জানভিরার গল্প - অধ্যায় ৭

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-14991-post-822244.html#pid822244

🕰️ Posted on September 1, 2019 by ✍️ manas (Profile)

🏷️ Tags:
📖 568 words / 3 min read

Parent
ক. পরিচয় মানুষ অনেক সময় না জেনে কিছুতে সম্মতি দিতে চায় না, কিন্তু পরবর্তীতে সেই বিষয়টিতে গিয়ে বুঝতে পারে যে, সে কি ভুল করতে যাচ্ছিল । ঠিক আমার সাথে রুশী আন্টির দেখা হওয়াটা ছিল সে ধরনেরই একটা ঘটনা। আমি তখন সবে মাত্র প্লান ইন্টারন্যাশনাল এ যোগ দিয়ে সিলেট এ গিয়েছি। সারাদিন অফিস নিয়েই ব্যাস্ত থাকতে হয়। আর আমার দায়িত্ব হলো এডোলসেন্স এন্ড এডুকেশান।এর বিভাগীয় দায়িত্ব আমার। আমাদের এই এনজিও সাহায্যপুষ্ট স্কুলগুলো কেমন চলছে তার দেখাশোনা করেই এবং সেই সাথে নতুন স্কুল এর অন্তর্ভুক্তি, আর্থিক সাহায্য এগুলো করেই আমার দিন কাবার। আমি কিশোরগঞ্জের মানুষ, সিলেট থেকে কিশোরগঞ্জ থেকে প্রতি সপ্তাহান্তে আমাকে প্রথম প্রথম আসতে-যেতে হতো। মা বললেন প্রতি সপ্তাহ শেষে এভাবে ঘন ঘন আসা যাওয়া করাটা যেমন ঝুকিপুর্ন তেমনি অর্থেরও অপচয়।বর্তমান সময়ে ঢাকা-সিলেট মহাসড়কই বলতে গেলে এই আওয়ামী অপদার্থ যোগাযোগ মন্ত্রীর আমলে ভাল আছে,কারন এটা ওয়ার্ল্ড ব্যাংক করেছিলো বিএনপির সময়ে ট্রান্সএশিয়ান হাইওয়ের অংশ হিসাবে। তবে এই অপদার্থ আরো তিন বছর গদিতে থাকলে এটাও যাবে। সুন্দর রাস্তা গাড়ী চলে অনেক দ্রুত, সাথে আবার এইরকম হাইওয়েতে নামান হয়েছে সিএনজি চালিত অটোরিক্সা। প্রতি সপ্তাহেই একটা না একটা দুর্গটনা ঘটছেই। যেহেতু এখনো বিয়ে করিনি’ তাই মায়ের আদেশ অনুসরন করেই মাসে দুই বার করে আসা শুরু করলাম কিশোরগঞ্জে, আর জরুরী প্রয়োজনে তো আছেই। শুক্রবার শনিবার সিলেটে থাকি অথচ আমার বন্ধু লিটুর লন্ডনের বন্ধু জিসানের মায়ের সাথে আমি বিশ্বনাথ এ দেখা করতে যাইনি শুনেই আমার ঊপর লিটু একচোট নিয়ে গালি ঝাড়তে লাগলো। -“বানচোত তরে কত কইরা কমু, জিসান বার বার কইরা আমারে জিগাইতেছে তুই গেছস কিনা। গিয়া কাগজগুলা একটু দেখবি।“ আমরা বন্ধুরা যখন কথা কই তখন এভাবেই কথা বলি ভার্সিটিতে থাকা কালিন ভাষা এখনো চলে। আর অপরিচিত কেঊ হলে তখন একেবারেই প্রমিত শুদ্ধ বানান এর উচ্চারনে কথা বলি। নরেন স্যারের উচ্চারনের কয়েকটি ক্লাস আমি করেছিলাম তো তাই। লিটুর অভ্যাস একবার মুখ থেকে গালি বের হয়ে গেলে যতক্ষন কথা বলে গালি চলতেই থাকে, তাই গালির হাত হতে বাঁচতে দ্রুত বললাম “ দোস্ত, দোস্ত বাপ না আমার ,আর গাল্যাইসনা আমি আগামী শুক্রবারেই যাইতাছি। “ ইমেইলে ওর পাঠানো এড্রেস নিয়ে রওনা দিলাম পরের শুক্রবারে দুপুরের খাওয়া দাওয়া সেরে। জিসান এর মায়ের নাম রুশনী আরা চৌধুরী। অধিকন্ত বশির ওরফে লিটু জিসান চৌধুরীর তৈরি ওয়ার্ড আর্ট এর একটা ফাইল পাঠিয়ছে যেখানে সিলেট থেকে একেবারেই বিশ্বনাথ থানা সদরে তাদের বাড়ীতে কিভাবে যাবো সেটাও আকিয়ে দেখানো আছে। কাজেই ইমেইলে দেওয়া রুশনী আরা চৌধুরীর মোবাইল নম্বরটা যদিও নিলাম কিন্তু সেটাতে কোন কল দিলাম না। এক্ষেত্রে কল দিয়ে যাওয়াটা কেন জানি নিজেকে অপদার্থ অপদার্থ মনে হচ্ছে। আসলে জিসানদের পরিবার সম্পর্কে আমি তেমন কিছু জানি না। ওদের পুরোপরিবারই লন্ডনে সেটেল্ড এবং বৃটিশ সিটিজেন। ওর মা বিগত তিন মাস ধরে দেশে এসেছেন ওদের বিশ্বনাথ থানা সদরের নিজেদের জায়গাটা বিক্রি করে ফেলবেন। কারন জিসান এর বাবা পাঁচ বছর হলো মারা গিয়েছেন। তাই এখানে আর তেমন ওদের আসা হয় না, সে কারনেই এটা ওরা বিক্রি করে ফেলবে। তবে কিছু কিছু কাগজপত্র লাগবে যেগুলো বিক্রির সময়ে তুলতে হয়। সেটা ওই মহিলার দ্বারা একা সম্ভব নয়।বশির এর সাথে আলাপকালে জিসান জানতে পেরেছিলো যে আমি ঢাকা থেকে সিলেট এ পোস্টেড হয়েছি চাকুরী সুবাদে,তাই জিসান বসির কে খুব আন্তরিকভাবেই অনুরোধ করছিলো আমি যেন যাই ওর মার সমস্যাগুলো হ্যান্ডেল করে মহিলাকে সাহায্য করি। আর সে কারনেই বশির বার বার আমাকে তাগদা দিতে লাগে। আমার আগ্রহ হচ্ছিলো না , প্রথমত আমি সিলেইট্যাদেরকে জঙ্গল এর ভুত ছাড়া আর কিছুই ভাবতে পারিনা। এই গুলার টাকা আছে কিন্তু কোন কালচার নাই। প্রমিত ভাষায় কিছু বলতে গেলে বা জিগ্যেস করতে গেলে আপনাকে বুঝেও না বোঝার ভান করে বলবে “কিতা মাতুইন?” বুঝঝিনা।“ তাই ভাবছিলাম কেমন না কেমন আরেক বুড়ী ভুতের সাথে দেখা হবে। আগ্রহ হচ্ছিল না বলেই এত গড়িমসি।
Parent