হিরো - অধ্যায় ৫

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-69843-post-6006626.html#pid6006626

🕰️ Posted on August 10, 2025 by ✍️ gungchill (Profile)

🏷️ Tags:
📖 888 words / 4 min read

Parent
৫ অনেক গুলো টাকা খরচ হয়ে গেলো ডলির যদিও । কিন্তু ডলির তেমন মন খারপ হলো না মনে হল ওর জমানো টাকা এতদিনে কোন কাজে এসেছে । টাকা গুলি খরচ করতেও ওর মন তৃপ্ত হয়েছে ।     এইজে আমার ঘর ।  লম্বা লম্বি অনেকগুলা টিনশেড ঘর এর একটির তালা বদ্ধ দরজা দেখিয়ে বলল ডলি । তারপর তালা খুলে ঘোরের ভেতরের লাইট জালালো ও । কমদামি সব ফার্নিচার দিয়ে সাজানো ঘরটা কিন্তু বেশ ছিমছাম । ঘরের একপাশে একটা কাঠের খাট তার উপর ফুলতোলা চাদর । একটা বেতের সেলফ একটা আলনা । একটা খাবার রাখার সেলফ আর কিছু পাতিল ।   আপনার বাড়ির অন্য লোকজন কই ? প্রশ্ন করলো নাইম     ঘরে ঢুকে মুখের * খুলে হাসতে হাসতে ডলি বলল  আর লোকজন কই পাবো ? আমি একলাই থাকি ।   মুখের * খুলে ফেলতেই নাইম চিনে ফেললো মহিলাকে । বাংলা সিনেমায় প্রচুর কাজকরা সাইড অভিনেত্রী । দশবারটা ছবিতে দ্বিতীয় নাইকার কাজ ও করেছে এক সময় । এখন ছোটখাটো এক দুই মিনিট এর  রোল করে যেসব রোল শেষ পর্যন্ত রেপ হয়  । এছারাও ভিলেন দের বান্ধবির রোল ও করে যারা ছোট ছোট কাপড় পড়ে ভিলেনদের আসে পাশে থাকে সব সময় ।     ও আল্লা আপনে ডলি ম্যাডাম না ?   চিন্না ফেলসো তাহলে ?   ওমা চিনুম না ক্যান , আপনে কি একটা দুইটা ছবি করসেন কত ছবিতে আপনেরে দেখি । নাইম এর গলায় কাপন , উত্তেজনার কাপন , নায়ক বা নাইকা না হোক অন্তত সিনেমায় কাজ করে এমন একজন এর সাথে তো দেখা হয়েছে ওর ।  গত চার দিনের দুঃখ আর টাকা হারানোর শোক যেন বুহুদিন আগে শুকিয়ে জাওয়া ক্ষতর মতো মনে হচ্ছে নাইম এর কাছে এখন ।   হু অগুলারে কি অভিনয় বলে , ক্যারেক্টারের নাম ও থাকে না বেশিরভাগ সময় , আর সব তো অই দুই তিন মিনিট এর রোল ।  একটু লজ্জা পেয়ে বলে ডলি । অবশ্য লজ্জা পাওয়ার কারন আছে , আজকাল যে সব রোল ডলি পায় , সেগুলির বেশিরভাগ হয় রেপ হওয়ার সিন , নয়ত ছোট পোশাক পরা ভিনেলের প্রেমিকা হওয়ার রোল ।  যাদের কাজ হচ্ছে ছোট ছোট পোশাক পরে ভিলেনের কোলে বসে থাকা । আর ভিলেন কে মদ ঢেলে দেয়া ।   তুমি এইখানে বসো আমি গিয়া দেইখা আসি বাথ রুম খালি নাকি , তোমার এখন সাবান দিয়া ভালো মতন গোসল দিতে হইবো ।   ডলির কথায় নিজের কাপড়ের দিকে নজর যায় নাইমের , আসলেই ভুসভুস করে ঘামের গন্ধ বের হচ্ছে । এবার লজ্জা পাওয়ার পালা নাইমের , লজ্জায় ওর ফর্সা চেহারা লালচে হয়ে যায় । ডলি এই ব্যাপারটা লক্ষ করে , কেমন লজ্জায় লাল হয়ে যাচ্ছে ছেলেটি । বুকটা কেমন হু হু করে ওঠে ওর । ১৭ বছর আগের নিজের জীবনের  সেই কালো অধ্যায় মনে পরে যায় । ক্যারিয়ারের কথা চিন্তা করে সেদিন নিজের কলিজার টুকরা কে বিসর্জন দিতে হয়েছিলো। কি সুন্দর হয়েছিলো দেখতে টুকটুকে ফর্সা , আজ হয়ত এই ছেলেটির সমান ই হতো । একটা দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেড়িয়ে যায় ডলি ।                                                                                     ****   অনেক বেলা করে ঘুম ভাঙ্গে নাইমের , দেয়ালে টানানো ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পায় সোয়া দশটা বাজে । আড়মোড়া ভেঙ্গে বিছানা থেকে নামে নাইম । ঘর খালি , ডলি  কে কোথাও দেখতে পেলো না ও । ধিরে ধিরে বিছানা থেকে নামলো নাইম । গত রাতে ঘড়টি ভালভাবে দেখা হয়নি উত্তেজনার কারনে । সিনেমায় কাজ করে এমন কারো সাথে পরিচয় হওয়া তার বাসায় আসা , এর চেয়ে উত্তেজনাকর বিষয় আর কি হতে পারে নাইমের মতো সিনেমা পাগল ছেলের জন্য ।   নাইম ঘরের চারদিকে একবার তাকালো । ছিমছাম গছানো ঘর , আসবাব একেবারে নেই বললেই চলে , একটি সিঙ্গেল খাট যা গত রাতে নাইম দখল করেছে । শত অনুরধ ও কাজে আসেনি ডলি কিছুতেই নাইম কে নিচে শুতে দেয়নি , বরং নিজেই কাথা বিছিয়ে নিচে শুয়েছে । একপাশে একটি আলমারি তাতে গোটা কয়েক সাড়ি পেটিকোট ,আর কিছু সালোয়ার কামিজ । একটি ট্রাংক একটি সেলফ যার নিচের দুই তাক দখল করে আছে হাড়ি পাতিল , আর উপরের তাক প্রসাধনি আর একটি ছোটো আয়না । সব মিলিয়ে এই হচ্ছে ঘরের আসবাব , নাইম এতো অনাড়ম্বর জীবন জাপন দেখে অবাক হলো । সিনেমায় কাজ করা মানুষদের জীবন সম্পর্কে অন্য রকম ধারনা ছিলো নাইম এর । কিন্তু এই ডলি কে দেখে ওর ধারনা এক রাতেই অনেকটা পাল্টে গেছে । নাইম আবার ঘরময় চোখ বুলালো , এবার ট্রাংক এর উপর রাখা দুটো প্লেট ওর নজর কারলো একটি প্লেট দিয়ে অন্যটি ঢাকা , ক্ষুধা জানান দিলো নাইম এর পেট । বিছানা থেকে উঠে উপরের প্লেট তুলতেই দেখা গেলো একটি  পলিথিনে কিছু ভাজি আর পত্রিকায় মোড়ানো কিছু একটা , নিশ্চয়ই পোরটা হবে । দ্রুত কল পার চলে গেলো নাইম চোখে মুখে পানি দিতে ।   এই পোলা তুমি ডলির কি হও । কল পারে বসা এক মহিলা জিজ্ঞাস করলো নাইম কে । কি উত্তর দেবে ভেবে পেলো না নাইম , কি বলবে ? বলার মতো কেউ তো না ও , আত্মীয় লাগি , কোনোরকমে বলল নাইম । তবে মহিলার মুখ টিপে হাসা দেখে নাইম বুঝতে পারল উত্তরটা মনপুত হয়নি ঐ মহিলার । মনটা খারাপ হয়ে গেলো নাইম এর , নাইম চায় না ওর জন্য ডলির কোন সমস্যা হোক । এই আপনহীন শহরে এই মহিলা ওকে আদর করে নিজের কাছে আস্রয় দিয়েছে । এখন ওর জন্য যদি মহিলার বদনাম হয় সেটা নাইম মেনে নিতে পারবে না ।   পত্রিকার কাগজে মুড়ে রাখা পরটা  দুটো আর পলিথিনে রাখা ভাজি কিছুই নাইম এর মুখে ভালো লাগলো না । একটা তেত স্বাদে ভরে গেছে মুখটা । এই আস্রয় ছেড়ে ওকে চলে যেতে হবে , সেটা বুঝতে পারার  পর থেকে মনটা কিছুতেই শান্ত হচ্ছে না । সিদ্ধান্ত নিলো ঘর থেকে বের হবে না । একটা সিনেমার ম্যাগাজিন নিয়ে পড়তে লাগলো শুয়ে শুয়ে ।                                                                                      *****
Parent