কাকিমাদের উপর প্রতিশোধ - অধ্যায় ২৭

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-69880-post-6029737.html#pid6029737

🕰️ Posted on September 8, 2025 by ✍️ Abirkkz (Profile)

🏷️ Tags: None
📖 1034 words / 5 min read

Parent
ঘরে একটা ভারী নীরবতা। বাইরে হাওয়ায় পাতার শব্দ, হালকা শনশন। রিমা আমার সামনে দাঁড়িয়ে, তার চোখে অশ্রু ঝিলিক দিচ্ছে, ঠোঁট কাঁপছে। সে গলা নরম করে, চোখে আকুতি নিয়ে বলে, “তুমি তো আছো, আকাশ।” তার মুখে একটা অসহায় হাসি, হাত নড়ছে। আমার বুকের ভিতরে একটা চাপ। আমি মাথা নাড়ি, চোখ সরিয়ে নিয়ে বলি, “না না, আমি আর নেই তোমাদের সাথে!” আমার গলায় তিক্ততা, ভুরু কুঁচকে যায়। রিমার চোখে বিস্ময়, তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। “এসব কী বলছ তুমি?” তার গলায় কাঁপন, চোখে অবিশ্বাস। আমি কঠিন গলায়, মুখ শক্ত করে বলি, “ঠিকই বলছি, রিমা। আমি সব জানি, আমি ভালো করেই বুঝি, তোমরা জাস্ট আমাকে ব্যবহার করতে চাচ্ছ! আসলে কোন ভালোবাসা টালোবাসা না।” আমার চোখে রাগ, হাত মুঠো হয়ে যায়। রিমা চমকে ওঠে, তার ঠোঁট কাঁপে। “এটা তোমার ভুল, আকাশ, আমি তোমাকে ভালবাসি,” সে বলে, তার চোখে অশ্রু জমছে, হাত দিয়ে শাড়ির আঁচল ধরে। আমি চোখ সরু করে, মুখে তাচ্ছিল্য নিয়ে বলি, “তাহলে তোমার যে অন্য বয়ফ্রেন্ড আছে, সেগুলার কী হবে?” রিমা আমার কথায় থমকে যায়, তার চোখ বড় হয়ে যায়, মুখ ফ্যাকাশে। কিন্তু একটু পর নিজেকে সামলে নিয়ে, চোখ নামিয়ে বলে, “তোমাকে এসব কথা কে বলেছে?” তার গলায় একটা কাঁপন, হাত কাঁপছে। আমি কঠিন গলায় বলি, “যেই বলুক না কেন, কথা কি মিথ্যা? তুমি কি অস্বীকার করতে পারবে?” আমার চোখে রাগ, মুখ শক্ত। রিমা এবার কান্নায় ভেঙে পড়ে। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে, দুই গাল ভিজে যাচ্ছে, তার কাঁধ কাঁপছে, হাত দিয়ে মুখ ঢেকে ফুঁপিয়ে কাঁদছে। তার কান্নার শব্দ ঘরে ছড়িয়ে পড়ে, যেন একটা ভাঙা সুর। সে কাঁপা গলায় বলে, “তুমি যা শুনে থাকো না কেন, আকাশ, সব মিথ্যা কথা। আমার বাবা আজ মারা গেছে, আর তুমি কি না এসব আজ বাজে কথা বলছ!” তার চোখে অভিমান, ঠোঁট কাঁপছে, হাত দিয়ে শাড়ির আঁচল মুখে চেপে ধরে। আমি একটু নরম হই, মুখের শক্ত ভাব কমে, চোখ নামিয়ে বলি, “ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। কিন্তু উকিলের সাথে তো আমার কথা হয়েছে, তোমাদের নাকি অনেক