হিরো - অধ্যায় ১৮

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-69843-post-6034281.html#pid6034281

🕰️ Posted on September 13, 2025 by ✍️ gungchill (Profile)

🏷️ Tags:
📖 255 words / 1 min read

Parent
আপনার কমেন্ট পড়ে খুব ভালো লাগলো (সত্যি কথাটা লিখলাম না , লিখেও কেটে দিলাম , কেমন যেন নিজেকে ছেলে মানুষ মনে হচ্ছিলো) ।  নাইমের চরিত্রের পরিবর্তন নিয়ে যা বলেছেন , আমি আসলে এই ধরনের কমেন্ট ই আশা করে থাকি , ধন্যবাদ এই বিষয়টা তুলে ধরার জন্য । আমার কাছে কি মনে হয় জানেন , আমরা অনেক সময় রাগের মাথায় ভুল মানুষের সাথে ধূর্ততা ,শঠতা করে থাকি ।তখন আমরা মনে করি যে খুব চালিয়াতি কাজ করে ফেলেছি । আসলে তখন আমরা যে একজন সত্যিকারের মূর্খের মত কাজ করেছি সেটা বুঝতে পারি না। সহজ সরল গ্রাম্য ছেলে নাইম , একি সাথে বোকা আর মূর্খ , বাবা মায়ের এক মাত্র সন্তান সিনেমা পাগল ছেলেটি আদরে আদরে মাথায় উঠেছে । আমাদের গ্রামের ভাষায় বলে "আদরে আদরে বইদর হইসে" । আপাতত সে নিজেকে বেশ চালাক চতুর মনে করছে আর ডলির প্রতি অভিমান থেকে ডলিকে একটা শিক্ষা দেয়ার জন্য , নিজের লক্ষের দিকে স্রুত পৌঁছানর শর্টকাট ধরেছে  । ব্যাপারটা এমন ভুল মানুষের উপর প্রতিশোধ নেয়ার জন্য , ভুল পথে পা বাড়ানো । যা নাইমের মত সরল কিন্তু মূর্খ এবং বাস্তব জ্ঞানশূন্য ছেলেটি না জেনে বুঝেই করে ফেলছে । আশা করি নাইম ভবিষ্যতে এটা অনুধাবন করতে পারবে । "জি বুঝেছি , শব্দ দুটো বলতেই ওর ডলির কথা মনে পরে গেলো । ডলিও ওকে এভাবে কথা বলতে শিখাতে চেয়েছিলো । সাথে সাথে মনটা বিষিয়ে গেলো । এই বজ্জাত মহিলাকে যতই দূরে ঠেলতে চায় ততই বার বার কাছে চলে আসে ।" শেষের এই লাইন টা ডলির প্রতি নাইমের বর্তমানের অবস্থান কি কিছুটা প্রকাশ করছে না? নাইম রাগান্বিত , কিন্তু ডলিকে ভুলতে পারছে না ।
Parent