কিছু কথা ছিল মনে - বাবান - অধ্যায় ৩২

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-34519-post-3937066.html#pid3937066

🕰️ Posted on November 9, 2021 by ✍️ Baban (Profile)

🏷️ Tags:
📖 128 words / 1 min read

Parent
আলোয় ভুবন ভরা - বাবান  দীপাবলি স্পেশাল আকাশ যে আর নেই গো কালো আজকে তা যে রঙিন প্রত্যেক রাত হোক অন্ধকারের আজ যে রোশনির দিন ফাটছে বাজি ছাদে ছাদে কেউ বা সাহসী কারো হাত যে কানে কোনটা ফাটছে দরাম দুম কেউ বা আবার উড়ে গিয়ে বুম কেউ বা আবার উড়ছে সাঁই কেউ বা ঘরে করে বাই বাই কেউ বা আবার শুধুই আলো আমারও লাগে সেগুলোই ভালো কিনে বাজি বাড়ি ফিরে যেতাম ছাদে বাজি ধরে রেখে আসতাম রোদের তাপে বিকেলে তুলে নিতাম হাতে তারপরতে রাতটা হলেই আবার গন্তব্য ছাদের দিকেই ছোট বড়ো সবাই মিলে সামিল হতাম খুশির ভিড়ে আলোয় কাটতো সব অন্ধকার মুখে হাসি ফুটতো সবার রশ্নি,আলোয় ভরা শহর যেন কোনায় কোনায় ছড়িয়ে মোহর সেই আমাদের ছোটবেলা রোশনির নিয়ে পবিত্র খেলা আজকে সেসব মোদের স্মৃতি থাকুক মনে সারাবেলা #baban
Parent