম পাত্তা দেয়নি , এখন দেখতে পাচ্ছে সময়ের সাথে সাথে সেই জিনিস পাগলামিতে পরিনত হচ্ছে ।   নাইম খাওয়ার ফাঁকে ফাঁকে চোখ তুলে ডলির দিকে তাকায় , যতবার তাকায় দেখে ডলি নিজের গালে হাত রেখে নাইমের খাওয়া দেখছে , দৃশ্যটা নাইমের কাছেও বেশ ভালো লাগতে শুরু করেছে । আর ডলির চেহারা দেখতে যে এতক্ষণ কেন অন্যরকম লাগছিলো সেটাও ধরতে পারে ।  এক পর্যায়ে নাইম সাহস করে বলেই ফেলে , আপা আজকা কিন্তু তোমারে ফাইন লাগতাসে , এই প্রথম নাইম ডলিকে তুমি করে বলে ।   ডলি উত্তরে হাসতে হাসতে বলে, যাহ সয়তান ছ্যামড়া , তারপর হাসতে শুরু করে ,  হাসি থামায় তারপর জিজ্ঞাস করে , তোর জেরিন ম্যাডামের থেইকাও কি সুন্দর ?   ****** পাঁচদিন পর এতো ছোট পোস্ট দেয়া যে অন্যায় তা আমি বুঝতে পারছি । কিন্তু ভাই কি করার আছে মনের উপর কি জোড় খাটে ? 
Parent