ঋণ আছে, আর বাড়িটাও বন্ধক দিয়ে রাখা! তো তোমরা চলবে কী করে?” আমার গলায় অস্থিরতা, হাত নড়ছে। রিমা চোখ তুলে, অশ্রুমাখা মুখে বলে, “কেন, তুমি তো আছো।” তার চোখে আকুতি, ঠোঁটে হালকা হাসি। আমি মাথা নাড়ি, চোখে তিক্ততা ফিরে আসে। “আমি নেই, রিমা, আমি এসবের মাঝে আর নেই। তোমাকে বিয়ে করার জন্য অনেক বড়লোক পাত্র বসে আছে, তাকে বিয়ে করে তুমি আর কাকিমা সুখে থাকো! আমার মতো এতিম ফকিরের কাছে কিছুই পাবে না!” আমার গলায় রাগ, মুখ শক্ত, হাত দিয়ে টেবিলে টোকা দিই। রিমা আবার কান্নায় ভেঙে পড়ে, তার চোখ থেকে অশ্রু ঝরছে, কাঁধ কাঁপছে, হাত দিয়ে মুখ ঢেকে ফুঁপিয়ে কাঁদছে। “এভাবে বলো না, আকাশ,” সে কাঁপা গলায় বলে। আমি তাকে থামিয়ে, চোখ সরু করে বলি, “কান্না কাটি থামাও তো। তোমাদের আমি ভালোভাবে চিনে গেছি, যেখানে টাকার গন্ধ সেখানে তোমরা!” আমার গলায় তাচ্ছিল্য, মুখে কঠিন ভাব। রিমার কান্নার শব্দে কাকিমা ঘরে ঢোকে। তার চোখে উদ্বেগ, ভুরু কুঁচকে, মুখ ফ্যাকাশে। “কী হয়েছে, আকাশ?” সে গলায় চিন্তা নিয়ে বলে। আমি মাথা নাড়ি, চোখ নামিয়ে বলি, “কাকিমা, আমি কালকেই চলে যাব, আমার শহরে জরুরি কাজ আছে।” আমার গলায় শুকনো ভাব, হাত নড়ছে। কাকিমার চোখে বিস্ময়, মুখ ফ্যাকাশে হয়ে যায়। “এসব কী বলছ, বাবা? আমাদের ফেলে রেখে তুমি এভাবে চলে যেতে পারো না,” সে কাঁপা গলায় বলে, তার চোখে অশ্রু জমছে। আমি কঠিন গলায় বলি, “এসব বলে কোন লাভ নেই, আপনারা এতদিন আমাকে ছাড়া ভালো ছিলেন, আরো থাকতে পারবেন, আমি আর আপনাদের জীবনে থাকতে চাই না, আর আমি সব জানি, উকিল আমাকে টাকা পয়সার কথা সব বলেছে।” আমার চোখে রাগ, মুখ শক্ত। কাকিমা চমকে ওঠে, তার চোখ বড় হয়ে যায়, ঠোঁট কাঁপছে। সে তোতলাতে তোতলাতে বলে, “তু তু তুমি কিসের টাকার কথা বলছ?” আমি বলি, “এই যে আপনাদের কোন টাকা পয়সা সহায় সম্পত্তি নেই, বরং আরো ঋণ আছে! এসবের দায়িত্ব তো আমি নিবো না।” আমার গলায় তিক্ততা, হাত মুঠো হয়ে যায়। কাকিমা যেন হাফ ছেড়ে বাঁচে, তার মুখে একটা হালকা হাসি ফোটে, চোখে স্বস্তি। “আরে, এসব কিছু তোমাকে চিন্তা করতে হবে না। ওগুলো কোন সমস্যা না,” সে বলে, তার গলায় জোর-করা আত্মবিশ্বাস। আমি চোখ সরু করে বলি, “আমার জন্য তো সমস্যা, আমি আর আপনাদের মাঝে নিজে চলে যাব। আর সমস্যা না, সেটা আমি ভালোভাবেই জানি, আমি জানি রিমার জন্য বড়লোক পাত্র আছে, তার সাথে রিমার বিয়ে দেন, আপনাদের আর কোন