কাকীমা আর আমি - অধ্যায় ১৬

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-25496-post-1987121.html#pid1987121

🕰️ Posted on May 24, 2020 by ✍️ rahulror.2015 (Profile)

🏷️ Tags:
📖 593 words / 3 min read

Parent
ওখান থেকে বেরিয়ে এলাম। বেশী দেরী হয় নি, বাসে করে ফিরে এলাম। ফিরে দেখি কাকিমা রূপা গল্প করছে। আমাকে দেখে রূপা বলল রূপা- এই কাকিমার সাথে কথা হয়েছে, কাকিমা কোথাও যাবে না, কথা দিয়েছে। আর পরে আমাকে আরও কিছু বলবে। কাকিমা আজ তাহলে আসি।আমিত, তোকে আর যেতে হবে না। আমি একাই যেতে পারব। আসি কাকিমা। কাকিমা- না একা যাস না, আমিত দিয়ে আসুক। রূপা- ওকে। তুই তাহলে চল। আমি আর রূপা বেরিয়ে এলাম। হাঁটতে হাঁটতে চললাম। আমি- কাকিমা কি বলল রে? রূপা- অনেক কিছু? তুই কাকিমার সাথে ঝগড়া করেছিস কেন? আমি- আমি??? কাকিমার সাথে ঝগড়া করেছি? কি বলছিস? কাকিমা তোকে এই সব বলেছে? রূপা- হম, আরো অনেক কিছু বলেছে? আমি-কি? মনে মনে ভাবলাম কাকিমা কি সব বলে দিয়েছে? নাকি শুধু ঝগড়া বলে চেপে গেছে? সব নিশ্চয় বলবে না। কাকিমাও লজ্জা পাবে। আর কাকিমা কি নিজে মুখে বলবে, তার ভাইপো র সাথে …না না।কখনই নয়।রূপার ডাকে এই সব চিন্তা বন্ধ হল। রূপা- কি রে কি ভাবছিলিস? এত বার ডাকতে তবে সারা দিলি। আমি- কিছু নারে। ওই কাজের কথা ভাবছিলাম। আমার কাজ টা কি হবে ঠিকঠাক। রূপা- হ্যাঁ রে হবে। এখন থেকে আমি অ তোকে সাহায্য করব। বুঝলি? আর শোন, বাড়ি ফিরে কাকিমার সাথে ঝামেলা মিটিয়ে নিবি। কাকিমা খুব কষ্ট পেয়েছে এ কদিন। আমি-আচ্ছা। রূপা- একটা সত্যি কথা বলবি, কি নিয়ে তোদের ঝামেলা হয়েছিল, যে কথা বন্ধ। আমি- আরে সেরকম কিছু না। ক দিন খুব রাত হয়েছিল। আর রূপা- আর কি? আমি- আর কিছু না রূপা- আবার চেপে যাচ্ছিস? আমি- নারে। আচ্ছা শোন। পরপর ক দিন ফিরতে দেরি হয়েছিল, আর একটা অ কেস ঠিক মত হল না, ব্যাস একদিন ড্রিকংস করে ফিরে ছিলাম। আর সেই নিয়ে ঝামেলা। তুই চিন্তা করিস না, আজ কাকিমার সাথে কথা বলব। রূপা- কথা বলে জানাস, কাকিমা খুব আপসেট। প্লিস ঝামেলা মিটিয়ে নে। আমি- হ্যাঁ। রূপা কে পৌঁছে দিয়ে ফ্ল্যাটে আস্তে প্রায় এক ঘণ্টা লেগে গেল। আসার সময় ভালাম, বাড়ি গিয়ে কাকিমা কে কি বলব। সেদিন যা হয়েছে ঠিক হয় নি। আর আমার ও ভুল ছিল, শুধু নিজের দিক টা চিন্তা করেছি। একজন মহিলা যখন এতটা ডেসপ্যারেট হয়ে কিছু করে তার মানে তার কোথাও একটা চাহিদা আছে। সেটা ফুলফিল করা আমার উচিত ছিল। আসলে আমি নিজেও খুব অনভিজ্ঞ, যার জন্য এটা হয়ে গেল। কাকিমার সাথে খোলাখুলি কথা বলতে হবে, আমাকেই সাহস করে বলতে হবে। দরকার হলে সেদিনের জন্য ক্ষমাও চাইতে হবে। আর জানতে হবে কাকিমা কি চায়? এই বিয়ে তে সত্যি রাজী কি? আর কেনই বা কাকিমা বলল বিয়ের পর এখান থেকে চলে যাবে। সব ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। ভাবতে ভাবতে ফ্ল্যাটে এসে গেলাম। বেল বাজালাম। কাকিমা দরজা খুলে দিল। প্রায় ৭দিন কাকিমার মুখোমুখি হই নি। দেখলাম কাকিমা কিছু একটা কাজ করছিলো, দরদর করে ঘামছে, আর নাইটি টা গায়ের সাথে পুরো লেপটে গেছে। আমি বললাম- - কাকিমা কিছু কথা আছে? - হ্যাঁ বল। - না আগে তুমি কাজ শেষ করে নাও। - তুই আমার ঘরে আসতে পারিস। আমি একটু আলমারি পরিষ্কার করছি। জামা কাপড় সব ওলট পালট হয়ে গেছে। - ঠিক আছে তুমি কাজ শেষ কর, তারপর না হয় কথা বলব। - তোর যা ইচ্ছে? তবে আমার আজ শেষ হতে একটু দেরী হবে। তাই বলছি তুই আমার ঘরে আয়। কাজ করতে করতে কথা হবে। শেষে কাকিমার ঘরেই গেলাম। কাকিমা বিছানাতেই বসতে বলল। বিছানায় সালোয়ার ব্রা প্যান্টি আর লেঙ্গিস পরে। কাকিমা ম্যাচিং করে প্যাকেটে রাখছে। মনে হয় সকালে তারা থাকে, তাই প্যাকেত বের করে পড়ে নেয়। পাখা বন্ধ রেখে সালোয়ার ইস্তিরি করছে। তাই ঘেমে গেছে। আমিও ঘামতে শুরু করলাম। কাকিমা- বল কি বলবি? আমি- তুমি রূপা কে কি বলেছ। কাকিমা- কেন ও তোকে কিছু বলে নি। আমি-হ্যা কাকিমা- তাহলে। আমি কাকিমাকে ঝগড়া র ব্যাপারে মেক আপ এর ব্যাপার টা পুরো বললাম। আমি- এবার বল, তুমি কেন বললে বিয়ের পর এখানে থাকবে না।
Parent