কাকিমাদের উপর প্রতিশোধ - অধ্যায় ২৫

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-69880-post-6027736.html#pid6027736

🕰️ Posted on September 5, 2025 by ✍️ Abirkkz (Profile)

🏷️ Tags: None
📖 660 words / 3 min read

Parent
উঠানে মানুষের ভিড় পাতলা হয়ে এসেছে। আকাশে মেঘের ছায়া, হাওয়ায় একটা ক্লান্তির গন্ধ। আমের গাছের পাতায় বাতাসের হালকা শব্দ, যেন কেউ ফিসফিস করে কথা বলছে। আমি উকিলের সাথে বসে আছি, তার হাতে একটা পুরানো চামড়ার ব্যাগ, তার চশমার কাচে আলোর প্রতিফলন। তার কথাগুলো আমার কানে ঢুকছে, কিন্তু আমার মন যেন অন্য কোথাও। আমি তার কথা থেকে জানতে পারি, রিমার বিষয়ে দোলার যা যা বলা সব সত্যি। কিন্তু কাকিমা লোভের জন্য সম্পদ চাননি; রিমার ভবিষ্যৎ ভেবে চেয়েছিলেন। আমার মনের ভিতরে একটা ঢেউ ওঠে। রিমার কান্নার মুখ ভেসে ওঠে, তার চোখের অশ্রু, তার কাঁপা কাঁধ। আমি ভাবি, এই কান্না কি তবে সত্যি ছিল? নাকি এর পিছনেও কোনো গল্প লুকিয়ে আছে? উকিলের কথা থেকে আরো জানতে পারি, কাকার কোনো সহায়-সম্পদ নেই। যা ছিল, সব চিকিৎসার পিছনে খরচ হয়ে গেছে। এমনকি বাড়িটাও বন্ধক রাখতে হয়েছে। এক বয়স্ক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ধার করা হয়েছিল। সেই লোক এখন রিমাকে বিয়ে করতে চায়, যদিও তার দুটো বউ আর বাচ্চা আছে। আমার মাথায় যেন একটা পাথর পড়ে। আমি রিমার কথা ভাবি, তার নরম কথা, তার চোখের অসহায় দৃষ্টি। এই লোকটার হাতে তাকে তুলে দেওয়া যায়? এমন সময় সেই বয়স্ক লোকটাই এগিয়ে আসে। তার চোখে একটা অদ্ভুত চকচকে ভাব, মুখে হাসি, কিন্তু সেই হাসিতে একটা শীতলতা। সে আমার দিকে তাকিয়ে বলে, “আকাশ, আমি এখনো রিমাকে বিয়ে করতে রাজি। এর বদলে এই বাড়িতে রিমা আর কাকিমাকে থাকতে দেব। তুমি রিমাকে রাজি করাও।” তার গলায় একটা আত্মবিশ্বাস, যেন সে জানে আমি তার কথায় রাজি হব। আমার বুকের ভিতরে একটা অস্থিরতা। আমি কাকার শেষ কথার কথা ভাবি—রিমা আর কাকিমার দায়িত্ব আমার। আমি কী এই লোকের হাতে রিমাকে তুলে দেব? আমার মুখে কথা আসে না। আমি শুধু বলি, “আচ্ছা।” কিন্তু আমার গলায় কোনো জোর নেই। আমার চোখ তার মুখের দিকে, কিন্তু মন অন্য কোথাও। উকিলের সাথে কথা বলে আরো জানতে পারি, আমার বাবার কাছ থেকে কাকা অনেক টাকা ধার নিয়েছিল। লিখিত দলিল করার কথা ছিল, কিন্তু উকিলের ব্যস্ততায় এক সপ্তাহ পরে সময় নির্ধারিত হয়েছিল। বাবা নিজের ভাইকে বিশ্বাস করে আগেই টাকা দিয়ে দেন। পরে উকিল আমার কাছে এসেছিল, কিন্তু আমি তখন রিমার সাথে খেলায় ব্যস্ত ছিলাম। কাকা-কাকিমা উকিলকে বলেছিল, আমি বড় হয়ে রিমাকেই বিয়ে করব, আর টাকা তারা শোধ করে দেবে। আমি যখন কাকার বাড়ি থেকে চলে যাই, কাকিমা উকিলকে বোঝান, আমি নাকি পাওনা টাকা নিয়ে চলে গেছি। আমার কোনো খোঁজ নেই, আমি নিজের ইচ্ছামতো চলি। আমার মাথা গরম হয়ে ওঠে। আমি তো কিছুই জানতাম না। আমি কোনো টাকা নিইনি। উকিলের কথা থেকে জানতে পারি, কাকা মরার আগে বলেছিল, আমি রিমাকে বিয়ে করব, আমিই তাদের ঋণ শোধ করব। কাকিমার ভাইয়ের কাছেও তাদের ঋণ আছে, আরো অনেকের কাছে। এখন নাকি আমি সেগুলো শোধ করব। আমার মাথায় যেন বাজ পড়ে। আমার তো কিছুই নেই। আমি কী শোধ করব? আমি উকিলকে বলি, “আজকে এসব আলাপ থাক। আমি তো এখানেই আছি। পরে সব নিয়ে কথা বলব।” আমার গলায় একটা অসহায়তা। উকিল মাথা নাড়ে, বলে, “ঠিক আছে। কিন্তু ওই লোক তো এখনই রিমাকে বিয়ে করতে চায়।” আমি কিছু বলি না। শুধু তাকে একটা হালকা হাসি দিয়ে বিদায় করি। বয়স্ক লোকটার দিকে তাকাই। তার চোখে প্রত্যাশা। আমি বলি, “আমি রিমার ভাই। আপনি চিন্তা করবেন না। আমি কাকিমা আর রিমাকে বুঝিয়ে রাজি করাব। তবে আমাকে কয়েকটা দিন সময় দিতে হবে।” আমার কথায় তার মুখে হাসি ফোটে। সে বলে, “ঠিক আছে। আমার বাড়িতে চলো। আমার বাইক আছে। বেশি সময় লাগবে না। শুধু যাবে আর আসবে” আমি বারবার মানা করি, কিন্তু সে জোর করে আমাকে তার বাইকের পিছনে বসায়। আমরা রাস্তায় চলছি। পথের পাশে ধানখেত, হাওয়ায় পাতার হালকা শব্দ। আমি বাইকের পিছনে বসে ভাবি, এসব কী হচ্ছে? আমি কি সত্যি রিমাকে এই লোকের সাথে বিয়ের কথা বলব? নাকি নিজেই কাকার ইচ্ছা পূরণ করে রিমাকে বিয়ে করব? এতে কি আমার লাভ হবে, না ক্ষতি? আমি তো ছোটবেলার প্রেমকে বিয়ে করতে পারব। কিন্তু রিমা কি সেই রিমা আছে? আমি কিছু মানুষের কাছ থেকে খোঁজ নিয়েছি। তারা বলেছে, দোলার বলা ঘটনা সত্যি। রিমা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, এমনকি কাকার মৃত্যুতেও তারা আসেনি। আমার মনের ভিতরে একটা জট। রিমার কান্না, তার অশ্রু—সেগুলো কি সত্যি ছিল? নাকি আমি এখনো কিছুই বুঝতে পারছি না? রাস্তার ধুলো আমার মুখে লাগছে। বাইকের শব্দে আমার কান ঝাঁঝরা হয়ে যাচ্ছে। 
Parent