চিন্তা থাকবে না।” আমার গলায় তাচ্ছিল্য, মুখ শক্ত। কাকিমা কান্নায় ভেঙে পড়ে, তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে, হাত কাঁপছে। “এসব কী বললে তুমি? ওই লোক আমার চেয়েও বড় বয়সের, আর তার কাছে কি না আমি রিমাকে বিয়ে দিব! এটা হতে পারে না, আমি তো ভেবেছিলাম, তোমার সাথে রিমার বিয়ে দিব,” সে কাঁপা গলায় বলে, তার মুখে অভিমান। আমি বলি, “এসব বলে আর লাভ নেই, কাকিমা, আমার রিমা কি বিয়ে করার আর কোন ইচ্ছে নেই।” আমার গলায় তিক্ততা, চোখ নামিয়ে নিই। রিমা কান্না করতে করতে ঘর থেকে চলে যায়, তার কান্নার শব্দ দূরে মিলিয়ে যায়। কাকিমা আমার দিকে তাকায়, তার চোখে অশ্রু, ঠোঁট কাঁপছে। “না, কেন, রিমা তোমাকে অনেক ভালবাসে, এই জন্যই আমি তুষারের সাথে বিয়েটা ভেঙেছি,” সে বলে। আমি অবাক হই, আমার চোখ বড় হয়ে যায়, ভুরু উঁচু হয়। কাকিমা চোখ নামিয়ে বলে, “জানি, এতদিন আমরা তোমার খোঁজখবর রাখিনি, এটা আমার ভুল ছিল, কিন্তু এখন এই অবস্থায় তুমি আমাদের ছেড়ে চলে যেও না, বাবা।” তার গলায় আকুতি, চোখে অশ্রু। সে আমার হাত ধরে, তার হাত নরম, কাঁপছে। আমি একটু বিব্রত হই, আমার মুখ গরম হয়ে ওঠে। সে আমার হাত শক্ত করে চেপে ধরে বলে, “তুমি ছাড়া আমাদের আর কেউ নেই, তুমি আমাদের ছেড়ে যেও না।” আমি তার হাতে আলতো চাপ দিয়ে বলি, “আচ্ছা, ঠিক আছে, আমি যাব না কোথাও, আমি আছি। আপনারা শান্ত হন এখন। সারাদিন অনেক ধকল গেছে, একটু বিশ্রাম করুন।” আমার গলায় নরম ভাব, চোখে একটা ক্লান্তি। কাকিমা আমাকে জড়িয়ে ধরে, তার শরীরের উত্তাপ আমার শরীরে ছড়িয়ে পড়ে। আমার বুকের ভিতরে একটা উত্তপ্ত কামনা জেগে ওঠে, আমি অস্বস্তিতে নড়ে উঠি। সে কাঁদতে কাঁদতে বলে, “তুমি আমাকে বাঁচালে, তোমার কাকা না থাকায় এখন কিছুই বুঝতে পারছি না, কী করব! কোথায় যাব! তুমিই আমাদের একমাত্র ভরসা।” তার কান্নার শব্দে ঘর ভরে যায়, তার হাত আমাকে শক্ত করে ধরে। আমি তাকে সরিয়ে দিয়ে বলি, “ঠিক আছে, ঠিক আছে, বললাম তো আমি আছি। আপনাদের কোন দুশ্চিন্তা করতে হবে না।” আমার গলায় জোর-করা আত্মবিশ্বাস, মুখে ক্লান্তি। কাকিমা কান্না থামায়, আমাকে ধীরে ছেড়ে দেয়, তার চোখে অশ্রু, মুখে একটা হালকা হাসি। আমি বাইরে বেরিয়ে আসি। বাইরে হাওয়া ঠান্ডা, আকাশে মেঘের ছায়া। আমার মন অস্থির। রিমার কান্না, কাকিমার আকুতি, আর লোকটার বিয়ের প্রস্তাব—সব মিলে আমার মাথায় একটা জট। একটা অন্ধকার।
Parent